নুসরাত ফারিয়া’র বয়স, উচ্চতা, জীবনী, বিবাহ, ছবি | Bengali Actress Nusrat Faria’s Height, Weight, Age, Affairs, Biography & More in bangla |

নুসরাত ফারিয়া জীবনী

বাংলাদেশের একজন স্বনামধন্য নায়িকা, উপস্থাপক তথা মডেল হলেন নুসরাত ফারিয়া। বিজ্ঞাপনচিত্রেও তাঁর উপস্থিতি এবং ভিন্নধর্মী উপস্থাপনার কারণে সুপরিচিত তিনি। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘ আশিকী ’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। উক্ত ছবিতে অসাধারণ কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। আজকের এই প্রতিবেদনে আমরা বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার জীবনী নিয়ে আলোচনা করবো।

অভিনেত্রীর জন্ম ও পরিবার পরিচয়, Birth and family identity :

নুসরাত ফারিয়ার পুরো নাম নুসরাত ফারিয়া মাজহার। তিনি জন্মগ্রহণ করেন ১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর। বাংলাদেশের চট্টগ্রাম ছিল অভিনেত্রীর জন্মস্থান। বাড়িতে আদর করে তাঁকে ‘ফারিয়া’ ডাকা হয়।

নুসরাত ফারিয়া

নুসরাতের পিতার নাম মজিবুল বারী এবং মা আয়েশা আক্তার। তাঁর শৈশব কেটেছে ঢাকার আর্মি ক্যান্টনমেন্টে; বর্তমানেও সেখানেই বসবাস করছেন। অভিনেত্রীর দাদা একজন সেনা কর্মকর্তা হওয়ায় ঢাকা সেনানিবাসে তাদের বসবাস।

অভিনেত্রীর শিক্ষাগত যোগ্যতা :

অভিনেত্রী নুসরাত ফারিয়া নিজ গ্রামে অর্থাৎ চট্টগ্রামেই স্কুলের শিক্ষা সম্পন্ন করেন। তারপর পাড়ি দেন লন্ডনে, সেখানে তিনি আইন বিষয় নিয়ে পড়াশুনা করেন। ২০২১ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন এই অভিনেত্রী। লন্ডনের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেছিলেন তিনি।

অভিনেত্রীর ব্যক্তিগত জীবন, Personal life :

নুসরাত ফারিয়া ২০২০ সালে রনী রিয়াদ রাশিদের সাথে বাগদান সম্পন্ন করেন। দীর্ঘ সাত বছরের পরিচয়ের পর তাদের বাগদান হয়, অভিনেত্রী নিজেই সামাজিক মাধ্যমে তাদের এই অনুষ্ঠানের ছবি প্রকাশ করেন। কিন্তু বাগদানের তিন বছরের মাথায় দুজনের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারে অভিনেত্রী তাদের সম্পর্কের বিচ্ছেদ নিয়ে আলোচনা করেন।

রনী রিয়াদ রাশিদ

তিনি তাঁর পরিবারকে মিডিয়ার আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন। তাঁর পরিবারের সম্পর্কে প্রকাশ্যে উপলব্ধ তথ্য না থাকা সত্ত্বেও, এটি স্পষ্ট যে তাঁর ক্যারিয়ার সমর্থনে তাঁর পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

কর্মজীবনের শুরুতে, At the beginning of career :

নুসরাত ফারিয়া মাজহার কর্মজীবনের প্রথমদিকে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন। ২০১৩ সাল থেকে ২০১৫ অবধি রেডিও ফুর্তি সম্প্রচার কেন্দ্রে কাজ করেন তিনি। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপক হিসেবেও কাজ করেছিলেন তিনি।

স্টাইলিশ হেয়ার অফ দা ক্যাম্পাস ২০১৪ এর গ্র‍্যান্ড ফিনালের অনুষ্ঠান উপস্থাপনা করছিলেন। তবে আর.জে অর্থাৎ রেডিও জকি হিসেবে কাজের মধ্য দিয়ে গণমাধ্যমে আগমন তাঁর। বাংলাদেশের আরটিভির ‘ঠিক বলছেন তো‘ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টিভি পর্দায় উপস্থাপনার কাজ শুরু করেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

নুসরাত ফারিয়া মাজহার

২০১২ সালে এনটিভির ‘থার্টিফাস্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানটির মাধ্যমে তিনি সবার নজর কেড়ে নেন। পরবর্তীতে ২০১৩ সালের জানুয়ারি মাসে ভারতের বলিউড প্লেব্যাক শিল্পী সুনিধি চৌহানের ‘সুনিধি লাইভ কনসার্ট’ শিরোনামের অনুষ্ঠান উপস্থাপনা করে দারুণ প্রশংসিত হন তিনি।

অভিনেত্রীর উপস্থাপিত বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের মধ্যে রয়েছে :

  • আরটিভির ‘লেট নাইট কফি উইথ নুসরাত ফারিয়া’,
  • এসএ টিভির ‘ক্লিয়ার এসএ লাইভ স্টুডিও’,
  • এটিএন বাংলার ‘ট্রেন্ড’,
  • জিটিভির ‘লাক্স ওয়ার্ল্ড অব গ্ল্যামার’,
  • এনটিভির ‘স্টাইল অ্যান্ড ট্রেন্ড’,
  • রেডিও ফুর্তিতে ‘নাইট শিফট উইথ ফারিয়া’ ইত্যাদি।

এছাড়া অভিনেত্রী নুসরাত ফারিয়া ‘ডোর’ নামে ফ্যাশন হাউসের ব্র্যান্ড মডেল এবং ফেয়ার অ্যান্ড লাভলি, সিম্ফনি, সিটিসেল রিচার্জের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে কাজ করেন।

চলচ্চিত্র জগতে পদার্পণ, Entering the film world: :

জাজ মাল্টিমিডিয়ার নতুন নায়িকা হিসেবে নুসরাত ফারিয়াকে অভিনয়ে অভিষেক করায় এবং বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘প্রেমী ও প্রেমী’ এর অভিনেত্রী হিসেবে ঘোষণা করে। ক্রমে ২০১৪ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘মরীচিকা’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন নুসরাত ফারিয়া, কিন্তু কিছু অজ্ঞাত কারণে চলচ্চিত্রটির কাজ শুরু হয়নি।

এই ঘটনার কিছুদিন পর চলচ্চিত্রের নাম এবং পাত্র-পাত্রী বদল করে রেদওয়ান রনি নতুন চলচ্চিত্রের কাজ শুরু করেন। কিন্তু তাই বলে নুসরাত ফারিয়ার অভিনয় জীবন আটকে যায় নি, বরং নায়িকা অন্য ছবিতে কাজ করার জন্য চেষ্টা শুরু করেন।

অভিনেত্রীর চলচ্চিত্রের তালিকা :

  • ২০১৫ সালে : আশিকী
  • ২০১৬ সালে : হিরো ৪২০, বাদশা-দ্যা ডন
  • ২০১৭ সালে : ধ্যাততেরিকি, বস ২ ।
  • ২০১৮ সালে : ইন্সপেক্টর নটি কে, ডিটেকটিভ
  • ২০১৯ সালে : বিবাহ অভিযান
  • ২০২০ সালে : শাহেনশাহ
  • ২০২১ সালে : অপারেশন সুন্দরবন, ঢাকা ২০৪০, যদি কিন্তু তবুও, ভয়।
  • ২০২৩ সালে : তিনি শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব: একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন।
শেখ হাসিনা

অভিনেত্রীর প্রাপ্ত পুরস্কার ও মনোনয়ন, Awards and nominations received by the actress :

অভিনয় জগতে কাজের পরিপ্রেক্ষিতে অভিনেত্রী নুসরাত ফারিয়া অসাধারণ অভিনয় দক্ষতার স্বীকৃতি স্বরূপ বেশ কিছু পুরস্কার অর্জন করেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল:

  • ২০১৫ সালে : মেরিল-প্রথম আলো পুরস্কার এর শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী (চলচ্চিত্র ও টেলিভিশন)
  • ২০১৭ সালে : টেলি সিনে অ্যাওয়ার্ড এর শ্রেষ্ঠ অভিনয়শিল্পী (বাংলাদেশ)
  • ২০২১ সালে : সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড এর পক্ষ থেকে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পান তিনি।

অভিনেত্রীর সঙ্গীত ভিডিও, Music videos :

অভিনেত্রী নুসরাত ফারিয়া সঙ্গীতশিল্পী হিসেবেও কাজ করেছেন বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে। সেই ভিডিওগুলোর শিরোনাম হল :

  • ২০১৮ সালে : “পটাকা”
  • ২০২০ সালে : “আমি চাই ঠকতে”
  • ২০২১ সালে “এ বাঁধন যখন না ছিরে”
  • ২০২২ সালে : “হাবিবি”
  • ২০২৩ সালে : “বুঝিনা তো তাই”

বিতর্ক ও সমালোচনা, Criticism :

২০১৭ সালে বস ২ সিনেমার একটি গান আল্লাহ মেহরবান মুক্তি পাওয়ার পর সেই গান এবং অভিনেত্রীর পোশাক নিয়ে বিতর্ক তৈরি হয়। এর কারণ ছিল, অনেকে এই গানটিকে ধর্মীয় গান বলে দাবি করেন এছাড়াও গানটিতে নুসরাত ফারিয়াকে খোলামেলা পোশাক পড়ার জন্যও সমালোচিত হতে হয়। পরবর্তীতে গানটিকে ছবি থেকে সরানোর জন্য প্রোডাকশন হাউসকে নোটিশ পাঠানো হয়। বিতর্কের কারণে গানটি ইয়ারা মেহরবান নামে প্রকাশ করা হয়।

নুসরাত ফারিয়ার মোট সম্পত্তি

নুসরাত ফারিয়ার মোট সম্পত্তির পরিমাণ কত?

নুসরাত ফারিয়া একজন প্রতিভাবান এবং বহুমুখী শিল্পী যিনি দক্ষিণ এশিয়ান বিনোদন শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখেছেন। তিনি শুধু একজন অভিনেত্রী নয়, বরং একজন দক্ষ বিতর্ককারীও। অভিনেত্রী বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এছাড়াও তিনি একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী এবং তিনি তাঁর চলচ্চিত্রে এবং সঙ্গীত ভিডিওগুলোতে নিজের নৃত্য দক্ষতা প্রদর্শন করেছেন। তবে অভিনেত্রী নিজের পরিবার ও ব্যক্তিগত জীবনের পাশাপাশি তাঁর আর্থিক বিষয়গুলি বেশি ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। তবুও বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে নুসরাত ফারিয়ার মোট সম্পত্তির পরিমাণ $8M।

অভিনেত্রী নুসরাত ফারিয়া সম্পর্কে বিশেষ কিছু তথ্য :

  • উচ্চতা: ৫ ফুট ৩ ইঞ্চি
  • ওজন: ৫৪ কেজি
  • শরীরের পরিমাপ: ৩৪–২৪–৩৪ ইঞ্চি
  • চুলের রঙ: কালো
  • চোখের রঙ: ডার্ক ব্রাউন
  • জুতার আকার: ৮
  • প্রিয় অভিনেত্রী: জয়া আহসান
  • প্রিয় রং: কালো
  • প্রিয় খেলা: ক্রিকেট
  • প্রিয় ক্রিকেটার: সাকিব আল হাসান।
নুসরাত ফারিয়া

শেষ কথা :

নুসরাত ফারিয়া মাজহারের পরিচয় এক জায়গায় সীমিত নেই। তিনি একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, গায়ক, টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকিও। বিভিন্ন ক্ষেত্রে তিনি কাজ করেছেন। তাই তাঁকে বহুমুখী প্রতিভার অধিকারিণী বললেও খুব ভুল হবে না। অভিনয়ের ক্ষেত্রে তিনি বেশিরভাগ ঢালিউড এবং টলিউড চলচ্চিত্রে কাজ করেন, বিভিন্ন চলচ্চিত্রে তাঁর অভিনয় সমালোচকদের এবং দর্শকদেরও অনেক পছন্দ হয়েছে। সুযোগ পেলে হয়তো আরো ভালো কাজ করতেও পিছিয়ে পড়বেন না।

Frequently asked questions :

  • নুসরাত ফারিয়ার প্রথম ছবি কোনটি ?
    আশিকি।
  • নুসরাত ফারিয়া কে ?
    নুসরাত ফারিয়া মাজহারের পরিচয় এক জায়গায় সীমিত নেই। তিনি একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, গায়ক, টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকিও।
  • নুসরাত ফারিয়া কোন রেডিও তে কাজ করেছিলেন ?
    রেডিও ফুর্তি।

RIma Sinha

Rima Sinha is working as a writer and also as a journalist. she got her bachelor of arts degree from Tripura University. She has also completed Master of Arts in Journalism and mass communication from Chandigarh University.

Recent Posts