‘বিগ বস ওটিটি 3’ এর শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ, জানে নিন বিস্তারিত

'বিগ বস ওটিটি 3' এর শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ, জানে নিন বিস্তারিত

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now Opens in a new tab.

আর কয়েক ঘন্টার অপেক্ষার পর সামনে আসবে ‘বিগ বস ওটিটি 3’ এর বিজয়ীর নাম। আজ ‘বিগ বস ওটিটি 3’ এর শেষ পর্ব সম্প্রচারিত হবে৷ প্রতিযোগীদের পাশাপাশি দর্শকরাও অত্যন্ত অধীর আগ্রহে ফাইনাল পর্বটি দেখার জন্য অপেক্ষা করছেন। 


রিপোর্ট অনুযায়ী কৃতিকা মালিক 5 নম্বরে এভিক্ট হয়ে যাবেন। সেরা চার এর মধ্যে থাকবে সাই, নায়েজি, সানা এবং রণবীর।
অনুমান করা হচ্ছে যে সাই কেতন রাও চতুর্থ নম্বরে থাকবেন এবং রণবীর শোরে তৃতীয় স্থানে থাকবেন। অন্যদিকে টপ 2 এ নায়েজি এবং সানা মকবুল এর মধ্যে জোরদার টক্কর দেখা যাবে।

'বিগ বস ওটিটি 3' এর শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ, জানে নিন বিস্তারিত
Pin it

ফাইনালের কয়েক ঘন্টা আগেই মেকার্সদের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে৷ যেখানে দেখা গেছে যে সিজন 3 এর সমস্ত প্রতিযোগীদের অতিথি হিসেবে ডাকা হয়েছে। স্টেজে রয়েছেন সেরা পাঁচ প্রতিযোগী। হোস্ট অনিল কাপুর প্রাক্তন  প্রতিযোগীদের জিজ্ঞেস করেন – “এর মধ্যে কাকে ফাইনালে দেখে রাগ হচ্ছে?” যেখানে বেশিরভাগ প্রতিযোগী কৃতিকা মালিকের নাম নেয়৷

তারপর অনিল কাপুর কৃতিকাকে জিজ্ঞেস করেন যে এই প্রসঙ্গে তার কি মত? তখন কৃতিকা জানান – “ আমি বাস্তব জীবনে যেমন, এখানেও তেমন। আমি বাইরেও যেমন ভেতরেও তেমন৷ এরপর বাকিটা অন্যদের চিন্তাধারা, সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না৷”

'বিগ বস ওটিটি 3' এর ফাইনাল এপিসোড রাত 9 টার সময় শুরু হবে এবং Jio cinema তে দেখা যাবে
Pin it

আজ অর্থাৎ 2 অগাস্ট ‘বিগ বস ওটিটি 3’ এর ফাইনাল এপিসোড রাত 9 টার সময় শুরু হবে এবং Jio cinema তে দেখা যাবে। বিজয়ী প্রতিযোগী 25 লাখ টাকার পাশাপাশি বিগ বস ওটিটির ট্রফিও পেয়ে যাবেন।
বিগ বস ওটিটির প্রথম সিজনের হোস্ট ছিলেন করণ জোহর এবং প্রথম সিজনে বিজয়ী হয়েছিলেন দিব্যা আগরওয়াল এবং দ্বিতীয় সিজনের হোস্ট ছিলেন সলমন খান এবং বিজয়ী হয়েছিলেন এলভিশ যাদব।

Recent Posts