লেন্স থেকে বিপত্তি, চোখের যন্ত্রণায় দিশেহারা অভিনেত্রী জ্যাসমিন ভাসিন

চোখের সমস্যায় আক্রান্ত জাসমিন বসিন

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now Opens in a new tab.

হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী লেন্সের কারণে বড়সড় বিপদের মুখে পড়েছেন।রিপোর্ট অনুযায়ী, দিল্লিতে একটি অনুষ্ঠান থেকেই সমস্যার সূত্রপাত।


নিজের অবস্থার কথা প্রসঙ্গে অভিনেত্রী জানান – ’17 জুলাই একটি ইভেন্টের কারণে আমি দিল্লিতে গেছিলাম। আমি ইভেন্টের জন্য তৈরি হচ্ছিলাম। আমি জানি না যে আমার লেন্সে কি সমস্যা ছিল, কিন্তু লেন্স পরার পরে আমার চোখের ব্যাথা শুরু হয় এবং ব্যাথা ক্রমশ বাড়তে থাকে।

লেন্সের সমস্যা
Pin it

আমি চিকিৎসকের কাছে যাবো ভেবেছিলাম,কিন্তু যেহেতু আমি কথা দিয়েছিলাম তাই আমি প্রথমে ইভেন্টে যাই এবং সেখান থেকে ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নি৷ আমি পুরো ইভেন্টেই সানগ্লাস পরে ছিলাম৷ টিম আমাকে পুরো বিষয়টা সামলাতে অনেক সাহায্য করেছে কারণ একটা সময় পরে আমি কিছু দেখতে পাচ্ছিলাম না।’

অভিনেত্রী আরও জানান – ‘ইভেন্টের শেষে আমি একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে যাই। তিনি আমাকে বলেন যে আমার কর্নিয়া ড্যামেজ হয়ে গেছে এবং আমার চোখে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়। পরের দিন আমি মুম্বই ফিরে আসি। আমার চিকিৎসা চলছিল।

চোখের সমস্যা
Pin it

চিকিৎসক আমাকে বলেন যে সম্পূর্ণ সুস্থ হতে চার পাঁচ দিন সময় লাগবে, ততক্ষণ চোখের যত্ন নিতে হবে, সাবধানে থাকতে হবে। পুরো ব্যাপারটা একেবারেই সহজ ছিল না৷ কারণ আমি চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না। এতটাই অসহ্যকর যন্ত্রণা হচ্ছিল যে আমি রাতে ঠিকমতো ঘুমোতেও পারিনি৷ তবে আমি আশাবাদী যে আমি কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবো এবং কাজ শুরু করতে পারবো।”

যদিও এরপর অভিনেত্রী তার ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন যে বর্তমানে তার চোখের অবস্থা আগের থেকে ভালো আছে।

জেসমিন বাসিন
Pin it

2011 সালে তামিল সিনেমার মাধ্যমে কেরিয়ার শুরু করে জ্যাসমিন ভাসিন। তারপর একাধিক জনপ্রিয় টিভি সিরিয়ালে দেখা যায় তাকে। যার মধ্যে রয়েছে টশন-এ-ইশক, দিল সে দিল তাক, নাগিন ইত্যাদি। বেশ কিছু রিয়ালিটি শোতেও অংশগ্রহণ করেছেন জ্যাসমিন ভাসিন। যার মধ্যে রয়েছে খাতরো কে খিলাড়ি 9, বিগ বস 14 ইত্যাদি। ‘হানিমুন’ নামের একটি পাঞ্জাবি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

Recent Posts