বাংলাদেশের নায়ক তথা গায়ক হিরো আলমের জীবনী, Biography of Bangladeshi Actor and Singer Hero Alom in Bengali

বাংলাদেশের নায়ক তথা গায়ক হিরো আলমের জীবনী

বাংলাদেশি অভিনেতা ও রাজনীতিবিদ আশরাফুল আলম সাঈদ। তবে তিনি জনগণের মধ্যে হিরো আলম নামে অধিক পরিচিত। তিনি হোক বাংলাদেশী সঙ্গীত ভিডিওর একজন সুপরিচিত মডেল, অভিনেতা, গায়ক, রাজনীতিবিদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত ব্যক্তি। আলম স্বাধীন শিল্পী হিসাবে কাজ করে থাকেন ও সামাজিক প্ল্যাটফর্মগুলিতে প্রায়ই কোনো না কোনো বিষয়ে ভিডিও প্রকাশ করে থাকেন। সম্প্রতি গায়ক হিসেবেও তিনি প্রকাশ করেছেন নিজেকে, যদিও তাঁর গাও বেশিরভাগ গানই বেসুরো হয়। আজকের এই প্রতিবেদনে আমরা বাংলাদেশের নায়ক তথা গায়ক হিরো আলমের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবো।

আলমের জন্ম ও শৈশবকাল, Birth and Childhood of Alom :

হিরো আলম

হিরো আলমের জন্ম হয়েছিল ১৯৮৫ সালের ২০ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। তাঁর জন্ম হয় বাংলাদেশের বগুড়া জেলার সদর উপজেলার এরুলিয়া গ্রামে। পারিবারিক অভাব-অনটন থাকার কারণে আলমের পিতামাতা তাঁকে তাদের গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের পরিবারে পালক সন্তান হিসেবে দিয়ে দেয়। ক্রমে উক্ত পরিবারের যথেষ্ট আর্থিক সচ্ছলতা না থাকার ফলে ৭ম শ্রেণিতে পড়াশুনা করার সময়ে আলম জীবিকা নির্বাহ করার চেষ্টা শুরু করেন।

হিরো আলমের কর্মজীবন, Hero Alom’s Career :

অভিনেতা, গায়ক, রাজনীতিবিদ ও ব্যবসায়ী হিরো আলমের কর্মজীবন শুরু হয় ২০১৬ সালে। তাঁর পরিচিতির মূল কারণ ছিল অভিনয় ও মডেলিং এর কাজ। তবে হিরো আলম প্রথম দিকে নিজ গ্রাম এরুলিয়ায় সিডি বিক্রির কাজ করতেন এবং পরবর্তীতে স্যাটেলাইট টিভি সংযোগের (ক্যাবল পরিচালনা) ব্যবসার কাজ শুরু করেন।

ক্যাবল সংযোগের ব্যবসায় তাঁর কাজ চলাকালে শখের বশে তিনি সঙ্গীত ভিডিও নির্মাণ করেন। আশরাফুল আলমের ইউটিউবে এই ভিডিও আপলোড করা হলে উক্ত সঙ্গীত ভিডিও নিয়ে ২০১৬ সালের দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম, বিশেষত ফেসবুকে বাংলাদেশের ব্যবহারকারীরা ট্রল এবং মিম তৈরি শুরু করে। এভাবে তিনি দ্রুতই পরিচিত হয়ে উঠেন।

বলাই বাহুল্য যে, তিনি নিজের বেসুর গলায় গাওয়া গানের জন্য জনগণের মধ্যে সর্বাধিক আলোচিত হন। সমালোচিত এই নায়ক তথা গায়ক নিজের কর্মকাণ্ডের জন্য বিভিন্ন সময় ইন্টারনেটে মিমের উপাদানেও পরিণত হয়েছেন। তাঁর নিজস্ব একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে ১৬ লক্ষের বেশি সাবস্ক্রাইবার আছে।

এরপর বিবিসি হিন্দি, জি নিউজ, এনডিটিভি, ডেইলি ভাস্কর, মিড-ডেসহ ভারতের প্রথম সারির সংবাদমাধ্যমগুলো তাকে নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছিল।

হিরো আলমের দাম্পত্য সঙ্গী, Spouse of Hero Alom :

নুসরাতের সঙ্গে আলমের বিয়ে

হিরো আলমের দাম্পত্য সঙ্গী তথা প্রথম স্ত্রীর নাম হল সাবিহা আক্তার সুমি। ২০১০ সালে তাদের বিবাহ হয়েছিল। এই দম্পতির আলো ও আঁখি নামে দুই মেয়ে এবং কবির নামে এক ছেলে রয়েছে। কিন্তু দীর্ঘস্থায়ী হয় নি তাদের বৈবাহিক সম্পর্ক। স্ত্রী নির্যাতনের অভিযোগে করা এক মামলায় ২০১৯ সালের মার্চে তিনি গ্রেফতার হন এবং পরবর্তীতে এপ্রিল মাসের ১৮ তারিখে জামিনে মুক্তি পান। সেই বছর তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

প্রথম স্ত্রীর সাথে বিচ্ছেদ হওয়ার পর নুসরাত জাহানের সঙ্গে গাঁট ছড়া বেঁধেছিলেন আলম। এদিকে বিচ্ছিদের পর বাংলাদেশের বগুড়াতে আলমের প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তানরা বাস করছেন। ২০১৯ সালে নুসরাতের সঙ্গে আলমের বিয়ে হয়। একসাথে ছবিতে কাজ করার সময় প্রেমে পড়েছিলেন দুজনে। তারপর সম্পর্কটি বিয়ে পর্যন্ত গড়ায়। তবে স্বামীর বিরুদ্ধে একাধিক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক রাখার অভিযোগ তুলে ৩ বছরের সংসারের ইতি টানেন নুসরাত। বিচ্ছেদের পথে হাঁটেন দুজনে। নুসরাতের সাথে আলমের বিবাহ বিচ্ছেদ ঘটে ২০২২ সালে।

হিরো আলমের লেখক জীবন, Hero Alam as an author :

২০১৯ সালে হিরো আলম একুশে বইমেলায় নিজের আত্মজীবনী “দৃষ্টিভঙ্গি বদলান আমরা সমাজকে বদলে দেবো” নামে প্রকাশ করেন। বইটি প্রকাশ করে তরফদার প্রকাশনী এবং বইটি সম্পাদনা করেন সৌরভ আলম সাবিদ।

হিরো আলমের রাজনীতি

হিরো আলমের রাজনীতি, Political career of Hero Alom :

২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করলে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপ-নির্বাচনে হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে উক্ত দুই আসনের মনোনয়নপত্র সংগ্রহ করে প্রতিদ্বন্দ্বীতা করেন।

তবে উপনির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন তিনি।  অন্যদিকে ভোট চলাকালীন পুলিশের সামনে থেকেই আওয়ামী লীগের কর্মীদের মারধরের শিকার হওয়ার পাশাপাশি ভোটে অনিয়মের অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেন তিনি।

হিরো আলমের গান, Songs Of Hero Alom :

রাজনীতি এবং অভিনয়ের পাশাপাশি সঙ্গীত জগতেও ছাপ রাখার চেষ্টা করেছেন হিরো আলম। বিভিন্ন সময়ে তিনি গানের রেকর্ডিং করার বিভিন্ন ছবি ও ভিডিও নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে আসন্ন গান সম্পর্কে নিজের ফ্যানদের অবগত করেছেন। বেশ কিছু গান নিজের ইউটিউবের চ্যানেলে প্রকাশ করেছেন। সেই গানগুলি ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদির মাধ্যমে প্রচার করেছেন তিনি।

ভূবন বাদ্যকর, রানু মন্ডল প্রমুখ ভাইরাল ব্যক্তিদের সাথে গান গেয়েছেন জনপ্রিয় অভিনেতা হিরো আলম। তাঁর গান সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল এবং ইউটিউব তাঁর ভিডিওতে অনেক ভিউ এসেছিল। তবে দর্শক তথা শ্রোতাদের মধ্যে অনেকেই কাছে তাঁর গানগুলো হাস্যরসপূর্ণ বলে মনে হয়েছিল, আবার অনেকে এইসব গানে রিল ভিডিও তৈরি করেছিল।

হিরো আলমের গানের তালিকা :

  • মাহে রমজান 2023
  • ঈদের গান 2022
  • মরণ যদি আসে ও প্রিয়তমা 2024
  • আরবী গান 2021
  • বাবা তোমার দরবারে 2021
  • হিরো আলম উগান্ডা গান 2021
  • বগুড়ার ছল 2021
  • একটাই কথা আছে বাংলাতে
  • চাইনিজ সং 2021
  • আমি এত নষ্ট ছিলাম না রে 2022
  • একটা সিগারেট 2023
  • কিছু কথা তোমার সাথে 2021
  • ও হিরো আই লাভ ইউ 2023
  • বৌদি বাজি 2021
  • ও কলকাতা মাইয়া 2022
  • হ্যাপী নিউ ইয়ার 2021
  • মাথা গরম 2021
  • হৃদয় থেকে বলছি 2023
  • দয়াল তোর লাইগারে 2021
  • ভাইয়া আমার 2023
  • হাস্যকর
  • বাবু খাইসো
  • তুমি ছাড়া আমি
রানু মন্ডলের  সাথে গান গেয়েছেন জনপ্রিয় অভিনেতা হিরো আলম

হিরো আলমের অন্যান্য কিছু গান :

হিরো আলম বেশ কিছু গানকে নতুনভাবে সুর দিয়ে গেয়েছেন। ইউটিউব চ্যানেলে হিরো আলমের 8 থেকে 10 টি গান প্রতিমাসে প্রকাশিত হয়। অন্যান্য শিল্পীদের তুলনায় হিরো আলমের প্রতিটি গানের ভিউ সংখ্যা তুলনামূলকভাবে বেশি হয়।

  • তোর মায়াতে থোমকে আসি হারিয়ে গেছে মন (রোমান্টিক বাংলা গান)
  • তুমি আছো বলে( রোমান্টিক বাংলা গান)
  • চুপি চুপি কাছে এসে কেড়ে নিলে মন (রোমান্টিক বাংলা গান)
  • বিদ্রোহী প্রেমিক আমি বিদ্রোহী প্রেমিকা তুমি
  • ও রূপসী তোমার প্রেমে পইরা আগুন লাগছে সারা অঙ্গ জুইরা
  • তুমি অভিমনি
  • কি যেন কি করিলা
  • তুমি আমার জীবনের শুরু
  • এই বুকের মাঝে ইত্যাদি।

হিরো আলমের অভিনীত চলচ্চিত্র, List of Films starring Hero Alom :

  • মার চক্কা (2017)
  • সাহসী হিরো আলম (2020)
  • টোকাই (2023)
  • হিরো আলম অভিনীত শর্ট ফিল্ম –
  • প্রতিবাদী হিরো আলম 2018
  • মাতি 2018
  • টারজান দ্য হিরো আলম 2018
  • বদমাশ ভালোবাসা 2019
  • আলম দা পাওয়ার 2019
  • ভাইয়ের ভালোবাসা 2019
  • বিধবার সংসার
  • কিপটা 2020
  • পাল্টা জবাব 2020
  • বসির সুরে পরী পাগল 2021
  • মটু পাতলু প্রেম  2021
  • আলম দালাল 2021
  • মায়ের প্রতি ভালোবাসা 2021

হিরো আলম সম্পর্কে বিশেষ কিছু তথ্য, Some special information about Hero Alom :

  • জাতীয়তা : বাংলাদেশী।
  • ধর্ম : ইসলাম।
  • পেশা : মডেল, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অভিনেতা।
  • উচ্চতা : সেন্টিমিটারে – 160 সেমি, মিটারে – 1.60 মি, ফুট ইঞ্চি -5’3’’।
  • ওজন : 45কেজি (সময়ের সাথে সাথে এটি পরিবর্তিত হতে পারে)
  • শারীরিক পরিমাপ : বুক- 36 ইঞ্চি, কোমর- 27 ইঞ্চি, বাইসেপ – 10 ইঞ্চি।
  • প্রিয় খাবার : ঘরোয়া সমস্ত খাবার।
  • শখ : ভ্রমণ এবং অভিনয়।
  • প্রিয় খেলা : ফুটবল।
  • প্রিয় খেলোয়াড় : মেসি।

শেষ কথা, Conclusion :

হিরো আলম বাংলাদেশের এক অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। হিরো আলম একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এর সাথেও তিনি একজন ভালো মনের মানুষ। তিনি হিরো আলম ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন যা বিনামূল্যে শিক্ষা, এম্বুলেন্স এবং গৃহহীনদের জন্য আশ্রয় এবং খরচ প্রদান করে। অন্যদিকে নিজের গান নিয়ে বহুবার সমালোচনার মুখে পড়লেও তিনি সেসব কিছু গায়ে না লাগিয়ে জনগণের বিনোদন করে যাচ্ছেন।

Frequently Asked Questions

হিরো আলম এর বাবার নাম কি?

Ans.হিরো আলমের প্রকৃত বাবার নাম জানা যায়নি কিন্তু হিরো আলমের পালক বাবার নাম আব্দুর রাজ্জাক।

হিরো আলমের স্ত্রীর নাম কি ?

Ans. হিরো আলমের স্ত্রীর নাম হল সুমি আক্তার।

হিরো আলমের কয়টি সন্তান এবং তাদের নাম কি?

Ans.হিরো আলমের তিনটি সন্তান।এদের মধ্যে দুইটি কন্যা এবং একটি পুত্র। আলো ও আঁখি নামে দুই মেয়ে এবং কবির নামে এক ছেলে।

RIma Sinha

Rima Sinha is working as a writer and also as a journalist. she got her bachelor of arts degree from Tripura University. She has also completed Master of Arts in Journalism and mass communication from Chandigarh University.

Recent Posts