রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা- মৃত্যু তরুণী ইনফ্লুয়েন্সারের

জনপ্রিয় ট্রাভেল ইনফ্লুয়েন্সার অনভি কামদারের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য নেটপাড়ায়।

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now Opens in a new tab.

জনপ্রিয় ট্রাভেল ইনফ্লুয়েন্সার অনভি কামদারের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য নেটপাড়ায়। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অনভি ঘুরতে যে ভীষণ ভালোবাসতেন সেটা তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে চোখ রাখলেই বোঝা যায়।


যখনই সুযোগ পেতেন ঘুরতে বেড়িয়ে পড়তেন তিনি। ঘুরতে গিয়ে বিভিন্ন জায়গার রিল বানিয়ে পোস্ট করতেন সোশ্যাল মিডিয়ায়। বাজেট ফ্রেন্ডলি হোটেল থেকে পকেট ফ্রেন্ডলি শপিং ডেস্টিনেশন সবকিছুই জানা যেত তার ভিডিও থেকে।
তার ফলোয়ারের সংখ্যা আড়াই লক্ষেরও বেশি। 27 বছর বয়সী অনভির মৃত্যুতে শোকের ছায়া তার ফলোয়ারদের মধ্যে।

সূত্র অনুযায়ী, মুম্বইয়ের মুলুন্দ এলাকার বাসিন্দা অনভি কামদার মঙ্গলবার মহারাষ্ট্রের রায়গড় জেলার কুম্ভ জলপ্রপাতে বন্ধুদের সাথে ঘুরতে গেছিলেন। বর্ষার মরসুমে রিল বানানোই যে কাল হবে সেটা বোধহয় স্বপ্নেও কল্পনা করেননি তিনি। ঝর্ণার একেবারে ধারে গিয়ে রিল বানাচ্ছিলেন অনভি, সেই সময় অসাবধানতাবশত পা স্লিপ করে পড়ে যান খাদে।

তারপর অনভির বন্ধুরা সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশের কাছে খবরটি জানায়। স্থানীয় পুলিশের তৎপরতায় দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। দীর্ঘ ছয় ঘন্টা উদ্ধার অভিযানের পর অনভিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মানাগাঁও মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়,কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ইনস্টাগ্রামে 2 দিন আগেই 15 অগাস্টের দীর্ঘ সপ্তাহান্তে কোথায় ঘুরতে যাওয়া যায় সেই সাজেশন দিয়ে রিলস পোস্ট করেছিলেন অনভি৷

এর আগেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশায় রিল বানাতে গিয়ে প্রাণ হারিয়েছে অনেকে।
প্রশাসনের সর্তকতা মেনে বিপদজনক স্থানে রিল বানানো থেকে বিরত থাকতে হবে এবং তরুণ প্রজন্মকে আরও সতর্ক হতে হবে। তাহলেই হয়তো এই ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হবে।

Recent Posts