সিদ্ধার্থ মালহোত্রার বয়স, উচ্চতা, জীবনী, বিবাহ, ছবি | Bollywood Actor Sidharth Malhotra Height, Weight, Age, Affairs, Biography & More in bangla

সিদ্ধার্থ মালহোত্রার জীবনী

সিদ্ধার্থ মালহোত্রা একজন বিখ্যাত ভারতীয় মডেল তথা বলিউড অভিনেতা। তিনি একজন মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তী সময়ে চলচ্চিত্রে অভিনয় করার কাজ শুরু করেন। তাঁর শারীরিক গঠন, বিশেষত মেয়েদের কাছে তিনি খুবই আকর্ষণীয় অভিনেতা হিসেবে খ্যাত।

সিদ্ধার্থ মালহোত্রা কে ? Who is Sidharth Malhotra?

সিদ্ধার্থ মালহোত্রা একজন জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। তিনি প্রধানত হিন্দি সিনেমাতে অভিনয় করছেন। মডেলিং দিয়ে কর্মজীবন শুরু করার পর তিনি টিভি সিরিয়ালে কাজ করার মাধ্যমে নিজের অভিনয় জীবন শুরু করেন। বর্তমানে তিনি বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন।

সিদ্ধার্থ মালহোত্রার জন্ম ও পরিবার পরিচয়, Sidharth Malhotra birth and family

সিদ্ধার্থ মালহোত্রা ভারতের রাজধানী দিল্লিতে একটি পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর জন্ম হয় ১৯৮৫ সালের ১৬ জানুয়ারি। সিদ্ধার্থ মালহোত্রা বাবার নাম সুনীল মালহোত্রা, যিনি মার্চেন্ট নেভিতে একজন ক্যাপ্টেন হিসেবে কর্মরত ছিলেন এবং মা রিমা মালহোত্রা একজন গৃহিনী। এছাড়াও পরিবারে তাঁর এক ভাই আছে, যার নাম হর্ষদ মালহোত্রা, যিনি পেশায় একজন ব্যাঙ্কার।

সিদ্ধার্থ মালহোত্রার জন্ম ও পরিবার

সিদ্ধার্থ মালহোত্রার শিক্ষাজীবন, Sidharth Malhotra education 

সিদ্ধার্থ মালহোত্রার প্রাথমিক শিক্ষা শুরু হয় ডন বস্কো স্কুল থেকে, ক্রমে তিনি দিল্লির নেভি চিলড্রেন স্কুল থেকে অধ্যয়ন করে। স্কুলের পড়া শেষে তিনি দিল্লির শহীদ ভগত সিং কলেজ থেকে বি.কম (অনার্স) ডিগ্রি অর্জন করেন।

মডেলিং ও টিভি ক্যারিয়ার, Sidharth Malhotra modelling and TV career

সিদ্ধার্থ মালহোত্রা ১৬ বছর বয়সে, টেলিভিশনের এক সিরিয়ালে অভিনয় শুরু করেন। স্টার প্লাসে সম্প্রচারিত ‘ধরতি কা বীর যোদ্ধা পৃথ্বীরাজ চৌহান’ সিরিয়ালে প্রথমবার তাঁর অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে, এর পর তিনি মডেলিং এর কাজ শুরু করেন। সিদ্ধার্থ মালহোত্রা ১৮ বছর বয়সে মডেলিং শুরু করেন।

মডেলিং করার সময় তিনি বিখ্যাত আন্তর্জাতিক ডিজাইনার রবার্তো ক্যাভালির বিজ্ঞাপন প্রচারেও উপস্থিত থাকার সুযোগ পেয়েছিলেন। সিদ্ধার্থ রেডবুক, গ্ল্যাড্রাগস এর মতো অনেক জনপ্রিয় ম্যাগাজিনের জন্য কাজ করেছিলেন। এরপর তিনি অনুভব সিনহা পরিচালিত একটি চলচ্চিত্রের জন্য অডিশন দেন এবং সেখানে নির্বাচিতও হন। কিন্তু কিছু অজ্ঞাত কারণে ছবিটি স্থগিত হয়ে যায়।

মডেলিং ও টিভি ক্যারিয়ার

নির্দেশক রূপে সিদ্ধার্থের কাজ, Sidharth Malhotra as a director

 অভিনয় জীবনের প্রাথমিক পর্যায়ে, সিদ্ধার্থ মালহোত্রা শাহরুখ খান অভিনীত ‘ রা ওয়ান ‘ -এ একজন ক্ল্যাপার হিসেবেও কাজ করেছিলেন। 2008 সালে, সিদ্ধার্থ প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে ফ্যাশন চলচ্চিত্রে কাজ করার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু গ্ল্যাড্রাগস ম্যাগাজিনের সাথে থাকা চুক্তির কারণে তিনি উক্ত ছবিতে কাজ করতে পারেন নি।

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘মাই নেম ইজ খান’ এ তিনি করণ জোহরের সাথে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছিলেন। পরে ২০১২ সাল থেকে প্রকৃত অর্থে তাঁর অভিনয় জীবন শুরু হয়। উক্ত বছর তিনি করণ জোহরের পরিচালনায় তৈরি ‘ স্টুডেন্ট অব দি ইয়ার ‘ ছবিতে কাজ করার সুযোগ পান। তারপর থেকে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।

বলতে গেলে সিদ্ধার্থ তাঁর প্রথম চলচ্চিত্র থেকেই রাতারাতি জনপ্রিয় তারকা হয়ে ওঠেন। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার এওয়ার্ড ফর বেস্ট মেল ডেব্যু মনোনয়ন পান। উক্ত ছবিতে তাঁর সহ অভিনেতাদের মধ্যে ছিলেন বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট। 

অভিনেতা হিসেবে কাজ, Sidharth Malhotra as an actor

 সিদ্ধার্থ মালহোত্রাকে ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘এক ভিলেন’ ছবিতে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল, যেখানে তিনি রিতেশ দেশমুখ এবং শ্রদ্ধা কাপুরের সাথে কাজ করেন। ছবিটি 100 কোটির ব্যবসা করে বাণিজ্যিকভাবে ব্লকবাস্টার হিসেবে প্রমাণিত হয়।

২০১৬ সালে তিনি একটি পারিবারিক-নাটকমূলক ছবি “কাপুর অ্যান্ড সন্স”-এ অভিনয় করেন, যেখানে তিনি ঋষি কাপুর, ফাওয়াদ খান এবং আলিয়া ভাটের সাথে কাজ করেন। তারপর তিনি একের পর এক ছবিতে কাজ করার প্রস্তাব পেতে থাকেন। 

অভিনেতা হিসেবে সিদ্ধার্থ মালহোত্রা

চলচ্চিত্রে সিদ্ধার্থ মালহোত্রার উল্লেখযোগ্য কাজ, Notable contribution of Siddharth Malhotra in movies 

২০২১ সালে, সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত মেজর বিক্রম বাত্রার জীবনীমুলক চলচ্চিত্র শেরশাহ-মুক্তি পায়। উক্ত ছবিতে, তিনি মেজর বিক্রম বাত্রার চরিত্রে অভিনয় করেছিলেন এবং তাঁর বিপরীতে মুখ্য অভিনেত্রীর ভূমিকায় ছিলেন কিয়ারা আদভানি। ছবিটিতে সিদ্ধার্থ ও কিয়ারার রসায়ন দর্শকরা খুব পছন্দ করেছেন, বিশেষ করে সিদ্ধার্থ মালহোত্রার অভিনয় মানুষ খুব পছন্দ করেছেন। 

সিদ্ধার্থ মালহোত্রার সিনেমার তালিকা, Sidharth Malhotra’s acted movies

  • 2014 : হাসি তো ফাসি, এক ভিলেন
  • 2015 : ব্রাদার্স
  • 2016 : কাপুর এন্ড সন্স, বার বার দেখো
  • 2017 : এ জেন্টেলম্যান, ইত্তেফাক
  • 2018 : আইয়ারি
  • 2019 : জাবরিয়া জোড়ী, মারজাওয়ান
  • 2021 : শেরশাহ
  • 2022 : থ্যাংক গড
  • 2023 : মিশন মজনু
শেরশাহ

 সিদ্ধার্থ মালহোত্রাকে আগামীতে আরো ভালো ভালো কাজ করতে দেখা যাবে বলে আশা করা যায়। তিনি দিনে দিনে নিজের অভিনয়কে আরো উন্নত করে তোলার চেষ্টা করছেন। 

সিদ্ধার্থ মালহোত্রার ব্যক্তিগত জীবন, Sidharth Malhotra personal life

সিদ্ধার্থ মালহোত্রার প্রথম ছবির পর অভিনেত্রী আলিয়া ভাটের সাথে ডেট করার খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। বেশ কিছু বছর ধরে উভয়ের সম্পর্ক নিয়ে গুজব শিরোনামে ছিল, যদিও দু’জনেই তা সামাজিক মাধ্যমে কখনই নিশ্চিত করেননি। ক্রমে তাদের বিচ্ছেদের গুঞ্জনও শোনা যায় কয়েক বছরের মধ্যেই।

বর্তমানে সিদ্ধার্থ মালহোত্রা বিবাহিত। তিনি অভিনেত্রী কিয়ারা আডভানির সাথে দীর্ঘ সময় ধরে গোপনে সম্পর্কে থাকার পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারী বিয়ে করেন। 

সিদ্ধার্থ মালহোত্রার ব্যক্তিগত জীবন

সিদ্ধার্থ মালহোত্রার প্রাপ্ত পুরস্কার ও সম্মাননা, Awards and recognition 

  • 2013 সালে, স্টারডাস্ট অ্যাওয়ার্ড এর পক্ষ থেকে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির জন্য ব্রেকথ্রু পারফর্মেন্স – পুরুষ (বরুন ধাওয়ানের সাথে) হিসেবে পুরস্কার লাভ করেন।
  • 2014 সালে বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড এর পক্ষ থেকে “হাসি তো ফাসি” ছবির জন্য “মোস্ট এন্টারটেইনিং অভিনেতা ইন এ রোমান্টিক ফিল্ম ” পুরস্কার পান। একই সালে স্টার প্লাস এন্টারটেইনার অফ দ্য ইয়ার (আলিয়া ভাটের সাথে) সম্মাননা লাভ করেন।
  • 2016 সালে হিন্দুস্তান টাইমস মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড এর পক্ষ থেকে মোস্ট স্টাইলিশ ইয়ুথ আইকন  হিসেবে পুরস্কার পান। পাশাপাশি ‘হ্যালো! হল অফ ফেম অ্যাওয়ার্ড’ এর পক্ষ থেকে “Haute Stepper of the Year” সম্মাননা লাভ করেন। একই সালে তিনি ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ড মোস্ট স্টাইলিশ স্টার – হিসেবেও সম্মানিত হন।
  • 2017 সালে হিন্দুস্তান টাইমস মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড এর ‘মোস্ট স্টাইলিশ রিডার্স চয়েস’ পুরস্কার পান। 
  • 2018 সালে “হ্যালো! হল অফ ফেম অ্যাওয়ার্ড” এর মোস্ট স্টাইলিশ ম্যান অফ দ্য ইয়ার এবং হিন্দুস্তান টাইমস মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড এর স্টাইল গেমচেঞ্জার সম্মাননা লাভ করেন।
  • 2021 সালে মোস্ট স্টাইলিশ অভিনেতা অফ দ্য ইয়ার হিসেবে পুরস্কার অর্জন করেন।
  • 2022 সালে দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড এর থেকে শেরশাহ ছবির জন্য সেরা অভিনেতা – ক্রিটিক্স  পুরস্কার পান। এছাড়াও ওই বছর তিনি নিকেলোডিয়ন কিডস চয়েস অ্যাওয়ার্ডস এর পাওয়ার হাউস অফ দ্য ইয়ার; হ্যালো! হল অফ ফেম অ্যাওয়ার্ড এর আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অফ দ্য ইয়ার; হিটলিস্ট ওটিটি অ্যাওয়ার্ড এর ওটিটি ফিল্ম সেরা অভিনেতা; হিন্দুস্তান টাইমস মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড এর ইন্ডিয়া’স মোস্ট স্টাইলিশ পুরুষ (পপুলার চয়েস);  পিঙ্কভিলা স্টাইল আইকন অ্যাওয়ার্ড এর সুপার স্টাইলিশ অভিনেতা (পপুলার চয়েস) এবং  লায়ন্স গোল্ড অ্যাওয়ার্ড এর সেরা অভিনেতা (ক্রিটিক্স) হিসেবেও বেশ কিছু পুরস্কার অর্জন করেন তিনি।
  • 2023 সালে নিউজ 18 শোষা রীল অ্যাওয়ার্ড এর পক্ষ থেকে শেরশাহ ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার অর্জন করেন সিদ্ধার্থ। এছাড়াও বলিউড হাঙ্গামা স্টাইল আইকন অ্যাওয়ার্ড এর মোস্ট স্টাইলিশ অভিনেতা হিসেবেও সম্মানিত হন।
সিদ্ধার্থ মালহোত্রার প্রাপ্ত পুরস্কার ও সম্মাননা

সিদ্ধার্থ মালহোত্রা সম্পর্কে বিশেষ কিছু তথ্য, special information about Sidharth Malhotra 

সিদ্ধার্থ মালহোত্রা তাঁর দুই অনুরাগীর বিরুদ্ধে 10 কোটি টাকার জন্য একটি মামলা করেছিলেন বলে জানা যায়। উক্ত দুইজন ছিলেন দিল্লি-ভিত্তিক দুই ভাইবোন, যারা সিদ্ধার্থ ফ্যান ক্লাব নামে একটি ওয়েবসাইট খুলে তাঁর নামে পণ্য ও টি-শার্ট বিক্রি করতে শুরু করেছিল।

  • উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি
  • ওজন 80 কেজি
  • শারীরিক পরিমাপ (আনুমানিক): চেস্ট – 42 ইঞ্চি, কোমর – 30 ইঞ্চি, বাইসেপ – 16 ইঞ্চি।
  • প্রিয় অভিনেতা : অমিতাভ বচ্চন, শাহরুখ খান, হৃত্বিক রোশান, জনি ডেপ
  • প্রিয় অভিনেত্রী : কাজল, দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ, করিনা কাপুর
  • প্রিয় পরিচালক : রাজ কুমার হিরানি, ইমতিয়াজ আলী, জোয়া আখতার
  • প্রিয় সিনেমা : অগ্নীপথ, শোলে, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কাভি খুশি কাভি গম, আন্দাজ আপনা আপনা
  • প্রিয় খাবার : জেলাপি, হট চকলেট, সুশি, বিরিয়ানি চিকেন রোল
  • প্রিয় রং : সাদা, কালো
  • প্রিয় খেলা : রাগবি
  • শখ : জিম করা , কার্টুন আঁকা
  • প্রিয় ঘোরার জায়গা : নিউইয়র্ক, গোয়া।
  • সিদ্ধার্থ একজন পশু প্রেমী। তাঁর বাড়িতে একটি পোষ্য কুকুর রয়েছে যার নাম বক্সার। ২০১৩ সালে তিনি কুকুর সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য পশু সেবা এনজিও  PETA এর সাথে কাজ করেন।

উপসংহার, Conclusion 

সিদ্ধার্থ মালহোত্রা জনপ্রিয়তার দিক থেকে যথেষ্ট এগিয়ে আছেন। তাঁর অভিনীত সকল ছবিগুলোতে তিনি চরিত্রগুলোকে বরাবরই ফুটিয়ে তুলতে সক্ষম। এজন্যই তাঁর অনুরাগীর সংখ্যা দিনের পর দিন আরো বেড়ে চলেছে। 

Contents show

Oindrila Banerjee

Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"

Recent Posts