আজকের সময়ে আমাদের বলিউড ইন্ডাস্ট্রির অভিনেত্রীদের মধ্যে প্রথম সারির শীর্ষ নায়িকাদের তালিকায় অবস্থান করছেন দীপিকা পাডুকোন। তিনি ২০০৭ সাল থেকে অভিনয় জগতে পা রেখেছিলেন এবং পরবর্তীতে বলিউডের অন্যতম সেরা সিনেমাগুলিতে অভিনয় করছেন। নিজের অভিনয়ের দক্ষতা প্রকাশ করার মধ্য দিয়ে তিনি প্রচুর খ্যাতিও অর্জন করছেন নিজের জীবনে।
দীপিকা পাড়ুকোন চলচ্চিত্রে কাজ করার আগে বেশ কয়েক বছর মডেলিংও করেছেন। আগামী দিনের জন্য দীপিকা পাড়ুকোন বেশ কিছু পরিচালকের সাথে ছবি করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আসন্ন সময়ে মুক্তি পাবে এমন ছবির মধ্যে অভিনেত্রীর অভিনীত কয়েকটি ছবি হল, কিক 2, রানা ইত্যাদি। এই প্রদিবেদনের মধ্য দিয়ে আজ আমরা এই বিখ্যাত নায়িকার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবো।
দীপিকা পাড়ুকোন এক ঝলকে, Deepika Padukone at a glance
আজকের সময়ে দীপিকা পাড়ুকোনকে চিনে না এমন হয়তো খুব কমই আছে। বলিউডের একজন প্রতিষ্ঠিত তারকা তিনি। তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী তারকাদের একজন হিসেবে গণ্য হন। দীপিকা পাড়ুকোন বলিউড চলচ্চিত্রে অভিনেত্রী হিসেবে নিজের কর্মজীবন প্রতিষ্ঠিত করার সফরে দুইটি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। সুখ্যাত এই অভিনেত্রী হিন্দি, তামিল ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন, তাছাড়াও তিনি হলিউডের একটি ছবিতেও কাজ করেছিলেন।
দীপিকা পাড়ুকোন এর জন্ম ও পরিবার, Birth and childhood of Deepika Padukone
সুখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের কন্যা দীপিকা পাড়ুকোন ১৯৮৬ সালের ৫ জানুয়ারি, কোপেনহেগেনে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন ব্যাঙ্গালোর শহরে। তার মায়ের নাম উজ্জ্বলা পাড়ুকোন। দীপিকার বাবা এবং বোন উভয়ই ক্রীড়াবিদ, পাশাপাশি মা একজন ট্রাভেল এজেন্ট ছিলেন। তবে দীপিকাও একসময় ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত ছিলেন। একজন তরুণী হিসেবে তিনি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু পরে ফ্যাশন মডেল হওয়ার দিকে এগিয়ে যাওয়ায় খেলোয়াড়ের পেশার ইতি টানেন তিনি।
দীপিকার শিক্ষা জীবন, Education
দীপিকা পাড়ুকোন নিজের শহরেই প্রাথমিক শিক্ষা তথা বিদ্যালয়ের শিক্ষা শেষ করেছেন। তিনি বেঙ্গালুরুতে শিক্ষা গ্রহণ কালীন সময়ে মাউন্ট কারমেল এবং সোফিয়া হাই স্কুলের ছাত্রী ছিলেন। দীপিকা পাড়ুকোন কলেজ স্তরের পড়াশোনা করার জন্য ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু মাঝপথেই তাঁকে পড়াশোনা ছেড়ে দিয়ে কলেজ ড্রপ আউট করতে হয়। তিনি তখন বেশ কিছু বিজ্ঞাপন ও গানের ভিডিওতে কাজ করার প্রস্তাব পান।
দীপিকা পাড়ুকোন জীবনের বিভিন্ন তথ্য, Life experiences of Deepika Padukone
দীপিকা পাড়ুকোন নিজের বাবার মতই ব্যাডমিন্টন খেলা খুব উপভোগ করতেন এবং জাতীয় পর্যায়েও বেশ কিছু ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তিনি প্রথমদিকে ব্যাডমিন্টন খেলা নিয়েই নিজের ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন, কিন্তু নানা কারণে তেমনটা আর হতে পারেনি। কম বয়সী দীপিকা বেশ অন্তর্মুখী ছিলেন, এই কারণে শৈশবকালে তাঁর বন্ধু সহজে কেউ হতে পারেনি।
ক্যারিয়ারের বিশেষ কিছু অভিজ্ঞতা, Career life
প্রাথমিক ভাবে ব্যাডমিন্টনের দিকে আকর্ষণ থাকলেও ১৮ বছর বয়সে, দীপিকা মডেলিংয়ে ক্যারিয়ার গড়ে তোলার সিদ্ধান্ত নেন এবং বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করতে শুরু করেন। এছাড়াও দীপিকা পাড়ুকোন বেশ কিছু ফ্যাশন শো এর র্যাম্পেও যোগদান করেন এবং একসময় তিনি বর্ষসেরা মডেলের খেতাবও জিতেছিলেন।
দীপিকা পাড়ুকোন যখন ২১ বছর বয়সী ছিলেন তখন তিনি হিমেশ রেশমিয়ার এক অ্যালবামে কাজ করার সুযোগ পান। তবে চলচ্চিত্রে অভিনয়ের দিক থেকে দেখতে গেলে দীপিকা পাড়ুকোন ঐশ্বরিয়া চলচ্চিত্র দিয়ে নিজের চলচ্চিত্র জীবন শুরু করেন। ‘ঐশ্বরিয়া’ ছিল একটি কন্নড় চলচ্চিত্র, যা 2006 সালে মুক্তি পায়। এই ছবির পর নিজের বলিউড ক্যারিয়ারের প্রথম ছবির প্রস্তাব পান অভিনেত্রী। দীপিকার প্রথম ছবির নাম ছিল ‘ওম শান্তি ওম’ এবং নিজের প্রথম ছবিতেই তিনি বেশ কিছু বিখ্যাত তারকার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন। ২০০৭ সালে বলিউড ব্লকবাস্টার চলচ্চিত্র হিসেবে নাম করেছিল ‘ওম শান্তি ওম’। এই ছবিতে দীপিকাকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। ২০০৮ সালে মুক্তি পায় ‘বাচনা অ্যায় হাসিনো’।
২০০৯- সালে মুক্তি পায় চাঁদনী চৌক টু চায়না চলচ্চিত্রটি, যেখানে দীপিকার চরিত্র ছিল অক্ষয় কুমারের বিপরীতে, ছবিটি মূলত কুংফু হাস্যরসাত্মক ভিত্তিক ছিল কিন্তু বক্স অফিসে এটি ব্যর্থ হয়। তবে দীপিকার পরবর্তী ছবি ছিল ইমতিয়াজ আলীর প্রণয়ধর্মী ‘লাভ আজ কাল’, যা বিশ্বব্যাপী ₹১.২ বিলিয়ন উপার্জন করতে সক্ষম হয় এবং উক্ত ছবিতে কাজ করার মাধ্যমে তিনি ফিল্মফেয়ারে দ্বিতীয় বারের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর মনোনয়ন পান।
২০১০ সালে দীপিকা পাড়ুকোনের মোট পাঁচটি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল। তবে সেগুলোর মধ্যে শুধু হাস্যরসাত্মক ছবি ‘হাউসফুল’ ছবিটিই বাণিজ্যিক সাফল্য পায়, অন্য চারটি চলচ্চিত্র বক্স অফিসে ব্যর্থ হয়। তবে 2010 সালে তিনি এক মনস্তাত্ত্বিক থ্রিলার ছবি কার্তিক কলিং কার্তিক- এ , একজন বিষণ্ণ পুরুষের সহায়ক বান্ধবীর ভূমিকায় অভিনয় করেছিলেন, যা অনেকের কাছেই প্রশংসিত ছিল। পরবর্তীতে ২০১১ সালে মুক্তি পায় দীপিকা অভিনীত করো দুটি চলচ্চিত্র- আরাকশন এবং দেশী বয়েজ।
এর পরের বছর, অর্থাৎ ২০১২ সালের হোমি আডাজানিয়ার বক্স অফিস সফল হওয়া ছবি ককটেল-এ দিপীকা একজন আবেগপ্রবণ পার্টিমুখর মেয়ের চরিত্রে অভিনয় করে ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছেন, যা তাকে বিভিন্ন পুরস্কার সমারোহ অনুষ্ঠানে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য মনোনয়ন পেতে সহায়তা করে।
তিনি ২০১৩ সালে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ২০১৪ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ চলচ্চিত্রে অভিনয় করেন এবং উক্ত ছবিগুলো সাফল্যের সাথে সর্বোচ্চ-আয়কারী বলিউড চলচ্চিত্রের তালিকায় স্থান পায়। দীপিকা পাড়ুকোন নিজের অভিনয় জীবনে ‘গোলিয়োঁ কী রাসলীলা- রাম-লীলা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সবচেয়ে বেশি প্রশংসা লাভ করেন, ছবি টি ২০১৩ সালে মুক্তি লাভ করে।
২০১৫ সালে, নায়িকার অভিনীত কমেডি-নাট্য চলচ্চিত্র পিকু মুক্তি লাভ করে, ওই একই সালে ডিসেম্বর মাসে মুক্তি প্রাপ্ত হয় ঐতিহাসিক ছবি ‘বাজিরাও মস্তানি’। যেখানে তিনি মস্তানির চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন। পরবর্তীতে ২০১৬ সালে সঞ্জয় লীলা বানশালী-এর ₹৫.৪৫ বিলিয়ন অর্থায়নে নির্মিত ‘পদ্মাবত’ চলচ্চিত্রে পদ্মাবতীর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
2023 সালে বলিউডের কিং খান এর সাথে দীপিকা পাঠান ছবিতে অভিনয় করছেন, যেখানে তিনি গুপ্তচর এর ভূমিকায় কাজ করেছিলেন। ছবিটি জনগণের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।
হলিউড চলচ্চিত্রে কাজ, Deepika Padukone in Hollywood industry
দীপিকা পাড়ুকোন শুধু বলিউডের অভিনেত্রী হিসেবেই নয় বরং হলিউডের নায়িকা হিসেবেও কাজ করেছেন। দীপিকা অভিনীত হলিউড চলচ্চিত্র হল- ‘এক্সএক্সএক্স: রিটার্ন অফ জান্ডার কেজ’, যা ২০১৭ সালে মুক্তি পেয়েছিল এবং বিশ্বব্যাপী ৩৪৫ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করেছিল।
দীপিকা পাড়ুকোন এর প্রাপ্ত পুরস্কার সমূহ, Awards and recognition
দীপিকা পাড়ুকোন নিজের দমদার অভিনয়ের ভিত্তিতে বহু পুরস্কার জয় করেছেন এবং অনেক ফিল্মফেয়ার পুরস্কারেও ভূষিত হয়েছেন।
প্রথম ফিল্মফেয়ার পুরস্কার, ওম শান্তি ওম (2008)
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, গোলিয়ন কি রাসলীলা রামলীলা (2014)
আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমী পুরস্কার, চেন্নাই এক্সপ্রেস (2014)
জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পিকু (2016)
আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমী পুরস্কার, পিকু (2016)
এসব পুরস্কার ছাড়াও দীপিকা আরো বেশ কিছু সম্মাননা লাভের সুযোগ পেয়েছিলেন। 2022 সালে, তিনি স্প্যানিশ ফুটবলার ইকার ক্যাসিলাসের সাথে কাতারে ফিফা বিশ্বকাপ ট্রফি উন্মোচন করেন।
দীপিকা পাড়ুকোনের বৈবাহিক সম্পর্ক, Marital status
দীপিকা পাডুকোন ২০১৮ সালে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারা ইতালিতে গিয়ে বিয়ে করেছিলেন। ‘গোলিয়ন কি রাসলীলা রামলীলা’ ছবিতে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে উঠেছিল, যা পরবর্তী সময়ে এক সুন্দর সম্পর্কে রূপান্তরিত হয় এবং এই দুই সহ অভিনেতা পরস্পরের সাথে বৈবাহিক বন্ধনে বাঁধা পড়েন।
পরিশেষে, Conclusion
দীপিকা পাড়ুকোন নিজের অভিনয় ক্যারিয়ারের জন্য সর্বদাই আলোচনায় থাকেন, তবে নায়িকা যতটা সম্ভব সমালোচনা মূলক কার্যকলাপ এড়িয়ে চলেন। সুখ্যাত এই অভিনেত্রীর পরিচিতি দিনের পর দিন বেড়েই চলেছে, তিনি 2023 সালে আয়োজিত অস্কার অনুষ্ঠানে মঞ্চে পরিবেশক হিসেবেও কাজ করার সুযোগ পান, তাছাড়াও তিনি বিশ্বব্যাপী নিজের প্রসাধনী সামগ্রী বিক্রি করার ব্যবসার সাথেও জড়িত।
Frequently Asked Questions :
দীপিকা পাড়ুকোন একজন ভারতীয় অভিনেত্রী ।
দীপিকা পাড়ুকোন এর জন্ম হয় ডেনমার্ক ।
দীপিকা পাড়ুকোন এর জন্ম হয় ৫ জানুয়ারি ১৯৮৬ সালে ।
দীপিকা পাড়ুকোন এর পিতার নাম প্রকাশ পাড়ুকোন ।
দীপিকা পাড়ুকোন এর মাতার নাম উজ্জ্বলা পাড়ুকোন ।
দীপিকা পাড়ুকোন এর কর্মজীবন শুরু হয় ২০০৬ সালে ।
দীপিকা পাড়ুকোন এর প্রথম ছবির নাম ওম শান্তি ওম ।
দীপিকা পাড়ুকোন এর দাম্পত্য সঙ্গীর নাম রণবীর সিং ।