পায়েল সরকার হলেন একজন বিখ্যাত টলিউড অভিনেত্রী। তিনি বাংলা এবং হিন্দি উভয় চলচ্চিত্রে, টিভি ধারাবাহিকে এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। তাছাড়াও তিনি ২০২১ সাল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পূর্ব সময় থেকে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত।
পায়েল সরকার কে ? Who is Payel Sarkar?
পায়েল সরকার বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। তবে শুধু অভিনেত্রী হিসেবেই তাঁর পরিচয় সীমাবদ্ধ নয় বরং রাজনীতিবিদ হিসেবেও তিনি পরিচয় তৈরি করে নিয়েছেন।
পায়েল সরকার এর প্রারম্ভিক জীবন, জন্ম ও পরিবার পরিচয়, Payel Sarkar early life and family
পায়েল সরকার ১৯৮৪ সালের ১০ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর জন্ম হয় পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায়। অভিনেত্রীর পিতার নাম ‘অশোক কুমার সরকার’, যিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। পায়েলের মাতার নাম ‘কনিকা সরকার’। পরিবারের সদস্যরা নায়িকা কে আদর করে পিউ বলে ডাকেন। তিনি নিজের পিতা মাতার খুব আদরের, এক কথায় বলতে গেলে একমাত্র সন্তান হিসেবে অভিনেত্রীকে খুব যত্নের সাথে লালন পালন করেছেন তাঁর মাতা পিতা।
পায়েল সরকার এর শিক্ষাজীবন, Payel Sarkar education
পায়েল সরকার পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহর স্থিত প্র্যাট মেমোরিয়াল হাই স্কুল থেকে বিদ্যালয়ের পড়াশোনা সম্পন্ন করেছিলেন। পরবর্তীতে ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়’ থেকে ইতিহাস বিষয়ে স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন।
পায়েল সরকার এর চলচ্চিত্র ক্যারিয়ার, Payel Sarkar acting career
পায়ের সরকারের কর্মজীবন শুরু হয় ২০০৪ সালে। তিনি উক্ত সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি শুধু তুমি’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে অভিনয় জীবন শুরু করেন। সিনেমাটিতে তিনি জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের বোনের চরিত্রে অভিনয় করেছিলন। এরপর তিনি আরো বেশ কিছু ছবিতে পার্শ্ব চরিত্রে কাজ করার সুযোগ পান। ২০০৭ সাল ছিল অভিনেত্রী পায়েলের অভিনয় জীবনের একটি গুরুত্বপূর্ণ বছর।
উক্ত বছর তিনি প্রথমবার বাংলা সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান, ছবিতে তাঁর সহ অভিনেতা হিসেবে ছিলেন দেব বিপরীতে, ছবির নাম ছিল ‘আই লাভ ইউ’। সিনেমাটি পরিচালনা করেন রবি কিনাগী। সিনেমাটি বক্স অফিসে যথেষ্ট সফল হয়েছিল। এরপর পায়েল বেশ কিছু হিন্দি ও বাংলা ধারাবাহিকে অভিনয়ের ডাক পান।
২০০৯ সালে তিনি রাজ চক্রবর্তীর পরিচালনায় আবার বাংলা সিনেমায় অভিনয় করেন। ‘প্রেম আমার’ সিনেমাতে সোহমের বিপরীতে অভিনয় করেন তিনি। ২০১১ সালে দেবের বিপরীতে ‘লে ছক্কা’ সিনেমাতে অভিনয় করেন তিনি। ২০১৪ সালে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা জিৎ এর সাথে ‘বচ্চন’ সিনেমাতে কাজ করেন পায়েল।
বাংলা চলচ্চিত্র জগতে নিজের দক্ষতার পরিচয় দিয়ে তিনি নিজের স্থান শক্ত করে নিতে সক্ষম হয়েছিলেন খুব কম সময়ের মধ্যেই। তবে শুধু বাংলা নয় বরং হিন্দি সিনেমায় ক্ষেত্রেও বেশ কিছু কাজের প্রস্তাব আসে অভিনেত্রীর কাছে। ২০১৫ সালে পায়েল ‘গুড্ডু কি গান’ সিনেমার মধ্য দিয়ে বলিউড সিনেমায় আত্মপ্রকাশ করেন। সিনেমাটিতে তিনি বলিউড অভিনেতা কুনাল খেমুর সাথে অভিনয় করার সুযোগ পান।
পায়েলের প্রথম ছবি, First movie of Payel Sarkar
পায়েল সরকারে প্রথম ছবি ‘শুধু তুমি’। অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায় পরিচালিত এই ছবিতে পায়েলকে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোনের ভূমিকায়।
পায়েল সরকার-এর অন্যান্য সিনেমা, Payel Sarkar’s different movies
পায়েল সরকার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হল :
- সুব্রত সেন পরিচালিত বিবর (2006) ছবিতে সুব্রত দত্ত, তানিশা চট্টোপাধ্যায় ছিলেন প্রধান অভিনেতা, পায়েল পার্শ্ব চরিত্রে কাজ করেছিলেন।
- ২০০৯ সালে অভিজিৎ গুহ পরিচালিত ‘ক্রস কানেকশান’ ছবিতে সুদেষ্ণা রায়, আবির চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, রিমঝিম মিত্র প্রমুখ অভিনেতার সাথে দেখা গিয়েছিল পায়েল সরকার কেও।
- ২০১১ সালে ‘জানি দেখা হবে’ ছবি মুক্তি পায় বিরসা দাশগুপ্ত- এর পরিচালনায়; উক্ত ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত ছিলেন পায়েলের সহ অভিনেতা।
- ২০১২ সালে রাজা চন্দ পরিচালিত ‘লে হালুয়া লে’ ছবিতে দেখা যায় নায়িকা কে।
- ২০১৩ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ‘বোঝেনা সে বোঝেনা’ ছবিতে আবির চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী প্রমুখ অভিনেতাদের সাথে কাজ করেছিলেন পায়েল সরকার।
- ২০১৩ সালে ‘গোলেমালে গোলেমালে পিরিত কোরো না’ অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়-এর পরিচালনায় মুক্তি পায়, যেখানে নায়িকার বিপরীতে ছিলেন যীশু সেনগুপ্ত।
- ২০১৩ সালে ‘একটি আষাড়ে গল্প’ নামক ছবির অরিন্দম চক্রবর্তীর পরিচালনায় তৈরি হয়, যেখানে সহ অভিনেতা হিসেবে ছিলেন আবীর চট্টোপাধ্যায়।
- ২০১৪ সালে অরিন্দম শীল পরিচালিত ‘ঋণ’ ছবিতে আবীর চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় এর সাথে কাজ করেন পায়েল।
- উক্ত ছবিগুলো ছাড়াও পায়েলের অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে বাওলি আনলিমিটেড (2012), জামাই 420 (2015), চকোলেট (2016), জিও পাগলা (2017), মুখোশ (2020), ম্যাজিক (2021), অনুসন্ধান (2021) প্রমুখ ছবি। তিনি প্রতিবারই পর্দায় নিজের চরিত্র সঠিক ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর জন্য তিনি সমালোচকদের কাছে প্রশংসাও কুড়িয়েছেন।
টেলিভিশন ধারাবাহিকে পায়েল সরকার এর অভিনয়, Payel Sarkar acted in television serials
- টিভি ধারাবাহিক লাভ স্টোরি- তে ২০০৭ সালের ৩০ এপ্রিল – ২০০৮ সালের ১৭ জানুয়ারি অবধি কাজ করেছিলেন।
- ‘ওয়াক্ত বাতায়েগা কন আপনা কন পরায়া’– ২০০৮ সালের ১৪ এপ্রিল – ৩০ অক্টোবর অবধি কাজ করেছেন।
- শকুন্তুলা ধারাবাহিকে – রাজকুমারী সিং এর ভূমিকায় ২০০৯ সালের ২ ফেব্রুয়ারি – ১৫ মে পর্যন্ত অভিনয় করেছিলেন।
- লেডিস স্পেশাল ধারাবাহিকে পূজা সিং এর ভূমিকায় ২০০৯ সালের ২৫ মে – ৯ ডিসেম্বর অবধি কাজ করেছেন।
পায়েল সরকারের অভিনীত ওয়েব সিরিজের তালিকা, Payel Sarkar acted in Web series
- 2017 সালে ‘কার্টুন’ নামক ওয়েব সিরিজ মুক্তি পায় হইচই প্লাটফর্মে।
- 2019 সালে ‘শরতে আজ’ শীর্ষকের ওয়েব সিরিজ মুক্তি পায় জী5 প্লাটফর্মে।
- 2020 সালে হইচই প্লাটফর্মে প্রকাশ হয় ‘শব্দ জব্দ’ এবং ‘মিসম্যাচ সিজেন 3’, এই দুই ওয়েব সিরিজ।
- 2022 সালে হইচই প্লাটফর্মে মুক্তি পায় ‘ মার্ডার বাই দ্যা সী ‘ এবং ‘হ্যালো! রিমেম্বার মি?’, এই দুই ওয়েব সিরিজ। একই বছর ‘এনক্রিপ্টেড’ নামক ওয়েব সিরিজ মুক্তি পায় ক্লিক প্লাটফর্মে।
- ২০২৩ সালে জী5 এ ‘কাঁটায় কাঁটায়’ নামক ওয়েব সিরিজ মুক্তি পায়।
দাদাগিরির মঞ্চে পায়েলের স্বীকারোক্তি, Confession of Payel Sarkar in Dadagiri Platform
এদিন ‘দাদাগিরি’-র মঞ্চে এসে পায়েল অকপটে বলেন, ‘বাঙালি পরিবারে যেমন মনের মতো ছেলে খুঁজে পাওয়া কঠিন, সমান কঠিন বাবা-মায়ের মনের মতো ছেলে খুঁজে পাওয়াও। আমি কেবল নিজের কেন, বাবা-মায়ের মনের মতো ছেলেও খুঁজে এনে দিচ্ছি না। কারণ যে কোনও ছেলে খুঁজে আনলেই তাঁর জন্য প্রচুর প্রশ্ন সাজাচ্ছেন বাবা-মা।’
পায়েল সরকার এর রাজনীতিতে যোগদান, Payel Sarkar in Politics
পায়েল সরকার ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছিলেন। তিনি পশ্চিমবঙ্গের বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়ের বিরোধী বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।
পায়েল সরকার এর ব্যক্তিগত জীবনের তথ্য, Payel Sarkar personal life
পায়েল সরকার বর্তমানে অবিবাহিত। তবে একসময় বাংলা সিনেমার পরিচালক Raj Chakroborty র সাথে তাঁর সম্পর্কের গুজব ছড়ানো হয়েছিল। তবে দুজনের কেউই এ নিয়ে খোলসা করে কিছু বলেননি কখনো।
পায়েল সরকার এর পুরস্কার প্রাপ্তি, Payel Sarkar’s awards and recognition
- 2010 সালে ‘লে ছক্কা’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য আনন্দ লোক পুরস্কার লাভ করেন পায়েল সরকার।
- 2016 সালে ‘যমের রাজা দিলো বর’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে কালাকার পুরস্কার পান।
- পায়েল সরকার এর সম্পর্কে বিশেষ কিছু তথ্য, some special information about Payel Sarkar
- পায়েল সরকার এর প্রথম অভিনয় করা বাংলা সিনেমা:- শুধু তুমি (2004), এবং হিন্দি চলচ্চিত্র- গুড্ডু কি গান (2015)।
পায়েল সরকার এর প্রথম অভিনয় করা সিরিয়াল হল, The first two Television serials acted by Payel Sarkar
- বাংলা – একদিন প্রতিদিন (2005)
- হিন্দি – লাভ স্টোরি – (2007)।
পায়েল সরকার এর রাশিচক্র : কুম্ভ।
অভিনেত্রীর উচ্চতা : 5′ 5″ এবং ওজন : 60kg। শরীরের পরিসংখ্যান : 38-28-40 ইঞ্চি। নিজের শারীরিক গঠন বজায় রাখার জন্য, পায়েল নিয়মিত ওয়ার্কআউট করেন।
অভিনেত্রীকে পায়ই তাঁর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ কিছু স্কিনকেয়ার ব্র্যান্ডের প্রচার করতে দেখা যায়।
অভিনেত্রী পায়েল সরকার বাংলা জনপ্রিয় ম্যাগাজিন উনিশ-কুড়ি এর প্রচ্ছদে মডেল হয়েছিলেন।
উপসংহার, Conclusion
পায়ের সরকার বাংলা সিনেমার এক জনপ্রিয় মুখ, তিনি বিভিন্ন সিনেমায় ভিন্ন ধর্মী চরিত্রে অভিনয় করে নিজের বহুমুখী কুশলতার পরিচয় দিয়েছেন। সারা বাংলা জুড়ে তাঁর অনুরাগীদের সংখ্যাও প্রচুর। রাজনীতির দিকে তিনি তেমন সক্রিয় ভূমিকা পালন না করলেও অভিনয় জগতে বরাবরই নিজের দক্ষতার প্রদর্শন করে দর্শকদের মন জয় করে চলেছেন তিনি।
Frequently Asked Questions :
পায়েল সরকার একজন ভারতীয় অভিনেত্রী ।
পায়েল সরকার এর জন্ম হয় কলকাতায় ।
পায়েল সরকার এর জন্ম হয় ১০ ফেব্রুয়ারি ১৯৮৪ সালে ।
পায়েল সরকার এর কর্মজীবন শুরু হয় ২০০৩ সালে ।
পায়েল সরকার এর রাজনৈতিক দলের নাম ভারতীয় জনতা পার্টি ।