বাতাসে পুজোর আমেজ কিন্তু শুরু হয়ে গেছে। আমরা সবাই চাই পুজোর সাজে আমাদের আরো বেশি করে সুন্দর লাগুক। শপিং এর পাশাপাশি এই সময় আমরা স্কিনের যত্ন নিতে ছুটে যাই পার্লারে। তবে ত্বকের জেল্লা ফেরাতে এখন আর পার্লারে গিয়ে অযথা টাকা খরচ করার প্রয়োজন নেই। বাড়িতে খুব কম উপকরণের সাহায্যে ফ্রুট ফেসিয়ালের মাধ্যমে ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা ফিরে পাওয়া সম্ভব। জেনে নিন উপায় –
1.আপেলের ফ্রুট ফেসিয়াল
শরীর সুস্থ রাখতে আপেলের ভূমিকা অপরিসীম। কিন্তু আপনারা কি জানেন রূপচর্চাতেও এগিয়ে রয়েছে এই ফল। অ্যান্টিঅক্সিডেন্ট এ ভরপুর আপেল সহজেই মুখের দাগ দূর করে এবং ত্বককে উজ্জ্বল করে তোলে।
আপেলের ফ্রুট ফেসিয়ালের জন্য: প্রথমে একটা আপেল কেটে সিদ্ধ করে পেস্ট করে নিতে হবে৷ তারপর তার মধ্যে টক দই, লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে। 10-15 মিনিট রেখে মুখ ধুয়ে নিতে হবে৷ সপ্তাহে 1-2 দিন এই প্যাকটি লাগালে ত্বকের উজ্জ্বলতা কয়েকগুণ বেড়ে যাবে।
2.কলার ফ্রুট ফেসিয়াল
ত্বককে জেল্লাদার করে তুলতে কলাও অত্যন্ত কার্যকরী ফল। কলার মধ্যে ভিটামিন এ, বি, সি এবং পটাশিয়ামের মতো পুষ্টিগুণ রয়েছে যা আমাদের শরীরের পাশাপাশি ত্বককেও ভালো রাখে।
কলা দিয়ে ফ্রুট ফেসিয়ালের জন্য প্রথমে একটা পাকা কলা পেস্ট করে তার মধ্যে 1 চামচ টক দই, 1 চামচ মধু এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মুখে এবং ঘাড়ে লাগিয়ে রাখতে হবে। সপ্তাহে 2-3 দিন এই প্যাকটি ব্যবহার করলে খুব দ্রুত পার্থক্য লক্ষ্য করতে পারবেন।
3.শসার ফ্রুট ফেসিয়াল
নিস্তেজ ত্বককে হাইড্রেটেড রাখার জন্য শসা অত্যন্ত উপকারী।
শসার ফ্রুট ফেসিয়াল করার জন্য প্রথম একটা শসা ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপর তার মধ্যে 2 চামচ দুধ এবং এক চামচ মধু ও 1 চামচ ব্রাউন সুগার মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে।
তারপর মিশ্রণটি মুখে মেখে 15-20 মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিতে হবে।
এভাবেই ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই পুজো স্পেশাল পারফেক্ট স্কিন পেয়ে যাবেন।