শুভশ্রী গাঙ্গুলী হলেন একজন ভারতীয় বাঙালি অভিনেত্রী, যিনি প্রধানত বাংলা সিনেমাতেই কাজ করেন। তবে তিনি টলিউড ইন্ডাস্ট্রি ছাড়া বলিউডেও কাজ করেছেন। মডেলিং দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি, আর আজকের দিনে বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে সুপরিচিত হয়েছেন।
শুভশ্রী গাঙ্গুলীর জন্ম এবং পরিবার সম্পর্কে তথ্য, Birth and family identity of Subhashree Ganguly
বাঙালি অভিনেত্রী শুভশ্রী ১৯৮৯ সালের ৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান শহরে তাঁর জন্ম হয়। বাবা দেবপ্রসাদ গাঙ্গুলী পেশায় এক স্কুলের ক্লার্ক ছিলেন, অন্যদিকে মা বিনা গাঙ্গুলী একজন গৃহবধূ ছিলেন। শুভশ্রী গাঙ্গুলী একটি যৌথ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং পরিবারের সকলের মাঝে থেকেই বড় হয়ে ওঠেন।
শুভশ্রী গাঙ্গুলীর পড়াশুনা, Education of Subhashree Ganguly
শুভশ্রী বর্ধমান স্থিত বর্ধমান মিউনিসিপাল গার্লস স্কুল থেকে পড়াশুনা করেছিলেন। অতঃপর তিনি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং সায়েন্স কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি স্নাতকোত্তর শিক্ষার জন্য লখনৌর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হন এবং সেখান থেকে বিজ্ঞান বিভাগে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।
শুভশ্রী গাঙ্গুলীর অভিনয় জীবন, Acting career of Subhashree Ganguly
শুভশ্রী গাঙ্গুলীর কর্মজীবন শুরু হয় মডেলিং দিয়ে, তখন তিনি কলেজে পড়ুয়া। ২০০৬ সালে আনন্দলোক নায়িকার খোঁজে প্রতিযোগিতায় জয়ী হন। এরপর তিনি প্রবেশ করেন অভিনয় জগতে। তাঁর প্রথম ছবি ছিল একটি ওড়িয়া সিনেমা। ২০০৮ সালে তিনি ‘মাতে তা লাভ হেলারে’ নামক ওড়িয়া সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন।
একই বছর তিনি ‘পিতৃভূমি’ নামক বাংলা সিনেমাতে আত্মপ্রকাশ করার সুযোগ পান, যেখানে তিনি অভিনেতা জিৎ এর বোনের চরিত্রে অভিনয় করেন। ২০০৮ সালে তিনি বাংলা সিনেমায় প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন। হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘বাজিমাত’ সিনেমাতে অভিনেতা সোহমের বিপরীতে অভিনয় করেন তিনি।
২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ সিনেমাতে দেবের বিপরীতে অভিনয় করেন শুভশ্রী। সিনেমাটি পরিচালনা করেন রাজ চক্রবর্তী। উক্ত সিনেমা বক্স অফিসে অসাধারণ ব্যবসা করে এবং সুপারহিট হয়। এই ছবির পর থেকেই তিনি একের পর এক ছবির প্রস্তাব পেতে শুরু করেন এবং বাংলা চলচ্চিত্র জগতে নিজের জায়গা করে নিতে আর দেরি হয়নি তাঁর। একই বছর তিনি অভিনেতা দেবের সাথে ‘পরান যায় জ্বলিয়া রে’ সিনেমায় কাজ করেন যেটা এই জুটির ব্লকবাস্টার হিট সিনেমা ছিল। দর্শকরা তাদের জুটি কে খুব পছন্দ করেছেন।
২০১৪ সালে বাংলা সিনেমার অন্যতম সুপারস্টার জিৎ এর বিপরীতে ‘বস’ সিনেমাতে অভিনয় করার সুযোগ পান শুভশ্রী গাঙ্গুলি। ২০১৭ সালে তিনি উক্ত সিনেমার সিকুয়াল ‘বস 2’ তেও অভিনয় করেছিলেন, যা বাংলা সিনেমার সবচেয়ে বেশি আয় করা সিনেমার মধ্যে একটি ছিল।
টলিউড ছাড়াও শুভশ্রী ইন্দো-বাংলাদেশ সিনেমাতে কাজ করেছেন। ‘ নবাব’ এবং ‘চালবাজ’ সিনেমাতে তিনি বাংলাদেশের অন্যতম সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। নবাব সিনেমাটি ছিল বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা সিনেমার মধ্যে একটি।
শুভশ্রীর অভিনয় জীবনে এখন অবধি ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘পরিণীতা’ ছবিতে তাঁর অভিনয় সবচেয়ে বেশি প্রশংসিত। সিনেমাটির গল্প এবং শুভশ্রীর চরিত্র দর্শকদের খুব পছন্দ হয়, তাই উক্ত ছবি হিট হয়েছিল এবং এই সিনেমার অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে তিনি বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন।
শুভশ্রী ২০২৩ সালে হইচই নামক বাংলা ওটিটি প্লাটফর্মে ‘ইন্দু বালা ভাতের হোটেল’ ওয়েব সিরিজে অভিনয় করেন। এটি ছিল তাঁর অভিনীত প্রথম ওয়েব সিরিজ।
শুভশ্রী গাঙ্গুলীর সিনেমার তালিকা, List of movies acted by Subhasree Ganguly
- 2011 রোমিও
- 2012 খোকাবাবু
- 2013 মেঘ রোদ্দুর, খোকা 420
- 2014 আমি শুধু চেয়েছি তোমায়, গেম, শেষ বলে কিছু নেই, বচ্চন ( লাটাই গানে অতিথি শিল্পী), স্পার্ক (প্রথম হিন্দি সিনেমা)
- 2016 প্রেম কি বুঝিনি, অভিমান
- 2017 আমার আপনজন, দেখ কেমন লাগে
- 2018 হনিমুন, রসগোল্লা (অতিথি শিল্পী)
- 2022 হাবজি গাবজি, ধর্মযুদ্ধ, বিসমিল্লা, বৌদি ক্যান্টিন
- 2023 ডাক্তার বক্সী
শুভশ্রী গাঙ্গুলীর পরবর্তী সিনেমা, Upcoming movies of Subhashree Ganguly
শুভশ্রী গাঙ্গুলীর পরবর্তী সিনেমাগুলির মধ্যে রয়েছে :
- পাখি
- মেঘ পিয়ন
- দশম অবতার
শুভশ্রী গাঙ্গুলীর প্রাপ্ত পুরস্কার ও সম্মাননা সমূহ, awards and recognition
- 2008 সালে আনন্দলোক অ্যাওয়ার্ড এর বাংলা সিনেমায় সেরা ডেবিউ পুরস্কার ‘বাজিমাত’ ছবির জন্য।
- 2013 সালে টেলি সিনে অ্যাওয়ার্ড এর সেরা অভিনেত্রী পুরস্কার ‘খোকাবাবু’ ছবির জন্য। একই বছর বেঙ্গলি ইয়ুথ এন্ড কালচারাল অ্যাওয়ার্ড এর সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার এবং কালাকার অ্যাওয়ার্ড এরও সেরা অভিনেত্রী পুরস্কার পান ‘খোকা 420’ এর জন্য।
- 2014 সালে কালাকার অ্যাওয়ার্ড এর সেরা অভিনেত্রী পুরস্কার পান ‘বস’ ছবির জন্য।
- 2015 সালে টেলি সিনে অ্যাওয়ার্ড এর সেরা অভিনেত্রী পুরস্কার পান ‘আমি শুধু চেয়েছি তোমায়’ এর জন্য। একই বছর কালাকার অ্যাওয়ার্ড এর সেরা অভিনেত্রী পুরস্কার পান তিনি।
- 2018 সালে কালাকার অ্যাওয়ার্ড এর কুইন অফ টলিউড পুরস্কার পান ‘বস 2’ ও ‘ এর জন্য। এছাড়াও ওই বছর হানিমুন ছবির জন্য টেলি সিনে অ্যাওয়ার্ড এর সেরা অভিনেত্রী এবং ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ড এর সেরা অভিনেত্রী পুরস্কার লাভ করেন তিনি।
- 2020 সালে পরিণীতা ছবির জন্য ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট এসোসিয়েশন অ্যাওয়ার্ড এর সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পান।
- 2021 সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলার সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পান।
- 2022 সালে টেলি সিনে অ্যাওয়ার্ড এ সেরা অভিনেত্রী পুরস্কার পান পরিণীতা ছবির জন্য।
- 2023 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলার সেরা অভিনেত্রী (ক্রিটিক্স) পুরস্কার পান বৌদি ক্যান্টিন এ অভিনয়ের পরিপ্রেক্ষিতে।
- TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড এর সেরা অভিনেত্রী ওটিটি পুরস্কার পান ইন্দু বালা ভাতের হোটেল এর জন্য।
- 2023 সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে মহানায়িকা হিসেবে পুরস্কার দেন।
শুভশ্রী গাঙ্গুলীর ব্যাক্তিগত জীবন, Personal life of Subhasree Ganguly
শুভশ্রী গাঙ্গুলীর অভিনয় জীবনের প্রথম দিকে বাংলার জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে তাঁর সম্পর্কের গুজব শোনা যায়। কিন্তু কিছু বছর কেটে যাওয়ার পর তাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটে বলে জানা যায়।
পরবর্তী সময়ে, ২০১৬ সালে ‘অভিমান’ সিনেমার শুটিংয়ের সময় উক্ত সিনেমার পরিচালক রাজ চক্রবর্তীর সাথে অভিনেত্রীর সম্পর্ক গড়ে ওঠে বলে বিভিন্ন সূত্রে প্রকাশ পায়। এরপর ২০১৮ সালের ১১ মে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কলকাতার বাওয়ালি রাজবাড়িতে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। স্বামী রাজ চক্রবর্তী যিনি একজন বাংলা সিনেমার পরিচালক,প্রযোজক, অভিনেতা এবং একজন রাজনৈতিক নেতা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর এই দম্পতির একটি পুত্র সন্তানের জন্ম হয়, যার নাম ইউভান।
শুভশ্রী গাঙ্গুলীর সম্পর্কে বিশেষ কিছু তথ্য, Special information about Subhasree Ganguly
- উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি।
- শারীরিক পরিমাপ (আনুমানিক) : 32-30-34।
- প্রিয় অভিনেতা সালমান খান, জন আব্রাহাম
- প্রিয় অভিনেত্রী আলিয়া ভাট
- প্রিয় খাবার বিরিয়ানি, পাস্তা
- প্রিয় রং গোলাপি, সাদা
- প্রিয় খেলা ক্রিকেট
- প্রিয় খেলোয়াড় সৌরভ গাঙ্গুলী
- প্রিয় পারফিউম লাকোস্তে
- প্রিয় ঘোরার জায়গা : গোয়া, মালদ্বীপ
- শখ : শপিং করা, যোগা করা।
- ভালো অভিনেত্রীর পাশাপাশি শুভশ্রী একজন প্রশিক্ষিত নৃত্য শিল্পী।
- শুভশ্রী ‘এবার জমবে মজা’ এবং ‘ডান্স বাংলা ডান্স’ রিয়্যালিটি শো এর বিচারক হিসেবেই কাজ করেছিলেন।
উপসংহার, Conclusion
বাঙালি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী বর্তমান সময়ে টলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন। তিনি নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে নিজের স্থান করতে সক্ষম হয়েছেন এবং প্রত্যেক ছবিতেই নিজের অভিনয় দক্ষতা প্রদর্শন করেছেন। প্রতিবারই ছবিতে তাঁকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে এবং সকল চরিত্রকেই তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তাঁকে দেখে নতুন প্রজন্মের অভিনেতারা যথেষ্ট অনুপ্রেরণা পায়।
Frequently Asked Questions :
একজন বাঙালী অভিনেত্রী
রাজ চক্রবর্তী
3 নভেম্বর 1989
মাতে তা লাভ হেলারে (ওড়িয়া) – 2008, পিতৃভূমি (বাংলা) – 2008, স্পার্ক (হিন্দি) – 2014
ইউভান চক্রবর্তী
33 বছর (1-1-2023 অনুযায়ী)
5 ফুট 7 ইঞ্চি