মেহেজাবিন চৌধুরী’র বয়স, উচ্চতা, জীবনী, বিবাহ, ছবি | Bengali Actress Mehazabien Chowdhury’s Height, Weight, Age, Affairs, Biography & More in bangla |

মেহেজাবিন চৌধুরী জীবনী

বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল তথা অভিনেত্রী হলেন মেহজাবিন চৌধুরী। টেলিভিশন নাটকের জগতে একটি অপরিহার্য নাম মেহজাবিন। ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে তিনি মিডিয়া জগতে আসেন। বর্তমানে বাংলাদেশের অভিনয় জগতের এক অন্যতম নক্ষত্র তিনি। পরিশ্রম, কাজের প্রতি ভালোবাসা, দক্ষতা তাঁকে অভিনয় জগতে লাইমলাইট দিয়েছে। বর্তমানে তাঁকে দেশের অন্যতম জনপ্রিয় এবং আলোচিত অভিনেত্রী বললেও ভুল হবেনা।

জন্ম ও পরিবার পরিচিতি, Birth and family :

মেহজাবীন ১৯৯১ সালের ১৯ এপ্রিল চট্টগ্রামে নিজের পৈতৃক নিবাসে জন্মগ্রহণ করেন। তিনি শৈশবে বেড়ে ওঠেন সংযুক্ত আরব আমিরাতে।

মেহেজাবিন চৌধুরী পিতা মাতার খুব আদরের। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়। তাঁর পিতার নাম মহিউদ্দিন চৌধুরী এবং মা গজলা চৌধুরী। দুই ভাইয়ের নাম রাজু ও আলিশান; দুই বোন হচ্ছেন মোকাদ্দেছ ও কায়নাত।

মেহজাবীন

অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতা, Educational Qualification :

মেহজাবীন ইন্ডিয়ান স্কুল, সোহার, ওমান থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে তিনি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং এর ছাত্রী ছিলেন। পড়াশুনা করার সময়ই তিনি লাক্স সুন্দরী নির্বাচিত হন।

অভিনয় জগতে পদার্পণ, Entering the acting profession :

বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে, অভিনেত্রী মেহেজাবিন মাত্র ১৩ বছর বয়সে মডেলিং শুরু করেন। ছাত্রজীবনের শেষের দিকে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি। উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’ ছিল অভিনেত্রীর প্রথম অভিনীত নাটক। এ নাটকে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন মাহফুজ আহমেদ।

ক্রমে মেহজাবিন কাজ করেন ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আন লিমিটেড’ ইত্যাদি নাটকে। অভিনয় জীবনে মেহজাবীন এর জন্য বড় একটি টার্নিং পয়েন্ট ছিল ২০১৩ সালে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’।

২০১৭-সালে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘বড় ছেলে’তে অভিনয় করে তিনি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেন। দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয় মেহজাবীন ও জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত এই নাটকটি।

অভিনেত্রী মেহেজাবিন

সহ-অভিনেতা হিসেবে অপূর্ব কিংবা আফরান নিশোর সাথে তার জুটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ২০২০ সালে অভিনেত্রী গল্পকার হিসেবেও নাম লিখিয়েছেন। ‘থার্ড আই’ ছিল তাঁর লেখা প্রথম নাটকের গল্প।

অভিনেত্রীর অভিনীত নাটকের তালিকা, List of dramas :

  • অপেক্ষার ফটোগ্রাফি (২০১৩)
  • অধরা
  • চেনা হয়ে যায় অচেনা
  • আনলিমেটেড হাসো
  • মনের মত মন
  • তুলা রাশির ছেলে (২০১৩)
  • অবশেষে অন্য কিছু
  • তুমি রবীন্দ্রনাথের অমিত নও
  • গরু যখন গুরু
  • চক্র
  • টিয়ার শেষ পর্ব
  • মেট্রো পলিটন বিভ্রম
  • তবুও অপেক্ষায়
  • কট বিহাইন্ড
  • একটি পূর্ব পরিকল্পিত বিবাহ
  • জামাই ধরা
  • দরজা খোলা ছিল
  • ভুল ঠিকানায় যাত্রা
  • আমি কার
  • একটি অনাকাঙ্ক্ষিত প্রেমের গল্প (২০১৪)
  • ব্রেক আপ ব্রেক ডাউন
  • শূন্যতার বৃত্তে
  • একটি অসমাপ্ত ভালবাসা
  • মেঘলা
  • বউ বদল
  • কমন ডায়ালগ
  • রিটার্ন
  • ফিল্ম মানিয়া
  • ব্লাক কফি
  • ভন্দ জামাই
  • স্বপ্নিল
  • দ্যা ক্লথ
  • ক্রেডিট কার্ড
  • ব্লাক রোজ
  • আজ ১০ই আগস্ট
  • ফ্রেন্ডশিপ লাভ সামথিং মোর
  • মনের মত মন
  • ভালবাসায় বাধা
  • প্রেম (২০১৫)
  • ফটো ফ্রেম
  • ব্লাইন্ড ডেট
  • বিহবল দিশেহারা
  • নীল রৌদ্রের ঘ্রাণ (২০১৬) [৬]
  • বড় ছেলে(২০১৭)
  • ব্যাচ ২৭
  • ছেলেটি অবন্তীকে ভালোবেসেছিল (২০১৭)
  • হাই হিল (২০১৭)
  • তোমার জন্য মন (২০১৭)
  • অনামিকার নীল উপাধ্যায়
  • যাতনা কাহারে বলে
  • ভালবাসি আজো
  • বাইকম্যান
  • বেকার(২০১৭)
  • এপিটাপ (২০১৭
  • বেস্ট ফ্রেন্ড (২০১৮)
  • পরিচয়
  • সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না
  • খেয়ালী আমি হেয়ালী তুমি
  • তুমি যদি বল
  • তোর ভাবী
  • দোসর
  • অনিকেত সন্ধ্যা
  • ঘুরে দাড়ানোর গল্প
  • নীরবতা
  • সুর সতিন
  • ফেরার পথ নেই
  • নিঃশব্দে সুর
  • নীল আবরণ
  • জলসাঘর
  • অমিত্রাক্ষর
  • কেন
  • নির্বাসন
  • চেনা অচেনা
  • মরীচিকা
  • ক্যান্ডি ক্রাশ
  • সুর বিবাগী
  • দ্বিতীয় যাত্রার আগে
  • বুকের বা পাশে
  • বেয়াইনসাব (২০১৯)
  • বেটার হাল্ফ (২০১৯)
  • মন বদল(২০১৯)
  • তুমি আমারই (২০১৯)
  • ব্ল্যাক ডায়মন্ড (২০১৯)
  • চাপাবাজ (২০২০)
  • ইরিনা (২০১৯)
  • ভাইরাল গার্ল (২০২০)
  • আলো (২০২১)
  • প্লাস ফোর পয়েন্ট ফাইভ (২০২১)
ভাইরাল গার্ল

ধারাবাহিক নাটকে অভিনয় :

  • ধান্দা
  • ইউনিভার্সিটি
  • অ্যাবনরমাল

   অভিনয় জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রণয় ধর্মীয় নাটক হোক কিংবা ভিন্ন রকম কোনো চরিত্র, নিত্যনতুন নানা চরিত্রে অভিনয় করে প্রমাণ করেছেন যে, সুযোগ পেলে সব ধরনের চরিত্রেই নিপুণ তিনি।

ওয়েব চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয়, Acting in web movies and serials :

২০২৩ সালে :

  • নীল জলের কাব্য, আইস্ক্রিন।
  • আমি কী তুমি, আইস্ক্রিন।
  • কাজলের দিনরাত্রি, দীপ্ত প্লে।
  • দ্যা সাইলেন্স, বিঙ্গ।

২০২২ সালে :

  • ফ্রিল্যান্সার নাদিয়া, বঙ্গ।
  • সাবরিনা, হইচই।
  • রেডরাম  নীলা খান, চরকি।

অভিনয়ের জন্য পুরষ্কার এবং সম্মাননা প্রাপ্ত, Awards and Honors :

মেহজাবীন অভিনয়ে বহুমুখীতার জন্য দর্শকদের মধ্যে ব্যাপকভাবে স্বীকৃত। অভিনয়ের জন্য তিনি অসংখ্য পুরষ্কার এবং সম্মাননা পেয়েছেন। দর্শকদের ভালোবাসার স্বীকৃতিস্বরূপ টানা দুইবার মেরিল প্রথম আলো পুরস্কার জয় করেছেন তিনি। তাঁর প্রাপ্ত উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে :

  • মেরিল প্রথম আলো পুরস্কার – ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২১,
  • সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার-২০১২, ২০১৩, ২০১৪, ২০১৯, ২০২০ এবং ২০২১।
  • ২০১৮ সালে সোনালী ডানার চিল নাটকে অভিনয়ের জন্য তিনি বাবিসাস পুরস্কার লাভ করেন। 
  • বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) মেহজাবীন চৌধুরীকে ‘আলো’ নাটকের জন্য সম্মাননা প্রদান করেছে।
অভিনয়ের জন্য পুরষ্কারপ্রাপ্ত

বিজ্ঞাপনে কাজ, Work in advertising :

অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করা ছাড়াও বেশ কিছু বিজ্ঞাপনের জন্য কাজ করেছেন।

উল্লেখযোগ্য বিজ্ঞাপনগুলো হল :

  • বাংলা লিংক
  • লাক্স
  • বিকাশ
  • এলিট গোল্ড মেহেদী
  • রানী গুঁড়া মসলা
  • ওমেরা এলপিজি
  • দারাজ বাংলাদেশ

এছাড়াও তিনি মডেলিং করেছেন পেপসি, সেভেন আপ, পন্ডস, ম্যাগি, স্যামস্যাং, লাক্স, গীতাঞ্জলি ইত্যাদি কোম্পানির জন্য। বলাই বাহুল্য নাটক, টেলিফিল্মের পাশাপাশি দেশের বিজ্ঞাপনের অন্যতম সেরা চাহিদাসম্পন্ন অভিনেত্রী তিনি।

মেহজাবিন চৌধুরীর মোট সম্পত্তি, আয়ের উৎস, Net worth :

মেহজাবিন চৌধুরী আয়ের উৎস হচ্ছে মডেলিং এবং অভিনয়। অভিনেত্রীর মোট সম্পদের পরিমাণ ৮ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশী টাকায় দশ কোটি টাকা।

  • নেট মূল্য বা মাসিক আয়  $3k-$5k (আনুমানিক)
  •  বার্ষিক আয় আনুমানিক $25k-$40k
  •  মোট আয় $5- $8 মিলিয়ন (আনুমানিক)
  •  মাসিক বেতন ও আয় 2- 4 লক্ষ (আনুমানিক)
  • বার্ষিক/বার্ষিক আয় 20-40 লক্ষ (আনুমানিক)
মেহজাবিন চৌধুরীর মোট সম্পত্তি

মেহেজাবিন চৌধুরী সম্পর্কে বিশেষ কিছু তথ্য :

  • রাশি : মেষ
  • ধর্ম: মুসলিম
  • উচ্চতা : ১৬৫ সেমি (৫ ফুট ৫ ইঞ্চি)
  • ওজন : ৪৫ কেজি
  • চুলের রঙ : হালকা খয়েরি
  • চোখের রঙ: হালকা খয়েরি
  • পছন্দের খাদ্য : পিজা, ফ্রেঞ্চ ফ্রাই
  • পছন্দের অভিনেতা : আফজাল হুসেন
  • পছন্দের রং : সাদা, নীল
  • পছন্দের গায়ক : Jay Sean
  • পছন্দের টিভি শো : WWE, American Next Top Model
  • শখ : চ্যাটিং, শপিং, বেলি ডান্সিং, গান গাওয়া, মডেলিং।

শেষ কথা, Conclusion :

অতুলনীয় সৌন্দর্য্য, পরিশ্রম আর অভিনয় দক্ষতার মাধ্যমেই নিজেকে একজন সুঅভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন মেহজাবীন। জীবনের একাংশ কাটিয়েছেন আরবে। কিন্তু অভিনয় ও মডেলিংয়ের প্রতি ভালোবাসা তাঁকে নিজের দেশে ফিরিয়ে এনেছিল।

একযুগ আগে বাংলা ভাষাটা পুরোপুরি আয়ত্ত্বে ছিল না যার, সেই তরুণী এখন দেশের নাটকের শীর্ষ অভিনেত্রী! অসংখ্য বাংলা নাটক ও ধারাবাহিকে তার অসামান্য প্রতিভা ও অভিনয় গুণ দর্শকদের নজর কেড়েছে।

আশা করি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পেরেছেন।

Frequently asked Questions :

মেহজাবিন কবে জন্মগ্রহণ করেন ?

 ১৯৯১ সালের ১৯ এপ্রিল।

মেহজাবিনের অভিনীত প্রথম নাটক কোনটি ?

ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’।

মেহেজাবিনের লেখা প্রথম গল্প কোনটি ?

‘থার্ড আই’ নাটকের গল্প।

RIma Sinha

Rima Sinha is working as a writer and also as a journalist. she got her bachelor of arts degree from Tripura University. She has also completed Master of Arts in Journalism and mass communication from Chandigarh University.

Recent Posts