টাকমাথার কনের ভাইরাল বিয়ে! জেনে নিন তার সাহসী গল্প

টাকমাথার কনের ভাইরাল বিয়ে

টাক মাথায় টিকলি পরে বিয়ের মণ্ডপে কনে! সাহসিকতায় মন কাড়লেন নীহার সচদেভা, ভাইরাল ছবি-ভিডিয়ো।

নীহার সচদেভা

লাল লেহেঙ্গা, ব্যাকলেস ব্লাউজ, গায়ে কনের ঐতিহ্যবাহী গয়না—সবই যেন এক নিখুঁত নববধূর সাজ! কিন্তু নজর কাড়ল এক সাহসী ভিন্নতা—টাক মাথায় পরা ঝলমলে টিকলি। হ্যাঁ, কোনও পরচুলা নয়, একদম নিজের মতো করেই বিয়ের দিনটিকে স্মরণীয় করে তুললেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কনটেন্ট ক্রিয়েটর নীহার সচদেভা।

মাত্র ছ’মাস বয়স থেকে অ্যালোপেশিয়ায় আক্রান্ত নীহার, একটি অটোইমিউন রোগ যার ফলে শরীরের সমস্ত চুল উঠে যায়। ছোটবেলা থেকে নানা কটাক্ষ, অবহেলা, এমনকি বিদ্রুপও সহ্য করতে হয়েছে তাঁকে। তবে সব কিছু পেরিয়ে, নিজের আসল রূপেই তিনি যেভাবে বিয়ের মঞ্চে এলেন—তা নিঃসন্দেহে সমাজের জন্য এক বড় বার্তা।

নীহারের জীবনের সঙ্গী অরুণ ভি গণপতি—শুধু প্রেমিকই নন, ছোটবেলার বন্ধু। জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে যিনি পাশে থেকেছেন। বিয়ের মঞ্চে তাঁদের আলিঙ্গনের মুহূর্তটি ছিল চোখে জল এনে দেওয়ার মতো আবেগঘন।

নীহারের অটোইমিউন রোগ যার ফলে শরীরের সমস্ত চুল উঠে যায়।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল নীহারের বিয়ের ছবি ও ভিডিও। হাজার হাজার মানুষ কমেন্টে ভরিয়ে দিচ্ছেন শুভেচ্ছা ও প্রশংসায়। অনেকেই লিখেছেন, “এই ছবি শুধু বিয়ের মুহূর্ত নয়, এটি এক বিপ্লব।”

অনেক সময় সৌন্দর্যের সংজ্ঞা তৈরি হয় সমাজের কিছু বদ্ধমূল ধারণা থেকে। কনের মাথাভরা চুল যেন তার সৌন্দর্যের প্রতীক—এই ধারণাকেই চ্যালেঞ্জ করলেন নীহার। প্রমাণ করলেন, সৌন্দর্য কখনও চুলে নয়, বরং নিজের আত্মবিশ্বাস আর গ্রহণযোগ্যতায়।

ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে আগেও নিজের বক্তব্যে সাহসিকতা দেখিয়েছেন নীহার, তবে এই সিদ্ধান্ত—বিয়ের দিনে উইগ না পরে টাক মাথাতেই টিকলি ও গয়নায় সজ্জিত হয়ে হাজির হওয়া—তা নিঃসন্দেহে এক অনন্য দৃষ্টান্ত।

এই নববধূর সাহস, আত্মবিশ্বাস ও নিজেকে ভালবাসার বার্তা আরও অনেককে অনুপ্রাণিত করবে—সেই আশাতেই পথচলা নীহারের।

RIma Sinha

Rima Sinha is working as a writer and also as a journalist. she got her bachelor of arts degree from Tripura University. She has also completed Master of Arts in Journalism and mass communication from Chandigarh University.

Recent Posts