বর্তমানে আম্বানি পরিবারের বিয়ে হল নেটপাড়ার সবথেকে আলোচিত বিষয়। আগামী 12 জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। সোমবার তাদের গায়ে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিল বলিউডের একঝাঁক তারকা।
অনন্ত আম্বানির গায়ে হলুদের অনুষ্ঠানে সলমন খান, রণবীর সিং,অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর,অর্জুন কাপুর,অরি, সারা আলি খান,রাহুল বৈদ্য, দিশা পারমার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সোমবার এই অনুষ্ঠানের centre of attraction ছিলেন বলিউডের ভাইজান সলমন খান। প্রথমে তিনি কালো রঙের কুর্তায় অনুষ্ঠানে যোগদান করলেও কিছুক্ষণের মধ্যেই পোশাক চেঞ্জ করে ফেলেন, কালোর পরিবর্তে হলুদ কুর্তায় দেখা যায় বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরকে, তার গালে ছিল হলুদ…
এদিন আম্বানি পরিবারের অনুষ্ঠানে হলুদ শাড়িতে দেখা যায় জাহ্নবী কাপুরকে। লাল রঙের লেহেঙ্গায় সেজেছিলেন সারা আলি খান, অন্যদিকে পিচ রঙের আনারকলি সালোয়ারে বরাবরের মতো মিষ্টি লাগছিল অনন্যা পান্ডেকে।
হলুদ কুর্তা পরে হাজির হয়েছিলেন রণবীর সিং, অনুপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন। সারা গায়ে হলুদ মেখে খোশমেজাজে ক্যামেরার উদ্দেশ্যে হাত নাড়েন রণবীর। মেরুন রঙের শেরওয়ানিতে অর্জুন কাপুরের লুকটাও ছিল নজরকাড়া ।
গায়ে হলুদের অনুষ্ঠান উপলক্ষে আম্বানিদের বাড়ি অ্যান্টেলিয়ার চারিদিক ফুল এবং আলোয় সাজানো হয়েছিল। আম্বানি পরিবারের সকলের সাজই ছিল তাক লাগানোর মতো। টিনা আম্বানি এবং তার বউমা দুজনেই হলুদ রঙের পোশাক পরেছিলেন। অনিল আম্বানিও হলুদ রঙের পাঞ্জাবি পরেছিলেন।
এদিন লাল পাঞ্জাবিতে দেখা যায় আকাশ আম্বানিকে। মুকেশ আম্বানি পরেছিলেন বেইজ রঙের পাঞ্জাবি। সোনালি রঙের চুড়িদারে নীতা আম্বানিকে একেবারে রাজরানির মতো দেখাচ্ছিল।
নেটমাধ্যমে অনুষ্ঠানের একাধিক ভিডিও এবং ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তবে গায়ে হলুদের অনুষ্ঠানে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের কোন ছবি এখনও পর্য়ন্ত সামনে আসেনি,তাই তারা কেমন সেজেছিলেন সেটা দেখার জন্য অপেক্ষায় রয়েছেন অনেকেই।