শীঘ্রই মুক্তি পাবে ‘Stree 2’, পোস্টার শেয়ার করে বিশেষ তথ্য দিলেন শ্রদ্ধা কাপুর

শীঘ্রই মুক্তি পাবে 'Stree 2'

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now Opens in a new tab.

রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘Stree 2’ শীঘ্রই সিনেমাহলে রিলিজ হবে। সম্প্রতি সামনে এসেছিল এই সিনেমার টিজার।  আজ পর্দার ‘স্ত্রী’  এই সিনেমার একটি নতুন আপডেট দিয়েছেন৷
2018 সালে মুক্তি পেয়েছিল রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর অভিনীত Stree, দীর্ঘ 6 বছর ধরে সিনে প্রেমীরা এই সিনেমার সিক্যুয়েলের জন্য অপেক্ষা করছিল। অবশেষে এই
সিনেমাটি আগামী 15 অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের পাশাপাশি এই সিনেমায় রাজকুমার রাও,পঙ্কজ ত্রিপাঠী এবং অপারশক্তি খুরানা এবং অভিষেক ব্যানার্জিকে দেখা যাবে।


শীঘ্রই মুক্তি পাবে 'Stree 2'
Pin it

মঙ্গলবার অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সোশ্যাল মিডিয়ায় ‘Stree 2′ এর একটি নতুন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন – “একটি বড় সূচনা,  স্ত্রী আসছে মাত্র 2 দিন পরে।”তার নিচে তিনি জানিয়েছেন আর মাত্র 2 দিন পরেই “Stree 2’ এর ট্রেলার আসছে।

কিছুদিন আগে এই সিনেমার টিজার ক্লিপ সামনে এসেছিল যেখানে রাজকুমারের চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট, তাকে বলতে শোনা যায় – ও তো আবার ফিরে এসেছে! টিজারে একটি গানের দৃশ্যে তামান্না ভাটিয়ারও ঝলক পাওয়া যায়।

টিজার দেখার পর থেকেই দর্শকরা এই হরর কমেডি সিনেমার ট্রেলার মুক্তির অপেক্ষায় রয়েছেন। আর 2 দিন পরেই সেই অপেক্ষার অবসান হবে।

'Stree 2'
Pin it

15 অগাস্ট বড় পর্দায় ‘ Stree 2’ ছাড়াও অক্ষয় কুমার ও তাপসী পান্নু অভিনীত ‘Khel Khel mein’ এবং জন আব্রাহাম অভিনীত ‘ Veda ‘ মুক্তি পাবে। ওই একই দিনে Pushpa 2 রিলিজ হওয়ার কথা থাকলেও এই সিনেমার রিলিজ ডেট পিছিয়ে দেওয়া হয়েছে। এই সিনেমাটি 6 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Recent Posts