বলিউডের কিসিং কিং হিসেবে পরিচিত একমাত্র অভিনেতা হলে ইমরান হাশমি। বলিউড তারকা হিসেবে তিনি দর্শকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। পর্দায় নায়িকাদের সঙ্গে অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে বরাবরই চর্চায় থেকেছেন ইমরান হাশমি। কিন্তু পর্দায় আমরা যে ইমরান হাসমিকে দেখি তার সঙ্গে পর্দার বাইরের ইমরান হাসমির বেশ বড় পার্থক্য রয়েছে, কারণ তিনি পর্দায় যতটা খোলামেলা, ততটাই গোপন তাঁর ব্যক্তিগত জীবন।
ইমরান হাশমির জন্ম ও পরিবার পরিচয়, Emraan Hashmi birth and family
ইমরান হাশমি ১৯৭৯ সালের ২৪ মার্চ জন্মগ্রহণ করেন। তাঁর জন্ম হয় ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরে। ইমরান হাশমির পিতার নাম আনোয়ার হাশমী, যিনি পেশায় একজন ব্যবসায়ী এবং মায়ের নাম মাহেরা হাশমী, যিনি একজন গৃহিণী। বাবা আনোয়ার হাশমী ছিলেন একজন মুসলিম ধর্মাবলম্বী এবং মা একজন রোমান ক্যাথলিক। জন্মসূত্রে তাঁর নাম ছিল ইমরান আনোয়ার হাশমি, কিন্তু তিনি সিনেমা জগতে ইমরান হাশমী নামেই পরিচিত হন।
ইমরান হাশমির শিক্ষাগত যোগ্যতা, Emraan Hashmi education
জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি স্নাতক স্তর অবধি পড়াশুনা করেছেন। তিনি বিদ্যালয় শিক্ষা সম্পন্ন করেন জামনাবাই নার্সী স্কুলে। এরপর তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয় এর অন্তর্ভুক্ত সিডেনহাম কলেজ থেকে গ্রাফিকস্ এবং এনিমেশন নিয়ে পড়াশুনা করেন।
ইমরান হাশমির অভিনয় জীবনের অভিজ্ঞতা, Emraan Hashmi acting career
ইমরান হাশমীর অভিনয় জীবন শুরু হয় ২০০৩ সালে। উক্ত সালে “ফুটপাথ” ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। কিন্তু ছবিটি বক্স অফিসে খুব একটা সাড়া ফেলেনি। এর পরের বছর তিনি মার্ডার (২০০৪) ছবিতে অভিনয় করেন, সহ অভিনেত্রী মল্লিকা শেরওয়াত এর সাথে তাঁর এই ছবি বক্স অফিসে তুমুল আলোড়ন সৃষ্টি করে। সেই থেকে তিনি একের পর এক ছবিতে অভিনয় করার সুযোগ পান।
২০০৫ সালে তিনি আদিত্য দত্ত পরিচালিত “আশিক বানায়া আপনে” ছবিতে কাজ করেন। উক্ত ছবি ‘ ভিগে হোট তেরে ‘ গানটি বিশেষভাবে জনপ্রিয়তা পায়। একই বছর পরিচালক মোহিত সুরীর তৈরি ‘কলিযুগ’ ছবিতে অভিনয় করেন ইমরান হাশমি। ২০০৬ সালে মুক্তিপ্রায় তাঁর ‘গ্যাংস্টার’ নামক ছবিটি। ক্রমে ইমরানের অভিনীত ‘ আকসার ‘ ও ‘কিলার’ ছবি মুক্তি পায়।
২০০৭ সালে তাঁর তিনটি ছবি মুক্তি পায়, যার মধ্যে ‘আওয়ারাপান’ তুলনামূলকভাবে ভালো ব্যবসা করে অন্য ছবিগুলো বক্স অফিসে সাফল্য অর্জনে ব্যর্থ হয়। তারপর ২০০৮ সালে তাঁর অভিনয় জীবনে নতুন মোড় আসে ‘জান্নাত’ ছবির মাধ্যমে। উক্ত ছবি ব্যবসা এবং সমলোচনার দিক দিয়ে যথেষ্ট সফল হয়।
এরপর তিনি ‘ ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই ‘ (২০১০)ছবিতে বিশেষ ভূমিকায় অভিনয় করেন, যেখানে তাঁর ভূমিকা পূর্বের অন্য ছবিগুলোর তুলনায় বেশ ভিন্ন ধরনের ছিল। ছবিতে তাঁর অভিনয় দক্ষতাও সুচারুভাবে প্রকাশ পায়। তিনি ক্রিকেট খেলোয়াড় আজহার উদ্দিন বায়োপিক হিসেবে তৈরি ছবি ” আজহার” এ অভিনয় করেন।
ছবিতে তিনি মূল চরিত্রে অভিনয় করেন, তবে উক্ত সিনেমাটি বিশেষ সাফল্য অর্জন করতে পারেনি, কিন্তু ছবিতে ইমরান হাশমীর অভিনয় বহুল প্রশংসা অর্জন করেছিল। তাঁর পরবর্তী বেশ কয়েকটি ছবি ব্যাপক সফলতা পায়, যা ইমরান হাশমির অভিনয় প্রতিভাকেও বিকশিত করেছে। তাঁর বেশিরভাগ ছবিতেই চুম্বনের দৃশ্য ছিল বলে বলিউডে তিনি সিরিয়াল কিসার ও চুম্বন দেবতা নামেও পরিচিত।
ইমরান হাশমি অভিনয় জীবনে অজয় দেবগন, ওমি বৈদ্য, শাজাহান পদমসী, টিসকা চোপড়া, শ্রুতি হাসান, বিষয় বলেন, তুষার কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ, দিয়া মির্জা, নেহা শর্মা, সোহা আলী খান, প্রাচী দেশাই, নার্গিস ফাখরি, কঙ্কনা সেন শর্মা , বিপাশা বসু, ঈশা গুপ্তা, হুমা কুরেশি এবং কল্কি কোয়েচলিন প্রমুখ অভিনেতাদের সাথে কাজ করছেন।
ইমরান হাশমি অভিনীত উল্লখযোগ্য সিনেমার তালিকা, List of films acted by Emraan Hashmi
- ২০০৩ ফুটপাথ।
- ২০০৪ : মার্ডার, তুমসা নেহি দেখা।
- ২০০৫ : জেহের, আশিক বানায়া আপনে, চকলেট, কলিযুগ।
- ২০০৬ : জাওয়ানী দিওয়ানী, আকসার, গ্যাংস্টার, দা কিলার, দিল দিয়া হ্যাঁয়।
- ২০০৭ : গুড বয় ব্যাড বয়, আওয়ারপন, দা ট্রেন।
- ২০০৮ : জান্নাত।
- ২০০৯ : রাজ দা মিস্ট্রি কোন্টিনিউ, তুম মিলে।
- ২০১০ : ওয়ান্স আপওন এ টাইম ইন মুম্বাই, ক্রুক।
- ২০১১ : দিল ত বাচ্চা হে জি, মার্ডার ২, দা ডার্টি পিকচার।
- ২০১২ : জান্নাত ২, সাংহাই, রুশ, রাজ ৩।
- ২০১৩ ঘানচাক্কার, এক থি ডায়ান।
- ২০১৪ উংলি, রাজা নাটয়ারলাল।
- ২০১৫ : টাইগারস, মি. এক্স, হামারি আধুরি কাহানী
- ২০১৭ : বাদশাহো
- ২০১৯ : হোয়াই চিট ইন্ডিয়া, দ্য বার্ড অফ ব্লাড, দ্য বডি।
সঙ্গীত ভিডিওতে ইমরান হাশমির উপস্থিতি, Emraan Hashmi’s presence in music videos
সিনেমায় অভিনয় ছাড়াও ইমরান হাশমি বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন।
- 2015 : আমাল মালিক সঙ্গীত পরিচালনায় আরমান মালিক এর গাওয়া ‘ম্যায় রাহু ইয়া না রাহু’ গানটিতে তিনি অভিনয় করেন, যা টি-সিরিজ এর মাধ্যমে প্রকাশিত হয়।
- 2021 : তানিস্ক বাগচীর সঙ্গীত পরিচালনায় তৈরি জুবিন নৌটিয়াল এর গাওয়া ‘লুট গায়ে’ গানে অভিনয় করেন তিনি, 2021 সালের সবচেয়ে জনপ্রিয় গান ছিল এটি।
- 2022 : ডিআরজে রেকর্ডস থেকে মুক্তিপ্রাপ্ত পাঞ্জাবি গায়ক বি প্রাক এর গাওয়া ‘ইশক নাহি কারতে’ গানে তাঁকে অভিনয় করতে দেখা যায়।
ওটিটি তে ইমরান হাশমির অভিনয়, Emraan Hashmi in web series
ইমরান হাশমি অভিনীত একটি ওয়েব সিরিজ ২০১৯ সালে প্রকাশ পায়, যা রেড চিলি এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় এবং রিভু দাশগুপ্তের পরিচালনায় তৈরি হয়। এটি ছিল একটি স্পাই থ্রিলার সিরিজ, যার নাম ‘ বার্ড অফ ব্লাড ‘।
ইমরানের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু তথ্য, Emraan Hashmi personal life
অভিনেতা ইমরান হাশমি দীর্ঘদিনের প্রেমিকা পারভীন শাহানীকে বিয়ে করেছিলেন। ইসলামি মতে ২০০৬ সালে তাদের বিয়ের অনুষ্ঠান করা হয়। এই দম্পতির সংসারে তাদের একটি পুত্র সন্তানও আছে, যার নাম আয়ান হাসশি। অভিনেতা নিজের পারিবারিক জীবনে খুব সুখী, তিনি কখনোই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে বা মিডিয়া সাক্ষাৎকারে কোনো মন্তব্য করেন নি, কারণ তিনি নিজের ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় গোপন রাখতেই পছন্দ করেন।
তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, ‘আমি ব্যক্তিগত জীবন অত্যন্ত ব্যক্তিগত রাখতে পছন্দ করি। কখনও অভিনেতা হতে চাইনি। কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেতেও আমার ভালো লাগে না। যতক্ষণ কাজের মধ্যে থাকি, ততক্ষণ পেশাদার হিসেবে থাকি। কিন্তু কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে চর্চাও আমি পছন্দ করি না’।
তাছাড়া তিনি আরো বলেন যে ইন্ডাস্ট্রিতে তাঁর কোনও বন্ধু নেই, তাই হয়তো তাঁকে কোনো বলিউড পার্টি বা অনুষ্ঠানে দেখা যায় না।
ইমরান পুত্রের ক্যান্সার রোগের সাথে লড়াই, Emraan’s son’s battle with cancer
২০১৪ সালে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে ইমরান ও তাঁর স্ত্রীর এক কঠিন সময়ের মধ্যে যেতে হচ্ছে, কারণ সে সময়ে তাঁদের একমাত্র ছেলে ক্যানসারে আক্রান্ত হয়ে পড়েছিল। দীর্ঘ সময় ধরে চিকিৎসার পর ২০১৯ সালে সে পুরোপুরি রোগমুক্ত হয়।
ইমরান হাশমির লেখা বই, books written by Emraan Hashmi
ইমরান হাশমীর পুত্র ক্যান্সার হতে আরোগ্য লাভকারী, ছেলে আয়ান অসুস্থ থাকার সময়কালে তিনি তাকে নিয়ে একটি বই লেখেন। বইটির নাম দেন “The Kiss of Life: How a Superhero and My Son Defeated Cancer”। তাঁর লেখা এই বইটিতে সহকারী লেখক হিসেবে কাজ করেছেন বিলাল সিদ্দিকী। ২০১৬ সালে এপ্রিল মাসে পেংগুইন প্রকাশনী হতে গ্রন্থটি প্রকাশিত হয়।
উপসংহার, Conclusion
ইমরান হাশমি সহজ সরল জীবনযাপন করতে পছন্দ করেন। কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনকে কখনোই এক করেন নি তিনি। তাই হয়তো এখন অবধি বলিউডে তাঁকে নিয়ে কোনো সমালোচনা নেই।
তাছাড়া তাঁর অভিনয় দক্ষতা নিয়েও কখনই কাউকে কোনো নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় নি। আশা করা যায় তাঁকে আগামীতে আরো ভালো ভালো ছবিতে কাজ করতে দেখা যাবে।
Frequently Asked Questions :
১৯৭৯ সালের ২৪ মার্চ
পারভীন সাহানি
ফুটপাত
বার্ড অফ ব্লাড, ২০১৯।