বাঙ্গালী চলচ্চিত্রের সুখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তাঁর অভিনীত প্রথম ছবি ছিল সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’, ছবিটি প্রচুর সাফল্য পেয়েছিল, পাশাপাশি অভিনেত্রী হিসেবে তিনিও যথেষ্ট খ্যাতি লাভ করেন। প্রিয়াঙ্কা নিজের কর্মজীবনে প্রধান নায়িকা থেকে শুরু করে সহ নায়িকা প্রভৃতি সব ধরনের চরিত্রেই খুব ভালো কাজ করেছিলেন ফলে তাঁর অভিনয় দর্শকদের মধ্যে যথেষ্ট প্রশংসনীয়।
প্রিয়াঙ্কা সরকারের ছোটবেলা ও পরিবার জীবনের বিভিন্ন ঘটনা Priyanka Sarkar childhood and family
প্রিয়াঙ্কা সরকারের জন্ম হয় ১৯৯০ সালের ৩১ শে ডিসেম্বর। তিনি ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় জন্মগ্রহণ করেন। প্রিয়াঙ্কার পরিবারে আছেন তাঁর বাবা মা এবং এক ছোট বোন।
বিভিন্ন সাক্ষাৎকারে ছোটবেলার স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা জানান যে, ছোটবেলায় নতুন জামা কেনার পাশাপাশি ক্যাপ ও বন্দুক কেনার জন্যেও বায়না করতেন তিনি। তাছাড়া দূর্গা পুজোর আগে আনন্দমেলা কিংবা শুকতারা -র গল্প পড়ার প্রতিযোগিতা করতেন বন্ধুদের সঙ্গে। এক কথায় শৈশবকাল যথেষ্ট উপভোগ করেছেন তিনি।
অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এর শিক্ষাজীবন, Priyanka Sarkar’s education
প্রিয়াঙ্কা সরকার ওরিয়েন্ট ডে স্কুলে পড়াশুনা করেন, সেখান থেকেই তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন।
অভিনেত্রীর ব্যক্তিগত জীবন, Priyanka Sarkar personal life
প্রিয়াঙ্কা সরকার ২০১০ সালে তাঁর প্রথম ছবির সহ অভিনেতা রাহুল ব্যানার্জীকে বিয়ে করেন। সেই ছবিতে কাজ করার সময় থেকেই তাদের মধ্যে প্রেম সম্পর্কের শুরু হয়। পরবর্তীতে তাদের এক পুত্র সন্তান জন্ম নেয়। যদিও ২০১৭ সাল থেকে এই দম্পতি বিভিন্ন সাংসারিক বিবাদের কারণে আলাদা ভাবে থাকা শুরু করেন।
এমনকি বিবাহ বিচ্ছেদ মামলা শুরু হয় তাদের। কিন্তু বেশকিছু বছর ধরে এভাবে থাকার পর, ছেলে সহজের কথা ভেবে তাঁরা ঠিকও করেন যে একে-অপরকে আরো একটি সুযোগ দেবেন এবং নতুন করে নিজের সংসার পাতবেন পরস্পরের সাথে। তবে বিচ্ছেদের মামলা নিয়ে বেশ কিছু আইনি জটিলতা ছিল।
সেই আইনি জটিলতা কাটিয়ে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ করেন যে অবশেষে খুব শীঘ্রই একসঙ্গে থাকতে শুরু করবেন রাহুল-প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা সরকার এর অভিনয় জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, Priyanka Sarkar career experiences
প্রিয়াঙ্কা সরকারকে টিভির পর্দায় বিভিন্ন ধারাবাহিকে কাজ করতে দেখা যায় প্রাথমিক সময়ে। তিনি ছোটো পর্দায় অভিনয় করার মাধ্যমেই নিজের কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে, ২০০৮ সালে রাজ চক্রবর্তীর পরিচালনায় “চিরদিনই তুমি যে আমার’ তে অভিনয়ের সুযোগ পাওয়ার মাধ্যমে চলচিত্র জগতে প্রবেশ করেন।
ছবিতে তাঁর সহকারী অভিনেতা ছিলেন রাহুল ব্যানার্জী। এই প্রথম সিনেমাটিতেই তিনি তাঁর অভিনয় প্রতিভার পরিচয় দেন এবং দর্শকদের মনে স্থান করে নিতে সক্ষম হন এবং সিনেমাটিও বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল। এরপরের বছর প্রিয়াঙ্কা রিস্ক সিনেমায় অসাধারণ অভিনয় করেন। সেখানে তিনি ঋতুপর্না সেনগুপ্ত ও হিরন চ্যাটার্জীর সাথে জুটি বাঁধেন।
তারপর একে একে বিভিন্ন ছবির জন্য প্রস্তাব পেতে থাকেন তিনি, যেমন – লাভ সার্কাস, কাগজের বউ, হ্যাংওভার, ন হন্যতে, হেমলক সোসাইটি প্রভৃতি। উক্ত ছবিগুলোর মত বেশ কিছু ব্লকবাস্টার সিনেমাতে বিশেষ দক্ষতার সাথে অভিনয় করেন তিনি, ভালো অভিনেত্রী হিসেবে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেন।
জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে তথা ভালো অভিনেত্রী হওয়ার সুবাদে তিনি বাংলাদেশ থেকেও সিনেমায় অভিনয়ের ডাক পেয়েছিলেন। অভিনেত্রী বাংলাদেশের সিনেমা ‘হৃদয় জুড়ে’ তে অভিনয় করছেন।
প্রিয়াঙ্কা সরকার অভিনীত চলচ্চিত্র সমূহ, Films acted by Priyanka Sarkar
অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে আমরা বহু ছবিতে অভিনয় করতে দেখেছি। কখনই তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন, আবার কখনো পার্শ্ব চরিত্রে। কিন্তু উভয় ক্ষেত্রেই তিনি নিজের অভিনয় দক্ষতা প্রদর্শন করে দর্শকদের মন জয় করেছেন।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল : এই পৃথিবী তোমার আমার, রিস্ক, ভালোবাসা জিন্দাবাদ, কেনো কিছু কথা বলোনা, লাভ সার্কাস, শোনো মন বলি তোমায়, প্রতিবাদী, বর বউ খেলা, কাগজের বউ, গেম, হ্যাংওভার, রান, গেট টু গেদার, যদি একদিন, মউবনে আজ, ন হন্যতে, হেমলক সোসাইটি, হই চই, এ পলিটিকাল মার্ডার,দ্য রয়েল বেঙ্গল টাইগার, অভিশপ্ত নাইটি, রাজকাহিনী, ব্যোমকেশ বক্সী, অ্যাবি সেন,আরশিনগর, চ্যাম্প, ক্রিশ ক্রশ, ব্যোমকেশ গোত্র, কবির, সুলতান দ্য সেভিয়র, ককপিট, ছায়া ও ছবি, যকের ধন, আমার আপনজন, মানবজমিন, ব্যোমকেশ ও চিড়িয়াখানা প্রভৃতি।
টেলিভিশনের কাজের তালিকা, Priyanka Sarkar in television shows
ছোট পর্দা দিয়ে অভিনয়ে পা রেখেছিলেন প্রিয়াঙ্কা। অভিনেত্রী বেশ কিছু ধারাবাহিকে কাজ করেছিলেন, সেগুলোর নাম হল :
- আস্থা
- খেলা
- নানা রঙের দিনগুলি
এছাড়াও বেশ কিছু বাংলা শো তেও তাঁকে দেখা গিয়েছিল টিভির পর্দায়, সেগুলি হল :
- এবার জলসা রান্নাঘরে( সিজন ১, সিজন ২)
- মহানায়ক
- স্টার জলসার মহালয়া
- সান বাংলা সুপার ফ্যামিলি
ওয়েব সিরিজ এ প্রিয়াঙ্কার কাজ, Priyanka Sarkar in web series
অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার বেশ কিছু ওয়েব সিরিজের মধ্যেও অভিনয় করেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল:
- ২০১৭ সাল থেকে ২০২১ সালে ‘ হেলো! ‘ সিরিজে অভিনয় করেন যা হইচই তে মুক্তি পায়।
- ২০১৯ সালে রহস্য রোমাঞ্চ সিরিজে অভিনয় করেন যা হইচই তে মুক্তি পায়।
- ২০২২ সালে মহাভারত মার্ডারস্ অভিনয় করেন যা হইচই তে মুক্তি পায়।
- ২০২৩ সালে লজ্জা নামক একটি সিরিজে অভিনয় করেন যা হইচই তে প্রকাশিত হয়।
- এছাড়াও তিনি জি৫ এর ‘ছোটলোক’ নামক একটি সিরিজে অভিনয় করেছেন বলেও জানা যায়।
প্রিয়াঙ্কা সরকার এর বলিউডে অভিষেক, Priyanka sarkar’s debut in Bollywood
‘চিরদিনই তুমি যে আমার’ থেকে শুরু করে ‘মানব জমিন’ অবধি বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে অসাধারণ অভিনয় প্রতিভা প্রদর্শন করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। টলিউডে নিজের অভিনয় এর মধ্য দিয়েই নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি।
অভিনয় জীবনের শুরু থেকে লাগাতর বেশ কয়েক বছর ধরেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রিয়াঙ্কা তাঁর সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে ফেলেছেন। তবে অভিনেত্রীর জীবনে নিজের অভিনীত পরিসর বাড়ানোর পালা এলো হিন্দি ছবিতে কাজ করার সুযোগের মাধ্যমে।
২০২৩ সালে বিভিন্ন মাধ্যমে, খবরে একথা ছড়িয়ে পড়ে যে বলিউড অভিনেতা শারিব হাশমির সঙ্গে তাঁকে জুটি বাঁধতে দেখা যাবে। পরিচালক অনিক চৌধুরীর ‘দ্য জেবরাস’ সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে। বাংলার নায়িকার দৌড় এভাবে এগিয়ে গেলে সেটা আমাদের সকলেরই গর্বের বিষয়।
প্রিয়াঙ্কা সরকার সম্পর্কে বিশেষ কিছু তথ্য জেনে নিন, Special information about Priyanka Sarkar
- রাশিচক্র চিহ্ন মকর
- উচ্চতা 5′ 3″
- ওজন 55kg
- ডেবিউ মুভি : চিরোদিনী তুমি যে আমার (২০০৮, বাংলা), হৃদয় জুড়ে (২০২০, বাংলাদেশী)
- প্রিয় রঙ : সাদা-কালো
- প্রিয় অভিনেতা : শাহরুখ খান
- প্রিয় অভিনেত্রী : শ্রীদেবী
- প্রিয় খাবার : মাছের তরকারি, ভাতের সঙ্গে ডাল, বিরিয়ানি
- শখ : নাচ, ভ্রমণ
- প্রিয় খেলাধুলা : ক্রিকেট
- প্রিয় গন্তব্য : মালয়েশিয়া, গোয়া, দার্জিলিং।
প্রায়ই আকর্ষণীয় লুকে ফটোশুট করিয়ে সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশ করেন অভিনেত্রী। কখনই সাদাকালো ছবি, আবার কখনো সোনালী রঙের কাপড়ে ঝড় তোলেন অভিনেত্রী। নেটিজেনদের কাছে তাঁর ছবিগুলো পছন্দ হয়, ফলে কমেন্ট বক্স ভরে ওঠে বিভিন্ন অনুরাগীদের মন্তব্যে।
উপসংহার, Conclusion
বাংলা চলচ্চিত্র জগতে একের পর এক ছবিতে দারুণ অভিনয় করার মধ্য দিয়ে রীতিমতো সকলকে চমকে দিয়েছেন প্রিয়াঙ্কা সরকার, তিনি প্রতিবারই নিজের ভিন্ন ধর্মী চরিত্রগুলোতে মেলে ধরেছেন নিজের অভিনয় এর দক্ষতার বিভিন্ন দিক। শুধু ছোট পর্দা বা বড় পর্দা নয়, OTT প্ল্যাটফর্মেও সকলের নজর কেড়েছেন অভিনেত্রী। তাই আশা করা যায় যে আগামীতেও তাঁর অভিনয় এর দক্ষতা আরো উপভোগ করার সুযোগ পাবেন দর্শকরা। তিনি নিঃসন্দেহে অভিনয় জগতের এক অনন্য নক্ষত্র।
Frequently Asked Questions
১৯৯০ সালের ৩১ শে ডিসেম্বর।
রাহুল ব্যানার্জী।
চিরদিনই তুমি যে আমার।