পাওলি দাম একজন সুপরিচিত ভারতীয় অভিনেত্রী। তিনি বলিউড তথা টলিউড উভয় ক্ষেত্রেই সিনেমায় কাজ করেছেন এবং বিশেষ কিছু চরিত্রের মধ্য দিয়ে রীতিমত নিজের ছাপ ছেড়েছেন। নিজের অভিনয় তথা বোল্ড চরিত্রে কাজ করার জন্য তিনি বেশ কিছু বার সমালনায় এসেছেন। কিন্তু প্রতিটা চরিত্র পর্দায় খুব সুন্দরভাবে উপস্থাপন করার মাধ্যমে তিনি বার নার নিজের দক্ষতা প্রমাণ করেছেন। আজ আমরা আমাদের প্রতিবেদনে এই সুদক্ষ অভিনেত্রীর জীবনের বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরার চেষ্টা করবো।
পাওলি দামের প্রথম জীবন, Early life of Paoli Dam
সুদক্ষ অভিনেত্রী পাওলি দামের জন্ম হয় কলকাতায়। তিনি ১৯৮০ সালের ৪ অক্টোবর জনমগরহন করেন। দক্ষতা ও নৈপূণ্যে ভরা এই অভিনেত্রীর জন্ম কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে হয়। তাঁর পরিবারের আদি নিবাস ছিল বাংলাদেশের ফরিদপুর জেলা। পরবর্তীতে তারা সেখান থেকে পশ্চিমবঙ্গে চলে আসেন। পাওলির বাবার নাম অমল দাম এবং মায়ের নাম পাপিয়া দাম। এছাড়াও পাওলির একটি ভাই আছে, যার নাম মৈনাক দাম। তাঁর শৈশব থেকে কৈশোরের সময় কেটেছে পুরানো কলকাতার বৌবাজারে।
শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য, Paoli Dam education
পাওলি দাম পড়াশুনায় অসম্ভব ভালো ছিলেন। ছাত্র জীবনে তিনি একজন মেধাবী ছাত্রী ছিলেন। তিনি বউ বাজার স্থির লোরেটো স্কুলে পড়াশুনা করেছিলেন। এরপর তিনি বিদ্যাসাগর কলেজ ভর্তি হন, সেখানে শিক্ষা সম্পন্ন করে রাজাবাজার সায়েন্স কলেজ পড়াশুনা করেন অভিনেত্রী। তিনি রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন।
অভিনেত্রীর নাচ ও থিয়েটার করার সখ, Paoli Dam’s passion for dance and theatre
পাওলি পড়াশুনায় ছাড়াও নাচে পারদর্শী ছিলেন। ছোটবেলা থেকেই নাচের প্রতি তাঁর আকর্ষন ছিল। তাছাড়া তিনি থিয়েটার দেখতে ভালো বসতেন। এই থিয়েটার দেখা থেকেই এই তরুণ অভিনেত্রীর মনে অভিনয় করার আকাঙ্ক্ষা জন্ম নেয়। পরে তিনিও থিয়েটারে যোগদান করেন।
কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা, Paoli Dam acting career
পাওলি দাম টেলিভিশন সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবনের শুরু করেন। ২০০৪ সালে ‘জীবন নিয়ে খেলা’ নামক বাংলা টেলিভিশন সিরিজ দিয়ে তার কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে তিনি ‘তিথির অতিথি’, ‘চাঁদ উঠলো’, ‘স্ক্যান্ডাল’ , ‘মহানায়ক’ এবং ‘সোনার হরিণ’ এর মতো আরো বেশ কিছু বাংলা টেলিভিশন ধারাবাহিকে কাজ করার সুযোগ পান।
তিনি প্রায় ছয় বছর ইটিভি বাংলায় কাজ করেছিলেন। পরবর্তীতে ২০০৬ সালে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে তাঁর। পাওলির অভিনয় জীবনের প্রথম ডেবিউ মুভিগুলো হলো: অগ্নিপরীক্ষা (২০০৬, বাংলা), হেট স্টোরি (২০১২, হিন্দি), বাগা বিচ (২০১৩, কোঙ্কানি), সত্তা (২০১৬, বাংলাদেশ)। পাওলি অভিনয় জগতে পদার্পণ করেছিলেন কৈশোর বয়সেই। কিন্তু প্রথম দিকে তিনি চলচ্চিত্র শিল্পে তেমন সাড়া ফেলেতে পারেননি।
তবে তাঁর জীবনের এক নতুন মোড় আসে তখন, যখন সমরেশ মজুমদারের উপন্যাস ‘কালবেলা’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে পাওলি নায়িকা মাধবীলতার ভূমিকায় অভিনয়ের সুযোগ পান। এক কথায় বলতে গেলে, ‘কালবেলা’ ছবিটি তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়। এরপর একের পর এক করে তিনি একাধিক ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করার সুযোগ পান। তবে তাঁর অভিনীত বাংলা ছবিগুলোর মধ্যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর উপর ভিত্তি করে তৈরি এক ছবিতে স্ত্রী সত্যবতীর চরিত্রে পাওলী দামের অভিনয় উল্লেখযোগ্য হিসেবে গণ্য করা হয়।
তাছাড়াও তিনি সত্তা ছবিতে অভিনয় করে বাংলাদেশেও বিশেষ পরিচিতি লাভ করেন। তিনি ঋতুপর্ন ঘোষের পরিচালনায় তৈরি ‘সব চরিত্র কাল্পনিক’ সিনেমাটিতে বিপাশা বসুর সাথে অভিনয় করেছিলেন। এরপর একে একে বলিউড ও টলিউডের বিভিন্ন ছবিতে কাজ করার প্রস্তাব পান। হেট স্টোরি, মনের মানুষ, আই লাভ ইউ, থানা থেকে আসছি প্রভৃতি সিনেমায় অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন।
তিনি শ্রীলঙ্কান পরিচালক বিমুক্তি জয়সুন্দর এর দ্বারা পরিচালিত ‘ছত্রাক’ সিনেমায় এমন একটি চরিত্রে অভিনয় করেন যেখানে তাকে এক দৃশ্যে নগ্ন হতে হয়, ফলে ছবি মুক্তির পর প্রচুর সমালোচনার শিকার হন। কিন্তু তা সত্বেও তিনি থেমে থাকেননি। বিভিন্ন সাক্ষাৎকারে পাওলি জানান যে, তিনি কখনো বোল্ড দৃশ্যে অভিনয় করতে ভয় পান না, চরিত্র যদি তাঁর কাছে আকর্ষণীয় মনে হয় তবে তিনি অবশ্যই তাতে কাজ করবেন। চিত্রনাট্যে প্রয়োজনে বরাবরই তিনি সাহসী চরিত্রে অভিনয় করতে প্রস্তুত।
পাওলি দামের অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা, notable films acted by Paoli Dam
পাওলির অভিনয় করা উল্লেখযোগ্য বাংলা সিনেমাগুলো হল : ”তুলকালাম”, “কালবেলা”, ”ছত্রাক”, ”মাটি” ইত্যাদি। হিন্দি ছবির ক্ষেত্রে উল্লেখযোগ্য হল হেট স্টোরি, ইয়ারা সিলি সিলি প্রভৃতি, তাছাড়াও আরো বেশ কিছু ছবিতে পাওলি নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন, যেমন : মাছের ঝোল, একটু সরে বসুন, বুলবুল, লাভ আজ কাল পরশু, জুলফিকার, বাংলা বাঁচাও, বেডরুম, ইত্যাদি। তবে হেট স্টোরি ছবিতে পাওলির অভিনয় দর্শকদের মনে উষ্ণ সাড়া ফেলেছিল।
টাইমস অফ ইন্ডিয়া তাঁর অভিনয়ের পর্যালোচনায় লিখেছিল: ” পাওলি দাম চরিত্র ফুটিয়ে তোলার দিক থেকে একটুও হতাশ করেন না, তিনি তার অভিনয় ক্ষমতার দিক থেকেও যথেষ্ট ভালো কাজ করছেন। ” তিনি সম্প্রতি বেশ কিছু ওয়েব সিরিজেও কাজ করেছেন, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল : কালি, দ্যা গ্রেট ইন্ডিয়ান মার্ডার, কর্ম যুদ্ধ, চার্লি চোপড়া প্রভৃতি।
ব্যক্তিগত জীবনের তথ্য, Paoli Dam personal life
পাওলি দাম ২০১৭ সালের ৪ ডিসেম্বর অর্জুন দেবকে বিয়ে করেন। অর্জুন গুয়াহাটির বাসিন্দা এবং পেশাগত দিক থেকে একজন ব্যবসায়ী।
সমালোচনা, Paoli Dam criticism
সাহসী চরিত্রে তথা ফটোশুটের ক্ষেত্রে সাবলীল ভাবে কাজ করার দরুন বহুবার সমালোচনার সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রী পাওলি দামকে। তিনি তিনি কখনোই থমকে যান নি, বরং নির্দ্বিধায় কাজ করে গেছে নিজের মতো করে। তবে ক্যারিয়ারের শুরুর দিকে তিনি বহু মানুষের কটাক্ষের শিকারও হয়েছিলেন।
একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে, “আমি কেরিয়ার শুরু করেছিলাম তখন যাত্রাটা মোটেই সহজ ছিল না। ‘মেয়েটা কালো’, ‘নাকটা বাঁকা’ এমন অনেক প্রশংসা শুনতে হয়েছে। কিন্তু আমি কখনওই হাল ছাড়িনি। আসলে সেই সময় মানুষের ধারণা ছিল যে সমস্ত মেয়েদের শরীরের রং ফর্সা কেবল তারাই প্রধান চরিত্রে অভিনয় করতে পারেন।
সেই জন্য বেশিরভাগ সময় আমি নায়িকার বোনের চরিত্র পেতাম। কিন্তু আমি কখনওই আত্মবিশ্বাস হারাইনি।” নিজের ক্ষমতার উপর সম্পূর্ণভাবে বিশ্বাস রেখে এগিয়ে চলার মানসিকতা থাকার ফলেই তিনি জীবনের প্রতিটা বাধা পেরিয়ে এতটা জনপ্রিয় হয়ে উঠতে পেরেছেন।
পুরস্কার ও সম্মাননা, awards and recognition
পাওলি দাম ২০১১ সালে, বাংলা চলচ্চিত্র ছত্রাক-এ সাহসী ভূমিকায় অভিনয়ের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পান। চলচ্চিত্রটি কান চলচ্চিত্র উৎসবে এবং টরন্টো এবং যুক্তরাজ্যের চলচ্চিত্র উৎসবেও ছবিটি প্রদর্শিত হয়। তিনি ২০১৪ সালে কলকাতা টাইমস দ্বারা “Most Desiarable Award” লাভ করেন। ২০১২ সালে, হেট স্টোরি এর মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। ২০১৬ সালে তিনি হায়দ্রাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে নাটকের মোটোতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর হিসেবে ভিউয়ার্স চয়েস পুরস্কার জয় করেছিলেন।
অভিনেত্রীর সম্পর্কে অন্যান্য কিছু তথ্য, Special information about Paoli Dam
বলিউড তথা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দামের উচ্চতা হল : ৫ ফুট ৩ ইঞ্চি এবং ওজন ৫১ কেজি।
উপসংহার, Conclusion
পাওলি দাম অভিনেত্রী হিসেবে অনেক কম বয়সেই যথেষ্ট সুনাম অর্জন করেছেন। তিনি প্রতিবার ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এবং প্রতিবার ছবিতে নিজের আকর্ষণীয় চরিত্রের তথা অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। নিঃসন্দেহে তাঁর অভিনয় দর্শক তথা সিনেমা প্রেমী জনগণের মধ্যে বরাবর সমাদৃত হয়েছে।
পর্দায় তাঁকে দেখে যেন চোখ সরানো দায়। যদিও সাহসী চরিত্রে কাজ করায় অভিনেত্রীও বারেবারে জড়িয়েছেন বিতর্কে, কিন্তু এ নিয়ে তিনি কখনো মাথা ঘামান নি, বরং প্রত্যেকবার তিনি সমালোচকদের জবাব দিয়েছেন এবং অভিনয় ক্যারিয়ারে ক্রমশ এগিয়ে গিয়েছেন।
Frequently Asked Questions
ভারতীয় অভিনেত্রী।
১৯৮০ সালের ৪ অক্টোবর।
অর্জুন দেব।
অগ্নিপরীক্ষা (২০০৬, বাংলা )