বরুণ ধাওয়ান বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা। হিন্দি সিনেমাতে অভিনয় করে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছেন। তিনি অ্যাসিস্ট্যান্ট পরিচালক হিসেবে ২০১০ সালে কাজ শুরু করেন। পরে ২০১২ সালে তিনি সিনেমায় অভিনয় শুরু করেন। আজকের এই প্রতিবেদনে আমরা এই বিশিষ্ট অভিনেতার জীবনের বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরার চেষ্টা করবো।
বরুণ ধাওয়ানের জন্ম এবং পরিবার সম্পর্কে কিছু তথ্য, Birth and family identity of Varun Dhawan
বরুণ ধাওয়ান জন্ম হয় ১৯৮৭ সালের ২৪ এপ্রিল। ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাই শহরে বসবাসকারী একটি পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতার নাম ডেভিড ধাওয়ান, তিনি হিন্দি সিনেমার একজন জনপ্রিয় পরিচালক। বরুণের মায়ের নাম করুনা ধাওয়ান। এছাড়াও পরিবারে তাঁর এক বড় দাদা রয়েছেন, যার নাম রোহিত ধাওয়ান, তিনিও পেশায় হিন্দি সিনেমার পরিচালক। বরুণকে আদর করে বাড়িতে পাপ্পু ডাকা হয়।
বরুণ ধাওয়ানের শিক্ষাজীবন, Varun Dhawan’s education
বরুণ ধাওয়ান মুম্বাই থেকেই প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছিলেন। প্রাথমিকভাবে শিক্ষাগ্রহণ শেষে তিনি মুম্বাইয়ের চার্চগেটের এইচ.আর কলেজ অফ কমার্স এন্ড ইকোনমিকস থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন।
এরপর তিনি পাড়ি দেন ইউনাইটেড কিংডম- এ। সেখানে থেকে বিজনেস স্টাডিজ এর ডিগ্ৰী অর্জন করেন। নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক শেষ করেন তিনি। পড়াশুনা শেষ করে অভিনয় জীবন শুরু করার জন্য অ্যাসিস্ট্যান্ট পরিচালকের কাজ শুরু করেন।
বরুণ ধাওয়ানের ব্যক্তিগত জীবন, Personal life of Varun Dhawan
বরুণ ধাওয়ান ২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্ত্রী নাতাশা পেশায় একজন ফ্যাশন ডিজাইনার। বরুণ শরীরচর্চা নিয়ে বেশ সচেতন তাই তিনি নিয়মিত জিম করেন। অবসর সময়ে তিনি বাড়িতে নিজের পোষা কুকুরের সাথে সময় কাটাতে পছন্দ করেন।
বরুণ ধাওয়ানের পছন্দ ও সৌখিনতা, Likes and preferences is of Varun Dhawan
- প্রিয় অভিনেতা : গোবিন্দা, ডোয়াইন জনসন।
- প্রিয় অভিনেত্রী : দীপিকা পাডুকোন, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া এবং এঞ্জেলিনা জোলি।
- প্রিয় সিনেমা : কুছ কুছ হোতা হে এবং রং দে বাসন্তী।
- প্রিয় গায়ক : সোনু নিগম, ড্রেক।
- প্রিয় খাবার : চিকেন, চিজকেক এবং মিষ্টি দই।
- প্রিয় রং : লাল এবং কালো।
- প্রিয় খেলা : ফুটবল।
- প্রিয় পারফিউম : গুচি।
- প্রিয় রেস্টুরেন্ট : শিব সাগর, মুম্বাই।
- প্রিয় ড্যান্সার : মাইকেল জ্যাকসন।
- প্রিয় ঘোরার জায়গা : গোয়া, লন্ডন এবং মালদ্বীপ।
- শখ : সাঁতার কাটা, বই পড়া।
বরুণ ধাওয়ানের অভিনয় জীবন, Varun Dhawan’s acting career
- ২০১২ সালে চলচ্চিত্র জগতে বরুণ ধাওয়ানের অভিষেক ঘটে। করণ জোহর এর পরিচালনায় তৈরি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ সিনেমা দিয়ে তিনি অভিনয় জগতের কাজ শুরু করেন। উক্ত সিনেমাতে তাঁকে দেখা যায় আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রার সাথে। সিনেমাটি বক্স অফিসে যথেষ্ট সফল হয়েছিল।
- ২০১৪ সালে তিনি বাবা ডেভিড ধাওয়ানের পরিচালনায় তৈরি ‘ম্যায় তেরা হিরো’ সিনেমাতে ইলিয়ানা ডিক্রুজ এবং নার্গিস ফাখরির সাথে অভিনয় করেন। সিনেমাটি ছিল হাস্যরসে পরিপূর্ণ এবং বক্স অফিসে সফল হয়। একই বছর বরুণ ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ সিনেমাতে অভিনয় করেন।
- বরুণ ধাওয়ান এর অভিনয় জীবনের এখন অবধি শ্রেষ্ঠ অভিনীত সিনেমা হিসেবে ধরা হয় ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বদলাপুর’। শ্রীরাম রাঘবানের পরিচালনায় তৈরি এই ছবিতে বরুণের বিপরীতে অভিনয় করেন ইয়ামি গৌতম। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছিলেন নাওয়াজউদ্দিন সিদ্দিকী, রাধিকা আপ্তে, হুমা কুরেশি এবং দিব্যা দত্ত। সিনেমাটিতে বরুণকে পূর্বের সিনেমার তুলনায় বেশ ভিন্ন চরিত্রে দেখা যায় এবং তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়।
- একই সালে রেমো ডিসুজার পরিচালনায় তাঁর পরবর্তী সিনেমা ‘এবিসিডি 2’ মুক্তি পায়, যেখানে তাঁর সহ অভিনেতাদের মধ্যে ছিলেন শ্রদ্ধা কাপুর সহ বেশ কিছু জনপ্রিয় ডান্সারও, যেমন প্রভু দেবা, ধর্মেশ, পুনিত পাঠক এবং রাগভ জুয়েল। উক্ত সিনেমাটি বক্স অফিসে ১৬০ কোটি টাকারও বেশি ব্যবসা করে।
- বরুণ ধাওয়ান নিজের ২০১৫ সালটি শেষ করেন ‘দিলওয়ালে’ সিনেমার মুক্তির মধ্য দিয়ে। উক্ত ছবির পরিচালনা করেন রোহিত শেট্টি। সিনেমাতে বরুণের বিপরীতে অভিনয় করেন কৃতি শ্যানন, তাছাড়াও ছবির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ছিলেন শাহরুখ খান এবং কাজল। সিনেমাটি ৩৭০ কোটি টাকারও বেশি ব্যবসা করে।
- ২০১৬ সালে দাদা রোহিত ধাওয়ানের পরিচালনায় তৈরি ‘ডিশুম’ সিনেমাতে অভিনয় করেন বরুণ। ছবিতে জন আব্রাহাম এবং জ্যাকলিন ফার্নান্দেজের সাথে দেখা যায় তাঁকে। সিনেমাটি বক্স অফিসে ১১৯ কোটি টাকার ব্যবসা করে। ক্রমে তিনি একের পর এক ছবিতে অভিনয় করার সুযোগ পেতে থাকেন।
- ২০১৯ সালে ‘কলঙ্ক’ সিনেমাতে অভিনয় করার সুযোগ পান বরুণ। সিনেমাটিতে তিনি আলিয়া ভাট সহ সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, সোনাক্ষী সিনহা এবং আদিত্য রায় কাপুর এর সাথে অভিনয় করেন। ২০২২ সালে রাজ মেহেতার পরিচালনায় ‘যুগ যুগ জিও’ সিনেমাতে অভিনয় এবং একই বছরে তিনি অমর কৌশিকের পরিচালনায় ‘ভেডিয়া’ সিনেমাতে কাজ করেন।
তবে শুধু সিনেমা নয় তিনি ইংরেজি ছবির হিন্দি ডাবিংয়ের কাজও করেছেন। ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার সিনেমার মূল অভিনেতা ক্রিস ইভানস এর চরিত্রের জন্য হিন্দি ডাবিং করেছেন বরুণ ধাওয়ান।
বরুণ ধাওয়ানের সিনেমার তালিকা, List of Varun Dhawan movies
- 2014 : ম্যায় তেরা হিরো।
- 2014 : হাম্পটি শর্মা কি দুলহানিয়া।
- 2015 : বদলাপুর, এবিসিডি 2, দিলওয়ালে।
- 2016 : ডিশুম।
- 2017 : বদ্রীনাথ কি দুলহানিয়া, জুডুওয়া 2।
- 2018 : অক্টোবর
- 2018 : নবাবজাদে (হাই রেটেড গাবরু গানে অতিথি শিল্পী), সুই ধাগা
- 2019 : কলঙ্ক
- 2020 : স্ট্রিট ড্যান্সার 3D, কুলি নং. 1
- 2021 : অ্যান্টিম: দ্য ফাইনাল ট্রুথ (বিঘ্নহরতা গানে অতিথি শিল্পী)
- 2022 : যুগ যুগ জিও, ভেডিয়া
- 2023 : বাওয়াল
বরুণ ধাওয়ানের প্রাপ্ত পুরস্কার ও সম্মাননা, Awards and recognition of Varun Dhawan
- 2013 সালে স্টারডাস্ট অ্যাওয়ার্ড এর পক্ষ থেকে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির জন্য ব্রেকথ্রু পারফরমেন্স সম্মান লাভ করেন।
- 2015 সালে স্টার গিল্ড অ্যাওয়ার্ড এর পক্ষ থেকে ‘ম্যায় তেরা হিরো’ ছবিতে সেরা অভিনেতা ইন কমিক রোল এর পুরস্কার পান। একই বছর IIFA- র পক্ষ থেকেও বেস্ট পারফরমেন্স ইন কমিক রোল সম্মান পান। উক্ত বছরে স্টারডাস্ট অ্যাওয়ার্ড এর পক্ষ থেকে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবির জন্য সেরা অভিনেতা – কমেডি/রোমান্স পুরস্কার পান।
- ২০১৫ সালে ‘বদলাপুর’ এর অভিনয়ের জন্য বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড এর মোস্ট এন্টারটেইনিং অভিনেতা ইন এ থ্রিলার ফিল্ম পুরস্কার পান।
- ২০১৬ সালে নিকেলোডিয়ন কিডস চয়েস অ্যাওয়ার্ডস এর পক্ষ থেকে বেস্ট এন্টারটেইনার অফ দ্য ইয়ার এর পুরস্কার পান দিলওয়ালে ও ডিশুম ছবিতে অভিনয়ের পরিপ্রেক্ষিতে। উক্ত সালে আলিয়া ভাটের সাথে “হাম্পটি শর্মা কি দুলহানিয়া” ছবির জন্য সেরা জুটি হিসেবে পুরস্কার পান।
- ২০১৭ সালে IIFA এর পক্ষ থেকে বেস্ট কমেডিয়ান হিসেবে পুরস্কার পান ‘ডিশুম’ ছবির জন্য। একই সালে হিন্দুস্তান টাইমস মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ড এর পপুলার অ্যাক্টর অফ দ্য ইয়ার হিসেবে সম্মানিত হন।
- ২০১৮ সালে জী সিনে অ্যাওয়ার্ড এর সেরা অভিনেতা – জুরি চয়েস পুরস্কার পান।
- ২০১৯ সালে ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ড এর মোস্ট গ্ল্যামারাস স্টার হিসেবে সম্মানিত হন
- 2020 সালে বলিউডলাইফ.কম অ্যাওয়ার্ড এর ফ্যান ফ্রেন্ডলি স্টার হিসেবে সম্মানিত হন।
- ২০২২ সালে 22তম ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ড এর বেস্ট অ্যাক্টর অফ দ্য ডিকেড পুরস্কার পান।
- ২০২৩ সালে ভেডিয়া ছবির জন্য দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড এর সেরা অভিনেতা (ক্রিটিক্স) পুরস্কার পান।
বরুণ ধাওয়ানের মোট সম্পত্তি, Net worth of Varun Dhawan
বরুণ ধাওয়ান সিনেমা প্রতি আনুমানিক ৮-১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে সিনেমায় অভিনয় ছাড়াও তিনি বেশ কিছু বিজ্ঞাপন এবং ব্র্যান্ড প্রমোশন এর থেকেও আয় করে থাকেন।
বরুণ ধাওয়ানের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৬৫ কোটি টাকা। তাঁর কাছে অডি Q7, মের্সেডিস এবং রয়েল এনফিল্ড বাইকও রয়েছে। বরুণ ধাওয়ান ২০১৪ সালে এফসি গোয়া ফুটবল দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন। একই সালে তিনি ফোর্বস ইন্ডিয়ার দেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের 100 জনের তালিকায় জায়গা করে নেন। ২০১৮ সালে আয়ের উপর ভিত্তি করে উক্ত তালিকার ১৫ নম্বরে স্থান পান।
বরুণ ধাওয়ানের সম্পর্কে কিছু বিশেষ তথ্য, Special information about Varun Dhawan
- বরুন ধাওয়ানের শারীরিক বিবরণ : ওজন 75 কেজি, উচ্চতা 5 ফুট 9 ইঞ্চি।
- শারীরিক পরিমাপ (আনুমানিক) : চেস্ট – 40 ইঞ্চি, কোমর – 32 ইঞ্চি, বাইসেপ – 15 ইঞ্চি।
- ছোট থেকেই বরুণ টিভিতে রেসলিং দেখতে খুব ভালোবাসতেন। এককথায় তিনি রেসলিং খেলার ভক্ত এবং ডোয়াইন জনসন মানে ‘দ্য রক’ নামে জনপ্রিয় রেসলারের তাঁর খুব পছন্দের খেলোয়াড়।
- হং কং এর মাদাম তুসোয় বরুণ ধাওয়ান এর মোমের মূর্তি প্রতিষ্ঠিত হয় ২০১৮ সালের জানুয়ারী মাসে। স্টুডেন্ট অফ দ্য ইয়ার সিনেমার ডিস্কো দিওয়ানি গানের আইকনিক স্টেপের পোজে তৈরি মূর্তিটি।
- বরুণ ‘ সুই ধাগা ‘ সিনেমার জন্য সেলাইয়ের কাজ শিখেছিলেন। বাবার জন্মদিনে তিনি একটি শার্ট নিজে সেলাই করে উপহার দেন।
- সিনেমার বাজেট কম থাকার কারণে বরুণ ‘অক্টোবর’ সিনেমাতে নিজের পারিশ্রমিক অর্ধেক কম করে দেন।
- ভারতে কোভিড 19 মহামারীর সময় তিনি পিএম কেয়ার ফান্ডে 30 লক্ষ টাকা দান করেন।
উপসংহার, Conclusion
বরুণ ধাওয়ান অভিনেতা হিসেবে নিজেকে সময়ের সাথে সাথে উন্নীত করার চেষ্টা করেছেন। দিনের পর দিন আরো ভালো ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে তুলেছেন। তবে শুধু অভিনয় নয়, তিনি নাচের দিকেও যথেষ্ট দক্ষ, সিনেমার পর্দায় বিভিন্ন গানে তাঁর এই দক্ষতা পরিলক্ষিত হয়।