গুগলের CEO সুন্দর পিচাই এর জীবনী রচনা – Biography of Sundar Pichai in Bengali

গুগলের CEO সুন্দর পিচাই এর জীবনী

গুগ্‌লের সিইও হিসাবে নাম সামনে আসতেই প্রচারের আলোর কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন সুন্দর পিচাই । সংক্ষেপে বলতে গেলে সুন্দর পিচাই একজন প্রযুক্তি নির্বাহী ও গুগল ইনকর্পোরেটেডে পণ্য প্রধান। পুরো নাম পিচাই সুন্দররাজন হলেও সংক্ষেপিত ‘সুন্দর পিচাই’ নামেই তিনি অধিক পরিচিত। গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ২০১৫ সালের ১০ আগস্ট সুন্দর পিচাই এর নাম ঘোষণা করা হয়।

সুন্দর পিচাই এর জন্ম, শৈশবকাল ও পরিবার পরিচয়, Sundar Pichai’s Birth, Childhood and Family Identity

পিচাই সুন্দারারাজান বা সুন্দর পিচাই এর জন্ম হয় ১৯৭২ সালের ১০ জুন। তাঁর জন্মস্থান ছিল ভারতের তামিলনাড়ু রাজ্য মাদুরাই। তার পিতার নাম  রঘুনাথ পিচাই, আর মাতা লক্ষ্মী পিচাই।  বাবা রঘুনাথ পেশাগত দিক থেকে একটি ব্রিটিশ সংস্থায় তড়িৎ প্রকৌশলী হিসেবে কাজ করতেন।

সুন্দর পিচাই এর  পরিবার

অন্যদিকে সুন্দরের জন্মের পূর্বে মা লক্ষ্মী পিচাই ছিলেন একজন শ্রুতিলেখক। তাদের এই ছোট সংসারে সুন্দর পিচাইয়ের একটি ছোট ভাইও ছিল। সুশিক্ষিত পিচাই পরিবারটি আর্থিকভাবে যে খুব স্বচ্ছল ছিল, তা বলা যায় না, কারণ তাঁরা চেন্নাইয়ে দুই রুমের ছোট্ট এক ফ্ল্যাট বাড়িতে থাকতেন।

সুন্দর পিচাই ছোটবেলা থেকেই অসম্ভব মেধাবী ছিলেন। অল্প বয়সেই বাড়ির ল্যান্ডফোনে একবার ডায়াল করা যেকোনো নম্বর হুবহু মনে রাখতে পারতেন তিনি, যা দেখে তাঁর বাবা-মা অবাক হয়ে যেতেন। 

সুন্দর পিচাই এর শিক্ষাজীবনের বিভিন্ন অভিজ্ঞতা, Education 

সুন্দর পিচাই এর প্রাথমিক শিক্ষাজীবন চেন্নাইয়ে কেটেছিল। এরপর তিনি জহর বিদ্যালয়-এ পড়াশোনা করেছিলেন। পরবর্তীতে তিনি ভানা বাণী বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণীর পড়াশুনা সম্পন্ন করেন। বিদ্যালয়ের পড়াশুনা শেষ করে সুন্দর পিচাই ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর থেকে ডিগ্রী অর্জন করেন।

সুন্দর পিচাই এর শিক্ষা

পিচাইয়ের অধ্যাপক তাঁর মেধা দেখে সুপারিশ করেছিলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার জন্য। কিন্তু এর পরিবর্তে তিনি এমএস এবং এমবিএ ডিগ্রী করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত অনুযায়ী তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উপাদান বিজ্ঞান ও প্রকৌশল বা ‘মেটেরিয়াল সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং’ এর উপর এমএস ডিগ্রির পড়াশুনা করেন।

এরপর পামার বৃত্তি নিয়ে ২০০২ সালে  বহার্তন স্কুল অফ দি ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া থেকে এমবিএ নিয়ে পড়াশুনা করেছিলেন।

সুন্দর পিচাই এর কর্মজীবনের বিভিন্ন দিক, Career

সুন্দর পিচাই কর্মজীবনের প্রথমার্ধে ইঞ্জিনিয়ারিং এবং প্রোডাক্ট ম্যানেজমেন্টে ‘অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস’ এবং ম্যাকিনসে অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনার কাজ করেছিলেন।

গুগলে সুন্দর পিচাইয়ের কর্ম যাত্রা শুরু হয়েছিল 2004 সাল থেকে, যেখানে তিনি বিভিন্ন গুগলের পণ্য যেমন গুগল ক্রোম, ক্রোম ওএস ইত্যাদি নিয়ে কাজ শুরু করে দেন। এইসবের কিছুটা সময় পর তিনি গুগল ড্রাইভ প্রকল্পের পরিকল্পনা করেন। গুগলে থাকাকালীন সময়ে সুন্দর নিজের দক্ষতা ভালভাবে প্রদর্শন করেন এবং গুগলের বেশ জনপ্রিয় কিছু পণ্য যেমন Gmail এবং Google Map ইত্যাদির মত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি উদ্ভাবন করেন।

সুন্দর পিচাই

গুগলে কাজ করার শুরুর দিকে সুন্দরকে রিসার্চ টিমে জায়গা দেওয়া হয়। তখন গুগলের সার্চ টুলবার দিয়েই সুন্দর পিচাই নিজের প্রথম কাজ শুরু করেন তিনি। পরবর্তী সময়ে, ২০১১ সালের এপ্রিল থেকে জুলাই ২০১৩ সাল অবধি জাইভ সফটওয়্যারের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৩ সালের ১৩ মার্চ সুন্দর পিচাই গুগল পণ্যতে অ্যান্ড্রয়েডকে যোগ করেন।

তখন অ্যান্ড্রয়েড পরিচালিত ছিল অ্যান্ডি রুবিন দ্বারা। এর কয়েকবছর পর ২০১৫ সালে সুন্দর পিচাইকে গুগলের সিইও হিসেবে নিযুক্ত করা হয়। সুন্দর পিচাইয়ের বুদ্ধিমত্তা দেখে টুইটার, মাইক্রোসফটের মত বড় বড় কোম্পানিগুলো বহুবার তাঁকে চাকরির প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি গুগল ছেড়ে যান নি।

সুন্দর পিচাই এর জীবন

পরবর্তীতে তিনি অ্যালফাবেটেরও সিইও পদে নিযুক্ত হন। ২০১৯ সালের ডিসেম্বর মাসে সুন্দর পিচাই অভিষিক্ত হন ওয়েব সার্চ জায়ান্টের পেরেন্ট সংস্থা অ্যালফাবেটেরও সিইও পদে। 

সুন্দরপিচাই এর বাৎসরিক আয়, Sundar Pichai’s Annual income 

সুন্দর পিচাই এর বাৎসরিক আয় আনুমানিক ২০ লক্ষ মার্কিন ডলার, যাকে ভারতীয় টাকায় রূপান্তরিত করলে ১৫০১৫৯০০০.০০ টাকা হবে। তাঁর মাসিক আয় প্রায় $18 মিলিয়ন, এছাড়াও সুন্দর পিচাইকে গুগল কোম্পানি থেকে অনেক রকম সুযোগ সুবিধাও দেওয়া হয়। সুখ্যাত ব্যক্তিত্ব সুন্দর পিচাইয়ের মোট নেট ওয়ার্থ ৯৭৪৫ কোটি টাকা যা দেখতে গেলে অন্য কোম্পানির তুলনায় অনেক বেশি।

সুন্দর পিচাইকে ঘিরে বাদ ও বিবাদ, Controversy related to Sundar Pichai

সুন্দর পিচাই ব্যবহারের দিক থেকে একজন মিতভাষী মানুষ, তিনি নিরীহ মনের বলে তাঁকে ঘিরে কখনো সেরকম বাদ বিবাদ শোনা যায় নি। তবে ২০১৮ সালে গুগলের একজন স্টাফ জেমস ডেমোর এর সঙ্গে একটি বাদ বিবাদের ঘটনা ঘটেছিল। জেমস ডোমার নিজের একটি বিবৃতিতে প্রকাশ করেছিলেন যে, গুগলে নাকি মহিলা অপেক্ষা পুরুষদেরকে বেশি পরিমাণে সুযোগ দেওয়া হয়, যা মোটেও সত্যি নয়। গুগল এর ব্যাপারে এই রকম বিবৃতি দেওয়ার জন্য জেমস ডোমেরকে গুগল থেকে নির্বাসিত করে দেন সুন্দর পিচাই।

সুন্দর পিচাই এর ব্যক্তিগত জীবন, Personal Life

সুন্দর পিচাই স্ত্রী

আইআইটিতে পড়াশুনা করার সময় বর্তমান স্ত্রী অঞ্জলীর সাথে প্রেম সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন সুন্দর। তাঁকে বিয়ে করে আগেই সফল কর্মজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। সুন্দর ও অঞ্জলী এখন এক কন্যা এবং এক পুত্রের মাতা-পিতা। তবে তাঁর সাফল্যমণ্ডিত উত্থানে স্ত্রীর বিশাল অবদান রয়েছে। কর্মজীবনে মাইক্রোসফট, ইয়াহু ও টুইটারের থেকে মোটা অঙ্কে সিইও হবার প্রস্তাব পাওয়া সত্ত্বেও গুগল কোম্পানি তে থেকে যাবার সিদ্ধান্ত স্ত্রী অঞ্জলির অনুপ্রেরণাতেই নিয়েছিলেন সুন্দর। 

গুগল ম্যাপ উদ্ঘাটন, Google Maps Revelation

গুগল ম্যাপ উদ্ঘাটন করার পিছনে সুন্দরের স্ত্রী অঞ্জলীর অবদান আছে বলে অনেকেই মনে করেন, কারণ একবার সুন্দর পিচাই অফিসের কাজ শেষ করে স্ত্রীর সাথে এক পার্টিতে যাওয়ার কথা ছিল, এই পার্টির উদ্যোক্তা তাদের একটি রেস্টুরেন্টে যাওয়ার আহ্বান জানায়। কিন্ত স্ত্রী অঞ্জলী রাস্তা ভুল করে পার্টিতে পৌঁছাতে অনেক দেরি করে, আর যতক্ষনে অঞ্জলী পার্টিতে যান ততক্ষনে সমাবেশ শেষ হয়ে যায়।

এরপর সুন্দরের মনে হয় তার স্ত্রীরই মত অনেক মানুষই এভাবে রাস্তা ভুলে পথভ্রষ্ট হয়ে প্রতিদিন হয়রানির স্বীকার হচ্ছে। এইসব কথা চিন্তা করেই গুগল ম্যাপ তৈরী করার ভাবনা আসে সুন্দর পিচাইয়ের মাথায়। এর থেকেই তিনি গুগল ম্যাপ লঞ্চ করেন বলে অনেকের মত। দেখতে গেলে সুন্দর পিচাইয়ের এই আবিষ্কার অর্থাৎ গুগল ম্যাপ বর্তমানে ইন্টারনেটের দৌলতে প্রায় সকল স্মার্ট ফোনের নেটওয়ার্কের মাধ্যমে লক্ষ লক্ষ পথিককে রাস্তা খুঁজে নিতে সহায়তা করছে।

উপসংহার 

সুন্দর পিচাই বর্তমানে গুগল কোম্পানিতে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত। তিনি অতি সাধারণ পরিবার থেকে এসেও বৈশ্বিক মানের উচ্চপদস্থ সফলতা লাভ করতে সক্ষম হয়েছেন। তাঁর এই সাফল্যের গল্প অনেকের কাছেই অনুপ্রেরণামূলক। ভারতীয় বংশোদ্ভূত এই বিশিষ্ট ব্যক্তি গুগল কোম্পনির সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত রয়েছেন এক দশকের বেশি সময় ধরে।

গুগলের ইতিহাসে নিজের নাম যুক্ত করার মধ্য দিয়ে একজন ভারতীয় হিসাবে নজির গড়েছেন তিনি। এক কথায় বলতে গেলে গুগলের কর্ণধার হিসাবে সুন্দর পিচাই আজ শুধু নিজের নামই যে উজ্জ্বল করেছেন তা নয়, বরং তিনি নিজের নামের সাথে কোটি কোটি ভারতীয়েরও মান উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছেন।

বিশ্বের অন্যতম তথ্য প্রযুক্তি নির্মাতা কোম্পনীতে একজন ভারতীয়কে অধিষ্ঠিত দেখে আমাদের সকলের মনই গর্বে ভরে ওঠে। সুন্দর পিচাই দেশ বিদেশের সকল ছাত্র ও ছাত্রীদের তথা তরুণ প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা। 

Frequently Asked Questions:

প্রশ্ন- সুন্দর পিচাই কে ?

উঃ- সুন্দর পিচাই হলেন গুগল কোম্পানির সিইও।

প্রশ্ন- সুন্দর পিচাইয়ের বাড়ি কোথায়?

উঃ- সুন্দর পিচাইয়ের বাড়ি হল ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যের মাদুরাই শহরে।

প্রশ্ন- সুন্দর পিচাইয়ের স্যালারি ?

উঃ- সুন্দর পিচাইয়ের আনুমানিক বাৎসরিক বেতন ২৮ কোটি মার্কিন ডলার।

প্রশ্ন- গুগলের সিইও কে?

উঃ- গুগলের সিইও হলেন সুন্দর পিচাই।

Oindrila Banerjee

Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"

Recent Posts