তানজিন তিশা কে চেনেন না এমন দর্শক হয়তো কমই আছেন। এপার বাংলা হোক কিংবা ওপার বাংলা, দুই দেশই এই অভিনেত্রীর জনপ্রিয়তা রয়েছে। তানজিন তিশা বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী, মডেল এবং টেলিভিশন উপস্থাপক। আমাদের আজকের এই প্রতিবেদনে তানজিন তিশার জীবনী সম্পর্কিত বিভিন্ন অজানা তথ্য সম্পর্কে তুলে ধরার চেষ্টা করবো।
- 1 প্রারম্ভিক পরিচয়, Early life of Tanjin Tisha
- 2 জন্ম ও পরিবার পরিচয়, Birth and Family identity
- 3 তানজিন তিশার শিক্ষাগত যোগ্যতা, Tanjin Tisha education
- 4 তানজিন তিশার কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা, Tanjin Tisha career experiences
- 5 তানজিন তিশা অভিনীত নাটকসমূহ, Tanjin Tisha’s acted dramas
- 6 তানজিন তিশা অভিনীত চলচ্চিত্রসমূহ, Films acted by Tanjin Tisha
- 7 পুরস্কার ও সম্মাননা প্রাপ্তি, Awards and Recognition
- 8 বৈবাহিক সম্পর্ক এবং প্রেম সম্পর্ক, Marital and Love life
- 9 তানজিন তিশার নেটওয়ার্থ, Tanjin Tisha net worth
- 10 তানজিন তিশা সম্পর্কে বিশেষ কিছু তথ্য, More Information about Tanjin Tisha
- 11 শেষ কথা, Conclusion
- 12 Frequently Asked Questions
প্রারম্ভিক পরিচয়, Early life of Tanjin Tisha
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা প্রধানত বাংলা নাটক, মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মে অভিনয় করে থাকেন। তিনি বর্তমান সময়ে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নাট্য অভিনেত্রীদের মাঝে অন্যতম একজন। অভিনয় জীবনে তিনি খুব অল্প সময়ের মধ্যে নিজের বহুমুখী অভিনয় দক্ষতা এবং প্রতিভার মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষের মনে নিজের জায়গা করে নিয়েছেন।
জন্ম ও পরিবার পরিচয়, Birth and Family identity
তানজিন তিশার জন্ম হয় ১৯৯৩ সালের ২৫ মে। ঢাকার সিদ্ধেশ্বরী শহরে জন্ম হয় তাঁর। অভিনেত্রী একটি মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতার নাম হল আবুল কালাম এবং মায়ের নাম সালমা বেগম। তিশা পরিবারের সবার ছোট। পরিবারে তিশার মোহাম্মদ রফিক নামে একজন বড় ভাই এবং চারজন বোন রয়েছে।

তানজিন তিশার শিক্ষাগত যোগ্যতা, Tanjin Tisha education
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা ছোটবেলা থেকেই পড়াশুনাতে খুব ভালো ছাত্রী ছিলেন। তবে পড়াশুনোর পাশাপাশি তিনি নাচ এবং অভিনয় করতে ভালোবাসতেন। সেই আগ্রহ থেকেই তিনি অনেক কম বয়স থেকে হিল্লোল এবং বুলবুল ললিত কলা একাডেমিতে নাচ শিখতে শুরু করেন।
তিনি মতিঝিল আইডিয়াল গার্লস স্কুলে এসএসসি অবধি পড়াশুনা করেন। তিশা অভিনয়ের প্রতি আগ্রহী থাকলেও প্রাথমিক জীবনে কখনোই তিনি অভিনেত্রী হিসেবে নিজের ক্যারিয়ার গড়ার কথা কখনই ভাবেননি, বরং চেয়েছিলেন বড় হয়ে আইন নিয়ে পড়াশোনা করে একজন আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হবেন।
কিন্তু অভিনেত্রীর পরিবারের লোকজন চেয়েছিলেন যেন তাদের মেয়ে ডাক্তার হয় এবং দেশের মানুষের সেবা করে। একসময় তাঁর বাবা-মা নাচের প্রতি আগ্রহী তিশার নাচ বন্ধ করে দেন। কিন্তু পরিকল্পনা অনুযায়ী কিছুই হয় নি। তানজিন সিদ্ধেশ্বরী গার্লস স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাস করার পর বাংলাদেশের একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ফিল্ম এবং মিডিয়াতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
তানজিন তিশার কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা, Tanjin Tisha career experiences
ছাত্রজীবন চলাকালীন সময় থেকেই তানজিন মডেলিং এবং র্যাম্পের সাথে জড়িয়ে পড়েন। বলতে গেলে মডেলিং দিয়ে তাঁর কর্মজীবন শুরু হয়। অভিনেত্রী কর্মজীবনের প্রাথমিক সময়ে বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় এবং ফ্যাশন শো তে অংশগ্রহণ করেছিলেন। ২০১২ সাল থেকে তিনি অভিনয় ক্যারিয়ার শুরু করেন।
২০১২ সালে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত “রবির” একটি বিজ্ঞাপনের মাধ্যমে তানজিনের মডেলিং এ অভিষেক ঘটে। ২০১২ সালে রিজভি ওয়াইফ এবং শুভমিতার গাওয়া গানের একটি মিউজিক ভিডিওতে অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। এরপরে তিনি ইমরানের গাওয়া “বলতে বলতে চলতে চলতে” গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন তিনি যা দর্শকদের মাঝে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে ভিডিওটিতে একদিনেই ইউটিউবে ১০ লক্ষ ভিউ হয়েছিল।

এছাড়াও অভিনেত্রী তানজিন তিশা আর.টিভির “শপিং গাইড” এবং মাছরাঙ্গা টেলিভিশনে “রূপকথা” অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ করেছিলেন। তানজিন তিশা অভিনয় জীবনে তিনি বহু নাটকে নিজের প্রতিভা প্রদর্শন করেছেন। ২০১২ সাল থেকে এখন অবধি তিশা ২০০ টির বেশি নাটকে অভিনয় করেছেন। বর্তমানে তানজিনা তিশা খন্ড নাটক এবং ওয়েব সিরিজ এ কাজ করছেন।
তানজিন তিশা অভিনীত নাটকসমূহ, Tanjin Tisha’s acted dramas
- ইউ টার্ন(2014)
- আপন কথা(2014)
- ময়না টিয়া(2014)
- সোনালী রোদ্দুর(2014)
- কাথ গোলাপের বসন্ত(2014)
- পাল্টা হাওয়া(2015)
- অভিমানসিত সত্য(2015)
- মেঘ পাখি এক(2015)
- এই শহরে মেয়েরা একা(2015)
- অচেনা বন্ধু(2015)
- কোরবান আলীর কোরবানি(2015)
- গ্রীন কার্ড(2015)
- পেন্ডু লাভ লাভ(2015)
- চকলেট বয়(2015)
- শ্যাডো(2015)
- ব্লু প্রিন্ট(2016)
- চেরাদ্বীপ(2016)
- আমার পক্ষে তোমাকে রাখা সম্ভব না (2018)
- বাড়ি ফেরা (2016)
- বেড সেন্স(2018)
- বাইকার(2018)
- এক্স বয়ফ্রেন্ড(2019)
- ব্রেকআপ(2019)
- এক্স গার্লফ্রেন্ড(2019)
- হ্যালো শুনেছেন(2021)
- মডার্ন কাপেল(2021)
- একজন মায়াবতী(2021)
- ক্রাইম পার্টনার(2021) ইত্যাদি।

তানজিন তিশা অভিনীত চলচ্চিত্রসমূহ, Films acted by Tanjin Tisha
- 2017 সালে মুক্তি পাওয়া তুমি রবে নীরবে
- তানজিন তিশা অভিনীত মিউজিক ভিডিও –
- 2012 সালে চোখেরি পলকে (রিজভী ওয়াহিদ ও শুভমিতা)
- 2015 সালে বলতে বলতে চলতে চলতে (ইমরান মাহো মুদুল)
- 2018 সালে তোমার আকাশ(সুস্মিতা আনিস)
- 2020 সালে স্মৃতির ফানুস(তাহসান রহমান খান ও সুস্মিতা আনিস)

পুরস্কার ও সম্মাননা প্রাপ্তি, Awards and Recognition
বাংলাদেশের বিনোদন জগতে বহুমুখী অভিনয় প্রতিভা ও অভিনয় দক্ষতার অবদানের পরিপ্রেক্ষিতে তানজিন তিশা বেশ কিছু পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল:
- 2014 সালে মেরিল প্রথম আলো পুরস্কার
- 2017 সালে আর টিভি ফ্যাশন রানওয়ে অ্যাওয়ার্ড
- 2018 সালে সাকো টেলিফিল্ম অ্যাওয়ার্ড
- 2018 সালে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড
- 2019 সালে কাইনেটিক নেটওয়ার্ক অ্যাওয়ার্ড
- 2019 সালে সি যে এফ বি পারফরমেন্স আওয়ার্ড
- 2020 সালে আর টিভি স্টার অ্যাওয়ার্ড
- 2021 সালে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড
- 2021 সালে বাংলাদেশ এক্সিলেন্ট অ্যাওয়ার্ড
- 2022 সালে এন এম মাল্টিমিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড
- 2022 সালে বাংলাদেশ ওমেন ইন্সপিরেশান এওয়ার্ড
- 2022 সালে ওমেন্স ডে স্পেশাল অ্যাওয়ার্ড
- 2022 সালে ঢলিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড
- 2022 সালে বিঞ্ গালা অ্যাওয়ার্ড
বৈবাহিক সম্পর্ক এবং প্রেম সম্পর্ক, Marital and Love life
তানজিন তিশা বর্তমানে অবিবাহিত। অভিনেত্রী নিজের ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে তেমন কোন তথ্য শেয়ার করেননি। তবে বিভিন্ন মাধ্যম থেকে তানজিন তিশার সাথে সংগীত শিল্পী হাবিব ওয়াহিদের প্রেম সম্পর্ক ছিল বলে জানা যায়। এছাড়া এমনও শোনা যায় যে তানজিন তিশার কারণেই হাবিব ওয়াহিদ এর বিয়ে ভেঙে গিয়েছিল। এই নিয়ে সমালোচনার মুখোমুখি হয়েছিলেন তানজিন তিশা।

তানজিন তিশার নেটওয়ার্থ, Tanjin Tisha net worth
অভিনেত্রী তানজিন তিশা অভিনয় ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের সাথে যুক্ত, যার মাধ্যমে প্রচুর টাকাও আয় করেন তিনি।
তানজিন ২০১২ সাল থেকে ২০১৪ সাল অবধি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর “রবি” ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। এছাড়াও তিনি মেরিল বিউটি সোপ, কোকাকোলা এবং গ্রামীণফোনের মতো বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ডের জন্য বেশ কয়েকটি টিভি বিজ্ঞাপন করেছেন। অভিনয়ের ক্ষেত্রে প্রতিটি নাটকের জন্য তিনি ৫০ থেকে ৮০ হাজার টাকা পারিশ্রমিক হিসেবে নিতে থাকেন। তাঁর নেটওয়ার্থ বাংলাদেশি রুপিতে প্রায় এক কোটি টাকা। তানজিনা যে সমস্ত বিজ্ঞাপনে কাজ করেছেন সেগুলোর নাম হল–
- ডায়মন্ড ওয়ার্ল্ড
- পোলার আইসক্রিম
- লাক্স সোপ
- জিনাত ফ্যাশন
- সোহানা এলইডি ইত্যাদি।
তানজিন তিশা সম্পর্কে বিশেষ কিছু তথ্য, More Information about Tanjin Tisha
- ধর্ম : ইসলাম
- রাশিচক্র : মিথুন রাশি
- উচ্চতা : সেন্টিমিটারে – 168 সেমি, মিটারে – 1.68 মি, ফুট ইঞ্চিতে – 5 ফুট 6 ইঞ্চি।
- ওজন : কেজিতে – 50 কেজি, পাউন্ডে – 110 পাউন্ড
- (সময়ের সাথে সাথে এটি পরিবর্তিত হতে পারে)
- শারীরিক পরিমাপ : 34-26-34 ইঞ্চি
- চোখের রং : কালো
- চুলের রং : হালকা বাদামি
- প্রিয় খাবার : মাছ, গরুর মাংস
- প্রিয় অভিনেতা : প্রসেনজিৎ চ্যাটার্জি
- প্রিয় অভিনেত্রী : স্বস্তিকা মুখার্জি
- প্রিয় রং : নীল এবং গোলাপী
- প্রিয় খেলা : টেবিল টেনিস
- প্রিয় গন্তব্য : হংকং
- শখ : নাচ এবং ভ্রমণ
- প্রিয় ক্রিকেট খেলোয়াড় : সাকিবুল হাসান
- প্রিয় গায়ক : আতিফ আসলাম
- তানজিন তিশা হলেন একজন ফিটনেস উৎসাহী।
- তানজিন তিশা অবসর সময়ে ঘুরতে এবং বই পড়তে ভালোবাসেন।
- অভিনেত্রী মার্কিন যুক্তরাষ্ট্র,অস্ট্রেলিয়া এবং ভারত সহ বেশ কয়েকটি দেশে ভ্রমণ করেছেন।
- তানজিন তিশা অভিনয় ছাড়াও সমাজ সেবার কাজে আগ্রহী এবং তিনি গ্রামীণ এলাকায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রচারসহ বিভিন্ন সামাজিক কাজকর্ম করে থাকেন।
- তানজিন তিশার ফেসবুক একাউন্টে প্রায় 2.4M ফলোয়ার্স রয়েছে এবং Instagram একাউন্ট এ প্রায় 4.7M ফলোয়ার্স রয়েছে।

শেষ কথা, Conclusion
তানজিন তিশার বাংলা নাটকগুলো বাংলাদেশের জনগণের মধ্যে যথেষ্ট জনপ্রিয়, তাঁর অভিনয় সকলেরই পছন্দ হয়। তাই তো আজ তাঁর এত জনপ্রিয়তা। অভিনয় জগতের অংশ হিসেবে তিনি যথেষ্ট প্রশংসার যোগ্য। আশা করা যায় যে অভিনেত্রীকে আগামীতে আরো ভালো কাজ করতে দেখা যাবে।
Frequently Asked Questions
তানজিন তিশার মায়ের নাম হল সালমা বেগম।
তানজিন তিশার জন্ম তারিখ 25 মে 1993।
তানজিন তিশার নেটওয়ার্থের পরিমান হলবাংলাদেশি রুপিতে প্রায় এক কোটি টাকা।
তানজিন তিশার উচ্চতা হল –
সেন্টিমিটারে – 168 সেমি
মিটারে – 1.68 মি
ফুট ইঞ্চিতে – 5 ফুট 6 ইঞ্চি।