স্টার কিড এর জন্য সিরিজ থেকে বাদ পড়েন অভিনেত্রী শিবাঙ্গী জোশী

অভিনেত্রী শিবাঙ্গী জোশী

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now Opens in a new tab.

সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শিবাঙ্গী জোশী জানিয়েছেন যে একজন স্টার কিড এর জন্য সিরিজ থেকে বাদ পড়েন তিনি।


অডিশনের বেশ কয়েকটি পর্ব ভালো ভাবে পাশ করে নির্দিষ্ট চরিত্রের জন্য সিলেক্ট হওয়ার পরেও শেষ মুহূর্তে গিয়ে তিনি জানতে পারেন তার জায়গায় ওই চরিত্রে অভিনয় করবেন একজন স্টার কিড।

শিবাঙ্গী
Pin it

অভিনেত্রী জানান অডিশনে তার পারফরম্যান্স প্রশংসিত হলেও শেষ মুহুর্তে গিয়ে তিনি জানতে পারেন তার জায়গায় অন্য কেউ সেই প্রজেক্টটি করছেন এবং সেই অভিনেত্রী একজন স্টার কিড।

যদিও শিবাঙ্গী সেই অভিনেত্রীর কিংবা ওই সিরিজের নাম উল্লেখ করেননি কিন্তু তাও তার অনুরাগীরা বুঝে গেছেন যে তিনি কোন সিরিজের কথা বলতে চেয়েছেন। এই প্রসঙ্গে একজন লিখেছেন – ‘আমার মনে হয় শিবাঙ্গী হিরামান্ডির কথা বলছে।’

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শিবাঙ্গী জোশী
Pin it

আরেকজন লিখেছেন – ‘আলমজেব এর চরিত্রটা শিবাঙ্গীর থেকে ভালো করে আর কেউ ফুটিয়ে তুলতে পারত না।’ অনুমান করা হচ্ছে সঞ্জয় লীলা ভন্সালীর ভাগ্নি অভিনেত্রী শরমিন সেগাল এর জায়গায় প্রথমে শিবাঙ্গী জোশীকে কাস্ট করার পরিকল্পনা করা হয়েছিল। এই সিরিজে শরমিন সেগাল এর ‘অভিব্যক্তি হীন’ অভিনয় নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল৷

এবছর মে মাসে Netflix এ মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা ভন্সালীর বহু প্রতীক্ষিত সিরিজ ‘হিরামান্ডি:দ্য ডায়মন্ড বাজার’। এই সিরিজে অভিনয় করেছেন মণীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, শরমিন সেগাল, অদিতি রাও হায়দরি এবং সঞ্জিদা শেখ প্রমুখ।

Recent Posts