ভারতীয় টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন পূজা বোস। তবে শুধু টেলিভিশন ধারাবাহিক নয়, তিনি বেশকিছু বাংলা, তেলুগু ও হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তাছাড়া তাঁকে “কমেডি নাইটস” এর মত বেশ কিছু টেলিভিশন শো তেও কাজ করতে দেখা গেছে। তিনি ২০০৭ সাল থেকে অভিনয় জগতের সাথে জড়িত। আজকের এই প্রতিবেদনে আমরা অভিনেত্রী পূজা বোসের জীবনের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করবো।
অভিনেত্রীর জন্ম ও প্রাথমিক জীবন, Puja Banerjee early life
পূজা ব্যানার্জির জন্ম হয় ১৯৮৭ সালের ৬ ফেব্রুয়ারি। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুর্গাপুরে জন্মগ্রহণ করেন।
অভিনেত্রী পূজার শিক্ষাগত যোগ্যতা, Puja Banerjee education
পূজা ব্যানার্জি সেন্ট পল’স মিশন স্কুল থেকে বিদ্যালয় শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক হন। তিনি ছোটবেলা থেকেই অভিনেত্রী হতে চেয়েছিলেন। তাই পড়াশুনা শেষে তিনি বিভিন্ন ছবি ও ধারাবাহিকের জন্য অডিশন দিতে শুরু করেন।
অভিনয় জগতে পূজা ব্যানার্জির কর্মজীবন, Puja Banerjee career
অভিনেত্রী পূজা ব্যানার্জি “কাহানি হামারে মহাভারত কি” নামক ধারাবাহিকের মাধ্যমে টিভি জগতে প্রবেশ করেন। রাধার চরিত্রে অভিনয় করার মধ্য দিয়ে টেলিভিশনে তাঁর আবির্ভাব ঘটে। পরবর্তীতে তিনি “তুঝ সে প্রিত লাগায় সজনা”- নামক ধারাবাহিকে একজন সাধারণ পাঞ্জাবি মেয়ের চরিত্রে অভিনয় করেন। কর্মজীবনের প্রাথমিক সময়ের উভয় সিরিয়ালই হিট হয়। তিনিও উক্ত ধারাবাহিকগুলোতে অভিনয়ের মাধ্যমে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেন।
পরবর্তীতে পূজা তেলুগু চলচ্চিত্র ‘ভিদু থেডা’ তে অভিনয় করেন। এরপর তিনি বাংলা চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পান। বাংলা চলচ্চিত্রে অভিনেত্রীর আবির্ভাব ঘটে অভিনেতা হিরণ চ্যাটার্জির বিপরীতে। তাদের অভিনীত মাচো মাস্তানা ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করে। উক্ত ছবির পর ভারতীয় বাংলা ছবির সুপারস্টার দেব-এর সাথে পূজার অভিনীত চ্যালেঞ্জ ২ ছবি মুক্তি পায়। এই ছবিটি ভারতীয় বাংলা ছবির আগের করা অনেক রেকর্ড ভেঙে দেয়।
এরপর তিনি লাভেরিয়া ছবিতে সোহম চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেন। উক্ত উভয় ছবিই রাজা চন্দ এর পরিচালনায় তৈরি হয়। এরপর তিনি একের পর এক বাংলা ছবির প্রস্তাব পেতে শুরু করেন। সুজিত মন্ডল-এর পরিচালনায় ‘রকি’ ছবিতে অভিনয় করেন পূজা। এরপর ‘তিন পাত্তি’ চলচ্চিত্রেও দেখা যায় তাঁকে। ২০১৮ সালে তাঁকে হইচই আনলিমিটেড এর ‘লোলা’ নামক বাংলা সিরিজে দেখা গিয়েছিল। তবে শুধু বাংলা ছবিতেই নয় বরং হিন্দি ও নেপালি ছবিতেও অভিনয় করেছেন তিনি।
তবে হিন্দি ছবিতে কোনো মূল চরিত্রে এখন অবধি দেখা যায়নি তাঁকে। বলতে গেলে তিনি মূলত বাংলা চলচ্চিত্রে অভিনয় করার মধ্য দিয়েই জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে তিনি বেশ কিছুটা সময় ধরে বড় পর্দার অভিনয় থেকে দূরে রেখেছেন নিজেকে। কিন্তু সামাজিক মাধ্যমে প্রায়ই বিভিন্ন পোস্ট দিতে দেখা যায় তাঁকে, যার মাধ্যমে তিনি দর্শকদের মধ্যে নিজের জনপ্রিয়তা বরাবরই ধরে রাখতে সক্ষম হয়েছেন।
পূজা ব্যানার্জি অভিনীত চলচ্চিত্র তালিকা, list of movies acted by Puja Banerjee
- ২০১১ সালে মুক্তি পায় ভিডু থেডা, যা ছিল একটি তেলুগু ছবি।
- ২০১২ সালে ‘মাচো মস্তানা’ নামক বাংলা ছবি মুক্তি পায়।
- ২০১২ সালে ‘চ্যালেঞ্জ ২’ নামক বাংলা ছবি তে অভিনয় করেন তিনি।
- ২০১৩ সালের ‘রাজধানী এক্সপ্রেস’ ছবিতে অভিনয় করেছেন তিনি, যা ছিল হিন্দি ছবি।
- ২০১৩ সালে লাভেরিয়া নামক বাংলা ছবিতে অভিনয় করেছেন তিনি।
- ২০১৩ সালে ‘রকি’ নামক বাংলা ছবিতে দেখা যায় তাঁকে।
- ২০১৩ সালে “প্রলয়” নামক বাংলা ছবিতে ‘কালা কৈ গেলি’ গানে নৃত্যশিল্পী হিসেবে দেখা যায় তাঁকে।
- ২০১৩ সালে “ওহ! হেনরী” নামক বাংলা ছবিতে অভিনয় করেন তিনি।
- ২০১৩ সালে হিন্দু ছবি “রামাইয়া বাস্তভইয়া” তে ক্যামিও চরিত্রে ছিলেন তিনি।
- ২০১৪ সালে “তিন পাত্তি” নামক বাংলা ছবিতে অভিনয় করেন।
- ২০১৫ সালে “দিওয়ানা হল মন” ছবিতে দেখা যায় তাঁকে, যা ছিল একটি বাংলা ছবি।
- ২০১৬ সালে “ইয়ে মায়া হানাইমা” নামক এক নেপালি ছবিতে অভিনয় করেন তিনি।
- ২০১৬ সালে “গ্রেট গ্র্যান্ড মাস্তি” নামক হিন্দি ছবি রিতেশ দেশমুখ এর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পূজা।
টেলিভিশন ধারাবাহিকে অভিনয়ের তালিকা, list of television series acted by Puja Banerjee
- ২০০৮ সালে ‘ কাহানি হামারে মহাভারত কি’ তে রাধার চরিত্রে অভিনয় করেন পূজা, যা নাইন-এক্স চ্যানেলে সম্প্রচারিত হয়।
- ২০০৮ – ২০১০ সাল পর্যন্ত ‘তুঝ সঙ্গ প্রিত লাগাই সজ্না’ তে মূল চরিত্রে বৃন্দা হিসেবে অভিনয় করেন, যা স্টার প্লাস চ্যানেলে প্রচারিত হয়।
- ২০১০ সালে ‘সর্বজ্ঞান সম্পন্ন’ তে স্বারা নামক চরিত্রে অভিনয় করেছেন, যা ইমাজিন টিভিতে প্রচারিত হয়।
- ২০১৩ – ২০১৪ সালে ‘দেবো কা দেব – মহাদেব’ সিরিয়ালে দেবী পার্বতী হিসেবে অভিনয় করেন, যা লাইফ ওকে চ্যানেলে প্রচারিত হয়।
- ২০১৩ সালে কমেডি নাইট্স উইথ কপিল এ সাময়িক সময়ের জন্য কাজ করেন, যা কালারস্ চ্যানেলে প্রচারিত হয়।
- ২০১৫ সালে ‘কবুল হ্যায়’ নামক ধারাবাহিকে অভিনয় করেছেন, যা জি টিভি চ্যানেলে প্রচারিত হয়।
অভিনেত্রীর অভিনীত ওয়েব সিরিজ, Puja Banerjee acted in web series
- 2019-2021 সালে Hoichoi-এ ‘পাপ’ নামক বাংলা ওয়েব সিরিজ-এ অভিনয় করেন।
- 2022 সালে ‘অনুপমা: নমস্তে আমেরিকা’ নামক ওয়েব সিরিজ-এ অভিনয় করেন।
মিউজিক ভিডিওতে কাজ, Worked in music videos
- 2014 সালে বলিউড সুপারস্টার গোভিন্দার সাথে ” গোরি তেরে নেইনা” গানের ভিডিওতে দেখা যায় তাঁকে।
- 2016 সালে হিমেশ রেশমিয়ার সাথে ” আপ সে মৌসিকি” গানের মিউজিক ভিডিওতেও কাজ করেন তিনি।
অভিনেত্রীর বৈবাহিক জীবন, ব্যক্তিগত তথ্য, personal life of Puja, Banerjee
অভিনেত্রী পূজার তিনবার বিয়ে করেছেন, এর মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় বিয়ের পাত্র একজনই, কুণাল বর্মা, তিনিও একজন পেশাদার অভিনেতা। বিভিন্ন টেলিভিশন ধারাবাহিকে কাজ করেছেন তিনি। পূজা ও কুণাল হিন্দি ধারাবাহিক ‘তুঝ সঙ্গ প্রীত লাগাই সজনা’-য় একসঙ্গে কাজ করেছেন দু’জন।
সেই থেকে তাদের পরিচয়, পরবর্তীতে তাদের বন্ধুত্বের সম্পর্ক ধীরে ধীরে প্রেমের দিকে গড়ায়। বিয়ের পূর্বে দুজনের প্রেমের সম্পর্ক নিয়ে কখনো তেমন কোনো গুঞ্জন শোনা যায় নি। তাছাড়া বেশ কিছু সময় ধরে পূজাও অভিনয় থেকে দূরে ছিলেন। বিয়ে করে ফেলে আলোচনায় আসেন তিনি। ২০২০ সালের মার্চে আইনত বিয়ে করেছেন দুজনে ।
তবে নিজের দাম্পত্য জীবনে সুখেই আছেন অভিনেত্রী, কারণ স্বামী স্ত্রীর কোনো দ্বন্দ্ব বিবাদের কোনোও খবর এখন অবধি সামনে আসেনি। পূজা ও কুণাল সাংসারিক জীবনে এক সন্তানের মাতা পিতা, ছেলের নাম রেখেছেন কৃশিব। তবে অভিনেত্রী পূজা বিবাহের পূর্বেই অন্তঃসত্ত্বা হয়ে যান, তাই আর সময় নষ্ট না করে দুজনে তাড়াতাড়ি বিয়ে করে নেন।
পূজার প্রথম বিবাহের বিষয় খোলসা করে বলতে গেলে, তিনি পনের বছর বয়সে প্রেমে পরে একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ পাওয়া যায়, তবে এই তথ্যের সত্যতা কতটা তা নিয়ে বলা দায়। তবে তাঁর নামের পদবী ছিল বোস, কিন্তু বিবাহ বিচ্ছেদের পর থেকে তিনি বোস পদবী ছেড়ে আবার ব্যানার্জি ব্যবহার করতে শুরু করেন।
তবে তাঁর প্রথম স্বামী সম্পর্কে সঠিক তথ্য বলা কঠিন। বিভিন্ন সূত্রে জানা যায় যে প্রথম বিবাহ সম্পর্কে থাকাকালীনই তিনি কুণালের প্রেমে পড়েন, ২০১৩ সালে প্রথম স্বামীর সাথে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়।
উপসংহার, Conclusion
অভিনেত্রী হিসেবে পূজা ব্যানার্জি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন এবং প্রতিবারই নিজের অভিনয় দক্ষতা দর্শকদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছেন, সেই সুবাদেই তাঁর এত জনপ্রিয়তা। তবে ব্যক্তিগত জীবন নিয়ে কম বেশ কটাক্ষের শিকারও হয়েছিলেন তিনি। কিন্তু অভিনেত্রী সেইসব গায়ে মাখেন নি বরং নিজের জীবন আনন্দের সাথে উপভোগ করছেন।
Frequently Asked Questions
১৯৮৭ সালের ৬ ফেব্রুয়ারি।
মাচো মাস্তানা।
কুণাল ভার্মা।