রাইমা সেন এর বয়স, উচ্চতা, জীবনী, প্রেম, ছবি | Bengali Actress Raima Sen Height, Weight, Age, Affairs, Biography & More in bangla

রাইমা সেনের জীবনী

রাইমা সেন একজন ভারতীয় অভিনেত্রী চলচ্চিত্র শিল্পে নিজের কাজের জন্য সুপরিচিত। জন্মসূত্রে অভিনয় জগতের সাথে যুক্ত থাকলেও নিজের চেষ্টা এবং অভিনয় দক্ষতার জোরে চলচ্চিত্র জগতে খ্যাতি অর্জন করেছেন এই অভিনেত্রী। অভিনেত্রীর সৌন্দর্য্য সকলের মন কাড়ে, বিশেষ করে রাইমার বড় বড় চোখ দুটো সকলেরই পছন্দের। বহু দর্শকদের মতে দিদিমা সুচিত্রা সেনের মুখের আদল পাওয়া যায় রাইমার চেহারার মধ্যেও।

রাইমা সেনের জন্ম ও পরিবার পরিচয়, Birth and Family Identity of Raima Sen

রাইমা সেন, ১৯৭৯ সালের ১১ নভেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। সুখ্যাত অভিনেত্রী মুনমুন সেনের কন্যা হলেন রাইমা সেন, সেই সূত্রে বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি। অন্যদিকে রাইমার বোন রিয়া সেনও বলিউডের চলচ্চিত্র শিল্পের সাথে জড়িত আছেন। রাইমার বাবা ভারত দেববর্মা ছিলেন ত্রিপুরার রাজ পরিবারের একজন সদস্য। তাঁর ঠাকুমা ইন্দিরা বরোদার মহারাজা তৃতীয় সায়াজিরাও গায়কোয়াড়ের একমাত্র কন্যা ছিলেন।

রাইমার মাতামহী ইলা দেবী ছিলেন কোচ বিহারের রাজকুমারী, যার ছোট বোনের নাম গায়ত্রী দেবী, যিনি ছিলেন জয়পুরের মহারানী। রাইমার মাতামহ আদিনাথ সেন ছিলেন কলকাতার একজন প্রখ্যাত ব্যবসায়ী। চলচ্চিত্রের পর্দায় রাইমা ও রিয়ার নামই তাঁদের মায়ের পারিবারিক নামানুসারে থাকলেও, কাগজ-কলমে তাদের বংশ নাম দেববর্মা দেওয়া আছে।

রাইমা সেনের জন্ম ও পরিবার পরিচয়

রাইমা সেনের অভিনয় জীবনের শুরু, The beginning of Raima Sen’s acting career

মুনমুন সেনের মেয়ে তথা সুচিত্রা সেনের নাতনি হওয়ায় অভিনয় হয়তো রাইমার রক্তের সাথে মিশে ছিল। তিনি অভিনয় জগতে আসার পর থেকে এখনও অবধি বরাবরই নিজের দক্ষতা প্রদর্শন করেছেন। রাইমা সেন নিজের অভিনয় জীবনে হিন্দি, বাংলা, তেলেগু, মালয়ালম, ইংরেজি ইত্যাদি ভাষার ছবিতে কাজ করেছিলেন। তাঁর প্রথম ডেবিউ মুভিগুলি হল : 

  • গডমাদার (১৯৯৯, হিন্দি)
  • নীল নির্জানে (২০০৩, বাংলা)
  • ধৈরিয়াম (২০০৫, তেলুগু)
  • বীরাপুথরান (২০১১, মালয়ালম)

  ১৯৯৯ সালে প্রথম ছবিতে কাজ শুরু করার পর থেকে তিনি ক্রমাগত চলচ্চিত্র জগতে কাজ করে চলেছেন। সিনেমাগুলোতে ভূমিকা ছোটো হোক কিংবা বড়, অভিনেত্রী প্রতিবার নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছেন। তবে সিনেমার চরিত্রের অডিশনের মুখোমুখি হতে ভয় থাকা এবং ভাগ্যের উপর নির্ভর করে চলার সিদ্ধান্তের কারণে বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমা রাইমার হাত থেকে ফস্কে যায়। সেইজন্য ভালো কাজ পাওয়ার জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছিল অভিনেত্রীকে।

রাইমা সেনের অভিনয় জীবনের শুরু

তবে বলা বাহুল্য যে, পরবর্তী সময় রাইমা নিজের চেষ্টাতেই চলচ্চিত্র জগতের মাটিতে নিজের জমি শক্ত করে নিতে পেরেছেন। বাংলা চলচ্চিত্র জগতে অঞ্জন দত্ত, ঋতুপর্ণ ঘোষ, থেকে সৃজিত মুখোপাধ্যায়ের মত একাধিক পরিচালকের সাথে কাজ করেছেন রাইমা সেন। অন্যদিকে হিন্দি, তামিল সিনেমাতেও নিজের জায়গা পোক্ত করে নিয়েছেন অভিনেত্রী। বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে একাধিক সাহসী দৃশ্যেও।

রাইমা সেন অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা, Some notable movies starring Raima Sen

  • 2001 সালে মুক্তপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্র ‘দামন’।
  • 2002 সালে ‘ নীল নির্জনে ‘ ও ‘ চোখের বালি ‘ নামক বাংলা চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করেন। একই বছরে ‘Fun2shh…Dudes in the 10th Century’ নামক দুটি হিন্দি চলচ্চিত্র প্রকাশ পায়।
  • 2003 সালে মুক্তি পায় ‘ কুছ দিল নে কাহা’ নামক হিন্দি চলচ্চিত্র।
  • 2004 সালে শক্তি নামক বাংলা ছবিতে কাজ করেন অভিনেত্রী। 
  • 2005 সালে বাংলা ছবি ‘অন্তর মহল’ এবং ‘নিশিযাপন’ ছবিতে অভিনয় করেন। একই সালে ‘ধৈর্যম’ নামক তেলেগু ছবি এবং ‘পরিণীতা’, ‘৯৯.৯ এফ এম’ এবং ‘ দশ ‘ নামক হিন্দি ছবিতেও দেখা যায় রাইমা সেনকে।
  • ২০০৬ সালে রাইমা সেন অভিনীত ‘The Bong Connection’ ও ‘ অনুরণন ‘ নামক বাংলা ছবি মুক্তি পায়।
  • 2007 সালে মুক্তিপ্রাপ্ত ‘Eklavya: The Royal Guard’, ‘হানিমুন ট্রাভেলস’, ‘ইয়াত্রা’, ‘Manorama Six Feet Under’ প্রমুখ হিন্দি ছবিতে কাজ করেন তিনি।
  • ২০০৮ সালে বাংলা ছবি ‘ খেলা ‘ এবং হিন্দি ছবি ‘সি কোম্পানী’ তে দেখা যায় তাঁকে।
  • 2009 সালে হিন্দি ছবি ‘মেরে খোয়াবন মে জো আয়ে’ তে মায়া নামক চরিত্রে দেখা যায় রাইমাকে।
  • ২০১০ সালে ‘ তিন পত্তি’ ও ‘ মির্চ ‘ নামক হিন্দি ছবি, নোটবোর নোটআউট নামক বাংলা ছবিতে অভিনয় করেন রাইমা সেন।
  • ২০১১ সালে প্রকাশ পায় ‘বাইশে শ্রাবণ’ ও ‘ নৌকাডুবি ‘ নামক বাংলা ছবি এবং বীরপুত্রান নামক মালয়ালম ছবি।
  • 2012 সালে প্রকাশ পায় ‘চিত্রাঙ্গদা: ক্রাউনিং উইশ’, অবশেষে, কয়েকটি মেয়ের গল্প প্রমুখ বাংলা ছবিগুলো এবং থ্রি ব্যাচেলর হিন্দি ছবি।
  •  ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছবি ‘ হাওয়া বদল ‘, যেখানে পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে জুটি বেঁধেছিলেন রাইমা সেন। তাদের জুটিকে দর্শকরা খুব পছন্দ করেছিলেন।
  • 2014 সালে বাংলা ছবি ছায়া মানুষ, বাড়ি তার বাংলা, হৃদ মাঝারে এবং Children of War নামক হিন্দি ছবি মুক্তি পায়।
  • রোগা হাওয়ার সহজ উপায় নামক বাংলা চলচ্চিত্র এবং অ্যাবি সেন নামক হিন্দি ছবিতে অভিনয় করেন রাইমা সেন, যা মুক্তি পায় 2015 সালে।
  • 2016 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র   মনচোরা  ও বাস্তু শাপ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় অভিনেত্রীকে।
  • 2017 সালে মুক্তি পায় বাংলা ছবি হাসন রাজা।
  • 2019 সালে বাংলা ছবি ‘অবশেষে ভালোবাসা’ তে দেখা যায় রাইমাকে। 
  • 2020 সালে মুক্তি পায় বাংলা ছবি দ্বিতীয় পুরুষ, যা একটি ত্রিকোণ প্রেমের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। উক্ত ছবিতে রাইমার সহ অভিনেতা হিসেবে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়।
  • 2022 সালে আনিয়া নামক চলচ্চিত্র হিন্দি , মারাঠি ভাষায় মুক্তি পায়।
রাইমা সেন অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা

অভিনেত্রীর ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু তথ্য, Personal Life of Raima Sen

সুখ্যাত অভিনেত্রী রাইমা সেন বর্তমানে কারও সাথে সম্পর্কে আছেন কি না সে সম্পর্কে সঠিক কোনো তথ্য জানা যায় নি, তবে ২০০৭ সালে রাইমা সেন এক সাক্ষাৎকারে স্বীকার করেন যে তিনি ২০০৬ সাল থেকে ২০০৭ সাল অবধি ওড়িশার রাজনীতিবিদ কালীকেশ নারায়ণ সিং দেওর সাথে একটি সংক্ষিপ্ত সময়কালীন সম্পর্কে যুক্ত ছিলেন। তাছাড়া ব্যক্তিগত জীবনে নিজের পছন্দ অপছন্দের ব্যাপারে বলতে গিয়ে রাইমা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে তিনি মুম্বাইয়ের জীবনের দ্রুতগতি, জিম এবং নাইটক্লাবগুলি উপভোগ করেন, তবে তিনি কলকাতায় নিজের পরিবার, পোষা কুকুর কুডলস এর পাশাপাশি ঝাল মুরি এবং চাট সহ রাস্তার বিভিন্ন খাবারকে মিস করেন।

রাইমা সেনের অভিনীত ওয়েবসিরিজ, Web series starring Raima Sen

বড়পর্দার চলচ্চিত্র ছাড়াও রাইমা সেন বেশ কিছু ওয়েবসিরিজে কাজ করেছেন। হিন্দি এবং বাংলা উভয় ভাষার ওয়েবসিরিজেই নিজের অভিনয় দক্ষতা প্রদর্শন করেছেন তিনি। রাইমা সেনের অভিনীত ওয়েবসিরিজগুলি হল :

  1. 2017 সালে ‘হ্যালো’ নামক ওয়েবসিরিজ, যা হোইচোই তে প্রকাশ পায়। 
  2. 2018 সালে ‘মেহমান’ নামক ওয়েবসিরিজ, যা ZEE5 এ প্রকাশিত হয়।
  3. 2019 সালে ‘পরছাই’, ‘লাভ বাইটস’, ‘ইট স্লিপ রিপিট’, নামক ওয়েবসিরিজ, যা ZEE5 এ প্রকাশিত হয়।
  4. 2020 সালে ‘ব্ল্যাক উইডোজ’, ‘ফর্বিডেন লাভ’ নামের ওয়েবসিরিজ, যা ZEE5 এ প্রকাশিত হয়। 
  5. 2021 সালের ‘ দ্য লাস্ট আওয়ার’ নামক ওয়েবসিরিজ, যা আমাজন প্রাইম প্লাটফর্মে মুক্তি পায়। 
  6. 2022 সালে ‘মাইঃ এ মাদার্স রেজ’  নামক ওয়েবসিরিজ নেটফ্লিক্স এ প্রকাশিত হয়। 
  7. 2023 সালে ‘রক্তকরবী’ নামক ওয়েবসিরিজ প্রকাশিত হয় ZEE5 প্লাটফর্মে।
রাইমা সেনের অভিনীত ওয়েবসিরিজ

কর্মজীবনে পুরস্কার অর্জন, Awards and recognition 

রাইমা সেন ২০০৬ সালে ‘নিশিযাপন’ চলচ্চিত্রের জন্য BFJA-Most Promising Actress Award অর্জন করেন। এছাড়াও তিনি বাংলা ছবি “মাছ মিষ্টি অ্যান্ড মোর” এর জন্য রাইমা ফিল্মফেয়ার পুরষ্কার সেরা অভিনেতার সহকারী ভূমিকার জন্য (মহিলা)- মনোনীত হন।

কর্মজীবনে পুরস্কার অর্জন

রাইমা সেন সম্পর্কিত বিশেষ কিছু তথ্য, Special information about Raima Sen

  • রাইমা সেনের মাতৃভাষা : বাংলা।
  • রাশিচক্র : বৃশ্চিক।
  • অভিনেত্রীর উচ্চতা : 5′ 5″ এবং ওজন : 52kg।
রাইমা সেন সম্পর্কিত বিশেষ কিছু তথ্য

উপসংহার 

চলচ্চিত্র জগতের মাটিতে নিজের জমি শক্ত করে যথেষ্ট সুখ্যাতি লাভ করেছেন রাইমা সেন। তাঁর পরিচয় দিতে গেলে প্রতিবার অভিনেত্রীর মা অথবা দিদিমার নাম উল্লেখ করতে হয় না, বরং নিজের অভিনীত সিনেমাগুলোর গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মধ্য দিয়েই তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ।

Frequently Asked Questions 

রাইমা সেনের জন্ম কবে হয় ?

১৯৭৯ সালের ১১ নভেম্বর

রাইমা সেন সুচিত্রা সেনের সাথে সম্পর্কিত কি না?

রাইমা সুচিত্রা সেনের নাতনি।

রাইমা সেনের বোনের নাম কি ?

রিয়া সেন।

রাইমা সেনের পিতার নাম কি ?

ভারত দেববর্মা

Oindrila Banerjee

Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"

Recent Posts