সাইফ আলি খান ভারতের একজন জনপ্রিয় অভিনেতা। অন্যদিকে তিনি একজন দক্ষ চলচ্চিত্র প্রযোজকও। সাইফ আলী খান দক্ষ অভিনয়ের জন্য ভারতীয় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডে সুবিখ্যাত। অন্যদিকে পতৌদির নবাব পুত্র নামেও পরিচিত সাইফ আলি খান।
সাইফ আলি খান এর জন্ম ও পরিবার পরিচয়, Saif Ali Khan birth and family identity
সাইফ আলি খান ছোটবেলায় রুপোর চামচ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। ভারতের আইকনিক ক্রিকেটার প্রয়াত মনসুর আলী খান পতৌদির সন্তান তিনি। অন্যদিকে প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুরের ছেলে। সাইফ এর দুজন বোনও রয়েছে, যাদের নাম সোহা আলী খান(অভিনেত্রী),সাবা আলী খান(ফ্যাশন ডিজাইনার)।
ব্রিটিশ রাজ্যের সময় পতৌদি রাজ্যের শেষ নবাবের সন্তান হলেন সাইফ আলি খান। তিনি জন্মগ্রহণ করেন ১৯৭০ সালের ১৬ ই আগস্ট। ভারতের রাজধানী দিল্লিতে তাঁর জন্ম হয়। তবে বর্তমানে তিনি মুম্বাইয়ের বাসিন্দা। সাইফ আলী খানের বাবা ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলতেন।
১৯৪৭ সালের পর থেকে তিনি ভারতের অধিনায়ক হিসেবে নির্বাচিত হন এবং তখন থেকে ভারতের অধিনায়ক পদে ক্রিকেট খেলেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানান সে শৈশবের সকল স্মৃতির মধ্যে বাবার সাথে ক্রিকেট খেলার মুহূর্তগুলো তাঁর জীবনের সেরা মুহূর্তগুলোর মধ্যে অন্যতম।
সাইফ আলী খান এর শিক্ষাগত যোগ্যতা, Saif Ali Khan educational qualification
সাইফ আলী খান বেশ কয়েকটি স্কুলে পড়াশুনা করেছিলেন, যথা লরেন্স স্কুল, সানা ওয়ার, লকার্সপার স্কুল, হার্টফোর্ট ফায়ার। পরবর্তীতে তিনি উচ্চ শিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তে পাড়ি জমান, সেখানে তিনি উইন চেস্টার কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন।
সাইফ আলী খান এর অভিনয় জীবন, Saif Ali Khan acting career
সাইফ আলি ১৯৯২ সালে পরম্পরা ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত এই প্রথম ছবিটি ব্যর্থ হয়। কিন্তু তিনি এ নিয়ে থেমে থাকেননি। পরবর্তীতে ‘ইয়ে দিল্লাগি’ এবং ‘আশিক আওয়ারা’ এর মত ছবিগুলোর মধ্যে দিয়ে সাফল্য অর্জন করেন তিনি। ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ‘হাম সাথ সাথ হে’ ছবিটির সাফল্যের মাধ্যমে তিনি বলিউডে ভালোভাবে আত্মপ্রকাশ করেন। তাঁর বন্ধু বান্ধব ও অনুরাগীরা তাঁকে সাইফু এবং ছোট নবাব বলে অভিহিত করে। ১৯৯৩ সালে মেলো ড্রামা দ্য ট্রাম্প ইন লাভ ছবিতে অভিনয় করে ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি।
সাইফ আলি খান এর অভিনীত সিনেমার নাম, List of movies acted by Saif Ali Khan
- আদিপুরুষ (2023)
- জওয়ানি জানেমান (২০২০)
- রেস ২ (২০১৩)
- বাজার (2018)
- হাম সাথ সাথ হে(1999)
- রেস (2008)
- রেস টু(2013)
- ককটেল(2012)
- এজেন্ট বিনোদ (2012)
- হাম তুম (2004)
- লাভ আজ কাল(2009)
- কালাকান্দি(2009)
- কাল হো না হো(2003)
- সানাম তেরি কাসাম(2009)
- হ্যাপি এন্ডিং(2014)
- গোয়া গোন(2008)
- আরজু(1999)
- তু চোর মে সিপাহী(1996)
- পরম্পরা(1993)
এছাড়াও তিনি আরো বেশ কিছু উল্লেখযোগ্য ছবিতে কাজ করেছেন।
সাইফ আলি খান এর প্রাপ্ত পুরস্কার/সম্মান, Saif Ali Khan’s awards and recognition
সাইফ আলি খান নিজের অভিনয় দক্ষতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছিলেন। তাঁর প্রাপ্ত উল্লেখযোগ্য পুরস্কারগুলো হল :
বেসামরিক পুরস্কার
- ২০১০ সালে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী প্রাপ্তি।
- ১৯৯৪ সালে ‘আশিক আওয়ারা’ ছবির জন্য জাতীয় ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন।
- ২০০৩ সালে ‘দিল চাহাতা হে’ ছবিতে সেরা নায়ক এর পুরস্কার পান।
- ২০১৪ সালে সাইফ আলী সেরা কমেডিয়ান হিসাবে পুরস্কার পান।
- ২০০৭ সালে ওমকারা ছবিতে সেরা ভিলেনের এওয়ার্ড পান।
- ২০০৪ সালে ‘কাল হো না হো’ ছবিতে সেরা লিডিং অভিনেতার এওয়ার্ড পান।
- ২০০৮ সালে সিনেমায় কৃতিত্বের জন্য রাজিব গান্ধি অ্যাওয়ার্ড পান।
সাইফ আলী খান এর ব্যক্তিগত জীবন, Saif Ali Khan personal life
সাইফ আলি খান প্রথম বিয়েটি করেছিল মাত্র ২১ বছর বয়সে এবং প্রথম স্ত্রী অমৃতা সিং তাঁর থেকে বয়সে ১২ বছরের বড়। অমৃতা সিং হিন্দি চলচ্চিত্র জগতের এক জনপ্রিয় অভিনেত্রী। তাদের বিয়ে হয়েছিল-১৯৯১ সালে। তাদের সংসারে দুই সন্তানের জন্ম হয়েছিল। কন্যার নাম সারা আলি খান ও ছেলের নাম ইব্রাহিম আলি খান। কিন্তু ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।
সাইফ আলী খান ২০১২ সালে দ্বিতীয় বার বিবাহ করেন। তিনি অভিনেত্রী কারিনা কাপুরের সাথে দীর্ঘদিনের সম্পর্কে জড়িত ছিলেন এবং বিয়ের পূর্বে তারা লিভ ইন এ থেকেছেন। উক্ত সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ক্রমে তাদের দুই পুত্র সন্তানের জন্ম হয়, তাদের নাম তৈমুর আলি খান ও জেহ আলী খান।
সাইফ আলি খান কে অভিনয় জগতে এবং অভিনয় জগতের বাইরেও বিভিন্ন কার্যকলাপের জন্য প্রায়ই বিভিন্ন বিতর্কে জড়াতে দেখা যায়।
সাইফ আলি খান ১৯৯৪ সালে ফিল্ম ম্যাগাজিন স্টার এন্ড স্টাইল এর সহকর্মী সম্পাদক কানন দ্বিভেচাকে মারধর করা নিয়ে বিতর্কের সম্মুখীন হন।
১৯৯৫ সালে বোম্বে দোস্ত নামক একটি ম্যাগাজিনে সাইফ আলী খানের মা শর্মিলা ঠাকুরকে নিয়ে ব্যঙ্গ মূলক ইঙ্গিত করে কিছু তথ্য চালানোর জন্য সাইফ আলি খান অশোক রো কবিকে মেরেছিলেন।
২০১২ সালে মুম্বাইয়ের তাজ হোটেলের আফ্রিকার একজন ভারতীয় ব্যবসায়ীকে সাইফ আলী খান অপমানিত করেছিলেন বলে তাঁকে এ নিয়ে বিতর্কের শিকার হতে হয়।
1998 সালে ‘হাম সাথ সাথ হে’ ছবির চিত্রগ্রহনের সময় রাজস্থানে দুটি কৃষ্ণসার হরিণ এর শিকারের অভিযোগ আনা হয় সাইফ আলী খানের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে তিনি বিভিন্ন বিতর্কের শিকার হয়েছিলেন।
সাইফ আলী খান এর গড় আয় এবং সিনেমা পারিশ্রমিক, Saif Ali Khan net worth and movie fees
সাইফ আলী খান এর গড় আয় আনুমানিক ১১৮০ কোটি টাকা। তিনি প্রতি সিনেমার পারিশ্রমিক আনুমানিক ২৪ কোটি টাকা নেন। এছাড়াও ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত সিনেমার পারিশ্রমিক থেকে তাঁর প্রতি বছরের মোট আয় হল-
- ২০১৮ : ২৪ কোটি
- ২০১৯ : ২৬ কোটি
- ২০২০ : ২৯ কোটি
- ২০২১ : ৪০ কোটি
- ২০২২ : ৩৫ কোটি
এছাড়াও সাইফ আলী খান গাড়ির প্রতি একটু বেশি আকৃষ্ট। তাঁর কাছে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের গাড়ি রয়েছে। সেই সমস্ত গাড়ি হলো – Audi R8 Spyder, BMW 7 Series, Lexus 470 , Ford Mustang, Range Rover ,Land Crusier.
সাইফ আলি খান এর সম্পর্কে বিশেষ কিছু তথ্য, Special information about Saif Ali Khan
- সাইফ আলি খান কেয়া কেহেনা ছবিতে অভিনয় করার সময় ছবির একটি দৃশ্যে স্টান্ট করতে গিয়ে গুরুতর আহত হন।
- অভিনেতা হওয়ার পাশাপাশি সাইফ একজন সমাজসেবীও। তিনি ২০০৪ সালে ভারত মহাসাগরে হওয়া ভূমিকম্পতে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য বেশ কিছু টাকা দান করেছিলেন।
- ২০১১ সালের ২২ সেপ্টেম্বর, সাইফ এর বাবা মারা যাওয়ার পর তিনি নবাব হিসেবে চিহ্নিত হন।
- সাইফ আলী খান একজন প্রশিক্ষিত গিটারিস্টও ছিলেন। তিনি খুব সুন্দর গিটার বাজাতে পারেন।
- সাইফ আলি খান ইলুমিনাতি ফিল্ম প্রযোজনা সংস্থার মালিক।
- সাইফ আলি খান একজন পশু প্রেমি, তাঁর বাড়িতে দুটি পোষ্য কুকুর রয়েছে।
- প্রিয় খাবার : কাবাব মাটন,বিরিয়ানি এবং ভেন্ডি (লেডি ফিংগার)।
- প্রিয় অভিনেতা : রবার্ট ডি নিরো
- প্রিয় অভিনেত্রী : শর্মিলা ঠাকুর
- প্রিয় রং : বেগুনি,বাদামি
- প্রিয় চলচ্চিত্র : The Good,The bad and the ugly,The lord of the rings.
- প্রিয় ক্রিকেটার : বিরাট কোহলি,রোহিত শর্মা
- প্রিয় গায়ক : মাইকেল জ্যাকসন,জাস্টিন টিম্বারলেক বিয়ন্স।
- প্রিয় গন্তব্য : লন্ডন এবং লস এঞ্জেলেস
- শখ : উপন্যাস পড়া, গিটার বাজানো, ভ্রমণ, মাছ ধরা ইত্যাদি।
- উচ্চতা : ফুট ইঞ্চি- 5’8’’
- শরীরের পরিমাপ ( আনুমানিক ) 42-34-16 ইঞ্চি,
- বুকের মাপ 42 ইঞ্চি, বাইসেপ এর মাপ 16 ইঞ্চি, কোমরের মাপ 34 ইঞ্চি, জুতোর সাইজ 10 ইঞ্চি।
উপসংহার, Conclusion
সাইফ আলী খান নিঃসন্দেহে ভারতের একজন জনপ্রিয় অভিনেতা। নিজের অভিনয় দক্ষতার পরিপ্রেক্ষিতে তিনি যথেষ্ট খ্যাতি ও সম্মাননা অর্জন করেছেন। নিজের জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিতর্কের শিকার হলেও তিনি সেই সব সমস্যা কাটিয়ে উঠে এক সুখী জীবনে বাস করার চেষ্টা করেন। ভবিষ্যতে আরও ভালো চলচ্চিত্রে তাঁকে কাজ করতে দেখার আশা করা যায়।
Frequently Asked Questions
সাইফ আলী খানের সাথে কারিনা কাপুরের বিয়ে হয়েছিল 16 অক্টোবর 2012।
সাইফ আলী খানের মোট সম্পত্তির পরিমাণ 1180 কোটি(ভারতীয় মূল্যতে)।
সাইফ আলী খানের স্ত্রীর নাম:-অমৃতা সিং (প্রাক্তন স্ত্রী)
কারিনা কাপুর((অভিনেত্রী):-(বিয়ে হয়েছিল-2012)।
2023 সাল অনুযায়ী 53 বছর।
.না। সাইফ আলি খান চিকেন বিরিয়ানি এই সমস্ত কিছু পছন্দ করেন।