ক্যাটরিনা কাইফ এর বয়স, উচ্চতা, জীবনী, বিবাহ, ছবি | Bollywood Actress Katrina Kaif Height, Weight, Age, Affairs, Biography & More in bangla

ক্যাটরিনা কাইফ এর জীবনী

ক্যাটরিনা কাইফ হিন্দি চলচ্চিত্র জগতের খুব পরিচিত একটি নাম। তিনি ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী ও সাবেক মডেল তারকা। চলচ্চিত্র শিল্পে তিনি খুব কম সময়েই খ্যাতি অর্জন করেন এবং বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন। এছাড়াও তিনি তেলুগু, মালয়ালম ভাষার ছবিতেও কাজ করছেন।

জন্ম ও পরিবার পরিচয়, Birth and Family identity

ক্যাটরিনা কাইফ ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে ভারতীয় বংশোদ্ভুত পিতা “মোহাম্মদ কাইফ” এবং ইংরেজ মা “সুজানা টার্কুট” সন্তান হিসেবে জন্ম গ্রহণ করেন। তাঁর জন্ম হয় ১৯৮৩ সালের ১৬ই জুলাই, হংকংয়ে। অভিনেত্রীর ১ ভাই ও ৬ বোন রয়েছে। পিতা মোহাম্মদ কাইফ একজন কাশ্মীরি মুসলিম, তবে মা খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন।

ক্যাটরিনা কাইফ এর শিক্ষাগত যোগ্যতা, Education 

অভিনেত্রী ক্যাটরিনা কাইফ পড়াশুনায় কখনো স্থির হতে পারেননি। তবে সে দোষটা তাঁকে দেওয়া ঠিক হবে না, কারণ অল্প বয়সে বাবা মায়ের বিচ্ছেদ হয়, এরপর থেকে তিনি মায়ের সাথেই থাকতেন। অভিনেত্রীর মা এনজিওতে কাজ করতেন। মায়ের সাথে চীন, জাপান, ফ্রান্স, সুইজারল্যান্ড, পোলান্ড, জার্মানী, বেলজিয়াম, হাওয়াইতে ঘুরেছেন। পড়াশোনাটাও তাই সেভাবে হয়েছে। বলিউডে পা ফেলার আগে লন্ডনে কিছুদিন ছিলেন। ভর্তি হয়েছিলেন স্থাপত্য নিয়ে পড়তে। কিন্তু বিধি তো বলিউডে তাঁর ভবিষ্যত স্থির করে রেখেছিল।

ক্যাটরিনা কাইফ এর শিক্ষাগত যোগ্যতা

চলচ্চিত্র জগতে অভিনেত্রীর পদার্পণ, Career in film industry

কাটরিনা কাইফ মডেলিংয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন। ১৪ বছর বয়সে জুয়েলারীর বিজ্ঞাপন চিত্রে প্রথমবার মডেল হিসেবে কাজ করেন ক্যাটরিনা। মডেলস্‌ ওয়ান এজেন্সী’র সাথে চুক্তিতে আবদ্ধ হয়ে তিনি লন্ডনে মডেলিং এর কাজ চালিয়ে যান। তিনি লন্ডন ফ্যাশন উইকেও কাজ করেছেন। লন্ডনভিত্তিক চলচ্চিত্র নির্মাতা কাঈজাদ গুস্তাদ অভিনেত্রীকে চলচ্চিত্রের রূপালী পর্দায় নিয়ে আসেন। ২০০৩ সালে বুম ছবিতে ক্যাটরিনাকে কাজ করার সুযোগ দেন তিনি। 

মুম্বাইয়ে থাকাকালীন সময়ে বেশ কিছু  বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব পান তিনি। কিন্তু, সিনেমায় অভিনয় করার ক্ষেত্রে চলচ্চিত্র পরিচালকেরা প্রথম দিকে হিন্দি ভাষায় কথা বলতে না পারায় ক্যাটরিনা’র সাথে চুক্তিতে আবদ্ধ হতে দ্বিধাগ্রস্থ ছিলেন। পরবর্তীতে, ২০০৫ সালে ‘সরকার’ ছবিতে কাজ করার সুযোগ পান অভিনেত্রী। একই বছরে ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ ছবিতে সালমান খানের সঙ্গে জুটি বাঁধেন তিনি। এরপর থেকে একের পর এক ছবিতে কাজ করার জন্য প্রস্তাব পেতে শুরু করেন তিনি। 

কাটরিনা কাইফ মডেলিংয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন

ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করার মাধ্যমে তিনি অভিনয় জগতের এক দক্ষ শিল্পী হিসেবে গড়ে তোলেন নিজেকে। ক্রমে ২০০৮ সালে তিনি আব্বাস-মস্তানের পরিচালনায় তৈরি চলচ্চিত্র ‘রেস’ ছবিতে প্রথমবারের মতো খলনায়িকার চরিত্রে অভিনয় করেন। ছবিটি ব্যবসায়িক দিক দিয়ে অনেক বেশি সফলকাম হয়। ২০০৯ সালে কাটরিনা ‘নিউইয়র্ক’ ছবিতে জন আব্রাহামের সাথে অভিনয় করেন। ছবিটিতে কাইফের অভিনয়শৈলী ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে ও উচ্চমাত্রায় প্রশংসিত হয়েছিল। নিজের অভিনয় দক্ষতার মধ্য দিয়ে ক্যাটরিনা প্রমাণ করেছেন যে তিনি যে-কোন চলচ্চিত্রেই তথা চরিত্রে অভিনয় করতে সক্ষম।

ডাবিং করা কণ্ঠস্বর, Dubbing and voice modulation

অভিনয় জীবনের প্রথম দিকে হিন্দি ভাষাসহ ভারতীয় অন্যান্য ভাষায় অভিনেত্রী কাটরিনা কাইফের জ্ঞান খুব কম ছিল, তাই তাঁর কণ্ঠস্বরকে পরিত্যাগ করে অনেকগুলো ছবিতে অভিনেত্রীর নিজের গলার স্বরের বদলে অন্য আর্টিস্টের ডাব করা স্বর ব্যবহার করা হয়েছিল। ক্রমে হিন্দি ভাষা উচ্চারণে তিনি যথেষ্ট দক্ষ হয়ে ওঠার মাধ্যমে চলচ্চিত্রে তাঁর প্রকৃত কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়।

ক্যাটরিনা কাইফের প্রথম বলিউড সিনেমা কোনটি? First movie of Katrina Kaif

ক্যাটরিনা কাইফ বুম (2003) সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন, ছবিতে প্রথমে নেহা ধুপিয়ার কাজ করার কথা ছিল। 

ক্যাটরিনা কাইফ বুম (2003) সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন

ক্যাটরিনা কাইফ এর  চলচ্চিত্রের তালিকা, Katrina Kaif’s movie list 

  • সরকার 
  • ম্যায়নে পেয়ার কিও কিয়া?
  • অলারী পিদুগু (তেলুগু) 
  • হাম কো দিওয়ানা কর গায়ে 
  • বলরাম ভার্সাস তারাদাস (মালয়ালম)
  • নমস্তে লন্ডন
  • আপনে 
  • পার্টনার 
  • ওয়েলকাম 
  • রেস 
  • সিং ইজ কিং
  • যুবরাজ 
  • নিউইয়র্ক
  • আজব প্রেম কি গজব কাহানি 
  • দে দনা ডন 
  • রাজনীতি
  • তিস মার খান
  • জিন্দেগী না মিলেগী দোবারা
  • মেরে ব্রাদার কি দুলহান 
  • এক থা টাইগার 
  • জব তাক হ্যায় জান 
  • Bombay Talkies
  • টাইগার জিন্দা হ্যায়
  • নিউ ইয়র্ক
  • রাজনীতি 
  • ব্যাং ব্যাং
  • ধুম ৩
  • বার বার দেখো
  • ফিতুর 
  • জগ্গা জাসুস 
  • থাগস অব হিন্দোস্তান 
  • ভারত 
  • সূর্যবংশী
  • মেরি ক্রিসমাস

ক্যাটরিনা কাইফ এর পুরস্কার প্রাপ্তি, awards and recognition 

  • ২০০৬ স্টারডাস্ট ব্রেক-থ্রো পারফরম্যান্স এ্যাওয়ার্ড (মহিলা) ম্যায়নে পেয়ার কিউ কিয়া।
  • ২০০৬ আইডিয়া জি এফ এ্যাওয়ার্ডস: ফ্যাশন ডিভা অব দি ইয়ার
  • ২০০৮ জি সিনে এ্যাওয়ার্ডস্‌: ব্রিটিশ ইন্ডিয়ান এ্যাক্টর এ্যাওয়ার্ড
  • ২০০৮ আইআইএফএ এ্যাওয়ার্ডস্‌: স্টাইল ডিভা অব দি ইয়ার
  • ২০০৯ রাজীব গান্ধী এ্যাওয়ার্ড; একই সালে পান স্টার স্ক্রিন এ্যাওয়ার্ডস্‌: বছরের সেরা বিনোদনকারী হিসেবে।
  • ২০১০ স্টারডাস্ট এ্যাওয়ার্ড: সেরা অভিনেত্রী (পপুলার এ্যাওয়ার্ড) নিউইয়র্ক ও আজব প্রেম কি গজব কাহানী ছবিতে অভিনয়ের জন্য।
  • ২০১১ স্টার স্ক্রিণ এ্যাওয়ার্ড: সেরা অভিনেত্রী (পপুলার চয়েজ)
  • ২০১১ অপ্সরা এ্যাওয়ার্ডস্‌: হিন্দুস্তান টাইমসের পাঠকদের যাচাই করা বছরের সেরা (অভিনেত্রী)
ক্যাটরিনা কাইফ এর পুরস্কার প্রাপ্তি

সালমান খান ও ক্যাটরিনা কাইফ একসঙ্গে কয়টি সিনেমা করেছেন? How many movies have Salman Khan and Katrina Kaif done together?

সালমান খান ক্যাটরিনা কাইফের সাথে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। এই জুটি ‘ম্যায়নে পেয়ার কিয়ুন কিয়া’, ‘ভারত’, ‘যুবরাজ’, ‘পার্টনার’, ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’ এবং অ্যাকশন থ্রিলার ছবি ‘টাইগার 3’-এর মতো বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন।

সালমান খান ও ক্যাটরিনা কাইফ একসঙ্গে কয়টি সিনেমা করেছেন?

ক্যাটরিনার ব্যক্তিগত জীবন, Personal life of Katrina Kaif

বলিউডে আসার পর থেকে সালমান খান এর সাথে ক্যাটরিনার প্রেমের সম্পর্ক ছিল বলে শোনা যায়, বিভিন্ন সূত্রের খবরের পরিপ্রেক্ষিতে জানা যায় যে 2003 সাল থেকে -2010 অবধি সম্পর্কে আবদ্ধ ছিলেন দুজনে। সালমানের সাথে বিচ্ছেদের পর ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত অভিনেতা রণবীর কাপুরের সাথে প্রেমের সম্পর্কে জড়ান অভিনেত্রী।

“রাজনীতি” সিনেমায় একসাথে কাজ করার সময় থেকে পরস্পরের কাছাকাছি এসেছিলেন তারা। কিন্তু এই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়ে পারেনি, তবে তাদের বিচ্ছেদের কারণ নিয়ে দুজনেই প্রকাশ্যে কিছুই বলেন নি। এরপর ২০২১ সালের ডিসেম্বর মাসে বলিউড অভিনেতা ভিকি কৌশল এর সাথে কাটরিনা কাইফ এর বিয়ে হয়। তথ্য অনুসারে ২০১৯ সাল থেকে একে ওপরের সাথে মেলামেশা শুরু করেন তারা, ক্রমে তাদের এই সম্পর্ক বিয়ের আনুষ্ঠানিকতা পৌঁছে যেতে সক্ষম হয়।

ক্যাটরিনার ব্যক্তিগত জীবন

অভিনেত্রীর নেট ওয়ার্থ, Katrina Kaif net worth 

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ক্যাটরিনা কাইফ বিপুলসংখ্যক বিজ্ঞাপন চিত্রে নিয়মিতভাবে অংশগ্রহণ করছেন, ফলে বলিউড অভিনেত্রী হিসেবে শীর্ষ করদাতা হিসেবেও তিনি নিজেকে স্থান করে নেন। ২৩০ কোটি টাকা সম্পত্তির মালিক ক্যাটরিনা কাইফ প্রতিটি ছবির জন্য ১০ থেকে ১২ কোটি টাকা পারিশ্রমিক নেন। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনের জন্য ৭ কোটি টাকা নেন তিনি।

অভিনেত্রীর নেট ওয়ার্থ

অভিনেত্রীর উচ্চতা, ওজন ও শারীরিক পরিমাপ, Katrina Kaif’s Height, Weight and Body Measurements

  • সেন্টিমিটারে উচ্চতা: ১৬৮ সে.মি
  • ইঞ্চিতে উচ্চতা: ৫ফুট ৬ ইঞ্চি
  • ওজন : ৬২কেজি
  • শারীরিক পরিমাপ: ৩৫-২৬-৩৭
  • জুতার মাপ: ৬ মার্কিন
  • চোখের রঙ: গাঢ় বাদামী
  • চুলের রঙ: কালো

ব্র্যান্ড অনুমোদন, Brand endorsement

অভিনেত্রী হওয়ার সুবাদে কাটরিনা কাইফ বেশ কিছু ব্র্যান্ডের সাথে কাজ করার সুযোগ পেয়েছিলেন। তিনি আমের জুস তথা পানীয় ব্র্যান্ড স্লাইস এর বিজ্ঞাপনে কাজ করেন। এছাড়াও তিনি লাক্স সাবানের বিজ্ঞাপনে কাজ করেন; নক্ষত্র জুয়েলারি, ল্যাকমে, ল’ওরিয়াল প্রভৃতি পণ্যের বিজ্ঞাপনেও দেখা যায় তাঁকে। এছাড়াও তিনি প্যানাসনিক ব্র্যান্ডের জন্য কাজ করেছেন।

ক্যাটরিনা কাইফের প্রিয় জিনিসের তালিকা, List of Favorite Things of Katrina Kaif

  • পছন্দের খাবার – পায়েস এবং পনির, সাথে পাস্তাও
  • প্রিয় জায়গা – দুবাই এবং লন্ডন
  • প্রিয় ব্যান্ড – মিউজ, রেডিওহেড এবং কোল্ডপ্লে
  • প্রিয় উপন্যাস লেখক – সিডনি শেলডন
  • প্রিয় ভারতীয় ডিজাইনার – রিনা ঢাকা, তরুণ তাহিলিয়ানি, রকি এস
  • প্রিয় ক্রিকেটার – ইরফান পাঠান। যদিও অভিনেত্রী খুব একটা ক্রিকেট পছন্দ করেন না।
  • প্রিয় আন্তর্জাতিক ডিজাইনার- আরমানি, মিউ মিউ, প্রাদা, ভার্সেস
  • প্রিয় সিনেমা – উমরাও জান (1981), কাসাব্লাঙ্কা (1942), এবং গন উইথ দ্য উইন্ড (1939)
  • প্রিয় অভিনেতা – লিওনার্দো ডিক্যাপ্রিও, জনি ডেপ, শাহরুখ খান, হৃতিক রোশন, আমির খান
  • প্রিয় অভিনেত্রী – মাধুরী দীক্ষিত এবং কাজল

শেষ কথা, Conclusion

হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী ক্যাটরিনা কইফ। অভিনয় থেকে নাচ সবেতেই বাজিমাৎ ক্যাটরিনার। একজন বলিউড সুপারস্টার হিসেবে কেরিয়ারের দুই দশকের ব্যাপ্তি, তাঁর যাত্রা এবং স্টারডমের উচ্চ এবং নিম্ন প্রতিফলন। তিনি নিজের শ্রোতাদের কাছ থেকে ভালবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং অভিনয়ের অপ্রত্যাশিত জগতে অধ্যবসায়ের গুরুত্বের উপর জোর দেন। আশা করা যায় যে ভবিষ্যতে অভিনেত্রীকে আরো ভালো কাজ করতে দেখা যাবে।

Frequently Asked Questions

কাটরিনা কাইফ এর জন্ম কোথায় হয়েছিল ?

হংকংয়ে 

কাটরিনা কাইফ এর মা ও বাবার নাম কি ?

বাবা মোহাম্মদ কাইফ ও মা সুজানা টার্কুট।

ক্যাটরিনা কাইফের প্রথম বলিউড সিনেমা কোনটি?

বুম

Contents show

Oindrila Banerjee

Oindrila Banerjee, a master's graduate in Modern History from Calcutta University, embodies a diverse range of passions. Her heart resonates with the rhythm of creative expression, finding solace in crafting poetic verses and singing melodies. Beyond her academic pursuits, Oindrila has contributed to the educational realm, serving as a teachers' coordinator in a kindergarten English medium school. Her commitment to nurturing young minds reflects her belief in the transformative power of education. Oindrila's guiding principle in life, encapsulated in the motto, "There are two ways of spreading light: to be the candle or the mirror that reflects it,"

Recent Posts