শ্রাবন্তী চট্টোপাধ্যায়’র বয়স, উচ্চতা, জীবনী, বিবাহ, ছবি | Bengali Actress Srabanti Chattopadhyay  Height, Weight, Age, Affairs, Biography & More in bangla

শ্রাবন্তী চট্টোপাধ্যায় জীবনী

শ্রাবন্তী চট্টোপাধ্যায় মূলত একজন বাঙালি অভিনেত্রী, যিনি বাংলা চলচ্চিত্র জগত অর্থাৎ টলিউডে অভিনয় করার মাধ্যমে নাম ও খ্যাতি অর্জন করেছেন। শ্রাবন্তী চট্টোপাধ্যায় বাংলা সিনেমায় শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন। তবে অভিনয় ছাড়াও অভিনেত্রী ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদানের মাধ্যমে রাজনীতিতেও নিজের পরিচয় তৈরি করেছেন।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় কে ? Who is Srabanti Chattopadhyay?

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন সফল তথা জনপ্রিয় অভিনেত্রী। নিজের অভিনীত সিনেমাগুলোতে তিনি পশ্চিম বাংলার দেব, জিৎ, সোহম চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, হীরণ, অঙ্কুশ হাজরা প্রমুখ অভিনেতাদের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান সহ আরো বেশ কয়েকজন বিশিষ্ট অভিনেতার সাথে কাজ করেন।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর প্রারম্ভিক জীবন, Srabanti Chattopadhyay early life 

শ্রাবন্তী চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের কলকাতায়। ১৯৮৭ সালের ১৩ই আগস্ট তাঁর জন্ম হয়। অভিনয়ের দিকে অনেকে ছোটো বয়স থেকেই আকর্ষণ ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। তিনি ছোটবেলায় আয়নায় দাঁড়িয়ে অভিনয় করতেন বলে বিভিন্ন সাক্ষাৎকারে জানান অভিনেত্রী। 

শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর প্রারম্ভিক জীবন

শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর শিক্ষাজীবন, Srabanti Chattopadhyay education 

শ্রাবন্তী চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় অবস্থিত ‘বেহালা শারদা বিদ্যাপীঠ’ থেকে শিক্ষা লাভ করেন। স্কুলে পড়ার সময়ই তাঁর সিনেমা জগতে প্রবেশ ঘটে। 

শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর বিবাহ জীবন, Srabanti Chattopadhyay married life 

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে, বাংলা চলচ্চিত্র পরিচালক রাজীব কুমার বিশ্বাসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শ্রাবন্তীর প্রথম ডেবিউ ছবিতে কাজ করার সময় থেকেই তারা একে অপরের প্রেমে পড়েন বলে বিভিন্ন সাক্ষাৎকারে জানান নায়িকা। বিয়ে পর বহু বছর ধরে কোনোও চলচ্চিত্রে দেখা যায়নি অভিনেত্রীকে।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর বিবাহ জীবন

কিন্তু দুর্ভাগ্য বশত বিয়ের ১৬ বছর পর, ২০১৬ সালে রাজীবের সঙ্গে শ্রাবন্তীর দাম্পত্য সম্পর্ক ভেঙে যায়। শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রাজিব বিশ্বাসের সাংসারিক জীবনে ‘অভিমন্যু চট্টোপাধ্যায়’ নামে এক ছেলের জন্ম হয়েছিল। অভিমন্যুর ডাক নাম ‘ঝিনুক’। বর্তমানে ছেলে মা শ্রাবন্তীর সাথেই থাকেন।

প্রথম স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের বেশ কয়েক বছর পর, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ‘কৃষ্ণ বিরাজ’ নামের একজন মডেল তথা ফটোগ্রাফারকে বিয়ে করেন। কিন্তু তাদের এই বৈবাহিক সম্পর্কও বেশিদিন স্থায়ী হতে পারেনি। ২০১৭ সালে উভয়ের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ১ বছরের মধ্যেই তারা একে অপরকে থেকে আলাদা হয়ে যান।         

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রাজিব বিশ্বাসের সাংসারিক জীবনে ‘অভিমন্যু চট্টোপাধ্যায়’ নামে এক ছেলের জন্ম হয়েছিল।

২০১৯ সালের ২০ এপ্রিল অভিনেত্রী শ্রাবন্তী ‘রোশন সিনহার’ সাথে তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রোশন সিনহা পেশায় একজন কেবিন ক্রু সুপারভাইজার। কিন্তু এই বিয়েও এক বছরের বেশি স্থায়ী হয় নি। বহু তর্ক বিতর্কের মধ্য দিয়ে ২০২০ সালে এই সম্পর্কের অবসান ঘটে।এরপর অভিনেত্রী আর কাউকে বিবাহ করেন নি, কিন্তু টলি পাড়ায় কান পাতলেই শ্রাবন্তীর প্রেম সম্পর্ক নিয়ে বেশ গুঞ্জন শোনা যায়।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর ক্যারিয়ার, Srabanti Chattopadhyay career 

শ্রাবন্তী চট্টোপাধ্যায় খুব অল্প বয়সে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। ১৯৯৭ সালে মাত্র ১০ বছর বয়সে শিশু শিল্পী হিসেবে ‘মায়ার বন্ধন’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে নিজের কর্মজীবন শুরু করেন। 

 কিছু বিশেষ সিনেমা যেখানে শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন, যেমন ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চ্যাম্পিয়ন’: এটিই ছিল প্রথম চলচ্চিত্র যেখানে শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। চ্যাম্পিয়ন ছবিতে কাজ করার পর, শ্রাবন্তী চট্টোপাধ্যায় দীর্ঘ 5 বছর বিরতি নিয়েছিলেন। ২০০৮ সালে মুক্তি পায় ‘ভালোবাসা ভালোবাসা’ – এই ছবির মধ্য দিয়েই সিনেমা জগতে পুনরাগমন করেন তিনি। ক্রমে তিনি একের পর এক ছবির জন্য প্রস্তাব পেয়ে থাকেন।

  • ওয়ান্টেড (2009)
  • ইডিয়ট (2012)
  • কাঠমুন্ডু (2015)
  • কানামাচি 
  • জিও পাগলা (2017)
  • গুগলি (2019)
  • উদান (2020)
  • উল্লেখিত ছবিগুলো ছাড়াও আরও অনেক ছবিতে কাজ করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
  • শ্রাবন্তীর অন্যান্য ছবির তালিকা :
  • 2009 সালে অভিনেতা দেবের সঙ্গে “দুজনে” ছবিতে কাজ করেন অভিনেত্রী।
  • 2010 সালে মুক্তি পায় 
  • ওয়ান্টেড
  • অমানুষ
  • জোশ
  • সেদিন দেখা হয়েছিল
শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর ক্যারিয়ার

2011 সালে মুক্তি পায়

  • ফাইটার
  • ফান্দে পড়িয়া বগা কান্দে রে

2012 সালে মুক্তি পায় 

ইডিয়ট।

2013 সালে মুক্তি পায়

  • দিওয়ানা
  • কানামাছি
  • গয়নার বাক্স
  • মজনু

2014 সালে মুক্তি পায়

  • বিন্দাস
  • বুনো হাঁস

2015 সালে মুক্তি পায়

  • কাটমুন্ডু
  • শুধু তোমারই জন্য
শুধু তোমারই জন্য

2016 সালে মুক্তি পায় 

  • শিকারী (ভারত-বাংলাদেশ সিনেমা)
  • শেষ সংবাদ

2018 সালে মুক্তি পায়

  • উমা
  • ভাইজান এলো রে
  • প্রিয়া রে
  • দৃশ্যান্তর
  • বাঘ বন্দি খেলা

2019 সালে মুক্তি পায় 

  • যদি একদিন (বাংলাদেশী সিনেমা)
  • গুগলি
  • ভূতচক্র Pvt. Ltd.
  • টেকো

2020 সালে মুক্তি পায় 

  • উড়ান
  • হুল্লোড়
  • ছবিয়াল

2021 সালে মুক্তি পায়

  • আজব প্রেমের গল্প
  • লকডাউন

2022 সালে মুক্তি পায়

  • ভয় পেয়ো না
  • বিক্ষোভ (বাংলাদেশী সিনেমা)
  • অচেনা উত্তম

2023 সালে মুক্তি পায় 

কাবেরী অন্তর্ধান

উক্ত ছবিগুলো ছাড়াও ভবিষ্যতে আরো ভালো মানের চলচ্চিত্রে শ্রাবন্তীকে কাজ করতে দেখা যাবে বলে আশা করা যায়। তবে বড় পর্দার ছবি ছাড়াও কিছু ওয়েব সিরিজ- এও কাজ করেছেন তিনি, যার মধ্যে ‘ দুজনে ‘ উল্লেখযোগ্য। উক্ত ওয়েব সিরিজ হইচই প্লাটফর্মে মুক্তি পায়, যেখানে শ্রাবন্তীর সহ অভিনেতা হিসেবে কাজ করেছেন সোহম চক্রবর্তী।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর রাজনৈতিক কার্যকলাপ, Srabanti Chattopadhyay’s political activities 

২০২১ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। উক্ত সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পূর্বে রাজনীতিতে বিজেপি পার্টির সদস্য হিসেবে যোগ দেন। তিনি পশ্চিমবঙ্গের বেহালা বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে বিরোধী দল তৃণমূল কংগ্রেসের ‘পার্থ চট্টোপাধ্যায়’-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর রাজনৈতিক কার্যকলাপ

টেলিভিশনে প্রচারিত শো-তে কাজ, Srabanti Chattopadhyay worked in television shows 

শ্রাবন্তী চট্টোপাধ্যায় শুধু সিনেমার পর্দায় নয়, বরং টেলিভিশনের বেশ কিছু শো তেও দেখা গিয়েছিল। কিছু অনুষ্ঠানে তিনি বিচারকের আসনেও দায়িত্ব পালন করেছেন। 

উপস্থাপনা

  • জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০১৯ – জি বাংলা
  • সুপারস্টার পরিবার – স্টার জলসা 

বিচারক :

  • ডান্স বাংলা ডান্স জুনিয়র জি বাংলা
  • ডান্স ডান্স জুনিয়র – স্টার জলসা
টেলিভিশনে প্রচারিত শো-তে কাজ

শ্রাবন্তী চট্টোপাধ্যায় এর অ্যাওয়ার্ডস, awards and recognition 

  • শ্রাবন্তী চট্টোপাধ্যায় ২০১৪ সালে টেলি সিনে অ্যাওয়ার্ডস এর পক্ষ থেকে ‘বুনো হাঁস’-এ ‘সোহাগ’ চরিত্রে অভিনয় করার জন্য পুরস্কার পান । 
  • ‘বিন্দাস’ ছবিতে ‘অঞ্জলি’ চরিত্রে অভিনয়ের জন্য ২০১৪ সালে স্টার জলসা পরিবার পুরস্কার।
  • শ্রাবন্তী চট্টোপাধ্যায় ২০১৬ সালে টলিউড ফিল্ম ‘শিকারি’ তে অভিনয়ের জন্য পুরষ্কার পান ।
  • ২০১৬ সালে তিনি ইন্টারন্যাশনাল বাংলা ফিল্ম অ্যাওয়ার্ডস এ সেরা অভিনেত্রী  হিসেবে পুরস্কার লাভ করেন ‘ কাঠমান্ডু ‘ ছবির জন্য।
  • ২০১৭ সালে শ্রাবন্তী কুইন অফ দ্যা টলিউড বিভাগে পুরস্কার পান।
  • ২০২২ সালে তিনি ‘হইচই অ্যাওয়ার্ডস 2021’ এর পক্ষ থেকে ‘দুজনে’ ওয়েব সিরিজ এর জন্য ‘পাওয়ার ডুও অফ দ্যা ইয়ার’ পুরস্কার পান।

অভিনেত্রী শ্রাবন্তী সম্পর্কে জানা অজানা কিছু বিশেষ তথ্য, Special information about Srabanti Chattopadhyay 

  • প্রিয় অভিনেতা : প্রসেনজিৎ চ্যাটার্জী।
  • প্রিয় অভিনেত্রী : কোয়েল মল্লিক।
  • প্রিয় খাবার : বিরিয়ানি, মিষ্টি দই।
  • প্রিয় রং : লাল, সাদা।
  • শখ : রান্না করা, গার্ডেনিং।
  • অভিনেত্রী শ্রাবন্তী ফিটনেস নিয়ে বেশ সচেতন এবং নিয়মিত শরীরচর্চা করেন। The Fitness Empire নামে একটি জিম সেন্টার রয়েছে।
  • ওজন : 55 কেজি।
  • উচ্চতা : 5 ফুট 3 ইঞ্চি।
  • শারীরিক পরিমাপ (আনুমানিক) : 34-32-34।
অভিনেত্রী শ্রাবন্তী সম্পর্কে জানা অজানা কিছু বিশেষ তথ্য

উপসংহার, conclusion

সৌন্দর্য্য ও অভিনয়ের দিক থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এপার বাংলা তথা ওপার বাংলা উভয় দেশেই যথেষ্ট সুনাম রয়েছে। বাংলার ‘ মিষ্টি মেয়ে ‘ বলেও খ্যাত তিনি। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই দর্শকদের চর্চায় থাকেন তিনি। বিবাহের সম্পর্ক নিয়ে বহু বিতর্কের মুখোমুখি হতে হয় তাঁকে। কিন্তু তিনি নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত ও আত্মবিশ্বাসী যে কারো কোনো কটু কথা তাঁকে কখনো পিছিয়ে থেকে থাকতে দেয় নি। তাই হয়তো তিনি আজ এতটা সফল হতে পেরেছেন।

Contents show

Oindrila Banerjee

Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"

Recent Posts