রূপচর্চায় নারকেল তেল- সর্বগুণ সম্পন্ন এবং কার্যকরী

রূপচর্চায় নারিকেল তেলের ব্যবহার

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now Opens in a new tab.

বর্তমান সময়ে মার্কেটে রূপচর্চার হরেক রকম প্রসাধনী থাকলেও প্রায় প্রত্যেক বাড়িতেই এমন একটি জিনিস থাকে যেটা রূপচর্চায় অত্যন্ত কার্যকরী। চুল থেকে ত্বকের যত্নে সহজলভ্য নারকেল তেলের জুড়ি মেলা ভার।


রূপচর্চায় নারিকেল তেল
Pin it

খেয়াল করে দেখবেন নানা ধরনের শ্যাম্পু, কন্ডিশনার থেকে শুরু করে সাবান,লিপবাম, ময়েশ্চারাইজার ইত্যাদিতে নারকেল তেল ব্যবহার করা হয়।

নারকেল তেলে রয়েছে ফ্যাটি অ্যাসিড এবং লিনোলেনিক অ্যাসিড যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। নারকেল তেল রুক্ষ শুষ্ক চুলকে ঝলমলে করে তোলে৷ তাই শ্যাম্পু করার আগে নারকেল তেল হালকা গরম করে চুলে ম্যাসাজ করতে পারেন।

এছাড়াও নারকেল তেল আমাদের চুলে পুষ্টি জোগায়। নারকেল তেল চুলের গোড়া মজবুত করে। নারকেল তেল এর সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়ে চুলে ম্যাসাজ করলে চুলের উজ্জ্বলতা বাড়বে।

 নারকেল তেল ব্যবহার
Pin it

নারকেল তেল এর মধ্যে রয়েছে SPF 5, তাই মুখের ট্যান দূর করতে চাইলে নারকেল তেল ব্যবহার করতে পারেন। এছাড়াও সপ্তাহে একদিন যদি নারকেল তেল মুখে ম্যাসাজ করেন তাহলে রুক্ষ ত্বক পুনরায় উজ্জ্বলতা ফিরে পাবে।

রাতে ঘুমানোর আগে চোখের চারপাশে হালকা করে নারকেল তেল ম্যাসাজ করলে ডার্ক সার্কেল দূর হয়ে যাবে।

মেকআপ করার পর মেকআপ তোলাটা কিন্তু প্রচন্ড সমস্যা জনক কাজ। তবে মেকআপ রিম্যুভার হিসেবে নারকেল তেল ব্যবহার করলে আপনাদের কোন সমস্যাই হবে না৷

চোখের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে ভ্রু এর উপর। যাদের ভ্রু পাতলা তারা যদি নিয়মিত ভ্রু তে নারকেল তেল ব্যবহার করেন তাহলে ভ্রু অনেক সুন্দর এবং ঘন হবে। এছাড়াও নারকেল তেল এর সঙ্গে চিনি মিশিয়ে বডি স্ক্রাব হিসেবে ব্যবহার করা যায়।

ঠোঁট তরতাজা রাখতে নারকেল তেল ব্যবহার
Pin it

ঠোঁটের যত্নেও মোক্ষম দাওয়াই নারকেল তেল। নারকেল তেল ঠোঁটকে কোমল রাখে। শুষ্ক ঠোঁট তরতাজা রাখতে নারকেল তেল ব্যবহার করতে পারেন। এর জন্য পেট্রোলিয়াম জেলি গলিয়ে তার মধ্যে সামান্য নারকেল তেল মিশিয়ে মিশ্রণটি একটি ছোট কন্টেইনারে ভরে ফ্রিজে রেখে দিতে হবে। তারপর সেটা জমে গেলে লিপ বাম হিসেবে ব্যবহার করা যাবে।

Recent Posts