কোয়েল মল্লিকের বয়স, উচ্চতা, জীবনী, বিবাহ, ছবি | Bengali Actress Koel Mallick Height, Weight, Age, Affairs, Biography & More in bangla

কোয়েল মল্লিকের বায়োগ্রাফি

ভারতীয় বাংলা চলচ্চিত্র অর্থাৎ টলিউডের মূল ধারার একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক। তিনি বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা। বাংলা ছবিতে তাঁর অভিনয়ের পারদর্শীতা তাঁকে প্রভূত খ্যাতি এনে দিয়েছে। 

কোয়েল মল্লিকের ছোটবেলার গল্প, Koel Mallick childhood 

সুখ্যাত অভিনেত্রী কোয়েল মল্লিক ১৯৮২ সালের ২৮শে এপ্রিল জন্মগ্রহণ করেন। ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়িতে তাঁর জন্ম হয়। অভিনেত্রীর পিতা রঞ্জিত মল্লিক একজন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা, অন্যদিকে মাতা দীপা মল্লিক একজন গৃহবধূ। তাঁর আসল নাম হচ্ছে রুক্মিণী মল্লিক। ছবির পর্দায় আসার পূর্বে তিনি রুক্মিণী থেকে কোয়েল মল্লিক নাম গ্রহণ করেন।

কোয়েল মল্লিকের ছোটবেলা

কোয়েল মল্লিকের শিক্ষাজীবন, Koel mallick’s educational life 

কোয়েল মল্লিক মডার্ন হাইস্কুল ফর গার্লস থেকে বিদ্যালয়ের পড়াশোনা সমাপ্ত করেন। এরপর তিনি গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ছোটবেলা থেকেই নাচের প্রতি খুব আকৃষ্ট ছিলেন। তিনি স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে নাচে অংশগ্রহণ করেছিলেন। ছোটবেলায় পিতা রঞ্জিত মল্লিকের ইচ্ছে ছিলো না যে মেয়ে নায়িকা হোক, কিন্তু সময়ের সাথে নিজের দক্ষতার জোরে কোয়েল নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হন বলে তিনি মেয়েকে নিয়ে বেশ গর্ব বোধ করেন।

কোয়েল মল্লিকের শিক্ষাজীবন

কোয়েল মল্লিকের প্রথম ছবি, চলচ্চিত্র কেরিয়ারের বিভিন্ন দিক, Koel mallick’s acting career 

পিতা রঞ্জিত মল্লিকও অভিনেতা হিসেবে যথেষ্ট খ্যাত ছিলেন, সেই সুবিধার্থে কোয়েল সিনেমা জগতে সহজে প্রবেশ করতে পেরেছিলেন, তাঁকে কোনো বাধার সন্মুখীন হতে হয় নি। অভিনয় জগতে তাঁর প্রথম প্রকাশ ঘটে ২০০৩ সালে হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘নাটের গুরু’ সিনেমার মধ্য দিয়ে। উক্ত ছবিতে রঞ্জিত মল্লিক কোয়েলের পিতার ভূমিকায় অভিনয় করেছিলেন।

অভিনেত্রী প্রথম ছবিতে সেই সময়ের নতুন এবং জনপ্রিয় নায়ক জিৎ-এর বিপরীতে অভিনয় করেছিলেন। দর্শকমহলে তাদের জুটি খুবই সাড়া ফেলে। পরবর্তী সময়ে দুজনে আরো বেশ কিছু ছবিতে একসাথে কাজ করেন, যার মধ্যে বন্ধন, শুভদৃষ্টি, সাত পাকে বাঁধা ইত্যাদি বিশেষভাবে জনপ্রিয়।

কোয়েল মল্লিকের প্রথম ছবি, চলচ্চিত্র কেরিয়ারের বিভিন্ন দিক

অভিনেত্রী কোয়েল মল্লিক প্রথম ছবিতেই সমালোচকদের থেকে যথেষ্ট প্রশংসা অর্জন করেন এবং সেই সুবাদে তিনি একের পর এক করে বহু ছবিতে অভিনয়ের প্রস্তাব পান। এক কথায় বলতে গেলে পিতা অভিনয় জগতে থাকার সুবাদে তাঁর সিনেমায় প্রবেশ সহজ হলেও, তিনি নিজের প্রতিভা এবং পরিশ্রম দিয়েই এগিয়ে গিয়েছেন এবং আজ এতটা জনপ্রিয় হয়ে উঠেছেন। তাছাড়া এত বছর ধরে তিনি নিজের সাফল্যকে খুব সুন্দরভাবে ধরে রেখেছেন।

অভিনয় জীবনে তিনি বাংলার বহু জনপ্রিয় অভিনেতার সাথে কাজ করেছেন। দেব, যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী প্রমুখদের বিপরীতে একাধিক ছবিতে অভিনয় করেন, বলাই বাহুল্য যে তিনি সকল নায়কের সাথেই মানানসই। এছাড়াও তিনি ‘ যুদ্ধ ‘ ছবিতে মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের সাথে অভিনয় করেন। ২০০৬ সালে তিনি এমএলএ ফাটাকেষ্ট ছবিতে সাংবাদিক হিসেবে অভিনয় করেন, যা বহুলভাবে প্রশংসিত হয়।

 বাংলা চলচ্চিত্র ছাড়াও 2005 সালে, কোয়েল মল্লিক প্রথমবারের মতো ওডিয়া চলচ্চিত্র শিল্পে প্রবেশ করেছিলেন। তিনি প্রথম ওড়িয়া চলচ্চিত্র ‘প্রেমী নং 1’ -এ অভিনয় করেন, উক্ত ছবিতে তিনি অনুভব মোহান্তির বিপরীতে অভিনয় করেছিলেন ।

কোয়েল মল্লিকের উল্লেখযোগ্য ছবির তালিকা, List of movies acted by Koel Mallick

  • 2023 :  মিতিন মাসি 
  • 2021 : অস্থি, ফ্লাইওভার 
  • 2020 : রক্ত রহস্য 
  • 2019 : সাগরদ্বীপে জাকার ধন 
  • 2018 : ঘরে ও বাইরে 
  • 2017 : পাইলট বসার স্থান 
  • 2015 : বেশ করেছি প্রেম করেছি,  হিরোগিরি 2014 : হাইওয়ে, অরুন্ধতী
  • 2013 : রংবাজ 
  • 2012 :  হেমলক সোসাইটি
  • 2011 : পাগলু
  • 2010 : মন যে করে উরু উরু, দুই পৃথিবী, প্রেম বাই চান্স, বোলো না তুমি আমার 
  • 2009 :  নীল আকাশের চাঁদনী, জ্যাকপট, সাত পাকে বাঁধা
  • 2008 : বর আসবে এখুনি, ভালবাসা, চিরসাথি, মন মানে না, প্রেমের কাহিনী
  • 2007 :  মন্ত্রী ফাটাকেষ্ট, নবাব নন্দিনী 
  • 2006 : বিধায়ক ফাটাকেস্থো, ঘটক, এরই নাম প্রেম, হিরো
  • 2005 : চোরে চোরে মাসতুতো ভাই
কোয়েল মল্লিকের উল্লেখযোগ্য ছবির তালিকা

কোয়েল মল্লিকের টেলিভিশন শো, Koel Mallick and television shows

কোয়েল মল্লিক স্টার জলসার ‘কথা ও কাহিনী’ নামক টক শোয়ের মাধ্যমে টেলিভিশনে পদার্পণ করেছিলেন। এছাড়াও ঝলক দিখলা জা নামক নাচের রিয়েলিটি শোয়ে তিনি সেলিব্রিটি জাজ হিসেবে গিয়েছিলেন। এসব শো ছাড়াও কোয়েল মল্লিক স্টার জলসা চ্যানেল দ্বারা আয়োজিত মহালয়ার অনুষ্ঠানে মা দূর্গার ভূমিকায় অভিনয় করেন। উক্ত মা দূর্গা চরিত্রে তিনি বিশেষ জনপ্রিয়তা পান নি।

কোয়েল মল্লিকের সাংসারিক জীবন, Family life of Koel Mallick

কোয়েল মল্লিক ২০১৩ সালের ১লা ফেব্রুয়ারী নিশপাল সিং রানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের আগে সাত বছর ধরে তারা প্রেমের সম্পর্কে ছিলেন। নিশপাল সিং রানে পেশায় একজন সফল প্রযোজক। তিনি বহু বাংলা ছবি প্রযোজনা করেছেন। নিশপাল রানে একজন পাঞ্জাবী, কিন্তু তিনি দীর্ঘদিন ধরে কলকাতার বাসিন্দা। ২০২০ সালে উক্ত দম্পতির কোল আলো করে তাদের সন্তান কবীর এর জন্ম হয়।

কোয়েল মল্লিকের সাংসারিক জীবন

বিজ্ঞাপনের পণ্যদূত হিসেবে কাজ, Working as an advertising ambassador

অভিনেত্রী কোয়েল মল্লিক বাংলা চলচ্চিত্রে অভিনয় ছাড়াও বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানের পণ্যদূত হিসেবে কাজ করেছেন। তিনি টিভিএস মোটর কোম্পানী, ফেয়ার এন্ড লাভলী, প্যানাসনিক, ভ্যাসলিন প্রভৃতি পণ্যের বিজ্ঞাপনে উপস্থিত ছিলেন।

অভিনেত্রীর প্রাপ্ত পুরস্কার ও সম্মাননা প্রাপ্তি, Awards and recognition 

কোয়েল মল্লিক টলিউডে নিজের প্রতিটা ছবিতেই অসাধারণ অভিনয় করেছেন। তাঁর অভিনয়ের পরিপ্রেক্ষিতে তিনি বেশ কিছু পুরস্কারের অধিকারিণী হয়েছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল :

অভিনেত্রীর প্রাপ্ত পুরস্কার ও সম্মাননা প্রাপ্তি
  • ২০১৯ সালে ফিল্ম এবং ফ্রেম ডিজিটাল ফিল্ম অ্যাওয়ার্ডস এ ‘মিতিনমাসি’ ছবির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর সমালোচক চয়েস পুরস্কার পান। 
  • ২০১৪ সালে স্টার জলসা পুরস্কার এর পক্ষ থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মানিত হন ‘অরুন্ধতী’ ছবির জন্য।
  • ২০১৩ সালে বিএফজেএ পুরস্কার এর পক্ষ থেকে ‘হেমলক সোসাইটি’ এর অভিনয়ের পরিপ্রেক্ষিতে পুরস্কার পান। 
  • ২০১০ সালে জি বাংলা গৌরব সম্মান পুরস্কার এর পক্ষ থেকে “বলো না তুমি আমার” ছবির জন্য সম্মানিত হন। একই সালে স্টার জলসা পুরস্কার এর পক্ষ থেকে ‘দুই পৃথিবী’ ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার পান।
  • ২০০৬ সালে কলাকার পুরস্কার এর পক্ষ থেকে ‘শুভ দৃষ্টি’ ছবির জন্য পুরস্কার পান।
  • ২০০৪ সালে চতুর্থ টেলি সিনে পুরস্কার পান ‘নাটের গুরু’ ছবির জন্য।

কোয়েল মল্লিকের নেট ওয়ার্থ, Koel mallick’s net worth 

কোয়েল মল্লিক টলিউডের অন্যতম ধনী অভিনেত্রী এবং সর্বাধিক জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রীদের তালিকাভুক্ত। উইকিপিডিয়া, ফোর্বস এবং বিজনেস ইনসাইডার ইত্যাদির গবেষণা থেকে জানা যায়, কোয়েল মল্লিকের নেট মূল্য প্রায় $1.5 মিলিয়ন।

কোয়েল মল্লিকের নেট ওয়ার্থ

অভিনেত্রী কোয়েল মল্লিকের সম্পর্কে কিছু বিশেষ তথ্য জেনে নিন, Some more information about Koel Mallick

  • উচ্চতা: 5’6″
  • ওজন: 55 কেজি
  • শখের তালিকা: ভ্রমণ, খাওয়া
  • কোয়েল মল্লিক লাল, কালো এবং হলুদ রঙের পোশাক পরতে পছন্দ করেন। 
  • কোয়েল মল্লিক খুব স্বাস্থ্য সচেতন, তাই তিনি সর্বদাই শুধুমাত্র স্বাস্থ্যকর খাবার খান। তবে ফাস্ট ফুড এর মধ্যে তাঁর প্রিয় খাবার পিৎজা, চকলেট এবং আইসক্রিম। 
  • তিনি প্রতিটা দিনের বেশিরভাগ সময় তাঁর পরিবারের সাথে কাটান এবং এটি ছাড়াও, তিনি জিমে ব্যায়াম করতে পছন্দ করেন এবং তিনি ভ্রমণও পছন্দ করেন।
  • কেরিয়ারের একদম শুরুতে বলিউডের এক বিগ ব্যানার ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কোয়েল। ২০০৬ সালে গ্যাংস্টার ছবি প্রকাশ পায়, যার হাত ধরে ড্রিম ডেবিউ সেরেছিলেন কঙ্গনা রানায়ত। পরিচালক অনুরাগ বসু সবার প্রথম এই ছবিটির নায়িকার চরিত্রে জন্য প্রস্তাব দিয়েছিলেন কোয়েলকে। কিন্তু তিনি কঙ্গনার চরিত্রটি করতে রাজি হননি, কারণ অন্তরঙ্গ দৃশ্যে আপত্তি ছিল অভিনেত্রী কোয়েল মল্লিকের।
অভিনেত্রী কোয়েল মল্লিকের সম্পর্কে কিছু বিশেষ তথ্য

উপসংহার, Conclusion 

একজন দক্ষ অভিনেত্রী হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন কোয়েল মল্লিক, তবে রঞ্জিত মল্লিক কন্যা নয়, বরং নিজের অভিনয় দক্ষতার জোরেই ইন্ডাস্ট্রিতে নিজের পরিচয় গড়ে তুলেছেন। রোম্যান্টিক ছবি হোক কিংবা থ্রিলার ছবি, সিনেমার পর্দায় সমান দাপট দেখিয়েছেন তিনি। তাছাড়া তাঁর ব্যক্তিগত জীবনে উঁকি দিলে দেখা যাবে যে তাঁকে নিয়ে কোনও বিতর্ক খুঁজে পাওয়া যায় না। 

Oindrila Banerjee

Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"

Recent Posts