ত্বকে অত্যাধিক ব্রণ কিংবা র্যাশের কারণে আপনি যদি নাজেহাল হয়ে থাকেন তাহলে চন্দনের কারিশমা কিছুদিনের মধ্যেই আপনার সমস্যার সমাধান করে ফেলবে। চন্দন গুঁড়ো খুব দ্রুত ত্বকের হারিয়ে যাওয়া সজীবতা ফিরিয়ে আনে। প্রাচীনকাল থেকেই চন্দন ঘরোয়া রূপটানে ব্যবহার হয়ে আসছে। মার্কেটে উপলব্ধ বিভিন্ন বিউটি প্রোডাক্ট, সাবান, ফেসওয়াশ ইত্যাদি সবকিছুতেই চন্দনের ব্যবহার দেখা যায়। বাড়িতেও কিন্তু খুব সহজেই চন্দনের ফেসপ্যাক, সাবান এবং নাইটক্রিম বানানো যায়। ভাবছেন তো কীভাবে বানাবেন? জেনে নিন সহজ উপায় –
চন্দন ও হলুদের ফেসপ্যাক –
চন্দন ও হলুদের ফেসপ্যাক বানানোর জন্য একটি পাত্রে 1/2 চামচ চন্দন গুঁড়ো, 1/2 চামচ হলুদ এবং কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে মুখে, ঘাড়ে এবং গলায় ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর 15 মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে তিনদিন এই ফেসপ্যাকটি লাগালে মুখের জেল্লা কয়েকগুণ বেড়ে যাবে।
চন্দনের সাবান –
চন্দনের সাবান বানানোর জন্য প্রথমে আপনাকে গ্লিসারিন সাবান নিয়ে সেটাকে ছোট ছোট টুকরো করে কেটে ডবল বয়লার পদ্ধতিতে গলিয়ে নিতে হবে। তারপর তার মধ্যে দেড় চামচ চন্দন গুঁড়ো মিশিয়ে সাবান তৈরি করার মোল্ডে দিয়ে সেটা ফ্রিজে কয়েক ঘন্টার জন্য রেখে দিতে হবে। তারপর মোল্ড থেকে বের করলেই পেয়ে যাবেন চন্দন সাবান।
চন্দন ও টক দইয়ের ফেসপ্যাক –
চন্দন ও টক দইয়ের ফেসপ্যাক বানানোর জন্য একটি পাত্রে এক চামচ টক দই, এক চামচ চন্দন গুঁড়ো, হাফ চামচ মধু, সামান্য গোলাপ জল নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর 10 মিনিট রেখে মুখ ধুয়ে ফেলতে হবে৷ সপ্তাহে 2-3 দিন এই ফেসপ্যাকটি ব্যবহার করলে মুখের দাগ, ব্রণ খুব তাড়াতাড়ি মলিন হয়ে যাবে৷
চন্দন ও মুলতানি মাটির ফেসপ্যাক –
ত্বকের বলিরেখা দূর করার জন্য 2 চামচ চন্দন গুঁড়ো, 4 চামচ গোলাপ জল এবং 1 চামচ মুলতানি মাটি মিশিয়ে মুখে লাগাতে হবে। তারপর 15 মিনিট রেখে মুখ ধুয়ে নিতে হবে। শুষ্ক ত্বকের জন্যও এই প্যাকটি ভীষণ কার্যকরী।
চন্দনের নাইটক্রিম –
চন্দন দিয়ে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে নাইট ক্রিম বানিয়ে ফেলা যায়। এর জন্য 1 চামচ চন্দন গুঁড়োর সাথে 1 চামচ গোলাপ জল,1/2 চামচ গ্লিসারিন ভালোভাবে মিশিয়ে 1টা ভিটামিন -ই ক্যাপসুল কেটে তার ভেতরের তেলটা ওই মিশ্রণের মধ্যে দিয়ে রাতে ঘুমোনোর আগে মুখে ম্যাসাজ করে নিতে হবে। তারপর সকালে উঠে মুখ ধুয়ে ফেলতে হবে। এই নাইট ক্রিমটি ব্যবহার করতে আপনার ত্বক ড্রাই হবে না এবং ত্বকের কালো দাগ সহজেই দূর হবে।