Samsung Galaxy M35 ধামাকা লঞ্চ আর কিছুদিনের মধ্যেই

Samsung প্রেমীদের জন্য সুখবর। শীঘ্রই Samsung কোম্পানি ভারতে M সিরিজের অধীনে Galaxy M35 ফোনটি লঞ্চ করতে চলেছে। মে মাসে ব্রাজিলে লঞ্চ হওয়া Samsung Galaxy M35 স্মার্টফোনটি ভারতেও একই ভেরিয়েন্টে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।

বর্তমানে ই-কমার্স সাইট Amazon এ ডিভাইসটির টিজার প্রকাশিত হয়েছে, যেটা দেখে ফোনের লঞ্চের বিষয়টি নিশ্চিত বলে মনে করা হচ্ছে। ই-কমার্স সাইট Amazon থেকে এটাও জানা গেছে যে ফোনটি Amazon Prime Day Sale সেলের সময় 20 বা 21 জুলাই লঞ্চ হতে পারে।

Samsung Galaxy M35 ফোনের স্পেসিফিকেশন

Samsung Galaxy M35 5G ফোনে একটি 6.6 ইঞ্চি FHD+ সুপার AMOLED ডিসপ্লে রয়েছে, যা 120Hz রিফ্রেশরেট এবং 1,000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।এই ফোনটি আন্তর্জাতিক মার্কেটে Exynos 1380 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। যেখানে 8GB RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরার কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে OIS সাপোর্ট যুক্ত একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স ও একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা লেন্স রয়েছে। শুধু তাই নয় এই ফোনে একটি 13MP সেলফি ক্যামেরা রয়েছে।

Samsung Galaxy M35 ফোনে Android 14 বেসড One UI 6.1 অপারেটিং সিস্টেম রয়েছে। এই ফোনে একটি 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়াও অন্যান্য ফিচারের মধ্যে এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্পিকার ইত্যাদি রয়েছে।

Puja Paulchowdhury

Puja Paulchowdhury is working as a Content Writer over the past 4 Years. She has completed Master of Arts in Bengali from University of Calcutta. She is a writer also, she love to create different imaginary character & express her feelings, thoughts & experiences through writing.

Recent Posts