সালমান খান এর বয়স, উচ্চতা, জীবনী, প্রেম, ছবি | Bollywood Actor Salman Khan Height, Weight, Age, Affairs, Biography & More in bangla

সালমান খান এর জীবনী

 হিন্দি চলচ্চিত্র জগতের সুপারস্টার হলেন সালমান খান। তিনি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব। তাঁর খ্যাতি শুধুমাত্র ভারতেই সীমাবদ্ধ নেই, বরং সারা বিশ্বে সালমানের অসংখ্য অনুরাগী রয়েছেন। তবে শুধু অভিনয়ই নয়, বরং তিনি বিভিন্ন জনহিতৈষী কার্যকলাপের জন্য যথেষ্ট খ্যাতিমান ব্যক্তিত্ব। আজকের এই প্রতিবেদনে আমরা সালমান খানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবো।

সালমান খান কে ? Who is Salman Khan?

সালমান খান কে চেনেন বা এমন কোনো ভারতীয় হয়তো নেই। তিনি একজন অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন ব্যক্তিত্ব হওয়ার পাশাপাশি গায়ক হিসেবেও পরিচিত। তিনি নিজের বেশ কিছু সিনেমায় গান গেয়েছেন, আবার কিছু গানের কথা তিনি নিজেই লিখেছিলেন। ত্রিশ বছরের অধিক সময়ের কর্মজীবনে সালমান খান অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। সালমান খান বলিউডের সবচেয়ে বড় তারকাদের একজন।

সালমান খান এর জন্ম ও পরিবার পরিচয়, Salman Khan birth and family identity 

সালমান খান ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম হয় তাঁর। সালমানের বাবার নাম সেলিম খান, যিনি একজন চিত্রনাট্যকার ছিলেন, তিনি দিওয়ার (1975), শোলে (1975), এবং ডন (1978) প্রমুখ ছবির মতো বেশ কিছু সুপারহিট চলচ্চিত্রের স্ক্রিপ্ট লিখেছিলেন।

সালমান খান এর জন্ম

সালমান খান এর মায়ের আসল নাম সুশীলা চরক, তিনি বিয়ের পরে সালমা খান নাম গ্রহণ করেন। জন্মের সময় সালমানের নাম রাখা হয় আব্দুর রশিদ সেলিম সালমান খান। তাঁর পিতা দুইটি বিবাহ করেছিলেন। সেলিম খান ১৯৮১ সালে দ্বিতীয় বিয়ে করেন। ভারতীয় চলচ্চিত্র জগতের প্রবীণ অভিনেত্রী হেলেন সালমানের সৎ মা।

সালমান খানের দুই ভাই আছেন যাদের নাম আরবাজ খান এবং সোহেল খান; যারা সালমানের মতই চলচ্চিত্র জগতের সাথে জড়িত এবং তাদের দুটি ছোট বোনও রয়েছে, যাদের নাম আলভিরা এবং অর্পিতা।

সালমান খান এর শিক্ষাজীবনের বিভিন্ন দিক, Salman Khan’s education

সালমান খান গোয়ালিয়রের সিন্ধিয়া স্কুল থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। তারপর তিনি মুম্বাইয়ের বান্দ্রার সেন্ট স্ট্যানিসলাস হাই স্কুলে ভর্তি হন। সেখানে ইন্টারমিডিয়েট শিক্ষা সম্পন্ন করার পর, তিনি স্নাতক ডিগ্রি অর্জনের জন্য মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। কিন্তু অভিনেতা হওয়ার ইচ্ছা থাকার কারণে তাঁকে মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিতে হয়।

সালমান খান এর অভিনয় ক্যারিয়ারের বিভিন্ন অভিজ্ঞতা, Salman Khan’s career as an actor 

সালমান খান ক্যারিয়ারের প্রথম দিকে একজন মডেল হিসেবে কাজ করেছিলেন। তিনি ১৯৮৮ সালে “বিবি হো তো ঐসি” চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ছবিতে তিনি ভিকি ভান্ডারির ​​ভূমিকায় অভিনয় করেন। একই বছর তিনি একটি প্রণয়মূলক চলচ্চিত্র ‘ম্যায়নে প্যার কিয়া’-তে প্রেম চৌধুরী নামের প্রধান অভিনেতার ভূমিকায় অভিনয় করেছিলেন।

সালমান খান এর অভিনয় ক্যারিয়ারের বিভিন্ন অভিজ্ঞতা

উক্ত ছবি সেই সময়কালে ভারতের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছিল। ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এরপর থেকে সালমান একের পর এক সিনেমার ডাক পেতে থাকেন। 

ক্রমে তিনি “সানম বেওয়াফা”, “দিল তেরা আশিক”, “হাম আপকে হ্যায় কৌন..!”, “আন্দাজ আপনা আপনা”, “করন অর্জুন”, “জুরুওয়া”, “পেয়ার কিয়া তো ডরনা কেয়া”, “কুছ কুছ হোতা হ্যায়”, “হাম দিল দে চুকে সানাম”, “হর দিল জো পেয়ার করেগা”, “হাম তুমহারে হ্যায় সানম”, ” তেরে নাম “, “নো এন্ট্রি”, ” মুজসে শাদি করোগী”, “পার্টনার”, “দাবাং”, “এক থা টাইগার”, “কিক”, “বজরঙ্গি ভাইজান”, “ভারত” এবং “সুলতান” এর মতো বহু সুপারহিট ছবিতে কাজ করেছেন। তিনি দর্শকদের মনে নিজের অভিনয়ের মাধ্যমে স্থান করতে পেরেছেন। তাঁর বহু অনুরাগীরা নিজের ভালোবাসা প্রকাশ করতে তাঁকে সাল্লু/ভাইজান/সুলতান ইত্যাদি নামে সম্বোধন করে থাকেন।

 সালমান খানের অভিনয় জীবনের সকল ছবির মধ্যে ১২ টি চলচ্চিত্র এমনও রয়েছে যা ১০০ কোটিরও বেশি আয় করেছিল।  এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ছবি হল ;  

  • ওয়ান্টেড (2009), 
  • দাবাং (2010),
  • রেডি (2011),
  • বডিগার্ড (2011), 
  • এক থা টাইগার (2012), 
  • দাবাং 2 (2012),
  • জয় হো (2014), 
  • কিক (2014), 
  • বজরঙ্গি ভাইজান (2015), 
  • সুলতান (2016), 
  • টিউবলাইট (2017), 
  • টাইগার জিন্দা হ্যায় (2017) 
  • রেস 3 (2018)।
দাবাং 2 (2012),

সালমান খান এর ব্যক্তিগত জীবনের কিছু তথ্য, Salman Khan personal life

সালমান খান নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চায় থাকেন। তিনি কখনো বিয়ে করেননি। তবে তিনি কার সাথে সম্পর্কে আছেন বা আদৌ বিয়ে করবেন কি না, এসব নিয়ে ভক্তদের মনে গভীর আগ্রহ বিরাজমান।

অভিনয় জীবনের প্রথমদিকে সালমান খানের নাম জড়িত হয় প্রাক্তন মিস ওয়ার্ল্ড তথা অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের সাথে, তখন ঐশ্বরিয়া অবিবাহিত ছিলেন। তবে পরবর্তী সময়ে তাদের সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি বলে জানা যায়। বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে, ১৯৯৯ সালে, সালমান খান ঐশ্বরিয়া রায়ের সাথে ডেটিং শুরু করেন; কিন্তু ২০০১ সালে এই সম্পর্কে ইতি টানেন দুজনে। 

এছাড়াও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এর সাথেও পরবর্তী সময়ে সালমান খানের প্রেমের গুঞ্জনের কথা শুনা যায়। ক্যাটরিনা ২০১১ সালে এক সাক্ষাৎকারে স্বীকার করেন যে তিনি সালমান খানের সাথে বেশ কয়েক বছর ধরে সম্পর্কে জড়িত ছিলেন, তবে এই সম্পর্ক ২০১০ সালে শেষ হয়ে যায়।

অভিনয় জীবনের প্রথমদিকে সালমান খানের নাম জড়িত হয় প্রাক্তন মিস ওয়ার্ল্ড তথা অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চনের সাথে

সঙ্গীতা বিজলানি এবং সোমি আলিও অভিনেতা সালমান খান এর সাথে সম্পর্কে ছিলেন বলে বিভিন্ন সূত্রে প্রকাশ পেয়েছিল, কিন্তু এ ব্যাপারে তাদের কেউই সামাজিক মাধ্যমে কোনো মন্তব্য করেন নি। ক্যাটরিনার পর সালমান খান রোমানিয়ান অভিনেত্রী ইউলিয়া ভান্টুরের সাথে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন বলেও অনেকের দাবি।

টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে সালমান খান, Salman Khan as a television personality 

২০০৮ সালে সালমান খান ” দশ কা দম ” নামক একটি অনুষ্ঠান হোস্ট করেন। উক্ত শোটি অত্যন্ত জনপ্রিয় ছিল এবং ভারতে রেটিংয়ে তখন এক নম্বর স্থানে ছিল। ২০০৮ এবং ২০০৯ সালে ” দশ কা দম “-এর জন্য সেরা অ্যাঙ্করের পুরস্কার জিতে নেন।

টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে সালমান খান

২০১০ সালে সালমান খান বিগ বস ৪ হোস্ট করেন। তাঁর হোস্টিংয়ের কারণে উক্ত শোটি ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল এবং দর্শকদের মধ্যে পূর্বের তুলনায় বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল। ক্রমে তাঁকে দিয়েই উক্ত শো এর প্রতি সিজন হোস্ট করানো হচ্ছে।

সম্মাননা এবং পুরস্কার, awards and recognition

বলিউডের সবচেয়ে বড় তারকা সালমান খান বিশ্ব ও ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যবসাসফল অভিনয়শিল্পী বলে আখ্যায়িত করা হয়। তিনি কর্মজীবনে বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেন। 

সালমান খান চলচ্চিত্র প্রযোজক হিসেবে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও অভিনয়ের জন্য দুটি ফিল্মফেয়ার পুরস্কার পান। 

সম্মাননা এবং পুরস্কার

২০০৮ সালের ১৫ জানুয়ারি লন্ডনের মাদাম তুসোর জাদুঘরে সালমান খানের মোমের মূর্তি স্থাপিত হয়।

ফোর্বস সাময়িকীর ২০১৮ সালের বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা ১০০ তারকা বিনোদনদাতা তালিকা অনুসারে সালমান খান $৩৭.৭ মিলিয়ন আয় করে ভারতীয়দের মধ্যে শীর্ষস্থানীয় এবং সারা বিশ্বে ৮২তম স্থান অধিকার করেন।

সালমান খানের প্রযোজনা সংস্থা, Salman Khan production House

২০১১ সালে সালমান খান “বিয়িং হিউম্যান” নামে তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা চালু করেন। চলচ্চিত্র প্রযোজনা থেকে উৎপন্ন অর্থ এই বিয়িং হিউম্যান সংস্থাকে দান করা হয়।

উক্ত ফাউন্ডেশন হল একটি নিবন্ধিত দাতব্য ট্রাস্ট যা সালমান খান কর্তৃক সুবিধাবঞ্চিতদের সাহায্য করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংস্থার মাধ্যমে অনলাইনে এবং দোকানে টি-শার্ট এবং অন্যান্য পণ্য বিক্রি করে উপার্জিত রাজস্বের একটি অংশ সুবিধাবঞ্চিতদের সমর্থন করার জন্য ব্যবহার করা হয়। 

সালমান খানের প্রযোজনা সংস্থা

২০১৪ সালে, তিনি SKF বা সালমান খান ফিল্মস নামে আরেকটি প্রযোজনা সংস্থা চালু করেন।

সালমান খান কে নিয়ে বিবাদ, Controversy related to Salman Khan 

২০০২ সালের সেপ্টেম্বর মাসে মুম্বাইয়ের একটি বেকারিতে সালমান খান এর গাড়ি বিধ্বস্ত হয়, তখন বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল; জানা যায় যে উক্ত দুর্ঘটনায় বেকারির বাইরে ফুটপাতে ঘুমন্ত একজন ব্যক্তির মৃত্যু হয় এবং আরও তিনজন ঘটনায় আহত হয়েছিলেন।

 এছাড়াও একই সালের মার্চ মাসে ঐশ্বরিয়া রাইকে সালমান খানের কারণে হয়রানির শিকার হতে হয় বলে শোনা যায়। তাঁর বিরুদ্ধে অভিনেত্রীকে উত্যক্ত করার অভিযোগ তোলেন ঐশ্বরিয়ার বাবা-মা।

এজন্য তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন অভিনেত্রীর পরিবারের লোকজন। তাছাড়া কালো হরিণ শিকার করা নিয়েও সালমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় বলে জানা যায়।

সালমান খান কে নিয়ে বিবাদ

১৯৯৮ সালে “হাম সাথ-সাথ হ্যাঁয়” ছবির শুটিংয়ের সময় জোধপুরে কাজের ফাঁকে নিজের রাইফেল দিয়ে গুলি করে তিনি দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেন। ২০১৮ সালের ৫ এপ্রিল সেই মামলায় তাঁকে ৫ বছরের কারাদন্ড দেয়া হয়। এসব ছাড়াও সালমান খান ছোটো বড় বিভিন্ন বিষয় সম্পর্কিত বিবাদের সাথে জড়িয়ে আছেন বলে অনেক সময় খবরে প্রকাশ পায়।

উপসংহার, Conclusion 

সালমান খান নিঃসন্দেহে একজন প্রশংসনীয় অভিনেতা। নিজের অভিনীত সিনেমাগুলোর গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মধ্য দিয়ে তিনি দর্শকদের মনে নিজের জন্য এক আলাদা স্থান তৈরি করে নিয়েছেন। তাছাড়া এখনো অবধি তিনি নিজের শরীর স্বাস্থ্য এতটা নিয়ন্ত্রণ করে রেখেছেন যা সকলকে অনুপ্রাণিত করে। টেলিভিশন এর বিভিন্ন শোতে দেখা হয় যে সালমান খান কে অতিথি হিসেবে আসলেই অনেকে প্রশ্ন করেন যে “কিভাবে আপনার মত বডি বানাবো !”

Frequently Asked Questions :

সালমান খান কে ?

: সালমান খান একজন ভারতীয় অভিনেতা ।

সালমান খান এর জন্ম কোথায় হয় ?

সালমান খান এর জন্ম হয় মধ্যপ্রদেশে ।

সালমান খান এর জন্ম কবে ?

সলমন খান এর জন্ম হয় ১৭ ডিসেম্বর ১৯৬৫ সালে ।

সালমান খান এর পিতার নাম কী ?

সালমান খান এর পিতার নাম সেলিম খান ।

সালমান খান এর প্রথম প্রেমিকার নাম কী ?

সালমান খান এর প্রথম প্রেমিকার নাম ঐশ্বর্য রাই ।

সালমান খান এর কর্মজীবন কবে শুরু হয় ?

সালমান খান এর কর্মজীবন শুরু হয় ১৯৮৮ সালে ।

Oindrila Banerjee

Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"

Recent Posts