ভারতের বাংলা সিনেমা জগতের অতি জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি টলিটাউনের অত্যন্ত ঠোঁটকাটা ও সাহসী অভিনেত্রী হিসেবে সুপরিচিত। তিনি দূরদর্শনের এক সিরিয়ালে অভিনয় করার মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন। পরবর্তীতে “হেমন্তের পাখি” নামক সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তিনি রূপোলি পর্দায় আত্মপ্রকাশ করেন। নিজের অভিনয় প্রতিভা এবং অসামান্য সৌন্দর্যের জেরে তিনি খুব তাড়াতাড়ি দর্শকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন।
স্বস্তিকা মুখোপাধ্যায়ের ছোটবেলার বিভিন্ন স্মৃতি, memories of childhood
স্বস্তিকা মুখোপাধ্যায় ১৯৮০ সালের ডিসেম্বর মাসের ১৩ তারিখে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সন্তু মুখোপাধ্যায় এবং মাতা গোপা মুখোপাধ্যায়। তাঁর এক ছোট বোনও রয়েছে অজপা নামে। স্বস্তিকার পিতা এবং কাকা সুমন্ত মুখোপাধ্যায়, উভয়ই অত্যন্ত সুপরিচিত অভিনেতা।
স্বস্তিকা মুখোপাধ্যায়ের শিক্ষাজীবন, Swastika Mukhopadhyay er Shikha Jibon
স্বস্তিকা মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার ভিন্ন ভিন্ন স্কুলে পড়াশুনা করেছিলেন। তিনি প্রথমে কারমেল স্কুল, তারপর সেন্ট টেরেসা স্কুল এবং গোখেল মেমোরিয়াল স্কুল থেকে পড়াশুনা করেছিলেন। বিদ্যালয় শিক্ষা শেষে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
স্বস্তিকা মুখোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন, personal life of Swastika Mukhopadhyay
স্বস্তিকা মুখোপাধ্যায় ১৯৯৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। তিনি রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাগর সেনের পুত্র প্রমিত সেনের সাথে বিবাহ করেন। কিন্তু এই বিয়ে বেশিদিন স্থায়ী হয় নি, মাত্র দুই বছর পরেই তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। অভিনেত্রী স্বামীর বিরুদ্ধে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করার এবং গর্ভবতী হওয়ার সময় তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছিলেন।
উক্ত দম্পতির দু’বছরের সংসারে অন্বেষা নামে এক কন্যাসন্তানও রয়েছে, যার জন্ম হয়েছিল ২০০০ সালে। পরবর্তীতে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, নির্দিষ্ট কিছু সিনেমার শ্যুটিং চলাকালীন বাংলার কয়েকজন অভিনেতার সাথে স্বস্তিকার নাম জড়িয়েছিল। সূত্র অনুযায়ী তিনি প্রথমে জিৎ এবং পরে পরমব্রত চট্টোপাধ্যায়ের সাথে প্রেম সম্পর্কে আবদ্ধ হন, কিন্তু সে সব বিষয় বেশীদিন স্থায়ী হয় নি।
স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনয় জীবনের বিভিন্ন অভিজ্ঞতা, Acting career of Swastika Mukhopadhyay
স্বস্তিকা মুখোাধ্যায় ২০০১ সালে তনুশ্রী শংকরের কাছে নৃত্যের তালিম নিয়েছিলেন। তিনি কলেজজীবন থেকেই অর্থাৎ কলেজে পড়াশুনা করার সময় থেকেই অভিনয়ের ডাক পেয়েছিলেন। প্রথমবার তিনি অভিনয় করেন ‘দেবদাসী’ নামে একটি ধারাবাহিকে এবং সেখান থেকেই অভিনেত্রী জনমনে সাড়া ফেলতে শুরু করে দেন। এরপর তিনি আরো বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পান। ২০০৩ সালে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন স্বস্তিকা।
তিনি উর্মী চক্রবর্তীর পরিচালনায় তৈরি ‘হেমন্তের পাখি’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার রূপোলি পর্দায় অভিষেক করেন। এরপর তিনি প্রধান নায়িকার চরিত্রে অভিনয়ের সুযোগ পান রবি কিনাগী পরিচালিত সিনেমা ‘মস্তান’ এ। এরপর তিনি বেশ কিছু ছবিতে টলিউডের জনপ্রিয় অভিনেতা জিতের সাথে জুটি বেঁধেছিলেন। এই জুটি মিলে একাধিক সিনেমায় অভিনয় করেছেন এবং দর্শকদের কাছে তাদের জুটি খুব পছন্দের ছিল। তিনি হিন্দি সিনেমায় মুম্বাই কাটিং নামে একটি ছবিতে অভিনয় করে বলিউডেও ডেবিউ করেছেন।
স্বস্তিকার অভিনীত বিশেষ চরিত্রে কথা উল্লেখ করতে গেলে ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ সিনেমায় তাঁর ক্যামিও চরিত্রে তিনি অসাধারণ অভিনয় করেছিলেন। স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনয় জীবনে জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, রুদ্রনীল ঘোষ, শাকিব খান, পরাণ বন্দ্যোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, রুপা গাঙ্গুলী, প্রমুখ অভিনেতাদের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এছাড়াও তিনি হিন্দি চলচ্চিত্র জগতের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাথেও কাজ করেছেন।
অভিনয়ের গুণে তিনি বর্তমানে বলিউড ও বাংলা সিনেমায় ক্রমাগত ভালো ভালো ছবি করেই চলছেন। বোল্ড চরিত্রে হোক কিংবা নেতিবাচক কোনো চরিত্র, মায়ের অভিনয় হোক কিংবা বৌদির চরিত্রে অভিনয়, সব রকম ভূমিকাতেই বাজিমাত করেছেন স্বস্তিকা। তাইতো বিশেষত বাংলা চলচ্চিত্রের পরিচালকদের মধ্যে অভিনেত্রী হিসেবে তাঁর চাহিদা নেহাত কম নয়।
অভিনেত্রীর পোশাক নিয়ে কটাক্ষের শিকার, clothing controversy of Swastika Mukhopadhyay
স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনয়ের জন্য যতটা জনপ্রিয় তার থেকেও বেশি নিজের পোশাকের কারণে শিরোনামে থাকেন তিনি। বিভিন্ন রকম পোশাকে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন, যা নিয়ে নেটিজেনরা তাঁর পেছনে লেগে যান, কেউ কটাক্ষ করতে শুরু করেন, আবার কেউ বলেন তাদের ‘ড্রিম গার্ল’ স্বস্তিকা মুখার্জি। তবে একটা কথা অবশ্যই বলতে হয় যে সব রকমের পোশাকেই মোহময়ী হয়ে ধরা দিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া জুড়ে প্রায়ই ভাইরাল হয় তাঁর ছবি।
স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনীত চলচ্চিত্রসমূহ, Movies of Swastika Mukhopadhyay
স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলি হল, মাস্তান, ক্রিমিনাল, মন্ত্র, ক্রান্তি, হ্যালো কলকাতা, পার্টনার , সবার উপরে তুমি, ব্যোমকেশ বক্সী, বাই বাই ব্যাংকক, নন্দিনী, আবার ব্যোমকেশ, মুম্বাই কাটিং, মিশর রহস্য, ভূতের ভবিষ্যৎ, বসন্ত উৎসব, আবর্ত, মাছ মিষ্টি মোর, আমি আর আমার গার্লফ্রেন্ডস, জাতিস্মর, এবার শবর, টেক ওয়ান, শেষের কবিতা, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, সাহেব বিবি গোলাম, কীরিটি রায়, ব্যোমকেশ ও অগ্নিবান, আমি আসবো ফিরে,শাহজাহান রিজেন্সি, কিয়া এ্যন্ড কসমস।
টেলিভিশন ও ওয়েব সিরিজ এ অভিনয়, Acted in television web series
বাংলা বা হিন্দি সিনেমা ছাড়াও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বেশ কিছু সিরিয়াল ও ওয়েব সিরিজে কাজ করেছিলেন। সেগুলি হল :
- ২০০০-২০০৫ সাল অবধি “এক আকাশের নিচে” নামক সিরিয়ালে জি বাংলা চ্যানেল দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও জি বাংলার প্রতিবিম্ব সিরিয়ালে কাজ করেন তিনি।
- ২০১৭ সালে স্বস্তিকাকে হইচই এর “দুপুর ঠাকুরপো” সিরিজে দেখা গিয়েছিল। যেখানে তিনি এক আবেদনময়ী বৌদির চরিত্রে অভিনয় করেছেন।
- ২০১৯ সালে অভিনেত্রী ” The Stoneman Murders” সিরিজে অভিনয় করেন, যা হইচই প্লাটফর্মে মুক্তি পায়।
- ২০২০ সালে স্বস্তিকা মুখোপাধ্যায়কে হইচই প্ল্যাটফর্মের ‘চরিত্রহীন ৩’ এ দেখা গিয়েছিল।
- ২০২০ সালে জি ৫ এর Black Widows সিরিজে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
- ২০২০ সালে আমাজন প্রাইম এ মুক্তি পাওয়া ‘ পাতাল লোক ‘ সিরিজে অভিনয় করেন স্বস্তিকা।
- ২০২০ সালে ” পাঁচ ফোড়ন” সিরিজে কাজ করেন অভিনেত্রী স্বস্তিকা, যা মুক্তি পায় হইচই প্লাটফর্মে।
- ২০২১ সালে হইচই প্ল্যাটফর্মের ‘ মোহমায়া ‘ সিরিজে অভিনয় করেন তিনি।
- ২০২২ সালে Disney+ Hotstar এ মুক্তি পাওয়া “Escaype Live Mala” এবং “Criminal Justice: Adhura Sach” এ কাজ করেন তিনি।
স্বস্তিকা মুখোপাধ্যায় সম্পর্কে বিশেষ কিছু তথ্য, special information about Swastika Mukhopadhyay
- রাশিচক্র ধনু।
- ওজন ৬০ কেজি
- উচ্চতা 5′ 7″
- প্রথম ডেবিউ মুভি : হেমন্তর পাখি (২০০২, বাংলা), মুম্বই কাটিং (২০১০, হিন্দি)।
- প্রিয় রঙ : হলুদ, নীল
- প্রিয় অভিনেতা : অক্ষয় কুমার
- প্রিয় অভিনেত্রী : রানী মুখার্জী
- প্রিয় খাবার : সন্দেশ, পনির টিক্কা, বার্গার
- শখ : ভ্রমন, রান্না
- প্রিয় সিনেমা : “চিটঠি চিটঠি ব্যাং ব্যাং”, “মেরী পপিনস” এবং “দ্যা সাউন্ড অব মিউজিক”।
- প্রিয় সুগন্ধি : গুচ্চি, আরমানি
- প্রিয় খেলাধুলা : ক্রিকেট
- প্রিয় গন্তব্য : সিঙ্গাপুর
উপসংহার, Conclusion
স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনেত্রী হিসেবে নি:সন্দেহে অসাধারণ। তাঁর জনপ্রিয়তা সিনেমা জগতে তথা দর্শকদের মধ্যে ক্রমশ বেড়েই চলেছে। তবে তিনি একজন ভালো মানুষ হিসেবেও যথেষ্ট পরিচিত, কারণ তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পিছ পা হন না। প্রায়ই দেখা গেছে যে বিভিন্ন অন্যায়মূলক বিষয়ের ওপর তিনি নিজের মত নির্ভয়ে প্রকাশ করেছেন, এর জন্য কটাক্ষের শিকার হলেও তিনি কখনো থেমে যান নি। তাই তিনি সর্বদাই কিছু মানুষের কাছে আদর্শ।
Frequently Asked Questions
১৯৮০ সালের ডিসেম্বর মাসের ১৩ তারিখে।
প্রতিম সেন
হেমন্তর পাখি (২০০২, বাংলা), মুম্বই কাটিং (২০১০, হিন্দি)।