অভিনেত্রী মিথিলা’র জীবনী, Biography of Bangladeshi Actress Mithila in Bengali

অভিনেত্রী মিথিলা'র জীবনী

রাফিয়াত রশিদ মিথিলা যিনি মিথিলা নামেই বেশি পরিচিত, তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী এবং মডেল। অন্যদিকে তিনি বর্তমানে দেশের ব্র্যাক ইন্টারন্যাশানালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসাবে কর্মরত।

বাংলাদেশ থেকে ভারতবর্ষ দুই দেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। তাঁকে নিয়ে মানুষের আগ্রহও শেষ নেই। আজকের এই প্রতিবেদনে আমরা বাংলাদেশের এই সুদক্ষ অভিনেত্রী মিথিলার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবো।

অভিনেত্রীর জন্ম ও পরিবার পরিচয়, Birth and family identity of the actress :

১৯৮০ সালের ২৫ শে মে জন্মগ্রহণ করেন রাফিয়াত রশিদ মিথিলা। তিনি নিজের পরিবারের বড় মেয়ে ছিলেন। বাংলাদেশের ঢাকায় জন্ম হয় তাঁর। চার জন ভাই বোনদের মধ্যে তিনিই জ্যেষ্ঠ।  অভিনেত্রী বরাবরই তাঁর বাবার খুব ঘনিষ্ঠ। ছেলেবেলায় তাঁর বাবা সুন্দর করে চুল বেঁধে দিতেন মিথিলার।

রাফিয়াত রশিদ মিথিলা

এক সাক্ষাৎকারে নিজের মা বাবাকে নিয়ে তিনি বলেছিলেন যে,

‘আমি ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের বাড়িতে আব্বু-আম্মু দু’জনেই প্রতিদিন বাড়ির কাজ করেন। আমার মা স্কুলে পড়ান। তাই মা বেরিয়ে যাওয়ার পর আমার এবং মেয়ের যা প্রয়োজন, সবটাই আব্বু তৈরি করেন। টিফিন গুছিয়ে দেওয়া, জামাকাপড় ইস্ত্রি করে দেওয়া সবটা করেন ওই মানুষটা। আয়রার জন্যও একইভাবে আমার আব্বু সব গুছিয়ে করে। ওর স্কুলেও আমার বাবা তাই ভীষণ জনপ্রিয়।’ অভিনেত্রীর প্রকাশ করা তথ্য অনুসারে মায়ের কাছে যদিও ভীষণভাবে শাসনে কেটেছে তাঁর, তবে আদরে-আবদারে আগলে রেখেছেন বাবা চিরদিন।’

মিথিলার শিক্ষাগত যোগ্যতা, Educational Qualification of Mithila :

রাফিয়াত রশিদ মিথিলা স্কুল জীবনের শুরুতে প্রথম ভর্তি হন লিটল জুয়েলস স্কুলে। এরপর তিনি ভিকারুননেসা নুন স্কুল এন্ড কলেজে ভর্তি হন। এখান থেকেই তিনি এসএসসি ও এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি।

উক্ত বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স এবং মাস্টার্স ডিগ্রির পড়াশুনা করেছেন তিনি। এরপর উচ্চশিক্ষার জন্য আমেরিকাতে গমন করেন তিনি। এছাড়াও তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন।

দ্বিতীয় মাস্টার্স করেছেন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বিষয়ে। সেখানে তিনি স্বর্ণপদক পেয়েছেন সর্বোচ্চ নম্বর পেয়ে।

মিথিলার অন্যান্য শিক্ষা অর্জন, Other Achievements of Mithila :

রাফিয়াত রশিদ মিথিলা গান শিখেছেন হিন্দোল সংগীত একাডেমি থেকে, অন্যদিকে নাচ শিখেছেন বেণুকা ললিতকলা একাডেমি থেকে। এছাড়াও অভিনয়ের শিক্ষাও গ্রহণ করেছিলেন লোক নাট্যদলের চিলড্রেনস থিয়েটারে। বর্তমানে এই অভিনেত্রী জেনেভা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিরত।

মিথিলার ব্যক্তিগত জীবন, Personal life of Mithila :

সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান

একসময় মিথিলার দাম্পত্য সঙ্গী ছিলেন সঙ্গীতশিল্পী তাহসান রহমান খান। ২০০৬ সালে তাদের বিবাহ হয়। বিয়ের পরে উভয়ে যৌথভাবে বের করেছেন একাধিক গানের এ্যালবাম।

কিন্তু দীর্ঘ দশ বছরের সাংসারিক জীবন একসাথে কাটানোর পর ২০১৭ সালে বিচ্ছেদের পথে হাঁটেন দুজনে। ২০১৩ সালের ৩০ এপ্রিল তাদের দাম্পত্য জীবনে এক কন্যা সন্তানের জন্ম হয়েছিল, যার নাম রাখা হয় আইরা তাহরিম খান।

 পরবর্তীতে ২০১৯ সালে ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের সাথে দ্বিতীয়বার বিয়ে করেন তিনি।

মিথিলার কর্মজীবনের শুরু, Beginning of the Career of Mithila :

মিথিলা নিজের কর্মজীবন শুরু করেছিলেন একজন পেশাদার উন্নয়নকর্মী হিসাবে। শিক্ষাজীবন শেষে তিনি ব্র্যাকে একজন গবেষক হিসাবে যোগদান করেন। এরপর আমেরিকায় গিয়ে তিনি মিনিয়াপোলিস পাবলিক স্কুল ডিস্ট্রিক্টে কাজ করেন।

একবছর সেখানে কাজ করার পর তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং স্কলাস্টিকায় হাই স্কুলে কাজ শুরু করেন। পরবর্তীতে তিনি নর্দান বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবেও বেশ কিছুদিন কাজ করেছিলেন।

বর্তমানে তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের শিক্ষা কার্যক্রমের প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কর্মরত।

অভিনয় জগতে মিথিলার কাজ, Mithila’s Career as an actress :

মিথিলা

২০০৮ সালে মিথিলা হাবিব ওয়াহিদের সুপার হিট গান “ও আমার ময়না গো” গানে কাজ করেন। এছাড়াও তিনি বেশ কিছু নাটক এবং চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

মিথিলার অভিনীত চলচ্চিত্র :

  • ২০২৩ সালে ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ ছবিতে কাজ করেছেন তিনি।
  • ২০২৩ সালে তাঁর ‘কাজল রেখা’ ছবিতেও অভিনয় করেছেন এই অভিনেত্রী, যার পরিচালক ছিলেন গিয়াসউদ্দিন সেলিম।
  • ২০২৩ সালে তাঁর অভিনীত আরেকটি ছবি হল ‘মেঘলা’, যেখানে মিথিলা মেঘলা নামক চরিত্রে অভিনয় করেছেন, ছবির পরিচালক ছিলেন অর্ণব মিদ্দ্যা।
  • ২০২৩ সালে মিথিলার অভিনীত তথা রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’ ছবি মুক্তি পায়, যা ছিল উইলিয়াম শেক্সপিয়রের ম্যাকবেথ এর রূপান্তর।
  • ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জল ই জ্বালা তারা’ ছবিতে কাজ করেন মিথিলা, ছবির পরিচালক ছিলেন অরুণ চৌধুরী।
  • ২০২২ সালে তাঁর অভিনীত ‘নীতিশাস্ত্র’ ছবি মুক্তি পায়, যার পরিচালক ছিলেন অরুণাভা খাসনোবিশ।  
  • ২০২২ সালে ‘অমানুষ’ ছবিতেও অভিনয় করেন মিথিলা, এর পরিচালক ছিলেন অনন্য মামুন।

মিথিলা অভিনীত নাটক সমূহের নাম :

  • মধুরেণ সমাপয়েত
  • শুনছেন একজন রেডিও জকির গল্প
  • হাউসফুল
  • কিংকর্তব্যবিমূঢ়
  • ঘুম
  • এক্স-ফ্যাক্টর
  • ছাইয়্যা ছাইয়্যা
  • একজন বস এবং ওরা দুজন
  • তোর জন্য প্রিয়তা
  • নুনের মতো ভালোবাসা
  • দেনমোহর
  • প্রুফ রিডার
  • কনেপক্ষ
  • অনিকেত ভালোবাসা
  • এই জীবন
  • ধান্ধা
  • বাহুলতা
  • অনুরাধাকে বলা হলো না
  • হিট উইকেট
  • সময় চুরি
  • ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম
  • প্রমিজ
  • মিস্টার এন্ড মিসেস
  • হি এন্ড শি
  • আমার গল্পে তুমি
  • মিডনাইট সান (২০২১)

বিজ্ঞাপনে মিথিলার কাজ, Mithila worked as Advertising model:

অভিনেত্রী মিথিলা

চলচ্চিত্র এবং নাটকে অভিনয় করা ছাড়াও মিথিলা বেশ কিছু বিজ্ঞাপনের প্রধান মুখ হিসেবেও কাজ করেছেন। ২০০২ সালে তিনি মডেল হিসেবে কাজ শুরু করেন ও পরে মেরিল, বাজাজ, ক্লাস আপ ইত্যাদি প্রডাক্টের জন্য মডেলিং করেন। মিথিলা যেসব বিজ্ঞাপনের অংশ ছিলেন সেই ব্র্যান্ডগুলো হল :

  • জুঁই নারিকেল তেল
  • আফতাব গুঁড়া মসলা
  • ক্লোজ আপ টুথপেস্ট
  • রবি মোবাইল অপারেটর
  • মেরিল পেট্রোলিয়াম জেলি
  • সোহাগ বাস সার্ভিস

মিথিলার উপস্থাপনার কাজ, Mithila’s work as a Host :

অভিনেত্রী মিথিলা অভিনয় ছাড়াও বেশ কিছু অনুষ্ঠানের উপস্থাপনার কাজও করেছিলেন, সেগুলি হল :

  • ভালোবাসার গল্প
  • ঈদ আনন্দে সুরের ছন্দে
  • হানিমুন
  • বিচারক
  • ভ্যাসলিন হেলদি হোয়াইট

মিথিলার নতুন সিনেমায় কাজ, Mithila’s Work in new movies :

নিজ দেশ অর্থাৎ বাংলাদেশ ছাড়িয়ে ইতিমধ্যেই তারতের পশ্চিমবঙ্গে জনপ্রিয়তা কুড়িয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বলাই বাহুল্য তিনি নিজ দেশের পাশাপাশি ওপার বাংলাতেও কাজ করে চলেছেন। সেই ধারাবাহিকতায় নতুন সিনেমায় অভিনয় করছেন তিনি। উক্ত সিনেমার নাম ‘ও অভাগী’।

বিখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। ছবির নির্মাতা হলেন কলকাতার অণির্বাণ চক্রবর্তী। স্বভাবতই মিথিলাকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে।

দুই বাংলার জনপ্রিয় এই তারকা এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে আগামী ২৯ মার্চ (২০২৪)  সিনেমাটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সিনেমায় তাঁর চরিত্র নিয়ে এক সাক্ষাৎকারে মিথিলা বলেন যে,

‘এত সুন্দর একটা চরিত্রে কাজ করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। চরিত্রটার জন্য মানসিকভাবে অনেক খাটতে হয়েছে আমাকে। কাজটি সবাই পছন্দ করবেন আমার বিশ্বাস।’

কর্মজীবনের মিথিলার প্রাপ্ত পুরস্কার ও মনোনয়ন, Awards and nominations :

কর্মজীবনের নিজের দক্ষতা প্রদর্শনের পরিপ্রেক্ষিতে রাফিয়াত রশিদ মিথিলা বেশ কিছু উল্লেখযোগ্য পুরস্কার অর্জন করেছিলেন সেগুলির মধ্যে বিশেষ পুরস্কারটি হল মেরিল-প্রথম আলো পুরস্কার, যা তিনি ২০১৬ সালে তাঁর অভিনীত ‘কথোপকথন’ নাটকের জন্য পেয়েছিলেন।

মিথিলা সম্পর্কে বিশেষ কিছু তথ্য, Some special facts about Mithila :

  • উচ্চতা : ৫ ফুট (১.৫২ মিটার)
  • পছন্দের অভিনেতা : ফেরদৌস আহমেদ, আরিফিন শুভ
  • পছন্দের অভিনেত্রী : ইডিনা মেনজেল, রক্সি ডর
  • পছন্দের রং : গোলাপী, হলুদ
  • পছন্দের স্থান : ব্যাংকক
  • পছন্দের গায়ক : মাডনা
  • পছন্দের পোশাক : শাড়ি
সৃজিত মুখোপাধ্যায়ের অর্ধাঙ্গিনী

শেষ কথা, Conclusion :

মিথিলা বাংলাদেশের মেয়ে, আবার ভারতের বউমাও বটে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের অর্ধাঙ্গিনী বলে কথা! আশা করি উপরিউক্ত আলোচনার মাধ্যমে আপনারা এই উচ্চশিক্ষিত অভিনেত্রীর জীবনের বিভিন্ন দিক সম্পর্কে অবগত হয়েছেন।

Frequently Asked Questions :

মিথিলা কে ?

বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার, অভিনেত্রী এবং মডেল।

মিথিলার পুরো নাম কি ?

রাফিয়াত রশিদ মিথিলা

মিথিলার বর্তমান স্বামী কে ?

সৃজিত মুখোপাধ্যায়

RIma Sinha

Rima Sinha is a professional journalist and writer with a strong academic background in media and communication. She holds a Bachelor of Arts from Tripura University and a Master’s degree in Journalism and Mass Communication from Chandigarh University. With experience in reporting, feature writing, and digital content creation, Rima focuses on delivering accurate and engaging news stories to Bengali readers. Her commitment to ethical journalism and storytelling makes her a trusted voice in the field.

Recent Posts