২৭০ ছবির ১৮০ ফ্লপ! হাল না ছেড়ে জয় করলেন বলিউড

২৭০ ছবির ১৮০ ফ্লপ! হাল না ছেড়ে জয় করলেন বলিউড

বলিউডে একাধিক সুপারস্টার এসেছেন, আবার হারিয়েও গেছেন। কিন্তু কয়জন পারেন শত শত ব্যর্থতার মধ্যেও নিজেদের প্রতিষ্ঠিত করতে? মিঠুন চক্রবর্তী সেই বিরল কিছু তারকার একজন, যিনি ২৭০টি ছবির মধ্যে ১৮০টি ফ্লপ দেওয়ার পরও বলিউডে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন এবং হয়ে উঠেছেন অন্যতম ধনী সুপারস্টার।

লিমকা বুক অফ রেকর্ডসে নাম :

লিমকা বুক অফ রেকর্ডসে নাম
Pin it

মিঠুন চক্রবর্তীর নাম লিমকা বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে এক অসাধারণ কীর্তির জন্য—১৯৮৯ সালে তিনি একক বছরে টানা ১৯টি ছবি করেছিলেন। যদিও এর মধ্যে অধিকাংশই বক্স অফিসে ফ্লপ হয়, তবুও এই পরিশ্রম এবং ধারাবাহিকতাই তাঁকে গড়ে তোলে এক অদম্য লড়াকু অভিনেতা হিসেবে।

অভিনয় জীবন ও খ্যাতির শিখরে ওঠা :

১৯৭৬ সালে ‘মৃগয়া’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেন মিঠুন এবং প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার জিতে নেন। এরপর ‘ডিস্কো ড্যান্সার’ ছবির মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। আশির দশক ছিল তাঁর ক্যারিয়ারের স্বর্ণযুগ। ‘কলঙ্কিনী কঙ্কাবতী’, ‘অন্যয় অভিচার’, ‘অগ্নিপথ’ সহ একাধিক হিট ছবি উপহার দেন দর্শকদের।

ব্যর্থতা সত্ত্বেও অদম্য মানসিকতা :

আর্থিক সাফল্য ও বিলাসবহুল জীবনযাপন
Pin it

মিঠুন চক্রবর্তীর কেরিয়ারে এমন সময়ও এসেছে, যখন পরপর ৩০টিরও বেশি ছবি ফ্লপ হয়েছে। তবুও তিনি থেমে যাননি। হাল না ছেড়ে বারবার ঘুরে দাঁড়িয়েছেন এবং প্রমাণ করেছেন—সফলতা মানে শুধুই হিট ছবি নয়, বরং অধ্যবসায় ও সাহসিকতা।

আর্থিক সাফল্য ও বিলাসবহুল জীবনযাপন :

রিপোর্ট অনুযায়ী, মিঠুন চক্রবর্তীর মোট সম্পদের পরিমাণ প্রায় ১০১ কোটি টাকা। তাঁর গাড়ির সংগ্রহে রয়েছে ইনোভা, মার্সিডিজ বেঞ্জ ই-ক্লাস, ফরচুনার, ভক্সওয়াগেন সহ একাধিক বিলাসবহুল গাড়ি। তিনি শুধুমাত্র চলচ্চিত্র নয়, ব্যবসা ও রাজনীতিতেও সফলভাবে পদচারণা করেছেন।

সম্মান ও পুরস্কার :

মিঠুন চক্রবর্তীর মোট সম্পদের পরিমাণ প্রায় ১০১ কোটি টাকা
Pin it

মিঠুন চক্রবর্তী ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও তিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’ লাভ করেছেন।

বর্তমান সময়েও তিনি সমানভাবে সক্রিয়। ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘দ্য তাসখন্দ ফাইলস’, ‘দ্য ভিলেন’ ও ‘গোলমাল’-এর মতো সিনেমায় অভিনয় করে আবারও নিজের অভিনয় প্রতিভার সাক্ষর রেখেছেন।

মিঠুন চক্রবর্তীর জীবনগাথা প্রমাণ করে, ব্যর্থতা কখনও একজন শিল্পীর সাফল্যকে থামিয়ে দিতে পারে না। পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো বাধাকে জয় করা যায়। বলিউডের এই ‘ডিস্কো কিং’ আজও কোটি ভক্তের হৃদয়ে অমলিন।

RIma Sinha

Rima Sinha is a professional journalist and writer with a strong academic background in media and communication. She holds a Bachelor of Arts from Tripura University and a Master’s degree in Journalism and Mass Communication from Chandigarh University. With experience in reporting, feature writing, and digital content creation, Rima focuses on delivering accurate and engaging news stories to Bengali readers. Her commitment to ethical journalism and storytelling makes her a trusted voice in the field.

Recent Posts

link to নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন কাহিনী, Life story of Netaji Subhash Chandra Bose in Bengali

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন কাহিনী, Life story of Netaji Subhash Chandra Bose in Bengali

নেতাজি নামে পরিচিত সুভাষ চন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের...