পার্সেলে মাদকদ্রব্য! জালিয়াতির ফাঁদে অভিনেতা রণজয় বিষ্ণু

পার্সেলে মাদকদ্রব্য! জালিয়াতির ফাঁদে অভিনেতা রণজয় বিষ্ণু

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now Opens in a new tab.

বর্তমান সময়ে অনলাইন স্ক্যাম কোন নতুন ঘটনা নয়। প্রায়শই সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন। এবার নিজের উপস্থিত বুদ্ধির সাহায্যে এমনই এক সাইবার ক্রাইমের শিকার হওয়ার হাত থেকে রক্ষা পেলেন অভিনেতা রণজয় বিষ্ণু।


কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে এই মুহূর্তে কাজ করছেন তিনি। সদ্য লাদাখে মিউজিক অ্যালবামের শুটিং সেরে ফিরেছেন বাড়ি। তারপরেই এক ভুয়ো ফোন কলের মাধ্যমে তাকে মাদককান্ডে ফাঁসানোর চেষ্টা করে প্রতারকরা।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করে সবাইকে সর্তক করেছেন অভিনেতা।

রণজয় বিষ্ণু
Pin it

ভিডিওর শুরুতে তিনি জানান যে 2 দিন আগে তার কাছে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে বলা হয় তারা কুরিয়ার সার্ভিস থেকে ফোন করছে। তার নামে একটি পার্সেল আটকে গেছে, মুম্বই পুলিশ সেটা আটকেছে।

অভিনেতা জানান যে এটা তার পার্সেল নয়৷ তখন তাকে বলা হয় যে ওই পার্সেলের মধ্যে 15 টা পাসপোর্ট রয়েছে, মাদকদ্রব্য , ল্যাপটপ এবং আরও অনেক কিছু রয়েছে। এভাবে 10 মিনিট কথা বলার পর তাকে বলা হয় যে আপনার ফোনটা মুম্বই পুলিশের কাছে ট্রান্সফার করা হল। যদিও অভিনেতা ততক্ষণে বুঝে গেছিলেন যে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে।

ফোনের অন্যপাশে ভুয়ো পুলিশ সেজে একজন ভয় দেখানোর চেষ্টা করে রণজয়কে এবং তাকে ফোন চলাকালীন একটি  অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। এমনকি হুঁশিয়ারি দিয়ে জানানো হয় তাদের কথা না শুনলে বড় বিপদের মধ্যে পড়বেন তিনি।
এটা যে একটা স্ক্যাম অ্যালার্ট সেটা বুঝতে পেরেই ফোনটা কেটে দেন তিনি।

পার্সেলে মাদকদ্রব্য
Pin it

ভিডিও পোস্টে সম্পূর্ণ ঘটনার কথা শেয়ার করে সবাইকে সর্তক করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু। তিনি বলেন -“এমন কোন ঘটনা ঘটলে একদম ভয় পাবেন না, OTP শেয়ার করবেন না। অজানা লিঙ্কে ক্লিক করবেন না,ফোন চলাকালীন কোন অ্যাপ ডাউনলোড করবেন না। ”

তবে এটাই প্রথম নয়, এর আগেও অভিনেতার নাম ভাঙিয়ে অভিনয়ে সুযোগ দেওয়ার নামে তোলাবাজির ঘটনা সামনে এসেছিল। সেই ঘটনাটি জানার পরেও অভিনেতা সবাইকে সর্তক করেছিলেন৷

Recent Posts