আগামী 12 জুলাই অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের চার হাত এক হতে চলেছে। তার আগেই 50 যুগলের বিয়ে দিলেন আম্বানি পরিবার।মঙ্গলবার মহারাষ্ট্রের পালগড়ে গণ বিবাহের আয়োজন করেছিলেন আম্বানিরা, যেখানে পঞ্চাশের বেশি জুটির চার হাত এক হয়। রিলায়েন্স কর্পোরেট পার্কের এই অনুষ্ঠানে দুঃস্থ পরিবারের 50 জন যুগল এবং তাদের পরিবারের তরফে প্রায় 800 অতিথি উপস্থিত ছিলেন।
এদিন লাল রঙের সিল্কের শাড়িতে অপূর্ব সুন্দর লাগছিল নীতা আম্বানিকে, অন্যদিকে সাদা শার্ট এবং কালো ট্রাউজারে দেখা গেছে মুকেশ আম্বানিকে। শুধু তাই নয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকেশ ও নীতা আম্বানির ছেলে আকাশ আম্বানি, বউমা শ্লোকা আম্বানি, মেয়ে ইশা আম্বানি এবং তার স্বামী আনন্দ পিরামল। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনুষ্ঠানের সব ছবি এবং ভিডিও।
রিপোর্ট অনুযায়ী আম্বানি পরিবারের তরফে প্রত্যেক নবদম্পতিকে মঙ্গলসূত্র, আংটি ও রূপোর গয়না উপহার দেওয়া হয়। এছাড়াও নীতা আম্বানি প্রত্যেক নববধূর হাতে 1 লক্ষ 1 টাকার ‘স্ত্রীধন’ চেক তুলে দেন অনুষ্ঠানের শেষে তারা সবাইকে শুভেচ্ছা জানান।এছাড়াও নবদম্পতিদের বাসনপত্র, মুদি সামগ্রী, গ্যাস স্টোভ, মিক্সার, বালিশ, ম্যাট্রেস ইত্যাদি উপহার দেওয়া হয়েছে। অনুষ্ঠানের পর ছিল নৈশভোজের ব্যবস্থাও।
আগামী 12 জুলাই অনন্ত এবং রাধিকার রাজকীয় বিয়ের অনুষ্ঠান হবে, তারপর 13 জুলাই আশীর্বাদ অনুষ্ঠান হবে এবং 14 জুলাই হবে রিসেপশন। যেখানে দেশ বিদেশের নামিদামি তারকারা উপস্থিত থাকবেন।এর আগে মার্চে জামনগরে ধূমধাম করে অনুষ্ঠিত হয়েছিল অনন্ত এবং রাধিকার প্রি ওয়েডিং অনুষ্ঠান। তারপর জুন মাসে একটি বিলাসবহুল ক্রুজ পার্টির মাধ্যমে তাদের দ্বিতীয় প্রি ওয়েডিং অনুষ্ঠান হয়েছিল।