বর্তমান সময়ে যেমন চমৎকারের আরেক নাম আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স তেমনই আতঙ্কের আরেকনামও আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স।
AI ব্যবহার করে নিমেষের মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে ডিপফেক ভিডিও৷ আবার খুব সহজেই নকল হয়ে যাচ্ছে কন্ঠস্বর, ছবি এমনকি সইও৷ তবে এবার নিজের কণ্ঠস্বরকে AI এএ হাত থেকে বাঁচাতে বড় পদক্ষেপ নিলেন গায়ক অরিজিত সিং।
সম্প্রতি বিনা অনুমতিতে AI প্রযুক্তির ব্যবহারে তার কন্ঠস্বর নকলের অভিযোগে আদালতের দারস্থ হয়েছিলেন গায়ক অরিজিত সিং।
গায়কের বক্তব্য ছিল বিভিন্ন AI ক্রিয়েটর তার অনুমতি ছাড়াই তার কন্ঠ এবং গান গাওয়ার ধরন ব্যবহার করছেন। শুধু তাই নয়, অনলাইন প্ল্যাটফর্মে গায়কের ছবি ও সইও ব্যবহার করা হয়েছে৷
সেই পিটিশনের শুনানিতে বিচারপতি রিয়াজ চাগলা জানিয়েছেন একজন খ্যাতনামা শিল্পীর কন্ঠস্বর তার অনুমতি ছাড়া ব্যবহার করা মানে তার ব্যক্তিত্বকে নষ্ট করা৷
এই প্রসঙ্গে আরও জানানো হয় যে অরিজিত সিং এর কণ্ঠস্বর থেকে শুরু করে তার ছবি বা সই কোনও কিছুই বিনা অনুমতিতে অনলাইন প্ল্যাটফর্ম কিংবা কোন বিজ্ঞাপনে ব্যবহার করা যাবে না৷ বম্বে হাইকোর্টে অরিজিত সিং এর এই মামলার পরবর্তী শুনানি 2 সেপ্টেম্বর।
অরিজিত সিং এর গান যেন জাদু,যে কোন ধরনের গানেই সমান ভাবে সাবলীল তিনি। বাংলার গর্ব অরিজিত সিং একসময় রিয়্যালিটি শো ফেম গুরুকূলের ফিনালেতে পৌঁছতে ব্যর্থ হলেও আজ গোটা দেশজুড়ে ছড়িয়ে রয়েছে তার অনুরাগী। বাংলার পাশাপাশি হিন্দিতেও প্রচুর সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি।
এখনও পর্যন্ত 5 টি IIFA অ্যাওয়ার্ড সহ 1 টি জাতীয় পুরস্কার, 7 টি ফিল্মফেয়ার পুরস্কার, 2 টি ফিল্মফেয়ার বাংলা পুরস্কার, জি সিনে পুরস্কার এবং আরও অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
প্রভাবশালী হওয়ার পরেও তার অতি সাধারণ জীবন যাপন এবং জনহিতকর কাজ তাকে সকলের থেকে আলাদা করে তোলে।