একমাস আগেই জানতে পেরেছিলেন সবটা, হাসপাতালের ভিডিও পোস্ট করে যা বললেন লড়াকু হিনা

hina khan

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now Opens in a new tab.

গত সপ্তাহে হিনা খান একটি পোস্ট শেয়ার করে জানিয়েছিলেন তিনি স্টেজ 3 স্তন ক্যান্সারে আক্রান্ত। তারপর থেকেই খবরটি চাঞ্চল্য তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায়৷ অভিনেত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় রয়েছেন তার অনুরাগীরা। বিষয়টি সম্প্রতি সামনে আসলেও একমাস আগেই ক্যান্সারের ব্যাপারে জানতে পেরেছিলেন অভিনেত্রী।


বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন এবং তার কেমোথেরাপি শুরু হয়ে গেছে৷ কেমোথেরাপির সময় হওয়া যন্ত্রণার কথা ভাষায় বর্ণনা করা অসম্ভব। গতকাল হিনা খান ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন।

cancer diagnosed hina khan video message from hospital
Pin it

যেখানে তিনি জানিয়েছেন যে যেদিন তিনি ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরটি পান সেইদিন তার একটি অ্যাওয়ার্ড শো’তে যাওয়ার কথা ছিল । এমন খবর পেয়ে যেখানে বেশিরভাগ মানুষই ভেঙে পড়তেন এবং অনুষ্ঠানে যাওয়া বাতিল করে দিতেন সেখানে লড়াকু হিনা তার অসম্ভব মনের জোরের পরিচয় দিয়ে ওই অ্যাওয়ার্ড শো তে যান। তিনি কাউকে বুঝতেই দেন নি যে তিনি কতটা কষ্টের মধ্যে রয়েছেন।

অভিনেত্রী নিজেই জানিয়েছেন, কঠিন সময়ে একেবারেই ভয় পাচ্ছেন না তিনি বরং শরীরের এই ক্ষত সারিয়ে তুলতে তিনি বদ্ধ পরিকর। বলিউডের একাধিক তারকা হিনা খানের সাহসীকতাকে কুর্নিশ জানিয়ে তার পাশে দাঁড়িয়েছেন।

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী হিনা খানের জীবনের এই কঠিন সময়ে তার পাশে থেকে তাকে সাহস জোগাচ্ছেন তার দীর্ঘ দিনের প্রেমিক রকি জসওয়াল। 2009 সালে ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলতা হ্যায়’ থেকে আলাপ দুজনের৷ 2011 সালে হিনা খানের জন্য বিগবসেও গেছিলেন রকি। রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যে দুজনের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু তার আগেই হিনার জীবনে শুরু হল এক ঝড়৷

Recent Posts