ফারহান আখতার ভারতীয় চলচ্চিত্র জগতের একজন দক্ষ অভিনেতা, পরিচালক, প্রযোজক, গায়ক, চিত্রনাট্যকার, টেলিভিশনের উপস্থাপক এবং গীতিকার। তাঁর প্রতিভা একদিকে সীমাবদ্ধ নয়, বরং তিনি চলচ্চিত্র জগতের বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন। সুনাম ও সাফল্যও অর্জন করেছেন নিজের জীবনে। তাঁর জীবনের বিভিন্ন অভিজ্ঞতা বর্ণনা করার চেষ্টা করবো আজকের এই প্রতিবেদনে।
ফারহান আখতারের জন্ম ও পারিবারিক সম্পর্ক, Farhan Akhtar birth and family
চিত্রনাট্যকার দম্পতি জাভেদ আখতার ও হানি ইরানির পুত্র হলেন ফারহান আখতার। ১৯৭৪ সালের ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। তাঁর জন্ম হয়েছিল বোম্বাই (অধুনা মুম্বই) শহরে। চিত্রনাট্যকার-পরিচালক জোয়া আখতার ফারহানের বোন। তাঁর ছেলেবেলায় বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ ঘটে যায়। এরপর পিতা জাভেদ আখতার ১৯৮৪ সালে শাবানা আজমিকে বিয়ে করেন। মায়ের দিক থেকে ফারহান একজন জরথুস্ত্রবাদী ইরানি বংশোদ্ভূত।
অন্যদিকে, জাভেদ আখতার ভারতীয় এবং তিনি কোনও ধর্মে বিশ্বাস করেন না। বোন জোয়ার সঙ্গে বাবা জাভেদ আখতারের অভিভাবকত্বে এক অজ্ঞেয়বাদী পরিবেশে ফারহান বড়ো হয়েছিলেন। ফারহান আখতার উর্দু কবি জান নিসার আখতারের পৌত্র এবং কবি মুজতার খৈরাবাদির প্রপৌত্র। উল্লেখ্য মুজতার খৈরাবাদি ইসলামি বিদ্যা ও ধর্মতত্ত্বের বিশেষজ্ঞ ছিলেন। তিনি মির্জা গালিবের অনুরোধে গালিবের প্রথম দিওয়ান সম্পাদনা করেছিলেন। অন্যদিকে ফারহান ভারতীয় চলচ্চিত্রের সুখ্যাত পরিচালক ফারাহ খান ও সাজিদ খানের জ্ঞাতিভাই।
ফারহান আখতারের শিক্ষাগত যোগ্যতা, Farhan Akhtar education
ফারহান আখতার পড়াশোনা করেছিলেন মুম্বইয়ের মানেকজি কুপার স্কুলে। তারপর তিনি মুম্বইয়েরই এইচআর কলেজে ভর্তি হন এবং সেখান থেকে আইনবিদ্যায় ডিগ্রি অর্জন করেন।
ফারহান আখতারের কর্মজীবন, Farhan Akhtar career
ফারহান আখতারের কর্মজীবন শুরু হয় ২০০১ সালে। ফারহান এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, কর্মজীবনে তাঁর “কঠোরতম” সমালোচক হলেন তাঁর বাবা-মা, অন্যদিকে তিনি চলচ্চিত্র শিল্পে রবার্ট ডি নিরোকে নিজের “অনুপ্রেরণা” বলে মনে করেন। ফারহান আখতার শুধু চলচ্চিত্র পরিচালনার কাজই নয় বরং অভিনয় ও সঙ্গীতের সাথেও যুক্ত। তাঁর বেশ কিছু চলচ্চিত্রে তিনি নিজে সঙ্গীত পরিচালনা করেছেন, অভিনয়ও করেছেন নজর কাড়া।
ফারহান আখতারের চলচ্চিত্র তালিকা, Farhan Akhtar’s movie list
পরিচালক এবং লেখক হিসেবে ফারহান আখতারের কাজ :
- ১৯৯৮ সালে “ব্রেথলেস” একক মিউজিক ভিডিওতে ফারহান আখতারের সহ-পরিচালক হিসেবে ছিলেন জোয়া আখতার।
- ২০০৪ সালে ‘লক্ষ’ ছবির পরিচালনা।
- ২০০৬ সালে ‘ডন ‘ ছবির পরিচালনা।
- ২০০৭ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পজিটিভ’-এর পরিচালনা।
- ২০১১ সালে ‘ডন ২’ ছবির পরিচালনা।
- ২০২০ সালে ‘ডন ৩’ ছবির পরিচালনা।
প্রয়োজক হিসেবে ফারহান আখতারের কাজ :
- ২০০৬ সালে ‘ডন ‘ ছবির প্রযোজনার কাজ।
- ২০০৭ সালে ‘হানিমুন ট্রাভেলস প্রা. লিমিটেড’ ছবিতে পরিচালক রিমা কাগতির সাথে প্রযোজনায় কাজ।
- ২০০৮ সালে ‘রক অন!!’ ছবির প্রযোজনা।
- ২০০৯ সালে ‘লাক বাই চান্স’ ছবিতে পরিচালক জোয়া আখতারের সাথে প্রযোজনার কাজ।
- ২০১০ সালে ‘Karthik Calling Karthik’ ছবিতে পরিচালক বিজয় লালওয়ানির সাথে প্রযোজনার কাজ।
- ২০১১ সালে ‘Game’ ছবিতে প্রযোজনার কাজ।
- ২০১১ সালে ‘জিন্দেগী না মিলেগী দোবারা’ ছবিতে পরিচালক জোয়া আখতারের সাথে প্রযোজনার কাজ।
- ২০১২ সালে ‘ তালাশ ‘ ছবিতে পরিচালক রিমা কাগতির সাথে প্রযোজনার কাজ।
- ২০১৩ সালে ‘ ফুকরে ‘ ছবির প্রযোজনা।
- ২০১৫ সালে ‘ দিল ধারাকনে দো ‘ ছবির প্রযোজনা।
অভিনেতা হিসেবে চলচ্চিত্রে কাজ :
- ২০০৮ সালে ‘রক অন!!’ ছবিতে প্রথমবার অভিনয় করেন ফারহান।
- ২০০৯ সালে ‘লাক বাই চান্স’ ছবিতে দেখা যায় তাঁকে।
- ২০০৯ সালে ‘The Fakir of Venice’ ছবিতে অভিনয় করেন ফারহান।
- ২০১০ সালে ‘কার্তিক কলিং কার্তিক’ ছবিতে দীপিকা পাডুকোনের বিপরীতে অভিনয় করেছেন ফারহান।
- ২০১১ সালে “জিন্দেগী না মিলেগী দোবারা ” ছবিতে হৃত্বিক রোশন ও অভয় দেওলের সাথে দেখা যায় তাঁকে।
- ২০১৩ সালে ‘ বোম্বে টকিজ ‘ ছবিতে ‘ আপনা বোম্বে টকিজ ‘ গানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
- ২০১৩ সালে ‘ ভাগ মিলখা ভাগ ‘ ছবিতে মিলখা সিং এর চরিত্রে অভিনয় করেন ফারহান।
- ২০১৪ সালে ‘ শাদি কে সাইড ইফেক্ট ‘ ছবিতে বিদ্যা বালনের বিপরীতে অভিনয় করেন ফারহান।
- ২০১৫ সালে ‘ দিল ধারাকনে দো ‘ তে অভিনয় করেন তিনি।
- ২০১৬ সালে অমিতাভ বচ্চন এবং অদিতি রাও হাইদারির সাথে ‘ ওয়াজির ‘ ছবিতে অভিনয় করেন ফারহান।
- ২০১৬ সালে ‘ রক অন ২’ ছবিতে শ্রদ্ধা কাপুরের বিপরীতে অভিনয় করেন ফারহান।
- ২০১৭ সালে ‘লক্ষ্ণৌ সেন্ট্রাল ‘ ছবিতে অভিনয় করেন ফারহান।
- ২০১৭ সালে ‘ ড্যাডি ‘ ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন ফারহান।
- ২০১৯ সালে প্রিয়াঙ্কা চোপড়ার বিপরীতে ‘ দ্যা স্কাই ইজ পিংক ‘ ছবিতে অভিনয় করেন ফারহান।
- ২০২০ সালে তুফান ছবিতে দেখা যায় ফারহানকে।
ফারহান আখতারের স্ত্রী, Farhan Akhtar wife
ফারহান আখতারের অধুনা ভবানীর সাথে তিন বছরের প্রণয়ের সম্পর্ক ছিল, এরপর ২০০০ সালে দুজনে বিবাহ সম্পর্কে আবদ্ধ হন। ফারহান আখতারের পরিচালিত প্রথম ছবি “দিল চাহতা হ্যায়”-এর চলচ্চিত্রায়ন চলাকালীন তাঁদের প্রথম আলাপ হয়েছিল। ছবিতে কেশবিন্যাসকারী হিসাবে কাজ করার মাধ্যমে অধুনাও প্রথম বলিউডে পদার্পণ করেছিলেন।
তাদের দাম্পত্য জীবনে শাক্যা ও আকিরা নামে দুই কন্যাও রয়েছে। কিন্তু বিভিন্ন ব্যক্তিগত কারণে তাদের বিবাহ সম্পর্ক স্থায়ী হয় নি। ২০১৬ সালের ২১ জানুয়ারি তাদের বিবাহবিচ্ছেদ ঘটে এবং তাদের ১৬ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি হয়। এরপর ফারহানের প্রেমের গুঞ্জন শোনা যায় শিবানী দণ্ডেকর এর সঙ্গে, ২০২২ সালে দুজনে বিয়ে করেন। চলচ্চিত্র তারকাদের বিভিন্ন অনুষ্ঠানে তাদের মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যায়।
পুরস্কার ও সম্মাননা অর্জন, Awards received by Farhan Akhtar
ফারহান আখতারের পরিচালিত ও প্রযোজিত ছবিগুলো বেশ কিছু পুরস্কারে ভূষিত হয়েছিল, তাছাড়াও তিনি নিজে অভিনেতা হিসেবে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। সেগুলি হল :
- ২০০২ সালে মুক্তি পাওয়া ছবি “দিল চাহতা হ্যায়” 49th National Film Awards এর অনুষ্ঠানে সেরা হিন্দি ছবি হিসেবে পুরস্কার পায়, 47th Filmfare Awards Critics Award এর সেরা ছবি এবং সেরা স্ক্রিন প্লে এর পুরস্কার লাভ করে। এছাড়াও 3rd International Indian Film Academy Awards এর থেকেও সেরা স্ক্রিন প্লে এর পুরস্কার বিজয়ী হয়।
- ২০০৯ সালে মুক্তি পাওয়া ছবি ‘রক অন!!’ 55th National Film Awards এ সেরা হিন্দি ছবি হিসেবে পুরস্কার লাভ করে, পাশাপাশি ছবিটির জন্য 53rd Filmfare Awards এর সেরা অভিনেতা হিসেবেই পুরস্কার পান ফারহান। এছাড়াও এই ছবির জন্য 10th IIFA Awards এ বর্ষ সেরা তারকা হিসেবে পুরস্কার বিজয়ী হন তিনি।
- ২০১২ সালে তাঁর ‘জিন্দেগী না মিলেগী দোবারা’ ছবিটি 56th Filmfare Awards এর শ্রেষ্ঠ চলচ্চিত্র বিজয়ী ছিল, এছাড়াও ছবিটি ক্রিটিক্স পুরস্কারের সেরা ছবি হিসেবে পুরস্কার লাভ করে। এই ছবির জন্য ফারহান সেরা পার্শ্বচরিত্র অভিনেতা হিসেবে পুরস্কার পান। অন্যদিকে 6th Asian Film Awards এ শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার পায় ছবিটি। উক্ত ছবির জন্য 13th Zee Cine Awards এর সেরা পার্শ্বচরিত্র অভিনেতা হিসেবে পুরস্কার বিজয়ী হন ফারহান। এছাড়াও ছবিতে ফারহান আখতারের সংলাপ সকলেই শুনে থাকবেন, ছবির সংলাপ ‘শ্রেষ্ঠ সংলাপ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।
- ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘ ভাগ মিলখা ভাগ ‘ ছবির জন্য 20th Life OK Screen Awards এ সেরা অভিনেতা হিসেবে পুরস্কার বিজয়ী হন ফারহান। 9th Renault Star Guild Awards এর মূল চরিত্রে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার বিজয়ী হন তিনি। এছাড়াও 59th Filmfare Awards এ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার অর্জন করেন তিনি।
শেষ কথা, Conclusion
ফারহান আখতার নিঃসন্দেহে বহুমুখী প্রতিভার অধিকারী। তাঁর গান, সংলাপ, অভিনয়, প্রযোজিত ও পরিচালিত ছবি, সবকিছুই যথেষ্ট সুনাম অর্জন করেছে এবং তিনি জীবনে একজন সফল তারকা হিসেবে নিজেকে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। আশা করা যায় ভবিষ্যতে তাঁর আরো ভালো কাজ আমরা দেখতে পাবো।
Frequently Asked Questions
১৯৭৪ সালের ৯ জানুয়ারি।
জাভেদ আখতার ও হানি ইরানি।
রক অন!!
অধুনা ভবানী, ( বিচ্ছেদ ২০১৬ সালে )
শিবানী দান্দেকার ( বিয়ে ২০২২ সাল )