মীর আফসার আলী’র বয়স, উচ্চতা, জীবনী, বিবাহ, ছবি | Bengali actor and anchor Mir Afsar Ali Height, Weight, Age, Marriage Biography & More in bangla

মীর আফসার আলী'র জীবনী

মীর আফসার আলী একজন বিখ্যাত ভারতীয় রেডিও জকি, গায়ক, টেলিভিশন সঞ্চালক, ডাবিং শিল্পী, অভিনেতা এবং কৌতুক অভিনেতা। তিনি রেডিও মির্চিতে প্রচারিত ‘হ্যালো কলকাতা’ অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রোতাদের মনে বিশেষ স্থান দখল করে নেন। এছাড়াও রেডিও মির্চির প্রচারিত বিশেষ অনুষ্ঠান ‘সানডে সাসপেন্স’ নামক অডিও স্টোরি সিটকমও মীরের জনপ্রিয়তার একটি উল্লেখযোগ্য কারণ। 

মীর আফসার আলী কে ? Who is Mir Afsar Ali?

মীর আফসার আলীর খ্যাতি মূলত উপস্থাপক হিসেবেই। সঞ্চালক হিসেবে ‘খাস খবর’-এর মাধ্যমে টেলিভিশনে প্রথম আবির্ভাব হলেও তিনি জি বাংলায় প্রচারিত টেলিভিশন অনুষ্ঠান মীরাক্কেল-এর মধ্য দিয়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।  

মীর আফসার আলীর জন্ম ও পরিবার পরিচয়, Mir Afsar Ali birth and family identity 

মীর আফসার আলীর জন্ম হয় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। ১৯৭৫ সালের ১৩ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতার নাম মীর সুলতান আলি।

মীর আফসার আলীর জন্ম ও পরিবার পরিচয়

মীর আফসার আলীর শিক্ষাজীবন, Mir Afsar Ali education

মীর পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে পড়াশুনা করেছিলেন। স্কুলের প্রাথমিক পড়াশোনা সম্পন্ন করার পর, তিনি উমেশ চন্দ্র কলেজে পড়াশুনা করেন। তারপর কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেযে ভর্তি হন। সেখান থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

মীর আফসার আলীর স্ত্রী, Mir Afsar Ali wife

মীর আফসার আলী জীবনে দাম্পত্য সঙ্গী হিসেবে পেয়েছিলেন সোমা চক্রবর্তীকে। একটি সাক্ষাত্কারে, মীর বিবাহ তথা স্ত্রী সম্পর্কে বলেছিলেন যে সোমা এবং তাঁর সংযোগ একটি চিঠির মাধ্যমে তৈরি হয়েছিল, তখন মীর রেডিওতে প্রথমবারের মতো যোগ দেন। এই দম্পতির সংসারে তাদের এক কন্যা সন্তান রয়েছে। যার নাম মুসকান আলী। 

মীর আফসার আলীর ধর্ম, Mir Afsar Ali religion 

মীর আফসার আলী এক রক্ষণশীল মুসলিম পরিবারের সন্তান। কিন্তু তাঁর কাজেকর্মে কিংবা কথাবার্তায় কখনও কোনও রকম ধর্মভীরুতা প্রকাশ পায়নি। তিনি সকল ধর্মের মানুষকেই আপন করে নিয়েছেন। ধর্ম যাই হোক না কেন, খুব ছোটবেলা থেকেই আর পাঁচটা শিশুর মতো মীরও মেতে উঠতেন বাঙালিদের দুর্গাপূজার আনন্দে।

তিনি নিজের ধর্মীয় উৎসব ছাড়াও অন্য ধর্মের উৎসবগুলোও উপভোগ করতেন। কিন্তু তাঁকে বেশ কিছু বার মুসলমান হয়েও হিন্দুদের উৎসবে মেতে ওঠা নিয়ে কটাক্ষের শিকারও হতে হয়েছিল। কিছু সময় পূর্বেও দুর্গাপূজার এক বিজ্ঞাপনী প্রচারে ছোটবেলার দুর্গাপূজার স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার হন তিনি। “মুসলমান হয়ে হিন্দুদের দুর্গাপূজা নিয়ে কথা বলবেন কেন তিনি, কীসের এত মাতামাতি?” তাঁকে এমন কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে।

মীর আফসার আলীর ধর্ম

এ নিয়ে নিজের এক সোশ্যাল মিডিয়া পোস্টে ক্ষোভ প্রকাশ করে মীর লিখেছেন, ‘এত যুগ বাদেও মানুষকে বোঝানো গেল না যে ধর্ম যার যার নিজের ব্যাপার কিন্তু *উৎসব* সবার। যাই হোক… বড় একটা শিক্ষা হল আমার। অশেষ ধন্যবাদ তাদের যারা বার বার মনে করিয়ে দেন আমি শুধুই একজন মুসলমান, আর অন্য কোনো পরিচয় নেই মীরের। আপনারা ভালো থাকবেন। বড্ড হতাশ হলাম। আবার।’

মীর আফসার আলীর ক্যারিয়ার, Mir Afsar Ali career

মীর আফসার আলীকে নিউজ প্রতিস্থাপক হিসেবে অনেকেই হয়তো দেখেছেন। তিনি ইটিভি বাংলা খবরের চ্যানেলে বেশ কিছুকাল কাজ করেছিলেন। সেখানে ‘খাস খবর’  নামের একটি অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন। তাঁর কর্মজীবন মূলত শুরু হয়েছিল ১৯৯৪ সালে। তবে একই রকমের কাজ তিনি বেশিদিন করেন নি, বরং সময়ের সাথে সাথে ভিন্ন ধরনের কাজ করার মধ্য দিয়ে তিনি নিজেকে বহুমুখী প্রতিভার অধিকারী করে তুলেছেন। 

মীর ছোটবেলা থেকেই বাড়িতে ঘণ্টার পর ঘণ্টা রেডিওতে বিভিন্ন অনুষ্ঠান শুনতেন, কারণ তাদের বাড়িতে তখন টিভি ছিল না, সেই থেকেই তাঁর রেডিওতে কাজ করার আকাঙ্ক্ষা আসে।

২০০৩ সালে একজন রেডিও জকি হিসেবে রেডিও মির্চি কলকাতায় কাজ শুরু করেন। রোজ সকালে এক কাপ চা হাতে নিয়ে রেডিও মির্চি ৯৮.৩ স্টেশন চ্যানেল চালালেই ওই প্রান্ত থেকে শোনা যেত এক গমগমে কণ্ঠস্বর। এভাবেই বাঙালিদের সকাল শুরু করার অভ্যাস তৈরি করেছিলেন মীর আফসার আলি। কিন্তু এই রেডিও মিরচি থেকে ইতিমধ্যেই অবসর নিলেন ‘সকাল ম্যান’। ২০২২ সালের জুন মাস অবধি মিরচিতে কাজ করেন মীর।

মীর আফসার আলীর ক্যারিয়ার

মীর 2006 সালে, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে একটি শো হোস্ট করা প্রথম বাঙালি রেডিও জকি। আর.জে. হিসেবে যথেষ্ট সাফল্য অর্জনের পর মীর আফসার আলী টেলিভিশন জগতে প্রবেশ করেছিলেন। তিনি ২০০৬ সাল থেকে ‘মীরাক্কেল’ নামক বাংলা কমেডি অনুষ্ঠানের প্রতিস্থাপক হিসেবে কাজ করছেন। এছাড়াও ‘আই লাফ ইউ’, ‘কমেডি নাইটস উইথ মির’ এবং ‘গোলমাল’-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় শো হোস্ট করেছিলেন তিনি।

মীর নিজের বুদ্ধি এবং রসবোধের জন্য দর্শক তথা শ্রোতাদের মধ্যে সুপরিচিত, যা তাকে বিনোদন শিল্পে এক জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত করেছে। তবে ছোট পর্দায় কাজ করার পাশাপাশি মীর বড় পর্দায়ও নিজের ছাপ ছেড়েছেন। তিনি বেশ কিছু বাংলা ছবিতেও অভিনয় করেছেন। তাছাড়া তিনি ফুডকা নামক নিজেরই একটি ফুডভ্লগে ‘ভাইপো’ চরিত্রে কাজ করে জনগণকে কৌতুকের মাধ্যমে বিভিন্ন খাবার সম্পর্কে জানার সুযোগ করে দিচ্ছেন।

এসব ছাড়াও মীর তাঁর কবিতার প্রতি ভালোবাসার জন্যও বিশেষ পরিচিত। তিনি ‘আফসার-এর কবিতা’ নামে নিজের লেখা কবিতার একটি বইও প্রকাশ করেছেন। রেডিও মিরচি থেকে সরে আসার পর তিনি নিজের একটি ভেনচার শুরু করেছেন, যার নাম দেওয়া হয়েছে ‘গপ্পো মীরের ঠেক’।

মীর আফসার আলীর অভিনীত চলচ্চিত্র, List of movies acted by Mir Afsar Ali 

মীর আফসার আলী কিছু ছবিতে অভিনয় করেছেন। তিনি ২০০৪ সালে ‘জীবন নিয়ে খেলা’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি ‘চলো পাল্টাই’, ‘তিন ইয়ারি কথা’, ‘গল্প হলেও সত্যি ‘এবং ‘খাওতো’-প্রমুখ ছবির মতো বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন। মীর ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘মনচোরা’ ছবিতে দুর্দান্ত অভিনয় করার জন্য সমালোচকদের প্রশংসাও পেয়েছেন। মীর এর অন্যান্য ছবিগুলোর নাম হল :

  • ভূতের ভবিষ্যৎ (২০১২)
  • খাসি কথা (২০১৩)
  • চ্যাপলিন (২০১১)
  • নটবর নট আউট (২০১০)
  • দ্য বং কানেকশন (২০০৬)
  • আশ্চর্য প্রদীপ (২০১৩)
  • কলকাতায় কলম্বাস (২০১৬)
  • ধনঞ্জয় (২০১৭)
  • দেখ কেমন লাগে (২০১৭)
  • অরণ্যদেব (২০১৭)
  • আবার বসন্ত বিলাপ (২০১৮)
  • মাইকেল (২০১৮)
  • আসছে আবার শবর (২০১৮)
  • ক খ গ ঘ (২০১৮)
  • সত্যদার কোচিং (২০১৭)
  • দেখ কেমন লাগে (২০১৭)
  • শেষ অঙ্ক (২০১৬)
  • ব্যোমকেশ পর্ব (২০১৪)
  • যদি বলো হ্যাঁ (২০১৫)
  • বার্ড অফ ডাস্ক (২০১৮)
  • হ্যাপি পিল (২০১৮)
  • কিশোর কুমার জুনিয়র (২০১৮)
  • স্যার শার্লক হোমস
কলকাতায় কলম্বাস

মীর আফসার আলীর নেট ওয়ার্থ, Mir Afsar Ali net worth

২০২৩ সালের হিসাবে বলতে গেলে মীর আফসার আলীর মোট সম্পদের পরিমাণ প্রায় $1.3 মিলিয়ন। তাঁর আয়ের বিভিন্ন মাধ্যম রয়েছে, যথা অভিনয়, টেলিভিশন হোস্টিং এবং রেডিও জকির কর্মজীবন ইত্যাদি।

মীর আফসার আলীর সম্পর্কে জানা- অজানা কিছু তথ্য, Unknown facts about Mir Afsar Ali 

  • মীর আফসার আলী একজন নেপথ্য কণ্ঠ শিল্পী হিসাবে কর্মজীবন শুরু করেন এবং অনেক বিদেশী চলচ্চিত্রের জন্য বাংলা ভাষায় ডাবিং করেছেন।
  •  মীর আফসার আলী কোকা-কোলা, এইচডিএফসি ব্যাংক, এবং এয়ারটেলের মতো বেশ কয়েকটি শীর্ষস্থানীয় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন।
  •  মীর একজন ভোজনরসিক। এছাড়া তিনি ‘ফুডি’, ‘টেস্ট টাইম’ এবং ‘রান্নাঘর’ সহ বেশ কয়েকটি টেলিভিশনের খাবারের অনুষ্ঠান হোস্ট করেছেন।
  •  মীর আফসার আলি একজন বিশাল ক্রিকেট অনুরাগী।
  • মীর একজন জনহিতৈষী। তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং শিশু কল্যাণের মতো বিভিন্ন সামাজিক কাজের সাথে সক্রিয়ভাবে জড়িত।
  • উপসংহার, Conclusion 
  •  মীর আফসার আলী একজন বহু-প্রতিভাবান ব্যক্তিত্ব, যিনি রেডিও, টেলিভিশন, সিনেমা এবং সাহিত্য সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছেন। তিনি এপার বাংলা তথা ওপর বাংলায়ও যথেষ্ট জনপ্রিয়। তাঁর কৌতুকাভিনয় সম্পর্কে সকল বাঙ্গালী অবগত। সেই সুবাদে তিনি নিজেদের জনগণের মধ্যে যথেষ্ট সুনাম অর্জন করেছেন।
মীর আফসার আলীর সম্পর্কে জানা- অজানা কিছু তথ্য

Frequently Asked Questions : 

মীর আফসার আলী কে ?

মীর আফসার আলী একজন ভারতীয় রেডিও জকি, অভিনেতা এবং উপস্থাপক ।

মীর আফসার আলী এর জন্ম কোথায় হয় ?

 মীর আফসার আলী এর জন্ম হয় মুর্শিদাবাদে ।

মীর আফসার আলী এর জন্ম কবে হয় ?

মীর আফসার আলী এর জন্ম হয় ১৩ ফেব্রুয়ারি ১৯৭৫ সালে ।

মীর আফসার আলী এর কর্মজীবন কবে শুরু হয় ?

মীর আফসার আলী এর কর্মজীবন শুরু হয় ১৯৯৪ সালে ।

মীর আফসার আলী এর দাম্পত্য সঙ্গীর নাম কী ?

মীর আফসার আলী এর দাম্পত্য সঙ্গীর নাম সোমা ভট্টাচার্য ।

মীর আফসার আলী এর টিভি শো এর নাম কী ?

মীর আফসার আলী এর টিভি শো এর নাম মীরাক্কেল ।

Oindrila Banerjee

Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"

Recent Posts