শাকিব খানের জীবনী, Biography of Shakib Khan in Bengali

শাকিব খানের জীবনী

শাকিব খান হলেন বাংলাদেশ এর ঢালিউডOpens in a new tab. এর বিখ্যাত এবং সবচেয়ে বেশী পারিশ্রমিক  পাওয়া একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা। এছাড়াও তিনি একজন খ্যাতনামা প্রযোজক, গায়ক, চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।গণমাধ্যমে এনাকে বাংলাদেশের কিং খান ও “ঢালিউড কিং” হিসেবেও সম্মোধিত করা হয়ে থাকে lসোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালবাসা (১৯৯৯) চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবনের সূত্রপাত ঘটে।  হিসাবে সম্বোধিত হন। 

শাকিব খানের জন্ম তথ্য, Birth details

১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদীতে মাসুদ রানা হিসাবে জন্মগ্রহণ করেন শাকিব খান। শাকিব খানের বাবা আব্দুর রব একজন সরকারি কর্মচারী এবং মা নূরজাহান একজন গৃহিণী ছিলেন । তার পরিবারের অন্যান্য  সদস্যদের মধ্যে ছিল তার এক বোন ও এক ভাই। বাবার চাকরির সুবাদে শাকিব খানের শৈশব, কৈশোর ও বেড়ে  ওঠা নারায়ণগঞ্জ জেলায়

শাকিব খানের জন্ম
Pin it

শাকিব খানের শিক্ষাজীবন, Education

 বাবার সরকারি কাজের প্রয়োজনে শাকিব খানের পরিবারকে প্রায়শই এক শহর থেকে অন্য শহর এ যেতে হতো। মেধাবী শাকিব ছোটো বেলা থেকেই পড়াশোনা তে খুব ই ভালো ছিল । প্রত্যেকটি পরীক্ষার ফলাফল খুবই ভালো করতেন তিনি । শাকিব খান এর মাধ্যমিক (SSC) এবং HSC রেজাল্ট  তার মেধার ই সাক্ষ্য গ্রহণ বহন করে। আব্রাহাম  খান জয় কলেজের ছাত্র ছিলেন অভিনেতা। তিনি পড়াশোনা তে  উজ্জ্বল এই  বাংলাদেশি তারকা, অধ্যয়নের পাশাপাশি নাচ এর প্রতি তীব্র আকর্ষণ বোধ করতেন। তিনি তৎকালীন একজন চলচ্চিত্র কোরিওগ্রাফার আজিজ রেজার এর থেকে নাচ এর তালিম নেন। শাকিব খান তার ইচ্ছে প্রসঙ্গে বলেন,

শাকিব খানের শিক্ষাজীবন
Pin it

“ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার (প্রকৌশলী) হব। কারণ আমি সাইন্সের (বিজ্ঞানের) ছাত্র ছিলাম। সবসময় বুকে লালন করতাম ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করব। এর বাইরে যে অপশনটি (বিকল্পটি) আমার মধ্যে কাজ করত তা হলো ইঞ্জিনিয়ার (প্রকৌশলী) হওয়া। খুব পছন্দ ছিল এই পেশাটিও। কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ করার পর হঠাৎ করেই যেন ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকল।”

শাকিব খানের কর্মজীবন, Career

 আগেই বলা হয়েছে যে শাকিব খান নাচের প্রতি এক তীব্র আকর্ষণ অনুভব করতেন আর তাই তিনি একটি ফটোশুট অনুষ্ঠানের জন্য বাংলাদেশ ফিল্ম ডেভলপমেন্ট কর্পোরেশনতে যান।

শাকিব খানের কর্মজীবন
Pin it

 ফটোশুট শেষ হলে সেই ফটোশুটের কর্ণধার আবুল খায়ের  এর দৃষ্টি শাকিব খানের দিকে পড়ে। একজন নামকরা চলচ্চিত্র পরিচালক ছিলেন আবুল খায়ের। আবুল খয়ের তার একটি ছবিতে শাকিব খানকে অভিনয় করার জন্য প্রস্তাব দেন।প্রথম সিনেমার জন্য শাকিব খান পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন মাত্র 5000 টাকা।

শাকিব খানের শাকিব খান অভিনীত প্রথম ছবি, First film acted by Shakib Khan 

শাকিব খানের জীবনের প্রথম সিনেমা ছিল অনন্ত ভালোবাসা(1999)।

শাকিব খানের শাকিব খান অভিনীত প্রথম ছবি
Pin it

শাকিব খানের জনপ্রিয়তা, Popularity of Shakib Khan 

এমনটা মনে করা হয় যে বাংলাদেশের সালমান শাহ এর পরে সবচেয়ে সফল অভিনেতা হিসেবে শাকিব খানের ই নাম আসে। বাংলাদেশের বুকে শাকিব খান এবং অপু বিশ্বাস এর জুটিটি  সফলতম জুটি হিসেবে মনে করা হয়। 2011 সালে শাকিব খান চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন।

শাকিব খানের জনপ্রিয়তা
Pin it

 বাংলাদেশ ছাড়াও শাকিব খান কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নিজের কর্মদক্ষতা দেখিয়েছেন।পশ্চিমবঙ্গের প্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এর সাথে ‘শিকারি’ ছবিতে তাকে কাজ করতে দেখা গিয়েছে।

শাকিব খান অভিনীত চলচ্চিত্র, Movies Starring Shakib Khan

শাকিব খানের অভিনীত ছবিগুলো হলো –

• আমার দোকান তুমি(2005)

•  চাচু

• কোটি টাকার কাবিন

•  দাদীমা

• বাধা

শাকিব খান অভিনীত চলচ্চিত্র
Pin it

• মায়ার মোরজাদা(2006)

• আমার প্রাণের স্বামী

• তোমাকে বউ বানাবো

•  পিতার আসন(2007)

• ছোট সাহেব

•  ও সাথী রে

• মন বড় কষ্ট

• বলোনা তুমি আমার

এছাড়াও অনেক ছবিতে কাজ করেছেন। শাকিব খানের অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল নাট্যধর্মী সুভা (২০০৬), প্রণয়ধর্মী  প্রিয়া আমার প্রিয়া (২০০৮), ও বলবো কথা বাসর ঘরে (২০০৯), প্রণয়ধর্মী-হাস্যরসাত্মক আদরের জামাই (২০১১), মারপিট-প্রণয়ধর্মী ডন নাম্বার ওয়ান (২০১২), প্রণয়ধর্মী পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী (২০১৩), মারপিট-থ্রিলারধর্মী শিকারি (২০১৬), নবাব (২০১৭), নাট্যধর্মী রাজনীতি (২০১৭), সত্তা (২০১৭) ও প্রণয়ধর্মী-হাস্যরসাত্মক চালবাজ (২০১৮), ভাইজান এলো রে(২০১৮), নাকাব(২০১৮)।

২০১১ সালে মনের জ্বালা  ছায়া ছবিতে তিনি প্রথমবারে মতো নেপথ্য সঙ্গীতশিল্পী হিসাবে গানে কন্ঠ দান করেন। ২০১৪ সালে শাকিব খান হিরো: দ্যা সুপার স্টার চলচ্চিত্র দিয়ে প্রযোজক হিসেবে নিজের আত্মপ্রকাশ ঘটান।

শাকিব খানের পুরস্কার/সম্মান, Awards/Honors

শাকিব খান নিজের কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আটটি মেরিল-প্রথম আলো পুরস্কার,তিনটি বাচসাস পুরস্কার ও চারটি সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার। তিনি ২০১০ সালের ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, ২০১২ সালের খোদার পরে মা, ২০১৫ সালের আরো ভালোবাসবো তোমায় এবং ২০১৭ সালের সত্তা চলচ্চিত্রের জন্য চারবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে থাকেন।

শাকিব খানের পুরস্কার
Pin it

বিজ্ঞাপন জগত ও শাকিব খান, Shakib Khan in advertising world 

এশিয়ান ডুপ্লেক্স সিটি নামের একটি বিজ্ঞাপনচিত্রে শাকিব খান প্রথম বিজ্ঞাপনে অভিনয় করেন। পরবর্তীকালে ২০১৩ সালে এনার্জি ড্রিংকস “পাওয়ার”-এর বিজ্ঞাপনচিত্রে  ও কাজ করেন তিনি।

২০১৮ সালে বাংলাদেশের মোবাইল ফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলা লিংকের “বেশি বেশি খুশি খুশি” শিরোনামের একটি বিজ্ঞাপনে অভিনয় করেন, যেখানে প্রথমবারের মতো একসাথে দেখা যায় শাকিব খান ও নুসরাত ফারিয়াকে। ২০১৯ সালে আদনান আল রাজীব পরিচালিত এসএমসি ওরস্যালাইন এন-এর এই বিজ্ঞাপনচিত্রটিতে তাকে হারকিউলিস রূপে দেখা যায় যা কিনা বেশ প্রশংসিত হয়েছিল আমজনতার কাছে। 

বিজ্ঞাপন জগত ও শাকিব খান
Pin it

 শাকিব খানের ব্যক্তিগত জীবন, Personal life

 গণমাধ্যমকে গোপনে রেখে শাকিব খান ২০০৮ সালে ১৮ এপ্রিল নিজের  গুলশানের বাড়িতে তার সর্বাধিক চলচ্চিত্রের সহশিল্পী অপু বিশ্বাসকে বিয়ে করেন। পরবর্তী সময়ে অর্থাৎ ২০১৭ সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে একটি  সাক্ষাৎকারে নিজেদের বিয়ের করার কথা অপু বিশ্বাস ব্যক্ত করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর এই তারকা দম্পতির একটি ছেলে সন্তানের জন্ম হয় যার নাম রাখা হয় আব্রাম খান জয়।

 শাকিব খানের ব্যক্তিগত জীবন
Pin it

তবে দুর্ভাগ্যবশত, ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব খান তালাকের জন্য আবেদন করেন এবং ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পন্ন হয়। চিত্রনায়ক শাকিব খান যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করছেন। অভিনয়শিল্পী হিসেবে ইবি ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করেছেন তিনি। ২০২০ সালে একটি এজেন্সির মাধ্যমে আবেদন করেন। যুক্তরাষ্ট্রে তার নাগরিকত্ব লাভের বিষয়টি দেখাশোনা করছে আমেরিকাপ্রবাসী এক নেপালি উকিল।

শাকিব খানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, Political Outlook

২০১৮ সালে বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার কথা ছিল শাকিব খানের। ২০১৮ সালের ১০ নভেম্বর তিনি জানান যে, ১১ নভেম্বর তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনবেন।

যদিও এদিন রাতেই তিনি তার সিদ্ধান্ত বদল করেন এবং জানান যে, তিনি নির্বাচন করছেন না, “সি‌নেমায় থে‌কেও দে‌শের সেবা করা সম্ভব। তাই ঘ‌নিষ্ঠ‌দের স‌ঙ্গে আলোচনা ক‌রেই নির্বাচ‌নে অংশ না নেয়ার ব্যাপা‌রে সিদ্ধান্ত নিলাম।”

শাকিব খানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি
Pin it

শাকিব খানের পছন্দের জিনিস, Favorite Things

শাকিব খান ক্রিকেট খেলার ভক্ত। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্ত ও বন্ধু। ক্রিকেট ছাড়া  ও অভিনেতার প্রিয় শখ 

শাকিব খানের পছন্দের জিনিস
Pin it

ফুটবল, সাইকেল চালানো ও রাইডিং। অভিনেতা শাকিব খানের বিভিন্ন প্রিয় জিনিসগুলির  মধ্যে অন্যতম হলো : প্রিয় সিনেমা-আমার প্রাণের স্বামী , প্রিয়া আমার প্রিয়া, আমার প্রাণের প্রিয়া।

প্রিয় খাবার-ভাত, ফাস্টফুড,মুরগির মাংস 

শাকিব খানের প্রিয় খাবার-ভাত, ফাস্টফুড,মুরগির মাংস 
Pin it

প্রিয় রং– নীল।

শাকিব খানের প্রিয় রং নীল
Pin it

শাকিব খান বিতর্ক, Controversy

শাকিব খান  যে 2008 সালে গোপনে অভিনেত্রী অপু বিশ্বাসকে বিয়ে করেন সেই খবরটি 10 এপ্রিল 2017 সাল পর্যন্ত গোপনই ছিল কিন্তু অপু বিশ্বাস 10 এপ্রিল 2017,টেলিভিশনে এই খবরটি প্রকাশ করেন এবং এটাও প্রকাশ করেন যে তাদের দুজনের একটি সন্তানও আছে। শাকিব খান তাদের দুজনের ছেলেটিকে মেনে নিতে রাজি হলেও অপু বিশ্বাসকে মেনে নেননি।পরে অপু বিশ্বাসকে তালাক দেন। এছাড়াও পরবর্তীকালে শাকিব খানের সাথে শবনম বুবলির সম্পর্কের কথা   প্রচারে আসে যে তাদের একটি পুত্র সন্তান ও আছেন তার নাম হলো শেহজাদ খান বীর।

এই সমস্ত বিবিধ সম্পর্কের জেরে অভিনেতা শাকিব খানকে অনেক বিপাকে পড়তে হয় এবং নেটিজেনদের কাছে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয় । 2022 সালে শবনম বুবলি কে শাকিব খান তালাক দেন।

শাকিব খানের শারীরিক পরিসংখ্যান এবং আরও তথ্য, Physical Statistics And More Information

কোটি কোটি মেয়ে এর পছন্দ  বাংলাদেশি কিং খান এর শারীরিক পরিসংখ্যান সম্বেন্ধে জানতে সকলেই জানতে উৎসুক।

শাকিব খানের  উচ্চতা – 183 সেন্টিমিটার

 অর্থাৎ 6 ফুট 2 ইঞ্চি,

শরীর এর পরিমাপ 37-35-30 ইঞ্চি, 

বুকের আকার 37 ইঞ্চি,

বাইসেপস সাইজ-13 ইঞ্চি, 

ওজন(সময় এর সাথে সাথে পরিবর্তিত হতে পারে)- 80 কেজি(170 পাউন্ড),

শরীর এর আকার- অ্যাথলেটিক কোমর- 35 ইঞ্চি

চুলের রঙ- কালো

চোখের রঙ-গাঢ় বাদামী

শাকিব খানের  শারীরিক পরিসংখ্যান
Pin it

শাকিব খানের নেটওয়ার্থ, Net Worth

 জনপ্রিয় অভিনেতা শাকিব খান এর নেটওয়ার্থ: 

একটি সিনেমার জন্য বেতন10 লক্ষ থেকে 1 কোটি, নেটওয়ার্থ-প্রায় $50M

শাকিব খানের নেটওয়ার্থ
Pin it

শাকিবের জীবনের কিছু অজানা তথ্য, Unknown facts about Shakib Khan 

• শাকিব খান তার প্রথম বিবাহের কথা সাত বছরের বেশি সময় ধরে লুকিয়ে রেখেছিলেন।

• শাকিব খান হলেন একজন মুসলিম অভিনেতা।

• শাকিব খান কখনোই তার মোবাইল নম্বর প্রকাশ্যে শেয়ার করেননি।

• অভিনয় এর পাশাপাশি তিনি একজন সফল বিজনেসম্যান।

• শাকিব খানের জুতোর সাইজ 9 (US)।

শাকিবের জীবনের কিছু অজানা তথ্য
Pin it

উপসংহার, Conclusion 

বাংলাদেশ চলচিত্রে এখন নতুন নতুন গল্প দিয়ে উন্নতমানের ছবি তৈরি হচ্ছে যার মধ্যে সাকিব খানের ছবি অন্যতম। শাকিব খানের অভিনয়, কথাবার্তা মানুষের মন কেড়ে নিতে সক্ষম হয়েছে। শাকিব খান তার নিজের অভিনয় দক্ষতা ও কর্মকৌশলের দ্বারা সকল মানুষের ও নেটিজেনদের অন্তরে বহুদিন বিরাজ করবেন।

Frequently asked questions 

শাকিব খান কে?

শাকিব খান হলেন বাংলাদেশ এর ঢালিউড এর বিখ্যাত এবং সবচেয়ে বেশী পারিশ্রমিক  পাওয়া  একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা।

শাকিব খানের বাবা ও মা কি করেন?

শাকিব খানের বাবা আব্দুর রব একজন সরকারি কর্মচারী এবং মা নূরজাহান একজন গৃহিণী ছিলেন।

শাকিব খান অভিনীত প্রথম ছবি কি ?

শাকিব খানের জীবনের প্রথম সিনেমা ছিল অনন্ত ভালোবাসা(1999)।

কোন বিজ্ঞাপন চিত্রে শাকিব খান প্রথম অভিনয় করেন?

এশিয়ান ডুপ্লেক্স সিটি নামের একটি বিজ্ঞাপনচিত্রে শাকিব খান প্রথম বিজ্ঞাপনে অভিনয় করেন।

Oindrila Banerjee

Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"

Recent Posts