ইমোশন মানুষের মনের আন্তরিক অবস্থার সাথে সম্পর্কিত একটি স্থিতি বোঝায়। বাংলায় আমরা ইমোশনকে আবেগ বলি। এই আবেগকে বলা যায় অনুভূতির উৎস। আবেগ বা ইমোশন প্রায়শই মেজাজ , ব্যক্তিত্ব , স্বভাব বা সৃজনশীলতার সাথে জড়িত থাকে।
অনেকেই নিজের মনের ইমোশনের কথা সামাজিক মাধ্যমে পোস্ট করতে চান । এইসব পোস্ট করার ক্ষেত্রে নিজের ছবি সাধারণত কেউ ব্যবহার করেন না, বরং ইমোশনাল কার্টুন পিক এর মাধ্যমে নিজের মনের অবস্থা বুঝিয়ে থাকেন। আপনারা যারা ইমোশনাল কার্টুন পিক অনলাইনে খোঁজ করছিলেন তারা এই প্রতিবেদন থেকে এই ধরনের ছবি সংগ্রহ করে নিতে পারেন।
ইমোশনাল কার্টুন পিক ছেলেদের
ছেলে বা পুরুষরা একই স্তরে আবেগ অনুভব করেন যা মহিলারা করেন। তবে ছেলেদের ক্ষেত্রে আবেগ বা ইমোশন মেয়েদের তুলনায় কিছুটা কম প্রকাশ পায়। কিন্তু কাউকে মনের অবস্থা সরাসরি প্রকাশ করতে না পারলেও অনেকে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট করার মধ্য দিয়ে আবেগ অনুভূতি বুঝিয়ে দেয়। সেক্ষেত্রে অনেকেই ইমোশনাল কার্টুন পিক ব্যবহার করে, যার সাহায্যে তার অবস্থা কিরূপ তা আরো ভালোভাবে বোঝানো যায়। আপনারা যারা ছেলেদের ইমোশনাল কার্টুন পিক অনলাইনে খোঁজ করছিলেন তারা এখান থেকে এই ধরনের ছবি সংগ্রহ করে নিতে পারেন।
ইমোশনাল কার্টুন পিক মেয়েদের
মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রেই সরাসরি ইমোশন প্রকাশ করতে পছন্দ করে। নিজের মধ্যে আবেগ চেপে রাখা অনেক সময় খুব কঠিন হয়ে যায়, ফলে তা মনের উপর প্রভাব ফেলতে পারে। কিন্তু এমন অনেক মেয়ে বা মহিলা আছেন যারা পরিস্থিতির কারণে নিজের মনের কথা কাউকে বলার সুযোগ পান না, তখন সামাজিক মাধ্যমে পোস্ট করার মাধ্যমে নিজের মন হালকা করার চেষ্টা করেন। এইসব ক্ষেত্রে তারা ইমোশনাল কার্টুন পিকচারের আশ্রয় নিতে পছন্দ করেন। সেক্ষেত্রে অনলাইন থেকে এইসব ছবি সংগ্রহ করার চেষ্টা করেন। আপনারা যারা মেয়েদের ইমোশনাল কার্টুন পিক অনলাইনে খোঁজ করছিলেন তারা আমাদের ওকে বাংলার ওয়েবসাইট থেকে এই ধরনের ছবি সংগ্রহ করে নিতে পারেন।
ইমোশনাল কষ্টের পিক
নিজের ইমোশন সকলের সাথে শেয়ার করা যায় না। অনেকে আবার মনের অবস্থা কারো কাছে বলার সুযোগ পান না। তখন মনের গভীরে চেপে রাখা ইমোশন প্রকাশ করার জন্য আশ্রয় নেন সামাজিক মাধ্যমের পোস্ট- এর । তাই সেখানে ক্যাপশন সহ অনলাইন থেকে ইমোশনাল কষ্টের পিক সংগ্রহ করে তা ব্যবহার করেন। আপনারা যারা ইমোশনাল কষ্টের পিক অনলাইনে খোঁজ করছিলেন তারা এখান থেকে এই ধরনের ছবি সংগ্রহ করে নিতে পারেন।
ইমোশনাল কষ্টের পিক লেখা ছাড়া
অনলাইনে কখনও ইমোশনাল পিক খোঁজ করতে গিয়ে লেখা সহ বিভিন্ন ছবি এসে পড়ে। কিন্তু বহু মানুষ এমন আছেন যাদের অবস্থার সাথে সেই ছবির মিল থাকলেও লেখার মিল থাকে না। তখন তারা লেখা ছাড়া ইমোশনাল ছবি সার্চ করে থাকেন। আপনারা যারা লেখা ছাড়া ইমোশনাল কষ্টের পিক অনলাইনে খোঁজ করছিলেন তারা এখান থেকে এই ধরনের ছবি সংগ্রহ করে নিতে পারেন।
ভালোবাসার কষ্টের পিক
ভালোবাসায় অনেকেই কষ্ট পায়। আর সেই কষ্ট প্রকাশ করতে গিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট করে থাকেন। পোস্ট এর মাধ্যমে মনের কথা উগড়ে দিতে গিয়ে অনেকেই ভালোবাসার কষ্টের পিক ব্যবহার করে থাকেন। আপনারা যারা লেখা ছাড়া ভালোবাসার কষ্টের পিক অনলাইনে খোঁজ করছিলেন তারা আমাদের ওয়েবসাইট থেকে এই ধরনের ছবি সংগ্রহ করে নিতে পারেন।
কষ্টের পিক ছেলে মেয়ে
কোনো অবাঞ্ছিত কারণে প্রেমিক প্রেমিকার মধ্যে ঝগড়া হলে অথবা বিভিন্ন কারণে তাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি হলে দুজনেরই কষ্ট হয়। অনেক সময় এই কষ্ট তারা পরস্পরের কাছে প্রকাশ করতে পারে না। তখন তাদের প্রকাশের মাধ্যম হয়ে ওঠে কষ্টের কোনো পোস্ট। সেক্ষেত্রে ছেলে এবং মেয়ে দুজনই কষ্টে আছে এমন ছবি দিয়ে লেখা যোগ করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন তারা। আপনারা যারা লেখা ছাড়া ছেলে-মেয়ের কষ্টের পিক অনলাইনে খোঁজ করছিলেন তারা এখান থেকে এই ধরনের ছবি সংগ্রহ করে নিতে পারেন।
শেষ কথা :
পৃথিবীতে প্রতিটি মানুষেরই ইমোশন আছে। তবে একেক জনের কাছে দুঃখ কষ্টের অনুভূতি একেক রকম। কিন্তু সকল মানুষ তার ইমোশন, অনুভূতি সকলের কাছে প্রকাশ করতে পারে না। তাই তারা সামাজিক মাধ্যমে পোস্ট করে মন হালকা করার চেষ্টা করে। পোস্টে মনের অবস্থার সাথে মিলে যায় সেইরূপ ছবি ব্যবহার করতে গিয়ে অনলাইনে ইমোশনাল পিক খোঁজ করে থাকে। যারা ইমোশনাল কার্টুন পিক অনলাইনে খোঁজ করছিলেন আশা করি তারা নিজের পছন্দমত ছবি এখানে পেয়ে গেছেন। এইরূপ পোস্ট আরোও পেতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।