Samsung এর লো বাজেট স্মার্টফোন Galaxy A16 – Coming Soon!

শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A16

সম্প্রতি টেক দুনিয়ায় Samsung সম্পর্কিত একটি খবর প্রকাশিত হয়েছে। জানা গেছে Samsung তাদের Galaxy ‘A’ সিরিজের একটি নতুন স্মার্টফোন নিয়ে কাজ করছে, এই ডিভাইসটি Samsung Galaxy A16 নামে লঞ্চ হবে।

যদিও এখনও পর্যন্ত কোম্পানির তরফে এই মোবাইলটির সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি,তবে আসন্ন এই Samsung স্মার্টফোনটি IMEI ডাটাবেসে তালিকাভুক্ত হয়েছে যেখানে ফোনের নাম এবং মডেল নম্বর দুটোই প্রকাশ করা হয়েছে। তাই অনুমান করা হচ্ছে ফোনটি শীঘ্রই লঞ্চ হতে পারে। রিপোর্ট অনুযায়ী Samsung কোম্পানির এই ফোনটি লো বাজেটে লঞ্চ হবে।

Samsung Galaxy A16

Samsung Galaxy A16 স্মার্টফোনটি IMEI ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। অনুমান করা হচ্ছে Galaxy A16 4G ফোনটি আগের মডেল Galaxy A15 4G ফোনের তুলনায় অনেক উন্নত ফিচার সহ মার্কেটে আসবে। IMEI ডেটাবেসে এই ফোনটি মডেল নম্বর ‘SM-A165F সহ তালিকাভুক্ত হয়েছে।

Samsung Galaxy A15 4G ফোনের স্পেসিফিকেশন

যেহেতু Galaxy A16 4G মডেলের স্পেসিফিকেশন এখনও প্রকাশিত হয়নি তাই Samsung Galaxy A15 4G ফোনের স্পেসিফিকেশন জানানো হল। এর সাহায্যে আসন্ন ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে অনুমান করা যাবে।

Samsung Galaxy A15 4G ফোনে একটি 6.5-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে রয়েছে, যার মধ্যে 90Hz রিফ্রেশরেট এবং 800 নিটস ব্রাইটনেস রয়েছে। এই স্মার্টফোনটি Mediatek Helio G99 চিপসেটে রান করে। এই ফোনে 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ রয়েছে।

ক্যামেরা সেটআপের সম্পর্কে বললে এই স্মার্টফোনের ব্যাকে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ফ্রন্টে একটি 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

Samsung Galaxy A15 4G ফোনে একটি 5000mAh ব্যাটারি রয়েছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই স্মার্টফোনটি Android 14 বেসড One UI 6 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ হয়েছে। এই ফোনে 4 বছরের জন্য সফ্টওয়্যার আপডেট এবং 5 বছরের জন্য সিকিউরিটি আপডেট রয়েছে।

Puja Paulchowdhury

Puja Paulchowdhury is working as a Content Writer over the past 4 Years. She has completed Master of Arts in Bengali from University of Calcutta. She is a writer also, she love to create different imaginary character & express her feelings, thoughts & experiences through writing.

Recent Posts