পরীমনি’র বয়স, উচ্চতা, জীবনী, বিবাহ, ছবি | Bengali Actress Pori Moni’s Height, Weight, Age, Affairs, Biography & More in bangla

পরীমনি'র জীবনী

বাংলাদেশের একজন সুপরিচিত চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি। শামসুন্নাহার স্মৃতি, যিনি পরীমনি নামে অধিক পরিচিত, তিনি মডেলিংয়ের মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। চলচ্চিত্রে একের পর এক ছবিতে অভিনয় করে তিনি প্রভূত খ্যাতি লাভ করেন। বাংলাদেশের দর্শকদের মধ্যে অভিনেত্রীর বিশেষ জনপ্রিয়তা রয়েছে। সেই সুবাদে তাঁর অনুগামীর সংখ্যাও অনেক। আজ এই প্রতিবেদনে আমরা বাংলাদেশের অভিনেত্রী পরীমনির জীবন সম্পর্কে আলোচনা করবো।

জন্ম ও প্রাথমিক জীবন, Birth and early life

পরিমনির জন্ম হয়েছিল ১৯৯২ সালের ২৪ অক্টোবর। তিনি বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি নিজের বাবা-মাকে হারান, তারপর তাঁর নানার কাছে বড় হন। মা বাবার মৃত্যুর পর তিনি পিরোজপুরে নানার বাড়িতে বাস করতে শুরু করেন এবং সেখানে থেকেই পড়াশোনা করেন। নানা শামসুল হক গাজীর সঙ্গেই থাকতেন ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা। নাতনির দুঃসময়ে ছায়া হয়ে থেকে ছিলেন নানা।

পরিমনির জন্ম হয়েছিল ১৯৯২ সালের ২৪ অক্টোবর

কিন্তু পরবর্তী সময়ে নানাকেও হারান পরীমনি। নানা হারানোর শোক অভিনেত্রীকে শক্তি দিয়েছে এমন কথা জানিয়ে পরীমনি সামাজিক মাধ্যমে বলেন, ‘আজ হয়তো এই পরিবারের সবার থেকে ভেঙে পড়ার কথা ছিল আমার, কিন্তু আমার নানা আমাকে সবার বটগাছ করে দিয়ে গেছে। এর থেকে বড় কোনো শোক আমার আর আসবে না। যদি আসে, সব শোক সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দেবেন, এটা আমার নানুর দোয়া।’

পরীমনির শিক্ষাগত যোগ্যতা, Educational qualification of Pori Moni

পরীমনি নানার বাড়িতে থাকার সময়ে স্থানীয় একটি বিদ্যালয়ে পড়াশুনা করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করেন। পরবর্তী সময়ে তিনি সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে পড়াশোনা করেন। এরপর ২০১১ সালে তিনি ঢাকায় চলে আসেন এবং বুলবুল ললিতকলা একাডেমীতে নাচ শিখতে শুরু করেন। সেখান থেকেই তাঁর মডেলিংয়ের প্রতি আকর্ষণ জন্মায়।

অভিনয় জীবন শুরু, Started acting career

পূর্বেই উল্লেখ করা হয়েছে যে পরীমনি মডেলিংয়ের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। তাছাড়া তিনি বিভিন্ন নৃত্য অনুষ্ঠানেও অংশগ্রহণ করতেন এবং পরবর্তীতে তিনি বেশ কিছু টিভি নাটকে অভিনয় শুরু করেন। তিনি মডেলিং থেকেই অভিনয়ের সুযোগ পান, প্রথমে ছোট পর্দায় কাজ করেন, তারপর রুপালি পর্দায় অভিনয় করার সুযোগ পান। এক কথায় তাঁর অভিনয় জীবন শুরু হয় নাটকে অভিনয়ের মাধ্যমে। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে পরীমনির বড় পর্দায় অভিষেক হয়। তবে রানা প্লাজা ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন।

পরীমনি মডেলিংয়ের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন

পরী মনির ধর্ম,  Pari Moni’s religion

অনেকের  মনেই প্রশ্ন জাগে যে পরীমনি কোন ধর্মের অনুসারী। জেনে নিন, পরীমনি একজন মুসলমান এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী। 

পরী মনির ধর্ম

পরীমনির বিয়ে, Pori Moni’s marriage 

পরীমনির ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন মাধ্যমে উল্লেখ দেখা যায়, তাঁর অনুরাগীরা সর্বদা অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের তথ্য জানতে কৌতুহলী হয়ে থাকেন। তাঁর বৈবাহিক জীবন নিয়ে তিনি বরাবরই সমালোচনায় থাকেন। ২০১০ সালে তার এসএসসি পাসের আগেই নানার কথামত গ্রামের জাকির হোসেনের ছেলে ইসমাইল হোসেনকে পারিবারিক ভাবে বিয়ে করেন। কিন্তু যৌতুক নিয়ে সমস্যা সৃষ্টি হওয়ার কারণে বিয়ের ২ বছর পর তাদের মধ্যে বিচ্ছেদ হয়।

তারপর ২৮ এপ্রিল ২০১২ সালে কেশবপুরের ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সাথে পরীমনির বিয়ে হয়। কিন্তু এই বিয়েও স্থায়ী হয়নি এবং তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর সাংবাদিক তামিম হাসানের সাথে পরীমণি ২০১৬ সাল থেকে প্রেমের বন্ধনে আবদ্ধ হন এবং এই সম্পর্কটি ১৪ ফেব্রুয়ারি ২০১৯ সালে বাগদানের মাধ্যমে বৈবাহিক সম্পর্কে পরিবর্তিত হয়। তবে তাদের মধ্যে এই সম্পর্কটিও বেশি দিন টিকেনি এবং পরবর্তীতে বিবাহবিচ্ছেদ হয়। পরীমনির  বিয়ে হয়েছিল ২০২০ সালের ৯ মার্চ।

পরীমনির বিয়ে

বাংলাদেশের এই অভিনেত্রী চলচ্চিত্র পরিচালক কাজী কামরুজ্জামান রনির সাথে বিয়ে করেন। সংসারিক বিভিন্ন সমস্যা দেখা দেওয়ার দুজনে পরস্পরের সাথে বৈবাহিক সম্পর্কের ইতি টানেন। এরপর ১৭ অক্টোবর ২০২১ সালে পরীমনি অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন। ২০২২ সালের ১০ জানুয়ারি নিজের গর্ভাবস্থার খবর গণমাধ্যমকে জানান পরীমনি।

গর্ভাবস্থার খবর জানানোর পূর্ব অবধি শরিফুল রাজের সাথে তার বিয়ের বিষয়টি গোপন রাখেন তিনি। ২০২২ সালের ১০ আগষ্ট পরীমনি পুত্র সন্তানের মা হন, যার নাম শাহীম মুহাম্মদ রাজ্য। ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে রাজের সাথেও পরীমনির বিচ্ছেদ হচ্ছে বলে খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে। পরবর্তীতে অভিনেত্রী নিজেও এই বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য করে জানিয়ে দেন তাদের বিচ্ছেদের খবর।

চলচ্চিত্রের তালিকা, Movie list

২০১৫ সালে 

  • ভালোবাসা সীমাহীন: প্রথম অভিনীত ও মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র।
  • পাগলা দিওয়ানা, পরিচালক ওয়াজেদ আলী সুমন 
  • দরদিয়া, পরিচালক ওয়াজেদ আলী সুমন, কিন্তু ছবিটি মুক্তি পায়নি।
  • আরো ভালোবাসবো তোমায়, পরিচালক এস এ হক অলীক।
  • লাভার নাম্বার ওয়ান, পরিচালক ফারুক ওমর। 
  • নগর মাস্তান, পরিচালক রকিবুল আলম রকিব। 
  • মহুয়া সুন্দরী, পরিচালক রওশন আরা নীপা, লোককাহিনী ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে নির্মিত।
  • উক্ত সালের যেসব ছবি মুক্তি পায়নি সেগুলি হল ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘আমার মন জুড়ে তুই’, নজরুল ইসলাম খান পরিচালিত ছবি ‘ রানা প্লাজা’। এফ আই মানিক পরিচালিত ‘সারপ্রাইজ’। শাহীন-সুমন পরিচালিত ‘প্রবাসী ডন’, ‘ এছাড়াও আছে “ভালবাসার অনেক জ্বালা”।
চলচ্চিত্রের তালিকা

২০১৬ সালে 

  • মন জানেনা মনের ঠিকানা, পরিচালক মুশফিকুর রহমান গুলজার 
  • কত স্বপ্ন কত আশা, পরিচালক ওয়াকিল আহমেদ 
  • রক্ত, পরিচালক ওয়াজেদ আলী সুমন 
  • পুড়ে যায় মন, পরিচালক অপূর্ব-রানা 
  • ধূমকেতু, পরিচালক শফিক হাসান 

২০১৭ সালে 

  • আপন মানুষ, পরিচালক শাহ আলম মণ্ডল 
  • সোনা বন্ধু, পরিচালক জাহাঙ্গীর আলম সুমন
  • অন্তর জ্বালা, পরিচালক মালেক আফসারী 
  • ইনোসেন্ট লাভ, পরিচালক অপূর্ব-রানা 

২০১৮ সালে 

স্বপ্নজাল, পরিচালক গিয়াস উদ্দিন সেলিম 

২০১৯ সালে 

আমার প্রেম আমার প্রিয়া, পরিচালক শামীমুল ইসলাম শামীম 

২০২০ সালে

বিশ্বসুন্দরী, পরিচালক চয়নিকা চৌধুরী 

২০২১ সালে

  • স্ফুলিঙ্গ, পরিচালক তৌকির আহমেদ 
  • অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, পরিচালক আবু রায়হান জুয়েল 
  • নদীর বুকে চাঁদ, পরিচালক শওকত ইসলাম 
  • বাহাদুরী , পরিচালক শফিক হাসান 
  • ক্ষত, পরিচালক শামীম আহমেদ রনি
  • প্রীতিলতা, পরিচালক রশিদ পলাশ 
  • ১৯৭১ সেই সব দিন, পরিচালক হৃদি হক 

চলচ্চিত্রের তালিকা, Awards and recognition 

অভিনীত জীবনে নিজের অসাধারণ অভিনয় দক্ষতার প্রদর্শন করে পরীমনি বেশ কিছু পুরস্কারের অধিকারী হতে পেরেছেন। তাঁর প্রাপ্ত পুরস্কারগুলো হল :

  • ২০১৬ সালে বাবিসাস পুরস্কার পান বছরের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে। 
  • ২৬ এপ্রিল ২০১৯ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার পান যা ছিল বিশেষ সমালোচক পুরস্কার। পাশাপাশি সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেও সেই সালে মনোনীত হন পরীমনি।
  • ২২ অক্টোবর ২০১৯ সালে ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির জন্য ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার পান জনপ্রিয় অভিনেত্রী হিসেবে। 
  • ২৫ জুলাই ২০২০ সালে সিজেএফবি পারফরম্যান্স পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) পুরস্কার বিজয়ী হন তিনি।
চলচ্চিত্রের তালিকা

পরীমনি সম্পর্কে বিশেষ কিছু তথ্য, Special information about Pori Moni

  • রাশি চিহ্ন/ রাশিচক্র : বৃশ্চিক
  • ধর্ম : ইসলাম
  • চলচ্চিত্র অভিষেক : ভালোবাসা সীমাহীন

উচ্চতা 

  • সেন্টিমিটারে ১২৬ সেমি
  • মিটারে উচ্চতা ১.৬৫ মি
  • ইঞ্চিতে উচ্চতা ৫.৫ “

ওজন:

  • কিলোগ্রামে ওজন ৫৩ কেজি
  • পাউন্ডে ওজন ১১৭ পাউন্ড
  • শরীরের পরিমাপ  : ৩৪-২৫-৩৪
  • জুতার মাপ : 8 (মার্কিন)
  • চুলের রঙ : কালো
পরীমনি সম্পর্কে বিশেষ কিছু তথ্য

কেন পরীমনি গ্রেপ্তার হলেন? Why was Pori moni arrested?

২০২১ সালের ৪ আগস্ট বাংলাদেশের রাজধানী ঢাকার বনানীতে পরীমনির বাড়িতে অভিযান চালায় র‍্যাব। দাবি করা হয়, তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় করা মামলা অনুযায়ী পরীমনিকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। পরীমনিকে আটক করার পর প্রথম দফায় ৪ দিন এবং দ্বিতীয় দফায় ২ দিনের রিমান্ড দেন আদালত। ২৬ দিন কারাগারে থাকার পর ৩১ আগস্ট ২০২১ ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তাকে জামিন দেয়

এছাড়াও পরীমনিকে ঘিরে অনেক বিতর্ক রয়েছে। বাংলাদেশে চলচ্চিত্রের প্রতিষ্ঠিত অভিনেত্রী পরীমনি তাকে ‘ধর্ষণ ও হত্যাচেষ্টার’ অভিযোগে সাভার থানায় মামলা করার পর প্রধান অভিযুক্তসহ ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে। নাসির উদ্দিন নামে এই ব্যবসায়ী কে তার উত্তরার বাসা থেকে আটক করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ।

এবার জেলখানা নিয়ে বই লিখছেন পরীমনি, Pori Moni is writing a book about prisons :

সম্প্রতি জেলজীবনের অভিজ্ঞতা নিয়ে একটি বই লিখছেন অভিনেত্রী পরীমনি। তবে বইটির নাম ও প্রকাশের তারিখ এখনও জানা যায়নি, তবে এই খবরটি তার অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

পরীমনির সম্পত্তি :

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির সম্পত্তি নিয়ে জনগণের মধ্যে প্রচুর কৌতূহল রয়েছে।

পরীমনির সম্পত্তির উৎস :

পরীমনি মূলত তার অভিনয় জীবন থেকে আয় করেন। ছবির পারিশ্রমিক, ব্র্যান্ড এম্বাসাডর হিসেবে কাজ করা, রিয়্যালিটি শোতে অংশগ্রহণ ইত্যাদি তার আয়ের উৎস। এছাড়াও তিনি বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগে জড়িত।

পরীমনির সম্পত্তির বিস্তার :

পরীমনির নিজস্ব একটি বাড়ি, বিলাসবহুল গাড়ি এবং বিভিন্ন মূল্যবান জিনিসপত্র রয়েছে। তিনি ঢাকার একটি উচ্চবিত্ত এলাকায় বসবাস করেন।

পরীমনির সম্পত্তির পরিমাণ :

পরীমনির সঠিক সম্পত্তির পরিমাণ সম্পর্কে কোনো সরকারি তথ্য নেই। তবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিনি বাংলাদেশের অন্যতম ধনী অভিনেত্রীদের একজন। মোট 57 কোটি টাকার মালিক পরিমণি। মডেলিং, সিনেমা, ব্র্যান্ড এনডর্সমেন্ট, রেস্তরাঁর মালিক হিসেবে প্রচুর টাকা রোজগার করেছেন তিনি। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি প্রায়ই তার বিলাসবহুল জীবনের ছবি পোস্ট করেন।

শেষ কথা, Conclusion 

অভিনেত্রী হিসেবে নিজের দক্ষতা প্রদর্শনে কখনই পিছু পা হন নি অভিনেত্রী। যখন যে চরিত্র নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন সর্বদাই নিজের সেরা অভিনয় পর্দায় তুলে ধরেছেন। তাই তো আজ তাঁর এত জনপ্রিয়তা। আশা করা যায় যে আগামীতেও তাঁকে বেশ কিছু ভালো ছবিতে কাজ করতে দেখা যাবে।

অভিনেত্রী হিসেবে নিজের দক্ষতা প্রদর্শনে কখনই পিছু পা হন নি অভিনেত্রী

Frequently Asked Questions

পরীমনির আসল নাম কি ?

শামসুন্নাহার স্মৃতি।

পরিমনির জন্ম কবে হয়েছিল ?

১৯৯২ সালের ২৪ অক্টোবর।

পরীমনির বড় পর্দায় অভিষেক হয় কবে?

২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে পরীমনির বড় পর্দায় অভিষেক হয়।

RIma Sinha

Rima Sinha is working as a writer and also as a journalist. she got her bachelor of arts degree from Tripura University. She has also completed Master of Arts in Journalism and mass communication from Chandigarh University.

Recent Posts