টলিউডের একজন সুপরিচিত অভিনেত্রী এনা সাহা। তাঁর পুরো নাম এনা জেনিফার সাহা। একসময় তিনি ছোটো পর্দার এক অতি পরিচিত মুখ ছিলেন, তবে বর্তমানে সিনেমা জগতেও কাজ করছেন। ছোটো পর্দার পাশাপাশি তিনি বড় পর্দাতেও সমান দক্ষতার সাথে অভিনয় করে আরো বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন। আজ এই প্রতিবেদনে আমরা জনপ্রিয় অভিনেত্রী এনা সাহার জীবন কাহিনী সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরবো।
এনা সাহার জন্ম ও পরিবার সম্পর্কে কিছু তথ্য, Ena Saha birth and family
এনা সাহা জন্ম হয় ১৯৯২ সালের ২৮শে মে। তিনি ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় জন্মগ্রহণ করেন। অভিনেত্রীর পরিবারে মা বনানী সাহা ছাড়াও আরো দুজন বোন রয়েছে, যাদের নাম সাক্ষী সাহা, ডোনা সাহা। তিনি এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছিলেন কিন্তু নিজের চেষ্টায় জীবনে এতটা এগিয়ে আসতে পেরেছেন। নিজেকে নিয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী, এছাড়া পরিবারের থেকে তিনি মানসিকভাবে যথেষ্ট সহযোগিতা পেয়েছিলেন, তাই হয়তো তিনি আজ এতটা সফল।
মডেলিং ক্যারিয়ার, modelling career
এনা নিজের লেখাপড়ার প্রতিও যথেষ্ট যত্নশীল ছিলেন তবে একসময় মডেলিংয়ের দিকে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা জন্মায়। ১৯ বছর বয়স থেকেই তিনি মডেলিং ও অভিনয় করছেন। তিনি মূলত মডেলিংয়ের মধ্য দিয়েই কর্মজীবন শুরু করেন। বিভিন্ন শো তে তিনি মডেল হিসেবে কাজ করেন। এই মডেলিং থেকেই তিনি অভিনয় জগতে আসার সুযোগ পান। মডেল হিসেবে কাজ করার সময় থেকেই অভিনয়ের প্রতি তাঁর একটা অন্যরকম আকর্ষণ তৈরী হয়।
ধারাবাহিকে অভিনয়ের অভিজ্ঞতা, worked in television serials
মডেলিং থেকে অভিনয় জগতে পা রাখতে গিয়ে অভিনেত্রী এনা সাহা প্রাথমিক সময়ে বেশ কিছু ধারাবাহিকে কাজ করেন। তার মধ্যে, রাত ভোর বৃষ্টি, বউ কথা কও, বাঁধন, সুভাসিনি, সংসার সুখের হয় রমনীর গুণে, মা, মহাপ্রভু শ্রীচৈতন্য প্রভৃতি বেশ উল্লেখযোগ্য। তবে ধারাবাহিক ছাড়াও তাঁকে বেশ কিছু টিভি শো তে দেখা যায়, সেগুলি হল : জি বাংলার দাদাগিরি আনলিমিটেড, কালার্স বাংলার আয়োজিত বিগ বস বাংলা ইত্যাদি।
চলচ্চিত্র জগতে এনা সাহার অভিনয়ের অভিজ্ঞতা, Ena Saha acting experience
এনা সাহা বেশ কয়েকটি বাংলা সিরিয়ালে কাজ করার পর বড় পর্দায় অভিনয় করার সুযোগ পান। যদিও প্রায় সব সিনেমাতেই তিনি পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। তবুও নিজের দক্ষ অভিনয়ের কারণে তিনি খুব সহজেই তথা বেশ কম সময়ে দর্শকদের মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। বাংলা চলচ্চিত্র পরিচালক সোমনাথ গুপ্ত দ্বারা পরিচালিত সিনেমা “আমি আদু” তে অভিনয় করার মধ্য দিয়ে তিনি সিনেমা জগতে আত্মপ্রকাশ করেন।
এরপর তিনি প্রস্তাব পান “ওয়ান থার্টি এম” সিনেমায় কাজ করার জন্য, যেখানে তাঁকে নিশির ভূমিকায় দেখা যায়। উক্ত সিনেমাটি বেশ কিছু ফিল্ম ফেস্টিভালে দর্শক, সমালোচক তথা জুরির প্রশংসা পেয়েছিল। তবে শুধু বাংলা সিনেমা নয় বরং তিনি তেলেগু, মালয়ালম, হিন্দি প্রমুখ ভাষার সিনেমাতেও অভিনয় করেছিলেন।
২০১৩ সালে মালয়ালম সিনেমা “নিলাকশাম পাচাকাদাল চুভানা ভূমি” তে গৌরী চরিত্রে অভিনয় করেন এই সুপরিচিত অভিনেত্রী। তাছাড়া বিভিন্ন সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন যে তিনি নাকি বিদেশি ছবির জন্য ডাক পেয়েছেন, বিদেশ বলতে কোরিয়া। আশা করা হয় ভবিষ্যতে কোরিয়ান ছবিতেও দেখা যেতে পারে এই ভারতীয় সুন্দরীকে।
এনা সাহার অভিনীত চলচ্চিত্র সমূহ, movies acted by Ena Saha
এনা সাহা বড় পর্দায় বেশ কিছু ছবিতে নিজের অভিনয় প্রতিভা প্রদর্শন করেছেন। তাঁর অভিনীত সিনেমাগুলি মধ্যে উল্লেখযোগ্য হল, আমি আদু, প্রিয়া তুমি, ওয়ান থার্টি এম, বোঝে না সে বোঝে না, নিলাকশাম পাচাকদল চুভান্না ভূমি, চিরদিনি তুমি আমার২, ব্যোমকেশ ফিরে এল, রাজকাহিনী, হ্যাকার , ভূত চতুর্দশী, নিরীক্ষা, এসওএস কলকাতা, চিনে বাদাম, মাস্টারমশাই আপন কিছু দেখেনি, ডাক্তার কাকু প্রভৃতি।
ওয়েব সিরিজে এনা সাহার অভিনয়, Worked in web series
ধারাবাহিক ও সিনেমায় কাজ করা ছাড়াও অভিনেত্রী এনা সাহা কয়েকটি ওয়েব সিরিজেও কাজ করার সুযোগ পান। নিজের অভিনয় প্রতিভাকে তিনি কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখেন নি। তিনি ধারাবাহিক থেকে শুরু করে সিনেমা জগতে প্রবেশ করেন, ক্রমে ওয়েব সিরিজেও নিজের জমি শক্তি করার চেষ্টায় রয়েছেন। 2019 সালে হইচই প্লাটফর্মে “বন্য প্রেমের গল্প” নামক এক ওয়েব সিরিজ মুক্তি পায়, যেখানে এনা সাহা বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন। 2020 সালে একই প্লাটফর্মে ” বন্য প্রেমের গল্প ২ ” তেও কাজ করেন তিনি।
এনা সাহার প্রযোজনার কাজ, Ena Saha as producer
শুধু অভিনয় নয়, বরং প্রযোজনার কাজেও যুক্ত আছেন অভিনেত্রী এনা সাহা। তাঁর প্রযোজনায় তৈরি ছবি হল ‘ চিনে বাদাম ‘। উক্ত ছবিতে মূল চরিত্রে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত ও এনা নিজেই। কিন্তু ছবিটি বহু বিতর্কের মুখোমুখি হয় ফলে ছবির নায়ক যশ নিজেকে ছবির বিভিন্ন প্রসঙ্গ থেকে সরিয়ে রাখেন।
ছবিটি ২০২২ সালে প্রকাশিত হয়। তাঁর প্রযোজিত ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান। এরপর থেকে এনা বেশ কিছুটা সময় বড় পর্দা থেকে নিজেকে সরিয়ে রাখেন। তবে বিভিন্ন মাধ্যমে এনা সাহার প্রযোজনায় আবারও অন্য একটি ছবি তৈরির খবর পাওয়া যায়, তবে কবে নাগাদ এর কাজ শুরু হবে এবং কারা অভিনেতা হিসেবে থাকবেন সে সম্পর্কে কিছু জানা যায় নি।
প্রযোজনা নিয়ে তিনি এক গণমাধ্যমকে জানিয়েছেন যে, ” “আমার আগের ছবি ‘চিনে বাদাম’ কারও পছন্দ হয়নি। আগের ছবিতে যা যা ভুল হয়েছিল, সেগুলো আর করতে চাই না। তাই এ বার অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চাই। “
এনা সাহার ইউটিউব চ্যানেল, Ena Saha YouTube channel
অভিনয়ের কাজেই সীমাবদ্ধ থাকেন নি অভিনেত্রী এনা সাহা। সিনেমা বা ওয়েব সিরিজের পাশাপাশি ইউটিউব চ্যানেলও চালিয়েছেন তিনি। নিজের আসল নামেই ব্যবহার করছেন তাঁর চ্যানেলটি।
তবে তিনি বরাবরই নিজের সামাজিক মাধ্যমে সক্রিয়। প্রায়ই তাঁকে নতুন নতুন ফটো শুট থেকে ছবি প্রকাশ করতে দেখা যায়। সামাজিক মাধ্যমে লাস্যময়ী রূপে হাজির হন তিনি, দর্শকদের জন্য তিনি প্রায়ই বিনোদনমূলক পোস্ট করে থাকেন।
তবে ইউটিউবেও তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়। ইউটিউবে নিজের সাজসজ্জার ভিডিও তথা অন্য আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায় তাঁকে। তাছাড়া ইউটিউব থেকে আয়োজিত বিভিন্ন ফেস্টেও হাজির হন তিনি।
এনা সাহা সম্পর্কে বিশেষ কিছু তথ্য জেনে নিন, special information about Ena Saha
- রাশিচক্র চিহ্ন : মীন
- উচ্চতা : 5′ 1″
- ওজন : 52kg
- প্রথম ডেবিউ মুভি : আমি আদু (২০১১, বাংলা), নীলাকাশাম পচাকদল চুভান্না ভূমি (২০১৩, মালায়ালাম), চৌরাঙ্গা (২০১৬, হিন্দি), লঙ্কা (২০১৭, তেলুগু)
- প্রিয় রঙ : কালো, সাদা
- প্রিয় অভিনেতা : রণবীর সিং
- প্রিয় অভিনেত্রী : দীপিকা পাড়ুকোন
- প্রিয় খাবার : ফাস্ট ফুড
- শখ : নিজের পোষা প্রাণীর সাথে খেলা
- প্রিয় সিনেমা : রাং দে বসন্তী (বলিউড)
- প্রিয় গন্তব্য : সিঙ্গাপুর ও দুবাই।
উপসংহার, Conclusion
অভিনয় জগতে এনা সাহা নিজের জমি শক্ত করে নিয়েছেন। দর্শকদের মধ্যে তিনি যথেষ্ট জনপ্রিয়। তাছাড়া তিনি নিজের স্টাইল, সাজসজ্জা ইত্যাদি নিয়েও আলোচনায় থাকেন। তাঁর সৌন্দর্য্য তথা অভিনয় দক্ষতার কারণে এনার অনুরাগীদের সংখ্যাও বাড়ছে দিন দিন। তবে প্রযোজক হিসেবে তিনি নিজের জীবনে কতোটা সফল হতে পারবেন সেটা হয়তো সময় বলে দেবে।
Frequently Asked Questions
১৯৯২ সালের ২৮শে মে।
প্রথম ডেবিউ মুভি : আমি আদু (২০১১, বাংলা), নীলাকাশাম পচাকদল চুভান্না ভূমি (২০১৩, মালায়ালাম), চৌরাঙ্গা (২০১৬, হিন্দি), লঙ্কা (২০১৭, তেলুগু)।
রাত ভোর বৃষ্টি, বউ কথা কও, বাঁধন, সুভাসিনি, সংসার সুখের হয় রমনীর গুণে, মা ইত্যাদি।