হৃত্বিক রোশনের বয়স, উচ্চতা, জীবনী, বিবাহ, ছবি | Bollywood Actor Hrithik Roshan Height, Weight, Age, Affairs, Biography & More in bangla

হৃত্বিক রোশনের জীবনী

বলিউডের গ্রীক গড হিসেবে খ্যাত অভিনেতা হৃত্বিক রোশান একজন অন্যতম জনপ্রিয় ভারতীয় অভিনেতা। তবে তাঁর খ্যাতি শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই বরং বিদেশের বিভিন্ন স্থানেও তাঁকে পছন্দ করেন অনেকেই। নিজের অভিনয় ও নৃত্য দক্ষতার মধ্য দিয়ে তিনি জয় করেছেন কোটি কোটি মানুষের মন। আজ তাঁর জীবনের বিভিন্ন অভিজ্ঞতা নিয়েই কথা বলবো।

হৃত্বিক রোশনের জন্ম ও শৈশব, Hrithik Roshan birth and childhood.

হৃত্বিক রোশান ১৯৭৪ সালের ১০ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর জন্ম হয় বোম্বে শহরে। তিনি বলিউডের এক প্রখ্যাত পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা রাকেশ রোশন বলিউডের চলচ্চিত্র পরিচালক, একসময় অভিনয়ের সাথেও জড়িত ছিলেন। অন্যদিকে মাতার নাম পিঙ্কি রোশন। হৃত্বিকের পিতামহ ছিলেন সঙ্গীত পরিচালক রোশনলাল নাগরথ ও মাতামহ ছিলেন পরিচালক জে. ওম প্রকাশ। অন্যদিকে তাঁর কাকা রাজেশ রোশন পেশায় একজন সুরকার। এছাড়াও পরিবারে তাঁর বড় বোন রয়েছে, যার নাম সুনয়না। 

হৃত্বিক রোশনের জন্ম ও শৈশব

হৃত্বিক রোশনের শিক্ষাগত যোগ্যতা, Hrithik Roshan education

বহু তারকা এমন আছেন যারা নিজেদের পেশার দিকে মন দেওয়ার জন্য পড়াশোনায় ততটাও মন দিতে পারেন না। তবে হৃত্বিক রোশনের ক্ষেত্রে এই বিষয়টা এমন নয়। তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করার জন্য বোম্বে স্কটিশ স্কুলে পড়াশোনা করেছেন। পরে তিনি কমার্স নিয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন। এক কথায় তিনি অভিনয়ের জন্য নিজের শিক্ষা গ্রহণের বিষয়কে প্রাধান্য দিতে ভুলে যান নি।

হৃতিক রোশন কেন এত বিখ্যাত? Why Hrithik Roshan is famous?

ঋত্বিক রোশন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, তিনি বহুমুখী প্রতিভার অধিকারী, তাঁর অতুলনীয় নাচের দক্ষতা এবং আকর্ষণীয় চেহারা তথা অসাধারণ অভিনয় দক্ষতার জন্য তিনি বিশ্বব্যাপী সুপরিচিত। মূলত নিজের সুদর্শন চেহারা, শারীরিক গঠন এবং প্রশংসনীয় অভিনয়ের জন্যই তিনি বিখ্যাত। ক্রমে তিনি ‘বলিউডের গ্রিক গড’ বলে খ্যাতি পান। নিজের অভিনয়ের কেরিয়ারের প্রায় শুরুর দিক থেকেই দেশের সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া তারকাদের মধ্যে জায়গা করে নেন।

হৃতিক রোশন কেন এত বিখ্যাত

হৃত্বিক রোশন এর আসল নাম কি? What is the real name of Hrithik Roshan?

বলিপাড়ার প্রথম সারির ছবি নির্মাতা রাকেশ রোশনের পুত্র হৃতিক রোশন বলিপাড়ায় পা রেখেছিলেন বাবার হাত ধরেই। তবে আসল নামের বদলে হৃতিক রোশন হিসেবেই পরিচিতি পান তিনি, অনেকেই তাঁর আসল নাম জানেন না। হৃত্বিকের আসল নাম হৃতিক রাকেশ নাগরথ।

হৃতিক রোশন এর ধর্ম কি? What is the religion of Hrithik Roshan?

পূর্বেই উল্লেখ করা হয়েছে যে হৃতিক রোশনের আসল নাম হৃতিক রাকেশ নাগরাথ, যা একটি পাঞ্জাবি সরস্বত উপাধি বা ব্রাহ্মণ উপাধি। হৃত্বিক রোশান ষাটের দশকের বিখ্যাত সঙ্গীত পরিচালক রোশনলাল নাগরথের পৌত্র। তবে হৃত্বিক নিজের পিতামহীর দিক থেকে বাঙালি বংশোদ্ভূত। যদিও হৃত্বিক মূলত হিন্দুধর্ম পালন করেন, তবে তিনি ধর্ম সম্পর্কে বলেন যে, “আমি ধার্মিক নই। কখনো মন্দিরে যাই না। কিন্তু মনে করি অতিপ্রাকৃত শক্তি রয়েছে।”

হৃতিক রোশন এর ধর্ম কি

হৃতিক রোশনের প্রথম সিনেমা কোনটি? What is the first movie of Hrithik Roshan?

নায়ক হিসেবে 2000 সালের গোড়ার দিকে, হৃতিক রোশনকে ” কাহো না… পেয়ার হ্যায়” ছবিতে প্রধান অভিনেতা হিসাবে দেখা যায়। উক্ত ছবির মধ্য দিয়েই তিনি চলচ্চিত্র জগতের নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন।

বাবা রাকেশ রোশন পরিচালিত এই ছবিতে অভিনেতাকে দ্বৈত চরিত্রে দেখা যায়। ছবিতে তাঁর অভিনয় দর্শক এবং সমালোচকদের থেকে একইভাবে প্রশংসা অর্জন করে। কিন্তু আপনারা এটা কি জানেন, প্রথম ছবি মুক্তি পাওয়ার পর কতগুলো প্রেমের প্রস্তাব এবং বিয়ের প্রস্তাব পেয়েছিলেন এই অভিনেতা? বিভিন্ন সূত্রে জানা যায় যে, প্রথম ছবি মুক্তির পর ভ্যালেন্টাইন্স ডে-তে ৩০ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন হৃত্বিক।

কাহো না... পেয়ার হ্যায়

গিনেস বুক অফ ওয়ার্ল্ডেও নাম উঠেছিল হৃত্বিক রোশন অভিনীত ‘কহো না পেয়ার হ্যায়’-ছবির, কারণ এই ছবিটি মোট ৯২টি পুরস্কার অর্জন করেছিল। 

হৃতিক রোশনের কয়টি সন্তান? How many children does Hrithik Roshan have?

 ধর্মীয় পার্থক্য থাকা সত্ত্বেও  হৃত্বিক রোশান একজন মুসলিম ধর্মাবলম্বী মেয়েকে বিয়ে করেছিলেন। হৃত্বিক রোশান ধর্মের প্রতি নিজের বিশ্বাসকে সমানভাবে মূল্য দেন। তাঁর স্ত্রীর নাম সুজেন খান। এই দম্পতির দুটি ছেলে রয়েছে, একজনের নাম হ্রেহান (জন্ম 2006 সালে) এবং অপরজন হৃধান (2008 সালে জন্ম)।

হৃতিক রোশনের কয়টি সন্তান

সুজান খানের মা, জারিন কাটরাক এক পার্সি পরিবার থেকে এসেছেন, যিনি পেশায় একজন অভিনেত্রী এবং পাশাপাশি একজন ইন্টেরিয়র ডিজাইনারও। অন্যদিকে তাঁর বাবা মিশ্র আফগান এবং ইরানী বংশোদ্ভূত। তাঁর ২ জন বড় বোন এবং একটি ছোট ভাই রয়েছে। ছোট ভাই, জায়েদ খানও একজন অভিনেতা যিনি বলিউডে কাজ করেন।

তবে হৃত্বিক রোশান এবং সুজান ডিসেম্বর 2013 সালে আলাদা হয়ে যান এবং 2014 সালের নভেম্বর মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বর্তমানে অভিনেত্রী সাবা আজাদের সাথে হৃত্বিকের প্রেম সম্পর্ক দর্শকদের মধ্যে চর্চায় রয়েছে।

জীবনে প্রথমবার কত টাকা বেতন পেয়েছিলেন হৃত্বিক রোশন? Hrithik Roshan was paid how much for the first time in his life?

আপনাদের জানলে হয়তো অবাক লাগবে, তবে স্টার কিড হওয়া সত্বেও হৃত্বিক রোশন নিজের জীবনে প্রথম বেতন পেয়েছিলেন মাত্র ১০০ টাকা। একটি ছবিতে তাঁর নাচের জন্য হৃত্বিকের দাদু ওম প্রকাশ তাঁকে উক্ত অর্থ বেতন হিসেবে দিয়েছিলেন। এই ছবিটির নাম ছিল ‘আশা’। ছবিতে হৃত্বিক রোশনকে স্বনামধন্য অভিনেতা জিতেন্দ্রর পাশে নাচতে দেখা গিয়েছিল।

চলচ্চিত্র কর্মজীবনে হৃত্বিকের বিভিন্ন অভিজ্ঞতা, acting experience a Hrithik Roshan 

হৃত্বিকের চলচ্চিত্র কর্মজীবন শুরু হয় ১৯৮০ সালে, তিনি বেশ কয়েকটি ছবিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। তারপর ২০০০ সালে নায়ক হিসেবে বলিউডে অভিষেক হয় তাঁর। বিভিন্ন সূত্রে শোনা যায়, ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমা নয়, বরং, ‘তারা রম পম পম’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করার কথা ছিল হৃত্বিক রোশনের।

তাঁর বিপরীতে অভিনয় করার কথা ছিল বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার। কিন্তু বিভিন্ন কারণে শেখর কপূরের সেই ছবিটির নির্মাণ বাতিল হয়ে যায়। পরবর্তীকালে পিতার তৈরি প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র এর মধ্য দিয়েই বলিউডে আত্মপ্রকাশ হয় এই সুখ্যাত অভিনেতার। তবে এই চলচ্চিত্রের জন্য প্রস্তুতি হিসেবে তিনি অভিনেতা সালমান খানের থেকে শারীরিক প্রশিক্ষণ নেন।

চলচ্চিত্র কর্মজীবনে হৃত্বিকের বিভিন্ন অভিজ্ঞতা

এছাড়াও তিনি নিজের শব্দচয়নের উন্নতি সাধনের জন্য কাজ করেন, পাশাপাশি অভিনয়, গান, নাচ, ও ঘোড় দৌড়ের পাঠও গ্রহণ করেন। ছবিটি বিশ্বব্যাপী ₹৬২০ মিলিয়ন আয়কারী চলচ্চিত্র। বলাই বাহুল্য যে, ২০০০ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র ছিল ” কহো না প্যার হ্যা “। ছবিতে তাঁর নৃত্য, অঙ্গভঙ্গি এবং মারপিটে তাঁর সহজাত ভঙ্গি ও ধরন কাউকে বুঝতে দেবে না যে এটি মোটে তাঁর অভিনয় অভিষেকমাত্র।

তিনি সাম্প্রতিক কালের অন্যান্য তারকাদের সন্তানদের মধ্যে সবচেয়ে প্রতিশ্রুতিশীল ছিলেন। প্রথম ছবির পরেই রাতারাতি তারকা হয়ে ওঠেন হৃত্বিক রোশন। এক কথায় তাঁর প্রথম অভিনীত চলচ্চিত্রটি তাঁকে বলিউডের প্রসিদ্ধ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা অর্জন করতে সাহায্য করে। ক্রমে তিনি বহু ছবিতে কাজ করার প্রস্তাব পেতে থাকেন।

হৃত্বিক রোশান ২০০৬ সালে অ্যাকশন ফিল্ম ‘ধুম 2’ তে কাজ করেন, যেখানে তিনি একজন রহস্যময় চোরের ভূমিকায় অভিনয় করেন, এই চরিত্রের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে তৃতীয়বার ফিল্মফেয়ার পুরস্কার পান, তিনি নিজের অভিনীত শৈলী এবং অ্যাকশনকে এই ছবির মধ্য দিয়ে নতুনভাবে সংজ্ঞায়িত করেন এবং নিজের অভিনীত জীবনে নতুন বার সেট করেন। এক কথায় এই ছবির পর তিনি নিজেকে একজন বড় অ্যাকশন তারকা হিসেবে বলিউডে প্রতিষ্ঠিত করেছিলেন।

হৃত্বিক রোশনের মুভি, movies in which Hrithik Roshan acted

  • ২০০০ সালে ‘ফিজা’, ‘মিশন কাশ্মীর’
  • ২০০১সালে ‘ইয়াদে’, ‘কাভি খুশি কাভি গাম…’, ২০০২ সালে “আপ মুঝে আচ্ছে লাগনে লাগে”, ‘না তুম জানো না হাম’, ‘মুঝসে দোস্তি কারোগি!’ 
  • ২০০৩ সালে ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’, ‘কোই… মিল গেয়া’
  • ২০০৪ সালে ‘লক্ষ্য’
  • ২০০৬ সালে ‘কৃষ’
  • ২০০৮ সালে ‘যোধা আকবর’ ছবিতে জালালউদ্দিন মোহাম্মদ আকবর এর ভূমিকায় অভিনয় করে ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কার পান।
  • ২০০৯ সালে ‘লাক বাই চান্স’।
  • ২০১০ সালে ‘কাইটস’, ‘গুজারিশ’।
  • ২০১১ সালে ‘জিন্দেগী না মিলেগী দোবারা’  
  • ২০১২ সালে ‘অগ্নিপথ’
  • ২০১৩ সালে “কৃশ” 
  • ২০১৪ সালে ‘ব্যাং ব্যাং!’ 
  • ২০১৬ সালে ‘মহেঞ্জো দাড়ো’
  • ২০১৭ সালে ‘কাবিল’ 
  • ২০১৯ সালে “সুপার ৩০” 
  • ২০১৯ সালে হৃত্বিক অভিনীত “ওয়ার” ছবিটি উক্ত সালের সর্বোচ্চ আয়কারী বলিউড মুভি।
  • ২০২২ সালে ‘বিক্রম বেদ’

সম্মাননা, awards and recognition 

হৃত্বিক রোশনের মোমের মূর্তি স্থাপন করা হয়েছে মাদাম ত্যুসোর মিউজিয়ামে। বলিউডের তাবড় তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন, সলমন খানের প্রমুখের পর সেখানে জায়গা করে নিয়েছিলেন হৃত্বিকও।

হৃত্বিক রোশনের মোমের মূর্তি

হৃত্বিক রোশনের ব্র্যান্ড, Brand of Hrithik Roshan 

হৃত্বিক রোশনের নিজস্ব ব্র্যান্ড রয়েছে ‘ HRX ‘ নামে, এই ব্র্যান্ডের বিভিন্ন পণ্য অনলাইনে ক্রয় করা যায় ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে। এছাড়াও তিনি অন্যান্য বেশ কিছু দেশী তথা বিদেশি ব্যান্ডের সাথেও কাজ করেছেন তিনি।

হৃত্বিক রোশনের নিজস্ব ব্র্যান্ড রয়েছে ' HRX ' নামে

শেষ কথা, Conclusion 

হৃত্বিক রোশন বলিউডের অভিনেতাদের মধ্যে অন্যতম একজন। তাঁর অনুরাগীর সংখ্যাও প্রচুর, তাঁকে শুধু দেশের মানুষই পছন্দ করেন যে তা নয় বরং বিদেশেও তাঁর অনুরাগীরা ছড়িয়ে রয়েছে। আশা করা যায় ভবিষ্যতে আরো বেশ কিছু ভালো ছবির মাধ্যমে তিনি দর্শকদের বিনোদন করা অব্যাহত রাখবেন।

হৃত্বিক রোশন বলিউডের অভিনেতাদের মধ্যে অন্যতম একজন

Frequently Asked Questions

হৃত্বিক রোশান কবে জন্মগ্রহণ করেন?

১৯৭৪ সালের ১০ই জানুয়ারি।

হৃত্বিক রোশানের স্ত্রীর নাম ?

সুজেন খান।

হৃত্বিক রোশানের বর্তমান প্রেমিকা কে?

সাবা আজাদ।

হৃত্বিক রোশনের ব্র্যান্ডের নাম কি ?

HRX।

Oindrila Banerjee

Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"

Recent Posts