যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার এক বলিষ্ঠ পদক্ষেপ – 1.5 কোটি বেতনের চাকরি ফেরাল

Jadavpur University

আমেরিকায় চাকরির সুযোগ, মোটা মাইনে! তাও সেই চাকরি ফিরিয়ে দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আয়ুশ শর্মা।

সমীক্ষা অনুযায়ী আজকাল যেখানে বেশিরভাগ মানুষের জীবনেই পরিবারের আগে কেরিয়ার প্রাধান্য পায় সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইটির ছাত্র আয়ুষ শর্মা মা বাবার পাশে থাকাকে কেরিয়ারের আগে প্রাধান্য দিয়েছেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্লেসমেন্ট সেলের দাবি অনুযায়ী এইবছর 918 জন পড়ুয়া প্লেসমেন্টের জন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আগ্রহ দেখিয়েছিলেন। যার মধ্যে 830 জন ভালো ভালো কোম্পানিতে চাকরি পেয়েছেন৷ তবে মোটা মাইনের চাকরি পাওয়া সত্ত্বেও বাবা মায়ের পাশে থাকার জন্য বিদেশে চাকরির অফার ফিরিয়ে দিয়েছেন আয়ুষ।

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্লেসমেন্ট
Pin it

বাগুইআটির বাসিন্দা আয়ুষ শর্মা ক্যালকাটা পাবলিক স্কুলে পড়াশোনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। মধ্যবিত্ত পরিবারের সন্তান আয়ুষের বাবা একটি বিমা সংস্থায় কাজ করে এবং তার মা গৃহবধূ।

এই প্রসঙ্গে আয়ুষের তরফে জানানো হয়েছে যে প্রথমে যখন তিনি অফারটা পেয়েছিলেন তখন ভেবেছিলেন কাজটা ওয়ার্ক ফ্রম হোম হোম করা যাবে। কিন্তু পরে যখন জানতে পারেন যে এই চাকরির জন্য দেশের বাইরে যেতে হবে, ইউএসএ তে গিয়ে জয়েন করতে হবে তখন সেই অফারটা ফিরিয়ে দেন আয়ুষ।

যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
Pin it

আয়ুষ আরও জানিয়েছেন যে এই মুহূর্তে তিনি দেশ ছেড়ে যেতে চাইছেন না, তিনি আত্মবিশ্বাসী যে এমন সুযোগ তার কাছে ভবিষ্যতেও আসবে। তবে এখন তিনি দেশে থেকেই কিছু করতে চান। বর্তমানে ওয়ার্নার ব্রাদার্স থেকে পাওয়া চাকরির অফারটা গ্রহণ করেছেন তিনি,যার বার্ষিক প্যাকেজ 24 লক্ষ টাকা।তবে এই কাজের জন্য তাকে বেঙ্গালুরুতে যেতে হবে। আয়ুষের বক্তব্য অনুযায়ী বেঙ্গালুরু থেকে যে কোন সময় কলকাতায় ফেরা যতটা সহজ, ইউএসএ থেকে ফেরা ততটা সহজ নয়।

জীবনে টাকার প্রয়োজন অবশ্যই রয়েছে, তবে তার থেকেও বেশি প্রয়োজন বাবা মায়ের পাশে থাকা। আয়ুষের এই সিদ্ধান্তে ভালোবাসা এবং শুভেচ্ছার বন্যা বইয়ে দিচ্ছেন নেটিজেনরা।

Recent Posts

link to নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন কাহিনী, Life story of Netaji Subhash Chandra Bose in Bengali

নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন কাহিনী, Life story of Netaji Subhash Chandra Bose in Bengali

নেতাজি নামে পরিচিত সুভাষ চন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের...