বর্তমান সময়ে বাংলাদেশের অভিনয় জগতের খুব জনপ্রিয় একটি নাম হল আরফান নিশো। এই অভিনেতার পুরো নাম আহমেদ ফজলে রাব্বী নিশো। তাঁর অভিনীত টেলিফিল্ম এবং ধারাবাহিক নাটকের সংখ্যা ৮০০ টিরও বেশি। বর্তমানে তিনি টেলিভিশন ছাপিয়ে চলচ্চিত্র এবং ওটিটি প্লাটফর্মে বেশ সাফল্যের সাথে নিজের অবস্থান টিকিয়ে রেখেছেন।
অভিনেতার জন্ম ও পরিবার, Birth and family
আফরান নিশো ১৯৮০ সালের ৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর জন্ম হয় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায়। আরফান নিশোর পিতার নাম মোঃ আব্দুল হামিম মিয়া। তিনি ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা, তাছাড়াও তিনি পেশায় টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ফুসফুসে ক্যানসারজনিত রোগে দীর্ঘদিন ভোগেন তিনি, তারপর ২০২০ সালের ১ অক্টোবর না ফেরার দেশে চলে যান। আরফানের মায়ের নাম রাবেয়া খাতুন। পরিবারে মা বাবা ছাড়াও তাঁর এক ভাই ও বোন রয়েছে।
অভিনেতার শিক্ষাগত যোগ্যতা, Education
আফরান নিশো ধানমন্ডি সরকারী বালক বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন,সেখান থেকে এস.এস.সি. পাস করেন এবং পরবর্তীকালে ঢাকা কলেজ থেকে এইচ.এস.সি. পরীক্ষায় উত্তীর্ণ হন। তারপর তিনি ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক স্তরের পড়াশুনা সম্পন্ন করেছেন।
অভিনয় জীবনের শুরু, Beginning of Acting Career
২০০০ সাল থেকে আরফান নিশো কর্পোরেট সেক্টরে কর্মজীবন শুরু করলেও সেখানে বেশিদিন কাজ করেননি। ২০০৩ সাল থেকে তাঁর অভিনয়ের যাত্রা শুরু হয়। অভিনয়ের গুরু হিসাবে তিনি মানেন হুমায়ুন ফরীদিকে।
নিশোর অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল অমিতাভ রেজার বিজ্ঞাপনচিত্রে অভিনয় করার মাধ্যমে। এরপরে তিনি আরো বেশ কয়েকজন নির্মাতার সাথে নানারকম কাজ করেন। ক্রমে থাইল্যান্ডে গিয়ে ডাবল কোলা ব্র্যান্ডের জিনি জিনজার ফ্লেভারের একটি বিজ্ঞাপনচিত্রে তিনি অংশ নেন। অতঃপর গাজী শুভ্র, গোলাম হায়দার কিসলু, কিরন মেহেদী প্রমুখ খ্যাতনামা পরিচালকের পরিচালনায় বেশ কয়েকটি বিজ্ঞাপনে অংশ নেন তিনি, অভিনয় জীবনে তিনি বাঁধন, আনিকা কবির শখ, নুসরাত ইমরোজ তিশা ও মেহজাবিন চৌধুরী সহ অনেক অভিনেত্রীদের সাথে কাজ করেছেন।
তিনি প্রথমবার যে নাটকে অভিনয় করেন সেটি হল গাজী রাকায়াতের পরিচালিত ঘরছাড়া নাটক, এই নাটকটি ২০০৬ সালে মুক্তি পায়। তাঁর অভিনীত কিছু উল্লেখযোগ্য নাটক হলো –অপেক্ষার ফটোগ্রাফি, আঁধার ও আলো , বাদল দিনের প্রথম কদম ফুল, চলো না বৃষ্টিতে ভিজি, কায়াকর, লোটাকম্বল ইত্যাদি।
এছাড়াও তিনি বেশ কিছু টিভি সিরিজেও কাজ করেছেন। তাঁর অভিনীত কিছু টেলিভিশন সিরিজ গুলো – সুখের অসুখ (২০০৮), সমুদ্রজল (২০০৯), কারো কোন নীতি নেই (২০০৯), প্রেমময় মৃর্নোময় (২০১০), রুমালি (২০১১), অভিনেতা (২০১৪), বিয়ে পাগল (২০১৪), পুনর্জন্ম (২০২১), পুনর্জন্ম ২ (২০২১) ইত্যাদি।
আরফান নিশো অভিনীত উল্লেখযোগ্য নাটকের তালিকা, Notable films acted by Afran Nisho
- আমার স্ত্রীর আততায়ী
- আবারো দেবদাস
- কমপ্লিকেটেড
- লিটমাস লাভ
- যোগ বিয়োগ
- লেটস ফ্লাই
- লাভ এট ফার্স্ট সাইট
- অগোচোরে ভালোবাসা
- ব্রিফকেস
- কালারফুল
- রাতুল বনাম রাতুল
- পয়লা নম্বর
- বিপ্রতীপ
- গুলবাহার
- দ্যা ব্লাইন্ড ডেট
- এক হাজার টাকা
- দ্যা প্রেস
- ট্রাম্প কার্ড
- আর্টিস্ট মজনু খাঁ
- তবুও আকাশ নীল
- যদি তুমি জানতে
- সমর্পণ –
- এক্স স্কয়ার
- আমি তোমার কথা বলবো কাকে
- মাই ডিয়ার দাদা ভাই
- মেঘলা রোদ্দুর
- বাদাবন
- একা একেলা মন
- শুধু তোর জন্যে
- তিনি আমাদের বকর ভাই
- জীবনসঙ্গী
- বোধোদয়
- নাম কি
- নিখোঁজ ভালোবাসা
- ঘুরে দাঁড়ানোর গল্প
- সাদা কাগজে সাজানো অনুভূতী
- ট্রাইপড
- সীমাহীন দৃষ্টির রঙ নীল
- দ্যা ইন্ড অফ এ লাভ স্টোরি
- সুখপাখি
- সাইন্সের মেয়ে আর্টসের ছেলে
- একটাই আমার তুমি
- মেট্রো পলিটন প্রেম
- আমি ক্রিকেটার হতে চাই
- আলটিমেটাম
- ভাড়ায় চালিত
- টিউন অফ লাভ
- কিছুটা গল্পের মতো
- হঠাৎ দেখা
উক্ত নাটকগুলো ছাড়াও আরো বেশ কিছু নাটকে অভিনয় করেছেন বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা আরফান নিশো।
আফরান নিশো অভিনীত প্রথম চলচ্চিত্র, Afran Nisho’s first movie
আফরান নিশো 2015 সালে শাহ আলম মন্ডল পরিচালিত “তত্ত্ব” চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। চলচ্চিত্রটি অসংখ্য মানুষ দ্বারা প্রশংসিত হয়েছিল। এই চলচ্চিত্রটি সাফল্যের পরে আফরান নিশো “ জীবন যেমন”, ”স্বপ্নজাল” সহ আরো কয়েকটি বাংলাদেশী চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। সম্প্রতি তাঁকে এক চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়, যা দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করে।
- চলচ্চিত্র নাম: সুড়ঙ্গ
- প্রকাশের বছর: ২০২৩
- পরিচালক: রায়হান রাফী
- সহশিল্পী: তমা মির্জা
আরফান নিশো অভিনীত ওয়েব চলচ্চিত্র, Afran nisho’s first web series
বেশ কয়েকটি ওয়েব চলচ্চিত্রে অভিনয় করেন আফরান নিশো। সেগুলি হল :
- মাইনকার চিপায় (২০২১) – জি৫
- মরীচিকা (২০২১) – চরকি
- রেডরাম (২০২২) – চরকি
- সিন্ডিকেট (২০২২) – চরকি
- কাইজার (২০২২) – হইচই
- সাড়ে ষোলো (১৬.৫) (২০২৩) – হইচই
পুরস্কার প্রাপ্তি, Awards received
অভিনেতা আরফান নিশো অভিনয় দক্ষতার পরিপ্রেক্ষিতে বেশ কিছু পুরস্কার লাভ করেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল :
- টিভি “যোগ-বিয়োগে” অভিনয়ের জন্য তিনি ২০১৬ খ্রিস্টাব্দে “মেরিল প্রথম আলো পুরস্কার”সেরা অভিনেতা নির্বাচিত।
- 2016 সালে “ ঈদ টেলিফিল্মে” অভিনয়ের জন্য লাক্স চ্যানেল আই পারফরম্যান্স আওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন।
- 2017 সালে “তুমি থাকতে বলে” নাটক সিরিয়ালের জন্য জাতীয় জীবন সংঘের নববর্ষ পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন।
- 2019 সালে “এই শহরে ভালোবাসা নেই” চলচ্চিত্রের জন্য আর টিভি স্টার পুরস্কার পেয়েছিলেন।
- “জাহানারার একটি ভাই ছিল” চলচ্চিত্রের জন্য তিনি আর টিভি স্টার পুরস্কার পেয়েছিলেন
আফরান নিশোর ব্যক্তিগত সম্পর্ক, personal life of Afran Nisho
আরফান নিশো বিবাহিত। অভিনেতার স্ত্রীর নাম নাইজা মাহমুদ তৃশা । দীর্ঘ ১৪ বছর প্রেমের পর প্রেমিকাকে বিয়ে করেন জনপ্রিয় এই অভিনেতা। তাদের বিয়ে হয়েছিল ২০১১ সালের মে মাসে। পরবর্তীতে এই দম্পতির সংসারে এক সন্তানের জন্ম হয় যার নাম নির্বাণ। ভক্তদের ব্যাপক আগ্রহ থাকলেও নিশো নিজের ব্যক্তিগত জীবন সবসময় আড়ালে রাখার চেষ্টাই করেছেন।
অভিনেতা আরফান নিশোর নেট মূল্য, Afran Nisho’s net worth
বিভিন্ন জরিপ থেকে পাওয়া তথ্য অনুসারে আরফান নিশোর নেট মূল্য $ 0.3 মিলিয়ন। আফরান নিশো নাটকে অভিনয়ের জন্য তিন লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। অভিনয় জগতের কিছু সূত্র থেকে জানা যায় যে, তাঁর বাৎসরিক আয় ২৪ লক্ষ টাকা এবং তাঁর মত সম্পত্তি ১৫ কোটি টাকা।
সমালোচনা, Criticism
২০২১ সালের ঈদুল আজহায় আফরান নিশো অভিনীত নাটক ঘটনা সত্য নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। রুবেল হাসান নির্মিত এ নাটকে বিশেষ শিশু বা স্পেশাল চাইল্ডদের বাবা-মায়ের ‘পাপ কর্মের ফল’ বলে ভুল বার্তা দেওয়ার অভিযোগ ওঠে। পরে নাটকটি ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হয়।
আফরান নিশো সম্পর্কে বিশেষ কিছু তথ্য, Some special information about Afran Nisho
- ধর্ম : ইসলাম
- রাশিচক্র : ধনু
- উচ্চতা : ৫ ফুট ১০ ইঞ্চি, সেমিতে 177 সেন্টিমিটার অর্থাৎ 1.77 মিটার।
- ওজন : 67 কেজি147 পাউন্ড
- বুক : 42 ইঞ্চি
- কোমর : 33 ইঞ্চি
- বাইসপস / আর্মস : 16 ইঞ্চি
- জুতার মাপ : 10 মার্কিন
- চোখের রঙ : বাদামী
- চুলের রঙ : কালো
শেষ কথা, Conclusion
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। যেকোনো চরিত্রেই নিজেকে খুব সহজে মানিয়ে নিতে পারেন তিনি। তার অভিনয়শৈলীর ধরনও দর্শক মহলে আলাদা এক গ্রহণযোগ্যতা পেয়েছে। তাইতো তাকে নিয়ে নির্মাতারা সব সময়ই নতুন কিছুর পরিকল্পনা করে থাকেন। টেলিফিল্ম, ওয়েব সিরিজ এবং ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন আফরান নিশো। বাংলাদেশের এই অভিনেতার মতে অভিনয়ের জন্য চেহারাটা গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অভিনয় জানা। এই কথাতেই বিশ্বাস রেখে কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন আফরান নিশো।
Frequently Asked Questions :
ত্রিশা
৫ ফুট ১০ ইঞ্চি
৮ ডিসেম্বর, ১৯৮০
টাঙ্গাইল এর ভূয়াপুর