পুজোর আগে আপনি যদি ঘরোয়া উপায়ে ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে চান, তাহলে আপনাকে বেসনের সাহায্য নিতে হবে। বেসন আমাদের নিষ্প্রাণ ত্বককে পুনরুজ্জীবিত করে তোলে। ত্বকের যত্নে কীভাবে বেসন ব্যবহার করবেন জেনে নিন কিছু সহজ ট্রিকস।

সান ট্যান দূর করে আপনি যদি মুখের প্রাকৃতিক জেল্লা ফিরে পেতে চান তাহলে 2 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ হলুদ, 2 টেবিল চামচ টক দই ভালো করে মিশিয়ে মুখে লাগিয়ে 10 মিনিট পরে মুখ ধুয়ে ফেলতে হবে।
মুখের কালচে ভাব দূর করার জন্য 2 চামচ বেসন, 1 চামচ লেবুর রস ও 1 চামচ টক দই মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে। তারপর শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। সপ্তাহে 3 বার এই ফেসপ্যাকটি ব্যবহার করলে আপনি পার্থক্য লক্ষ্য করতে পারবেন।

আন্ডারআর্মের কালো দাগ দূর করার জন্য মার্কেট থেকে নানারকম প্রোডাক্ট কিনেও যদি কোন উপকার না হয়, তাহলে বেসনের এই প্যাকের উপর ভরসা করতে পারেন। এর জন্য 4চামচ বেসন, 3 চামচ টক দই এবং 2 চামচ হলুদ মিশিয়ে একটা প্যাক তৈরি করে আন্ডারআর্মের কালো জায়গায় লাগিয়ে 15-20 মিনিট পর ধুয়ে ফেলতে হবে। তারপর সেখানে নারকেল তেল দিয়ে ভালোভাবে ম্যাসাজ করতে হবে। সপ্তাহে 3 বার এই প্যাক ব্যবহার করলেই খুব সহজেই দূর হবে আন্ডারআর্মের কালো দাগ।

ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে খুব কম উপকরণের সাহায্যে ঘরেই বানানো যায় সহজ এন্টি পিম্পল মাস্ক। এর জন্য 2 চামচ বেসন, 1 চামচ দুধের সর এবং 1 চমচ হলুদ নিয়ে একটি ঘন পেস্ট তৈরি করতে হবে। তারপর সেটা মুখে লাগানোর পর শুকিয়ে গেলে জল দিয়ে