প্রায় 5 বছর পর কমেডি সিনেমায় দেখা যাবে বলিউডের খিলাড়ি কুমার কে। কমেডি ঘরানার এই সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন তাপসী পান্নু, বাণী কাপুর, ফারদিন খান, অ্যামি ভির্ক প্রমুখ। 23 জুলাই, মঙ্গলবার প্রকাশ্যে আসে এই সিনেমার মোশন পোস্টার।
মোশন পোস্টারে দেখা যায় অক্ষয় কুমার সবার মাঝে রয়েছেন এবং সিনেমার বাকি কলাকুশলীরা তাকে ঘিরে রয়েছেন।
তারপরেই দেখা যায় অক্ষয় কুমার, তাপসী পান্নু, ফরদিন খান, ভানি কাপুর, অ্যামি ভির্ক সহ সিনেমার প্রত্যেকে ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকার নির্দেশ দিচ্ছে। অক্ষয় কুমার এই পোস্টারটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন, যার ক্যাপশনে লেখা – ‘বন্ধুত্বের খেলা, বন্ধুত্বের ছবি’।
এর আগে 2007 সালে ‘Heyy Baby’ সিনেমায় ফরদিন খান এবং অক্ষয় কুমারকে একসাথে দেখা গেছিল। অন্যদিকে ‘Naam Shabana’, ‘Baby’, ‘Mission Mangal’ এর মতো একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন অক্ষয় কুমার এবং তাপসী পান্নু৷
এবছরের শুরুর দিকে এই সিনেমার নির্মাতা একটি BTS ছবি শেয়ার করেছিলেন। যেখানে এই সিনেমার রিলিজ ডেট প্রকাশ করা হয়েছিল। আগামী 15 আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই সিনেমা। প্রসঙ্গত ওই একই দিন জন আব্রাহামের ‘Vedaa’ এবং শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও অভিনীত ‘Stree 2’ মুক্তি পেতে চলেছে।
অক্ষয় কুমারের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘Sarfira’ সিনেমাটি বক্স অফিসে ধাক্কা খাওয়ার পর তার ভক্তরা ‘Khel Khel Mein’
নিয়ে আশাবাদী। 2021 সালে মুক্তিপ্রাপ্ত ‘Sooryavanshi’ অক্ষয়ের শেষ সুপারহিট সিনেমা। তারপর বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও খিলাড়ি কুমারের আর কোন সিনেমাই সেভাবে মন জয় করতে পারেনি দর্শকদের।